
18/07/2025
দিল্লি প্রেস থেকে প্রকাশিত গৃহশোভা জুলাই ২০২৫ সংখ্যার লেখক কপি হাতে পেলাম। পত্রিকাকে ধন্যবাদ।
Creative writing
Bankura
Be the first to know and let us send you an email when সঞ্জীব চট্টোপাধ্যায় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to সঞ্জীব চট্টোপাধ্যায়:
প্রতিষ্ঠিত লেখকদের ভিড়ে সম্ভাবনাময় লেখক লেখিকাদের তুলে ধরতে যেভাবে লিটিল ম্যাগাজিন কিম্বা বহুল প্রচলিত পত্রিকাগুলি হিমসিম খাচ্ছে তাতে বর্তমান তথ্যপ্রযুক্তি অনেকটাই আশা জুগিয়েছে ।মূলত নতুন লেখকদের একটা জায়গা দিতেই ফেরারির এই উদ্যোগ। তাদের উৎসাহ যোগাতে লিখবেন সাম্প্রতিক কালের প্রতিষ্ঠিত লেখক লেখিকাও। এভাবেই খুলে যাবে বাংলাসাহিত্য চর্চার এক নতুন দিগন্ত। প্রবীণ থেকে নবীনে বয়ে যাবে বাংলা সাহিত্যের ধারা। মননশীল পাঠকের সুচিন্তিত মতামত ও প্রতিষ্ঠিত লেখকের অনুপ্রেরণা নবীন লেখক লেখিকাকে সাহায্য করবে আগামী দিনের বাংলা সাহিত্যের ধারক ও বাহক হয়ে উঠতে। ফেসবুক পত্রিকা দিয়ে ২০১৩ তে আমাদের যাত্রা শুরু। শ্রদ্ধেয় কবি প্রাবন্ধিক, সাহিত্যিক ও হাংরি জেনেরেশন এর অন্যতম শ্রী মলয় রায়চৌধুরি তাঁর অনলাইন বার্তায় পত্রিকার শুভ সূচনা করেন। তারপর ডিজি ম্যাগ,অবশেষে ব্লগজিন। ২০১৫ কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে ফেরারির প্রথম মুদ্রিত কবিতা সংকলন। ২০১৭ ফেরারি সম্মাননা প্রাপকঃ সুমন্ত চট্টোপাধ্যায়, মনোজ দে। ২০১৮, ফেব্রুয়ারি থেকে অনলাইন পাবলিকেশন এর কাজ শুরু হয়। আট পাতার বই। পাতা উলটে পড়া যায়। আগামীর কথা মাথায় রেখে, পাঠকেরা বিনামূল্যে কম সময়ে যাতে বই পড়ে ফেলতে পারেন তাই ফেরারি এই প্রয়াস শুরু করে। অলঙ্করণ- মৌমিতা ভট্টাচার্য, নচিকেতা মাহাত, চিন্ময় মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, অভিজিৎ রায়। http://ferarifacebook.blogspot.com https://www.facebook.com/ferarionlinepublication লেখা পাঠান ম্যাসেজ বক্সে।কিম্বা ই-মেইল করুন [email protected] এ উপদেষ্টামণ্ডলী, ফেরারি নবপর্যায় ২০২০- কিরীটী সেনগুপ্ত (কবি, লেখক, অনুবাদক, প্রকাশক), সুদীপ চট্টোপাধ্যায় (কবি), শ্রী মহাদেব (চিত্রকর), নভোনীল চট্টোপাধ্যায় (কবি), পাঞ্চালি চট্টোপাধায় (সংগীত শিল্পী) সম্পাদক- সঞ্জীব চট্টোপাধ্যায় https://www.facebook.com/astabosu