06/10/2025
#শুভ_বিজয়া
যে কোনো বিষাদ,দুঃখ প্রাথমিক ভাবে সেরে উঠতে দু-চারদিন লাগে, তারপর আস্তে আস্তে ক্ষত ঘা এর মত শুকনো হতে থাকে তারপর মিলিয়ে যায়।
আসলে কথা টা সময়,সে নিজের মতো বয়ে যাবে ,আমাদের হলে সামলে নিতে হবে নয়তো বয়ে যেতে হবে। তবে আমরা সামলে নি।
আমাদের মনে হয় বাঙালি সংস্কৃতির সবচেয়ে বিষাদময় দিন হয়তো একাদশীর দিন। আমার মতে শারদীয়া একাদশীর থেকে নিঃসঙ্গ, দুঃখের,মনখারাপের দিন থাকতেই পারেনা।
তবে উৎসব, আলো, মন খারাপ সব কাটিয়ে বাঙালিকে ফিরতে হবে কাজে, মা দুর্গা ও বাবা শিব রা ফিরে যাবেন তাদের দৈনন্দিন সংসারে, লক্ষীদের কে যেতে হবে ব্যাংকের ক্যাশ কাউন্টারে মানুষের ভিড় সামলাতে, সরস্বতী রা যাবেন গলা স্টেথোস্কোপ ঝুলিয়ে মেডিকেল কলেজে , সিদ্ধিদাতা গণেশ বসবেন দোকানের গদিতে, কার্তিক দের ছুটে বেড়াতে হবে বাস,ট্রেন,মেট্রো ধরে অফিসের পথে। আসলে মোদ্দা কথা হলো সবাইকেই ফিরতে হবে কাজে। সেটাই নিয়ম।
সবাই কে জানাই শুভ বিজয়া, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সমবয়সীদের জানাই আসছে বছর আবার দেখা হবে।
পরিশেষে একটাই কথা বলার অন্ধকার কাটিয়ে আলো আসুক, মন খারাপে থাকা মানুষগুলোর মন ভালো হোক, প্রতিটি হৃদয়ে প্রেমের জন্ম নিক, ফুল ফুটুক, বসন্ত আসুক, ভালো থাকুক সবাই।🙏
Simlapal Schoolmore Sarbojonin Durgatsav