27/06/2025
ভাতের থালায় মা'কে খুঁজে পাওয়া 🥹
"ভাত খাবে?" — এই প্রশ্নটা যখন ছোট ছিলাম, তখন রোজ শুনতাম। তখন বুঝতাম না, এই একটা ছোট বাক্যে লুকিয়ে আছে কতটা যত্ন, ভালোবাসা আর না বলা হাজারটা কথা।
আজকাল রাঁধতে শেখার পর বুঝেছি, গরম ভাতের সঙ্গে ডাল আর একটুখানি আলু ভাজা শুধু খাবার নয়—এটা একেকটা স্মৃতি।
মাছের ঝালটা যতটা ঝাল, ঠিক ততটাই কোমল মা'র হাতের স্পর্শে।
আর এক চামচ আলু পোস্ত মুখে দিয়ে হঠাৎ মনে পড়ে যায়, কীভাবে মা দুপুরে গরম গরম খাইয়ে দিত, নিজের খাওয়া ভুলে।
আজকের দুপুরে রান্না করেছি সেই একই ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত আর ইলিশের ঝাল। রান্নাঘরটা যেন মা'র কণ্ঠের মতো গন্ধে ভরে উঠল।
খাওয়া শেষে একটাই কথা মনে হলো—
"মায়ের মতো কেউ রাঁধে না।"
আর এই থালাটা শুধু খাবার নয়, এটা একটা ভালোবাসার গল্প।
👇 তোমার কোন খাবারটা খেয়ে তোমার ছোটবেলা বা প্রিয় মানুষ মনে পড়ে? কমেন্টে জানাও!
📸 আর যদি এমন কোনও স্পেশাল থালা থেকে থাকে, ছবি পাঠাও — আমরা ‘Let’s Eat’ এ শেয়ার করব তোমার গল্প!