15/10/2024
তিনটে মাসের অক্লান্ত পরিশ্রম, এতোগুলো মানুষ, এতো আবেগ, তার পর তৈরী হয় একটা দুর্গা পুজো।
কতটা ভাবলে, কতটা পরিকল্পনা করলে, কতগুলো মাথা একসাথে চললে একটা বড়ো পুজোকে এতটা সাবলীল ভাবে ৩১ বছর চালানো যায়।
তবে আমাদের সব থেকে বড়ো জোর কি জানেন আমরা সার্বজনীন, তাই সমস্ত শ্রেনীর মানুষ সবরকম ভাবে আমাদের এই পুজোর সাথে যুক্ত থাকার চেষ্টা করেন।
আমাদের মনোভাবের, মানসিকতার, হাজার মতবিরোধ থাকতে পারে,তবু আমরা সকলেই স্বীকার করতে বাধ্য যে সিমলাপালের সকল মানুষের সম্মিলিত ভালোবাসার ফল এই পুজো।
সবশেষে বলি আমাদের পুজো, আমাদের আবেগ।এটা শুধু মাত্র একটা পুজো নয় আমাদের কাছে, এটার মধ্যে আছে উত্তোরণের গল্প, ভালোবাসার গল্প, লড়াই এর গল্প, আবেগের গল্প, পরিবর্তনের গল্প, সর্বোপরি সিমলাপালের প্রতিটি সাধারণ মানুষের গল্প যারা একটা সার্বজনীন কে বিশ্বজনীন করার ক্ষমতা রাখে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা সিমলাপাল সার্বজনীন দুর্গোৎসব বদ্ধপরিকর আপনাদের এই আবেগের মর্যাদা অক্ষুন্ন রাখার জন্য। আমরা কথা দিচ্ছি ৩২ তম বর্ষে আবার ফিরে আসবো নতুন উদ্যমে, আবার তৈরি হবে নতুন ভালোবাসার গল্প।❣️🙏