Milan Dutta

Milan Dutta প্রতিটি স্বপ্নই কালারফুল হয়। আর সেই বাস্তবতাগুলো সাদা-কালো হয়।
(1)

💐শুভ সপ্তমী 💐
29/09/2025

💐শুভ সপ্তমী 💐

শুভ পঞ্চমী 🌹
27/09/2025

শুভ পঞ্চমী 🌹

পুরোনো স্মৃতি হারিয়ে যায় না 🙏🙏 নতুনদের কাছে কখনো জিতে বা কখনো হারে 🙏🙏🙏🌹সুপ্রভাত 🌹🥀🥀🥀🥀🥀🥀🥀
27/09/2025

পুরোনো স্মৃতি হারিয়ে যায় না 🙏🙏
নতুনদের কাছে কখনো জিতে বা কখনো হারে 🙏🙏🙏
🌹সুপ্রভাত 🌹🥀🥀🥀🥀🥀🥀🥀

With Debjani Satnami – I'm on a streak! I've been a top fan for 11 months in a row. 🎉
26/09/2025

With Debjani Satnami – I'm on a streak! I've been a top fan for 11 months in a row. 🎉

26/09/2025

🌹শুভ চতুর্থী 🌹

ধরুন, আপনি একটা ভালো চাকরি পেলেন । এ খবরে ২৫% লোক হিংসায় জ্বলে পুড়ে নিজের ঘুম নষ্ট করবে । ২৫% লোক যারা বিশ্বাসই করবে না ...
25/09/2025

ধরুন, আপনি একটা ভালো চাকরি পেলেন ।

এ খবরে ২৫% লোক হিংসায় জ্বলে পুড়ে নিজের ঘুম নষ্ট করবে ।

২৫% লোক যারা বিশ্বাসই করবে না আপনি আদৌ চাকরিটা পেয়েছেন ।

আর ২৫% লোক রটিয়ে বেড়াবে আপনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন বা আপনার কাকাবাবুর শ্বশুরমশাইয়ের মামাতো জামাইবাবু নেতা তাইই আপনার চাকরিটা হয়ে গেছে l

আর বাকি ২৩% লোক ট্রিট দে , ট্রিপ দে , গিফ্ট দে , যা আছে সব দে বলে ডাকাতের মতো হামলে পড়বে । মনে এদের কী আছে এরাই জানে ।

আর বাকি ২% হলো আপনার মা বাবা আর দু - চারজন সে ভাইবোন হোক , সন্তান হোক বা বন্ধু বা কাছের মানুষ । এঁরা কিছু চাইবে না । শুধু আপনার মঙ্গল কামনা করে যাবে ।

আবার ধরুন আপনি অসুস্থ হলেন ।

এ খবরে সেই ২৫% লোক আহা উঁহু করে সমবেদনা জানিয়ে যাবে ।

২৫%লোক মনে মনে বলবে , ওসব ছোঁয়াচে রোগ । ওর সাথে কথা বলা যাবে না বাবা । মরুক গে , আমার কী !

২৫% লোক ভাববে, ওসব রোগ না ঢং ! শরীর থাকলে রোগ হবেই । এই আমিও তো আমাশায় ভুগছি , পাত্তাই দিই না ।

সেই ২৩% লোক ফোন করবে , খুব বেশি হলে দেখতে আসবে । রোগের বিস্তারিত বিবরণ শুনে দুটো দীর্ঘশ্বাস ছেড়ে বলবে , ভাবিস না সব ঠিক হয়ে যাবে ।

আর রইলো বাকি ২% । যাঁরা সবসময় আপনার পাশে থাকবে । দিনরাত এক করে আপনাকে সুস্থ করার চেষ্টা চালাবে ।

আর আজব ব্যাপার হলো , আমরা সেই ৯৮% লোকদেরই , যারা জীবনে কোনো কাজে তো আসবেই না , শুধু কার কোথায় খুঁত পাওয়া গেলো সেই নিয়ে মাথা ঘামাবে , আমরা সেই তাদেরই বেশি গুরুত্ব দিই জীবনে । ওরা কী ভাববে , কী বলবে , কী দেখবে , কী শুনবে এসব ভেবে ভেবেই দিন কাটিয়ে দিই । তারা কে অপমান করলো , কে বাজে কথা বললো , কে অবজ্ঞা করলো এসব ভেবেই জীবন ঝালাপালা । তারপর ঝালাপালা থেকে ডালপালা গজিয়ে জীবন যেদিন শেষ , সেইদিন আবার সেই ৯৮% লোকই আপনার শ্রাদ্ধে কাতলা কালিয়া , পাবদার ঝাল, চিংড়ির মালাইকারি , দই , মিষ্টি খেতে খেতে বলবে , আহারে মানুষটা কী ভালো ছিলো ! ভেবেই বুকটা কেমন হাহাকার করে ।

আর সেই ২% ! কাঁদছে বোধকরি তখন।
..... সংগৃহীত!

✍️যারা বর্তমান জেনারেশন আছেন, অনুরোধ থাকবে ধৈর্য নিয়ে সম্পূর্ণ লেখাটি পড়ে শেষ করবেন।এখনকার ছেলেমেয়েদের একটা সমস্যা আছে।...
24/09/2025

✍️যারা বর্তমান জেনারেশন আছেন, অনুরোধ থাকবে ধৈর্য নিয়ে সম্পূর্ণ লেখাটি পড়ে শেষ করবেন।

এখনকার ছেলেমেয়েদের একটা সমস্যা আছে। আর সেটা হলো, এরা সবাই রিলেশনশিপের জন্য পাগল। এরা বলে তাদের নাকি সত্যিকারের প্রেম হয়ে গেছে!

তাহলে আমি আপনাকে বলতে চাই, এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু হয় না। আর যদি সেটা হয়ও, তবে তার সংখ্যাটা খুবই কম। তাই আজকাল যা কিছু হচ্ছে, এটা কেবলমাত্র "এট্রাকশন"।

"এট্রাকশন" ন্যাচারাল একটা জিনিস। আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে আর মেয়ে হলে ছেলের প্রতি হবে। আর এই এট্রাকশনকে আমরা না বুঝে ভালোবাসা নাম দিয়ে দিই।

সত্যি বলতে কি, কেউ যদি আপনাকে বলে সে আপনাকে সত্যিই ভালোবাসে, সে ডাহা মিথ্যা কথা বলে! আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজেই সেটা পরীক্ষা করে দেখুন।

যেমন, আপনি তাকে বলুন আপনার শরীর অসুস্থ এবং আপনি আর বেশি দিন বাঁচবেন না। দেখবেন কিছুদিন পরে সে আপনাকে কোনো না কোনো অজুহাতে ছেড়ে চলে যাবে । কিন্তু একই কথা আপনি আপনার বাবা মাকে বলে দেখুন, যদি প্রয়োজন হয়, তারা আপনার জন্য নিজেদের বিক্রি করে দিবে। আর এটাই হচ্ছে "রিয়েল লাভ"।

আজকাল ছেলেমেয়েরা "এট্রাকশনকে" লাভ মনে করছে, আর এর জন্য নিজের জীবনকেও নষ্ট করে ফেলছে। আপনার ক্যারিয়ার ছেড়ে যদি আপনি অ্যাফেয়ারের পেছনে ছোটেন, তাহলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনি যে সম্পর্ক তৈরি করেন স্কুল, কলেজ কিংবা কোচিংয়ে, এসব কখনোই পারমানেন্ট কিছু না!

আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বিয়ে করেন, তাহলে সেটা আপনার জন্য সর্বোচ্চ "বেস্ট অপশন" হবে। কিন্তু আপনার বাবা মা যাকে পছন্দ করবে, সেটা আপনার জন্য হবে "ইউনিক"। যদি আপনি বেস্ট পছন্দ করেন, তবে আপনি ক্লাসের ফার্স্ট বয় বা গার্ল হবেন আর যদি ইউনিক পছন্দ করেন, তাহলে আপনি লাখে একজন হবেন। আরেকটা কথা, অধিকাংশ প্রেমের বিয়ের পরিণতি ভালো কিছু হয় না। দুদিন পরে যদি আপনার লাইফ পার্টনার আপনাকে ছেড়ে চলে যায়, আপনি কাউকে কিছু বলতেও পারবেন না, কারণ পছন্দ তো আপনি করেছিলেন।

তাই যদি ভালোবাসতেই হয়, তবে আপনার বইকে ভালোবাসুন, আপনার কাজকে ভালোবাসুন। কারণ, এরা আপনাকে কখনোই ধোঁকা দেবে না, কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে যা দিয়ে আপনি জীবন গড়তে পারবেন।

দিন সবার জন্যই ২৪ ঘন্টার হয়। এমন না যে কেউ আলাদা করে সময় পায়। কিন্তু এই ২৪ ঘন্টায় কেউ ভালোবেসে "পতি" হতে চায়, আবার কেউ পরিশ্রম করে "কোটিপতি" হতে চায়। এখন আপনিই ভেবে দেখুন, আপনি কি হতে চান?

কিছু বছর পর যখন আপনি লোকজনের মুখোমুখি হবেন, তখন তারা এটা জিজ্ঞেস করবে না যে, আপনার কয়টা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ছিল। তারা এটাই জিজ্জাসা করবে আপনি কত টাকা রোজগার করেন? আপনার যোগ্যতা কতটা?

এটাই পৃথিবীর নিয়ম! লোক কখনই আপনার অবস্থা জিজ্ঞেস করবে না, তারা আপনার আর্থিক অবস্থা জিজ্ঞেস করবে।

আজকাল ছেলেমেয়েরা প্রমিস করে — "আমি তোমার সাথে সারা জীবন থাকবো!" কিন্তু সত্যিটা হলো, কেউ কারো সাথে সারাজীবন থাকে না। লোক যখন শেষ যাত্রায় যায়, তখনও কাঁধ অদল বদল করে নিয়ে যায়!

আর তাই এখন যদি আপনি মাথা নিচু করে পড়ার টেবিলে পড়ে থাকেন, কিছুদিন পর আপনার মাথা সবার উপরে থাকবে। আর এখন যদি আপনি আরামের কথা ভাবেন, তাহলে সারাজীবন কষ্ট সহ্য করতে হবে। আজ যদি আপনি আপনার বইকে এবং কাজকে ভালোবাসেন, তাহলে কাল মানুষ আপনাকে সম্মান করবে। তাই কোনো ড্রিম গার্ল বা ড্রিম বয়ের জন্য কখনো নিজের বাবা মায়ের স্বপ্নকে নষ্ট করবেন না!

আজ আপনি দুই চারটা প্রেম করে যেটাকে সুখী হওয়া মনে করছেন, সেটা আসলে কোনো সুখ নয়। সত্যি বলতে কি, আপনি এখনও আসল সুখ দেখেনইনি!

সুখী আপনি কবে হবেন জানেন? যেদিন আপনি প্রথম স্যালারি পাবেন কিংবা আপনার বিজনেস শুরু করবেন। (সেটাও কিন্তু আসল প্রকৃত সুখ নয়) কিন্তু যখন আপনি আপনার প্রথম ইনকাম নিয়ে গিয়ে বাবা মায়ের হাতে তুলে দেবেন, তখন আপনার চোখে অশ্রু আসবে। তখন আপনি ফিল করবেন — যেই বাবা মায়ের আঙুল ধরে আমি হাঁটতে শিখেছি, সেই বাবা মায়ের হাতেই আমি আমার প্রথম ইনকাম তুলে দিয়েছি! আর ঠিক তখনই আপনি সত্যিকারের সুখটা ফিল করবেন!

আর যখন আপনি ইনকাম করা শুরু করবেন, তখন আপনি এটাও বুঝতে পারবেন — লক্ষ টাকারও কোনো মূল্য নেই সেই দশ টাকার কাছে, যা আপনার বাবা মা স্কুলে যাবার সময় আপনার হাতে দিত।

একটু ভালোভাবে বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে দেখুন — ওটাই হলো সেই আয়না, যেখানে সন্তান কখনো বৃদ্ধ হয় না।
সংগৃহীত


night

24/09/2025

🌹Good afternoon🌹

বাড়ি কিনছেন? — মুখ বন্ধ রাখুন।একটি নতুন গাড়ি নিচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন...
23/09/2025

বাড়ি কিনছেন? — মুখ বন্ধ রাখুন।
একটি নতুন গাড়ি নিচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
ছুটিতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন কোর্স শুরু করছেন? — মুখ বন্ধ রাখুন।
চাকরিতে পদোন্নতি হবে? — মুখ বন্ধ রাখুন।

জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয়, প্রিয়জন বা বন্ধুদের জানালে খুশি হবে। মনে হয়, সুখ ভাগ করলে দ্বিগুণ হয়। কিন্তু সত্যি বলতে কী, সব সময় তা হয় না। বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল।

আমাদের স্বপ্ন আসলে একেকটা বীজ। এই বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন চাই, সুরক্ষা চাই। কিন্তু যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হই, তখন সেটি শেকড় গজানোর আগেই শুকিয়ে যায়। বাস্তব অভিজ্ঞতা বলে—যত বেশি স্বপ্ন শেয়ার করবেন, তত বেশি হিংসা, ঈর্ষা আর বদনজরের চোখ আপনার দিকে পড়বে। আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায়।

আমরা যাদের "বন্ধু" বলে বিশ্বাস করি, তাদের সবাই আন্তরিক নয়। কেউ কেউ চায় আপনি ভালো থাকুন, কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না। তাই তারা হাসিমুখে অভিনন্দন জানালেও মনে মনে আপনার ব্যর্থতা কামনা করতে পারে। এটা তিক্ত হলেও সত্যি।

আমরা ভেবে নিই, অন্তত পরিবার তো আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু বাস্তবতা হলো, পরিবারের ভেতরেও সূক্ষ্ম হিংসা থাকতে পারে। ভাই, বোন, আত্মীয় কেউ কেউ চাইতে পারে যে আপনি তাদের ছাড়িয়ে না যান। এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে বিষিয়ে দিতে পারে।

অনেকে বলে বদনজর শুধু কুসংস্কার। কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা। মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষায় পুড়ে যায়, তখন সেই নেতিবাচক এনার্জি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। সনাতন হিন্দু ধর্ম , ইসলাম ধর্ম ও অন্য প্রায় সব ধর্মেই বদনজরের উল্লেখ আছে। অর্থাৎ, এটা কোনো কাল্পনিক ভয় নয়।

নীরবতা দুর্বলতা নয়, বরং শক্তি। চুপ থাকা মানে ভেতরে ভেতরে প্রস্তুত হওয়া। কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না, তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে। সময় এলে ফলাফল নিজেই কথা বলে। তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হয় না।

আপনার ভাগ্যে যা আছে, ঈশ্বরের লিখে রাখা পরিকল্পনা কেউ মুছে দিতে পারবে না। কিন্তু তাড়াহুড়ো করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য অযথা বাধা তৈরি করতে পারেন। তাই বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, পরিশ্রম করুন এবং যতটা সম্ভব মুখ বন্ধ রাখুন।

মনে রাখবেন, স্বপ্নকে আগেভাগে প্রকাশ করা মানে তাকে দুর্বল করে ফেলা। হিংসা, ঈর্ষা আর বদনজর সত্যিই আপনার সাফল্যকে ধ্বংস করতে পারে। তাই যখনই জীবন আপনাকে কোনো বড় সুখবর দেবে—নতুন বাড়ি, গাড়ি, বিয়ে বা পদোন্নতি—তখন আনন্দে চিৎকার না করে নীরবে উপভোগ করুন। সময় এলে আপনার সাফল্যই পুরো পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কী করেছেন।

🌹সংগৃহীত ও পরিমার্জিত। 🌹

ফুলের মত সুন্দর সকাল সবার হোক 🌹
23/09/2025

ফুলের মত সুন্দর সকাল সবার হোক 🌹

Address

Bankura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Milan Dutta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share