Simlapal Sarbojonin Durgatsav

Simlapal Sarbojonin Durgatsav Offical page of Simlapal School More Sarbojonin Durgatsav Committee...

প্রতি বছরের মত এ বছরও, আমাদের ৩২ তম বর্ষে সিমলাপাল স্কুল মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে যে ১১ই আগস্ট থেকে ১৭ই...
17/08/2025

প্রতি বছরের মত এ বছরও, আমাদের ৩২ তম বর্ষে সিমলাপাল স্কুল মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে যে ১১ই আগস্ট থেকে ১৭ই আগস্ট পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো তার কিছু চিত্র,, এইভাবে সবাই পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন, তবেই বসুন্ধরা সবুজে ভরে উঠবে।

16/08/2025
সিমলাপাল স্কুল মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছরের মত এ বছরও, ১৭ ই আগস্ট তথা আগামীকাল বৃক্ষরোপণ কর...
16/08/2025

সিমলাপাল স্কুল মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছরের মত এ বছরও, ১৭ ই আগস্ট তথা আগামীকাল বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে, এই কার্যক্রমে সকল সদস্য ও সদস্যাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাই।
স্থান :-সিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয়ের ফুটবল গ্রাউন্ড ও সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গন।
সময় :-সকাল ৮ টা।

সিমলাপাল স্কুল মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটির সপ্তমীর দিন ঘট তোলার জন্য, এই পাঞ্জাবিটি ঠিক করা হয়েছে। এই পাঞ্জাবিটির মূ...
16/08/2025

সিমলাপাল স্কুল মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটির সপ্তমীর দিন ঘট তোলার জন্য, এই পাঞ্জাবিটি ঠিক করা হয়েছে। এই পাঞ্জাবিটির মূল্য ৪৩০ টাকা। যারা যারা এই পাঞ্জাবিটি নিতে ইচ্ছুক সাইজ সহ 100 টাকা জমা দিন ২২ শে আগস্ট এর মধ্যে।। টাকা জমা দিবেন, Pabla Pati-9064318031 ও Arnab Ghosh -8327693479.

  আসুন আজ সবার স্বাধীনতার কথা বলি। এদেশের প্রতিটি মানুষের থাকুক খাদ্যের স্বাধীনতা, বস্ত্রের স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা...
14/08/2025


আসুন আজ সবার স্বাধীনতার কথা বলি। এদেশের প্রতিটি মানুষের থাকুক খাদ্যের স্বাধীনতা, বস্ত্রের স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা। এদেশের প্রতিটি মানুষ প্রতিবন্ধকতা হীন হয়ে বাচুক। এদেশের প্রতিটি মানুষ স্বাধীনতার মুক্ত বাতাসে প্রশ্বাস নিক।এদেশের প্রতিটি মানুষ ভালো থাকুক। এদেশের প্রতিটি মানুষের থাকুক ভালোবাসার, ভালো থাকার স্বাধীনতা।
শুভ হোক স্বাধীনতা, সিমলাপাল সার্বজনীন দুর্গোৎসব এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস।
Simlapal Sarbojonin Durgatsav

*শ্রদ্ধাঞ্জলি*আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমরা নতশিরে স্মরণ করি তাঁর অমর সৃষ্টিকে, তাঁর ভাবনার আলোককে,...
08/08/2025

*শ্রদ্ধাঞ্জলি*
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমরা নতশিরে স্মরণ করি তাঁর অমর সৃষ্টিকে, তাঁর ভাবনার আলোককে, যা যুগে যুগে আমাদের পথ দেখিয়েছে।
তিনি শুধু কবি নন—তিনি ছিলেন এক অনন্ত আলোর উৎস, যিনি বাংলা ভাষাকে বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছেন, আমাদের হৃদয়ে স্বাধীনতার স্বপ্ন জাগিয়েছেন।

তাঁর কলমে জন্ম নিয়েছে ভালোবাসা, মানবতা, প্রকৃতি ও জীবনের অমলিন গান।
ঠাকুর রয়েছেন প্রতিটি শব্দে, প্রতিটি সুরে, প্রতিটি হৃদয়ের গভীরে।
আপনার স্মৃতি, আপনার সৃষ্টির আলো চিরকাল পথপ্রদর্শক হয়ে থাকবে।
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪ তম মৃত্যুবার্ষিকীতে, আমরা সিমলাপাল সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানাই।
Simlapal Sarbojonin Durgatsav

পূজার ক্যানভাস এ রাঙিয়ে তুলি হৃদয়ের ক্যানভাস ,প্রতিমার মাঝে খুঁজে পাই শান্তি আর পূর্ণতা ।আমাদের স্কুলমোড় সার্বজনীন দু...
06/08/2025

পূজার ক্যানভাস এ রাঙিয়ে তুলি হৃদয়ের ক্যানভাস ,
প্রতিমার মাঝে খুঁজে পাই শান্তি আর পূর্ণতা ।
আমাদের স্কুলমোড় সার্বজনীন দুর্গোউৎসব এর ৩২ তম বর্ষের এই পুজো শুধু ধর্মের নয় মিলনের, ভালবাসা ও একাত্বতার প্রতীক।




#সিমলাপাল

ঐতিহ্যের ৩২ এ, ঐক্যের জয়গান, উমার আগমনে, ভরে উঠুক প্রাণ।মা আসছে ....
05/08/2025

ঐতিহ্যের ৩২ এ, ঐক্যের জয়গান,
উমার আগমনে, ভরে উঠুক প্রাণ।

মা আসছে ....



03/08/2025

৩১(2024)তম বর্ষের সপ্তমী দিন সকালের ঘট আনয়ন পর্ব..


#সিমলাপাল
#সার্বজনীন
#দুর্গোৎসব

01/08/2025

মহা পঞ্চমী ১০-এ আশ্বিন ২৭ এ সেপ্টেম্বর:
সকাল দশটায় (১০:০০) বসে আঁকো প্রতিযোগিতার বিষয় স্থান --সিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয়।
বিভাগ –‘ক’ প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত – বিষয় – যেমন খুশি আঁকো
বিভাগ –‘খ’ পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি । বিষয় – খুঁটি পুজো
বিভাগ –‘গ’ সর্বসাধারণের জন্য । বিষয় – শারদ উৎসব ও বানভাসি
সন্ধ্যা ৬:৩০ : উদ্বোধনী সংগীত উপস্থাপনায় দুর্গা বাহিনী ।
সন্ধ্যা ৭টা অতিথিবরণ ও কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ।
পত্রিকা উদ্বোধন ।
সাংস্কৃতিক অনুষ্ঠান : বিবিধের মাঝে মিলন মহান।
মহা ষষ্ঠী ১১ই আশ্বিন ২৮ সেপ্টেম্বর :
সন্ধ্যা ৬:৩০ - নাটক কসাইখানার মা । (উপস্থাপনায় দুর্গা বাহিনী)
৮:০০-১০:০০ সাংস্কৃতিক অনুষ্ঠান ।

মহা সপ্তমী আশ্বিন ২৯ সেপ্টেম্বর :
সকাল ৬:০০- বাঁকুড়ার বিশিষ্ট বাজনা ও সাথে শঙ্খ ধ্বনি সাথে মায়ের মঙ্গলঘট আনয়ন (শোভাযাত্রা )।(মহিলারা অতি অবশ্যই সাথে শঙ্খ নিয়ে আসবেন)।

সন্ধ্যে ৬:৩০ : নাটক ভাঁড়াটে চাই ।
সন্ধ্যা ৮:০০ : সাংস্কৃতিক সন্ধ্যা, (নৃত্যানুষ্ঠান)।

মহা অষ্টমী ১৩ আশ্বিন ৩০ সেপ্টেম্বর :
সন্ধ্যা ৬:৩০ টায় সঙ্গীতানুষ্ঠান শিল্পী পার্থজিৎ সেনগুপ্ত।
সন্ধ্যা ৭:৩০ সাংস্কৃতিক সন্ধ্যা (নৃত্যানুষ্ঠান)।

১৪ আশ্বিন 1 October মহানবমী :
সৌম্য ব্যানার্জি ও slp ব্র্যান্ড ।

১৫ আশ্বিন 2 October মহা দশমী :
জি বাংলা সা রে গা মা পা ও ইন্ডিয়ান অ্যাইডল খ্যাত অয়ন সরকার ও টিম ।

16 আশ্বিন 3 October মহা একাদশী :
রাজু বড়ুয়া ও তাপসী মুন অভিনীত সামাজিক যাত্রাপালা শ্মশানের বুকে সূর্যমুখী ।

দ্বাদশী ১৭ই আশ্বিন ৪ই অক্টোবর :
বিকেল ৪টায় মায়ের সিন্দুর খেলা ও তারপর প্রতিমা নিরঞ্জন ।

তিনটে মাসের অক্লান্ত পরিশ্রম, এতোগুলো মানুষ, এতো আবেগ, তার পর তৈরী হয় একটা দুর্গা পুজো।কতটা ভাবলে, কতটা পরিকল্পনা করলে, ...
15/10/2024

তিনটে মাসের অক্লান্ত পরিশ্রম, এতোগুলো মানুষ, এতো আবেগ, তার পর তৈরী হয় একটা দুর্গা পুজো।
কতটা ভাবলে, কতটা পরিকল্পনা করলে, কতগুলো মাথা একসাথে চললে একটা বড়ো পুজোকে এতটা সাবলীল ভাবে ৩১ বছর চালানো যায়।

তবে আমাদের সব থেকে বড়ো জোর কি জানেন আমরা সার্বজনীন, তাই সমস্ত শ্রেনীর মানুষ সবরকম ভাবে আমাদের এই পুজোর সাথে যুক্ত থাকার চেষ্টা করেন।
আমাদের মনোভাবের, মানসিকতার, হাজার মতবিরোধ থাকতে পারে,তবু আমরা সকলেই স্বীকার করতে বাধ্য যে সিমলাপালের সকল মানুষের সম্মিলিত ভালোবাসার ফল এই পুজো।

সবশেষে বলি আমাদের পুজো, আমাদের আবেগ।এটা শুধু মাত্র একটা পুজো নয় আমাদের কাছে, এটার মধ্যে আছে উত্তোরণের গল্প, ভালোবাসার গল্প, লড়াই এর গল্প, আবেগের গল্প, পরিবর্তনের গল্প, সর্বোপরি সিমলাপালের প্রতিটি সাধারণ মানুষের গল্প যারা একটা সার্বজনীন কে বিশ্বজনীন করার ক্ষমতা রাখে।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা সিমলাপাল সার্বজনীন দুর্গোৎসব বদ্ধপরিকর আপনাদের এই আবেগের মর্যাদা অক্ষুন্ন রাখার জন্য। আমরা কথা দিচ্ছি ৩২ তম বর্ষে আবার ফিরে আসবো নতুন উদ্যমে, আবার তৈরি হবে নতুন ভালোবাসার গল্প।❣️🙏

Address

Simlapal
Bankura
722151

Alerts

Be the first to know and let us send you an email when Simlapal Sarbojonin Durgatsav posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Simlapal Sarbojonin Durgatsav:

Share