24/08/2025
🙏🏻🙏🏻
খুব দুঃখের সাথে ও অসহায় হয়ে পোস্টটা করছি! 🙏😭
পশ্চিম মেদিনীপুর এর #মোহনপুর থানার অন্তর্গত মৈশামুন্ডা গ্রামের বাসিন্দা কালিপদ জানা, পেশায় রিক্সা চালক।
গত 20th আগস্ট রাতে খাওয়ার পর গরু কে খড় দেওয়ার জন্য গিয়েছিল, ওই খানে রাত 9.30 নাগাদ (ডাক্তারের মতে) কোবরা জাতীয় (গোঘরো) এক বিষধর সাপ কামড় দেয়, সাপ টিকে তৎক্ষণাৎ কেউ দেখতে পায় নি, তাই ঢেড়াস (ঢেমনা) সাপ ভেবে একটু সময় নষ্ট করে। কিন্তু বমি, শ্বাসকষ্ট, চোখে অন্ধকার হয়ে যাওয়াতে সাথে সাথে #এগরা_সুপার_স্পেশালিটি হসপিটাল এ নিয়ে আসে, গ্রামটি অনেক ভেতরে ও রাস্তা ভীষণ খারাপ ও অবিরাম বৃষ্টির হওয়ায় হাসপাতাল পৌঁছাতে প্রায় 2 ঘণ্টা লেগে যায় তৎক্ষণাৎ সিরাম দিয়ে ICU তে ট্রান্সফার করে কিন্তু ডাক্তার অনেক চেষ্টার পরও রাত 12.32 নাগাদ পরলোক গমন করেন! 😭
পরিবার বলতে দুই মেয়ে ও এক ছেলে।
পরিবারের উপার্জন বলতে শুধু কালিপদ জানা একা ছিল, বড় মেয়ে (প্রিয়াঙ্কা জানা) #মোহনপুর_কলেজ থেকে English ওনার্স এ গ্রাজুয়েশন করে, MA তে Admission এর জন্য Exam দিতে গিয়েছিল এই 20th Aug, আর ছোটো বোন (সায়ন্তিকা জানা) #বৈতা_মহেন্দ্রনাথ স্কুলে ইলেভেনে পড়ে আর ছোটো ভাই (সৌমেন জানা) গ্রামের স্কুলে ক্লাস ফোরে পড়ে।
এই অসহায় ছেলেটির বাবার #শ্রাদ্ধ_শান্তি ও যজ্ঞ করার মতো পরিস্থিতিতে নেই, ছেলেটা এতটাই ছোটো মুখাগ্নি করে আসার পর বলে ভগবান আমার হাত টা কেটে দাও এই হাতে আমি আমার বাবা কে পুড়িয়েছি!
আবার পরের দিন (22th Aug) ছেলেটা ভুলে যায় যে তার বাবা আর কোনোদিন আসবে না, দিদি কে বলে বাবা কখন আসবে! 🥹
এই বাচ্চা ছেলেটির বাবার শ্রাদ্ধ শান্তি ও মেয়েগুলোর ভবিষ্যতের কথা ভেবে ওদের এই দুর্দিনে সবার কাছে অনুরোধ নিজের সাধ্যমত কিছু সাহায্য করার! 🙏
পোস্টটি যাতে সবার কাছে পৌঁছায় তাই Share করে দেবেন, ও পরিবার এর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।🙏😭
For PhonePe, Google Pay, 👇
UPI Id - Q412274964@ybl
Name - Priyanka Jana Help
প্রিয়াঙ্কার UPI তে যে সমস্যা হয়েছিল ওটা সমাধান করা হয়েছে, তোমরা চাইলে ওপরে দেওয়া #প্রিয়াঙ্কা_জানার UPI বা এই ফটো টাও স্ক্যান করতে পারবেন তাছাড়া কমেন্ট বক্সে Pin করা আছে ওই QR Code এ সাহায্য পাঠাতে পারেন!
অথবা তার বড় মাসির ছেলে 'অরণ্য মাইতি' এর মোবাইল নাম্বারে ও পাঠাতে পারো!
UPI Mobile No - 8101307668
Name - Arannya Maity
Bank - Sate Bank Of India
A/c Name - Priyanka Jana
A/c No - 41264110042
IFSC Code - SBIN0015274
Brunch - Mohanpur
For any Contact - 8101307668(Arannya)
বোনের Mob No না দেওয়ার কারণ এক হচ্ছে ও মেয়ে, ও কোনোরকম সোশ্যাল মিডিয়া ব্যাবহার করে না, আর সত্যি বলতে ও কথা বলার মতো পরিস্থিতে নেই তবু ওর অনেক চেনা জানা ওকে Ph করছে, যতটা সম্ভব কথা বলছে!
এই টুকু বিশ্বাস রাখুন এইখান কার 1/- টাকা ও কোথাও যাবে না এই সব টাকার প্রাপ্য Priyanka Jana ও তার পরিবারের! 🙏
🙏
Thank You সবাইকে! 🥹🙏