
16/06/2024
বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না।
অনেকে এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খায়।এমন ভাব দেখায় যে মায়ের ভালোবাসা র শেষ নেই আর বউ আস্তাকুড়ে র ময়লা?মন চাইলেই ছুড়ে ফেলে দিবেন।
সে সব ব্যক্তি দের বলছি
মা আর বউ দুই জন দুই মেরু। মা জননী , জন্মদাত্রী আর বউ সহধর্মিনী/অর্ধাঙ্গীনি/পরিপূর্ণতা দান কারি। যাকে ছাড়া আপনি অসম্পূর্ণ। আপনার মা আপনার সব কিছু করলেও আপনার শরীরের চাহিদা মেটাই আপনার বউ।
তাই মা বা অন্য কারোর জন্য নিজের বউ এর সাথেই খারাপ ব্যবহার ও অবিশ্বাস করবেন না।
নিজের বউ কে সময় দিন ভালোবাসুন দেখুন সংসার সুখের হবে 💞💞💞💞