Indu Chakraborty

Indu Chakraborty Hello, I am Indu. I love cooking and photography. I travelled a lot. I stayed at different parts of India and associated with different cultures.

l love reading and writing. I always believe in positive thinking .

করোনার সময় আঁকার ঝোঁক চেপেছিল তখন এঁকেছিলাম।আমি আঁকতে শিখিনি। তাই judge করবেন না।
16/10/2025

করোনার সময় আঁকার ঝোঁক চেপেছিল তখন এঁকেছিলাম।
আমি আঁকতে শিখিনি। তাই judge করবেন না।

15/10/2025

তোমরা আমায় ছোট্ট ভাবো
ছোট্ট তো নই আমি।
দাদুর জুতো পরে আমি
দিব্যি হেঁটে বেড়াই।
মায়ের লিপস্টিকেতে ঠোঁট রাঙাই।
নেলপালিশ এর বায়না জুড়ি।
হাতের নখে রঙ লাগিয়ে তবেই
আমি ক্ষান্ত হই।
ছোট্ট আমি, মোটেই তো নই
বড় বড় বইগুলো একনিমেষে
শেষ করি।
যখন যা চাই নিয়েই ছাড়ি
ছোট্ট আমায় ভাবছে সবাই।
গানের তালে নাচ করি
বড়দের কথা শুনে প্রজ্ঞা প্রজ্ঞা
ভাব করি।
বয়স আমার দেড় বছর
তাই বলে কি বুদ্ধিতে কারোর
থেকে কম আমি।

ইন্দিরা চক্রবর্তী।

---Silent Strengthby Indira ChakrabortyWhen you hurl words at me,I remain silent.Your words don’t affect me —I know my w...
14/10/2025

---

Silent Strength

by Indira Chakraborty

When you hurl words at me,
I remain silent.
Your words don’t affect me —
I know my worth.

When you judge me,
I smile and stay silent.
Your judgment doesn’t define me;
I decide what’s good for me.

I know the ones who envy me
Judge me the most.
You comment on my food habits,
My choice of guru —
Still, I stay silent.

I know my body;
I choose my food accordingly.
With age, my choices change —
I know my needs,
And I choose my guru.

How foolish of you to think
You can change me.
I have come a long way,
My experience and hard work
Made me who I am.
So I keep silent -
Like a banyan tree,
Strong and still.

10/10/2025

পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরানো প্রিয়।

Amra dujon golpo korchi.
07/10/2025

Amra dujon golpo korchi.

Unokoti Agartala
04/10/2025

Unokoti Agartala

কুমোরটুলি
02/10/2025

কুমোরটুলি

আজ বিজয়া দশমী সকলের জন্য প্রীতি ও শুভেচ্ছা রইলো।আজ হঠাৎ অনেকদিন পর ছোটবেলার বিজয়া দশমীর কথা মনে পড়লো। আমার ছোটবেলার ক...
02/10/2025

আজ বিজয়া দশমী সকলের জন্য প্রীতি ও শুভেচ্ছা রইলো।
আজ হঠাৎ অনেকদিন পর ছোটবেলার বিজয়া দশমীর কথা মনে পড়লো। আমার ছোটবেলার কিছুটা অংশ ইন্দ্রানী পার্কে ঋতুপর্ণ ঘোষের পাড়ায় কেটেছে। আমি তাকে চিনতাম না মাঝে মধ্যে দেখেছি। আমরা যখন ব্যাডমিন্টন খেলতাম তখন ও ওখানে দিয়ে পেরিয়ে যেতো দেখতাম। সেই পাড়ায় আমরা বিজয়া দশমীর দিন বন্ধুদের বাড়ী বাড়ী যেতাম তাদের মা বাবাকে প্রণাম করতাম। প্রত্যেকের বাড়িতেই কিছুনা কিছু মিষ্টি, মাংসের ঘুগনি, নারকেল লাড্ডু, লুচি, গাছের বাতাবি লেবু, সিঙ্গারা কত কিছু খেতাম পেট ভরে যেত রাত্রে আর কিছু খেতাম না। আমার মা ও আগের থেকেই নারকেল লাড্ডু বানিয়ে রাখতেন বিজয়ার দিন লুচি ঘুগনি বানাতেন। এখন তো গুরুজনদের প্রণাম করাই প্রায় উঠে গেছে। তোমাদের কারো এরকম অভিজ্ঞতা আছে? এটা লিখতে লিখতে তখনের ইন্দ্রানী পার্কের ছবিটা চোখের সামনে ফুটে উঠছে। এখন তো অনেক বদলে গেছে আমি 1976 এর কথা বলছি। তখন মহালয়ার দিন মাইকে চণ্ডীপাঠ শুনতে পেতাম।

01/10/2025

পূজার অনন্দ। AKC র ছাত্ররা এই দিকটা মনে হয় দেখেনি তাদের জন্য।

30/09/2025

Dadur pass time
দাদু হাঁটতে শেখাচ্ছে।

একটি চাঁপা লুকিয়ে ফোটে।গন্ধ ছড়ায় অলক্ষেতে মন ভরে যায় আনন্দেতে।ভ্রমরেরা খুঁজে ফেরেগুনগুন রব তুলে।
30/09/2025

একটি চাঁপা লুকিয়ে ফোটে।
গন্ধ ছড়ায় অলক্ষেতে
মন ভরে যায় আনন্দেতে।
ভ্রমরেরা খুঁজে ফেরে
গুনগুন রব তুলে।

Address

Bankura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indu Chakraborty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share