Simlapal Schoolmore Sarbojonin Durgatsav

Simlapal Schoolmore Sarbojonin Durgatsav Offical page of Simlapal School More Sarbojonin Durgatsav Committee...

14/11/2025

#আগামী ২৯ শে কার্তিক (ইং 16/11/2025) তারিখ রবিবার। রাত্রি ৮ টায় ,সিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয়ের রঙ্গমঞ্চে। সিমলাপাল স্কুল মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজনে , #বাবলিভট্টাচার্য অভিনীত এ বছরের #শ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা "মাননীয় হেডমাস্টার মশাই "অনুষ্ঠিত হতে চলেছে।। টিকিট মূল্য -০০।তাই যাত্রা প্রেমী দর্শকবৃন্দদের সাদর আমন্ত্রণ জানাই।।

 #আগামী ২৯ শে কার্তিক (ইং 16/11/2025) তারিখ রবিবার, সিমলাপাল স্কুল মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজনে ,  #বাবলিভট্ট...
28/10/2025

#আগামী ২৯ শে কার্তিক (ইং 16/11/2025) তারিখ রবিবার, সিমলাপাল স্কুল মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজনে , #বাবলিভট্টাচার্য অভিনীত এ বছরের #শ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা "মাননীয় হেডমাস্টার মশাই "অনুষ্ঠিত হতে চলেছে।।
#সিমলাপালস্কুলমোড় #সর্বজনীনদুর্গোৎসব
#যাত্রাপালা

17/10/2025

পরের বছর আমরা ৩৩ এ।
আমরা তৈরি, আপনারা তৈরি তো??

06/10/2025

I gained 1,759 followers, created 140 posts and received 8,080 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

 #শুভ_বিজয়া যে কোনো বিষাদ,দুঃখ প্রাথমিক ভাবে সেরে উঠতে দু-চারদিন লাগে, তারপর আস্তে আস্তে ক্ষত ঘা এর মত শুকনো হতে থাকে ত...
06/10/2025

#শুভ_বিজয়া
যে কোনো বিষাদ,দুঃখ প্রাথমিক ভাবে সেরে উঠতে দু-চারদিন লাগে, তারপর আস্তে আস্তে ক্ষত ঘা এর মত শুকনো হতে থাকে তারপর মিলিয়ে যায়।
আসলে কথা টা সময়,সে নিজের মতো বয়ে যাবে ,আমাদের হলে সামলে নিতে হবে নয়তো বয়ে যেতে হবে। তবে আমরা সামলে নি।

আমাদের মনে হয় বাঙালি সংস্কৃতির সবচেয়ে বিষাদময় দিন হয়তো একাদশীর দিন। আমার মতে শারদীয়া একাদশীর থেকে নিঃসঙ্গ, দুঃখের,মনখারাপের দিন থাকতেই পারেনা।

তবে উৎসব, আলো, মন খারাপ সব কাটিয়ে বাঙালিকে ফিরতে হবে কাজে, মা দুর্গা ও বাবা শিব রা ফিরে যাবেন তাদের দৈনন্দিন সংসারে, লক্ষীদের কে যেতে হবে ব্যাংকের ক্যাশ কাউন্টারে মানুষের ভিড় সামলাতে, সরস্বতী রা যাবেন গলা স্টেথোস্কোপ ঝুলিয়ে মেডিকেল কলেজে , সিদ্ধিদাতা গণেশ বসবেন দোকানের গদিতে, কার্তিক দের ছুটে বেড়াতে হবে বাস,ট্রেন,মেট্রো ধরে অফিসের পথে। আসলে মোদ্দা কথা হলো সবাইকেই ফিরতে হবে কাজে। সেটাই নিয়ম।

সবাই কে জানাই শুভ বিজয়া, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সমবয়সীদের জানাই আসছে বছর আবার দেখা হবে।
পরিশেষে একটাই কথা বলার অন্ধকার কাটিয়ে আলো আসুক, মন খারাপে থাকা মানুষগুলোর মন ভালো হোক, প্রতিটি হৃদয়ে প্রেমের জন্ম নিক, ফুল ফুটুক, বসন্ত আসুক, ভালো থাকুক সবাই।🙏
Simlapal Schoolmore Sarbojonin Durgatsav

06/10/2025

মায়ের বিদায় বেলায়

05/10/2025

প্রাকৃতিক দুর্যোগ, অনিয়ন্ত্রিত বৃষ্টিপাতের কারণে, আজকে আমাদের স্কুল মাঠে রাজু বড়ুয়া অভিনীত যে যাত্রাপালা টি হওয়ার কথা ছিল, সেটি বাতিল করা হলো।
অসুবিধার জন্য, আমরা দুঃখিত। 🙏

বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব আজ বিষন্নতায় ভরা, বিদায় বেলার ঢাক বড় করুন, এত ভিড়, এত হইচই, এতো কলরব সব কেমন যেনো মনখার...
02/10/2025

বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব আজ বিষন্নতায় ভরা, বিদায় বেলার ঢাক বড় করুন, এত ভিড়, এত হইচই, এতো কলরব সব কেমন যেনো মনখারাপের চাদরে মোড়া। আবার অপেক্ষার একটা বছর, আবার পেরোতে হবে আর একটা ক্যালেন্ডার,
তিন মাসের অক্লান্ত পরিশ্রম, হাজার হাজার মানুষের সহযোগিতায়, ভালোবাসায় আমাদের এই সার্বজনীন পুজো।
এই পুজো সর্বসাধারণ মানুষের উৎসব। এই উৎসব নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকলের। এই পুজো আবেগের, আনন্দের। তাই মায়ের কাছে বিজয় দশমীতে আমাদের একটাই প্রার্থনা, সুখ দাও, সমৃদ্ধি দাও, শান্তি দাও। অহংকার ও দেখনদারি দূরে থাক।

মায়ের কাছে আমাদের প্রার্থনা, আমাদের ভাবনায় মননে, কখনো যেন অহংকার না আসে, আমাদের প্রার্থনায় কখনো যেন দেখনদারী না আসে, আমাদের ভাবনায় ,আমাদের আবেগে, আমাদের ভালোবাসায়, আমাদের হৃদয়ে, আমাদের ঘরের মেয়ে, আমাদের উমা যেন চিরকাল এভাবেই বিরাজ করে।

সমাজের সর্বস্তরের মানুষকে সিমলাপাল সার্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।
Simlapal Schoolmore Sarbojonin Durgatsav

সারা রাজ্যবাসী যখন, ছুটির আনন্দে মাতোয়ার, উৎসবের আবহে ভাসমান, বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে সেলিব্রেট করতে ব্যস্ত, সেই সময় কি...
02/10/2025

সারা রাজ্যবাসী যখন, ছুটির আনন্দে মাতোয়ার, উৎসবের আবহে ভাসমান, বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে সেলিব্রেট করতে ব্যস্ত, সেই সময় কিছু মানুষ, তাদের দায়িত্ব ও কর্তব্যে অবিচল, তাদের পরিবার ছেড়ে, তাদের প্রিয়জনকে ছেড়ে, তাদের আনন্দ তাদের সুখ ছেড়ে, দিনরাত এক করে দিয়ে, চেষ্টা করে চলেছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে সাফল্যমন্ডিত করার, তারা দিন রাতে সেবা দিয়ে চলেছেন, সাধারণ মানুষকে।
তাদের মধ্যেই পড়েন সিমলাপাল থানার এই দুজন সিভিক ভলেন্টিয়ার লালু দুলে ও অভিজিৎ দুলে।
এই সব মানুষকে সিমলাপাল সার্বজনীন দুর্গোৎসব জানায় স্যালুট ও কুর্নিশ।
আমরা অনেক অনেক ধন্যবাদ দিতে চাই সিমলাপাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ ব্যানার্জি মহাশয় কে।
আমরা ধন্যবাদ দিতে চাই সমস্ত সিমলাপাল থানার পুলিশদের, সিভিক ভলেন্টিয়ারদের, ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের যারা আমাদের এই পুজোকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে ভীষণভাবে সহযোগিতা করেছেন।
আমরা আমাদের দুর্গাপূজার মঞ্চ থেকে এরকম কর্তব্যপরায়ণ সিমলাপাল থানার দুইজন সিভিক ভলেন্টিয়ার কে, সম্মানিত করলাম। তাদের দায়িত্ব ও কর্তব্য পরায়ণতার জন্য আমরা তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।🙏🙏🙏

আমরা আবেগ, আমরা ভালোবাসা, আমরা উন্মাদনার মর্ম বুঝি, কিন্তু প্রকৃতির কাছে আমরা ভীষণ অসহায়, আমরা শুধু প্রার্থনাই করতে পার...
02/10/2025

আমরা আবেগ, আমরা ভালোবাসা, আমরা উন্মাদনার মর্ম বুঝি, কিন্তু প্রকৃতির কাছে আমরা ভীষণ অসহায়, আমরা শুধু প্রার্থনাই করতে পারি। এই পরিস্থিতিতে যে কোন শিল্পীর ক্ষেত্রেও পারফরম্যান্স করা অত্যন্ত জটিল বিষয়, সেই আঙ্গিকে, এবং সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে, আমাদের এই সিদ্ধান্ত।
এই অনভিপ্রেত অসুবিধার জন্য আমরা দুঃখিত।🙏🥺🙏
সৌজন্যে:- Simlapal Schoolmore Sarbojonin Durgatsav

শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।
02/10/2025

শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।

Address

Simlapal
Bankura
722151

Alerts

Be the first to know and let us send you an email when Simlapal Schoolmore Sarbojonin Durgatsav posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Simlapal Schoolmore Sarbojonin Durgatsav:

Share