02/12/2021
২০১৬ তে জিও আসার আগে পর্যন্ত মোবাইল কোম্পানিগুলো ডেটা সার্ভিসের নামে এক প্রকার লুট করেছে একথা বলাইবাহুল্য। তবুও তখন মাত্র ১০টাকা রিচার্জ করে গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীর একটা বিশাল অংশ মোবাইলের মাধ্যমে দুরে কাজ করতে যাওয়া প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারতেন । ২০১৬তে এসেও এই মোবাইল কোম্পানিগুলো ( মূলত ভি আর এয়ারটেল) চুপচাপ দেখেছে তাদের কাষ্টমারদের জিওর দিকে ঝুঁকে যাওয়া--- শুধুমাত্র অনিল আম্বানির রিলায়েন্সই চুপচাপ বসে থাকেনি । অবশেষে যখন বাধ্য হয়ে ভি আর এয়ারটেল কাস্টমার ধরে রাখার জন্য তাদের রেট কমিয়েছে তখন জিও অলরেডি ২৫কোটি কাষ্টমার নিয়ে দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্কে পরিনত হয়েছে । এই ঘটনা সম্পূর্ণভাবে ভোডাফোন , আইডিয়া এবং এয়ারটেলের ব্যবসায়িক ব্যার্থতা । এই ব্যার্থতার ফলেই তাদের সিম কার্ডকে বেশিরভাগ মানুষ সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করতে শুরু করেন । প্রসঙ্গত উল্লেখ্য সেই সময় কয়েক কোটি উপোভোক্তা ছিলেন যাঁদের লাইফটাইম ইনকামিং চালু রাখার জন্য ২০০৫-০৭সালে ৯৯৯ অথবা ২০০৮-১০পর্যন্ত ৪৯৫ টাকা রিচার্জ করা ছিল এবং তার ভ্যালিডিটি ছিল ২০২৪পর্যন্ত । সেসব কোথায় গেল মোবাইল কোম্পানিগুলো জোর করে মাসে ৩৫ পরে ৪৯ তারপর ৭৯ এবং অবশেষে ৯৯ টাকা আদায়ের জন্য বাঁদরামি শুরু করলো । এ বৃদ্ধি অনৈতিক । অসভ্যের মতো আচরণ করছে নির্লজ্জ মোবাইল কোম্পানিগুলো ।
হ্যাঁ এখন সময় এসেছে নিজেকে প্রশ্ন করার " আমি কেনো ইন্টারনেট ব্যবহার করছি ? আমার কি সত্যিই দিনে ১.৫ জিবি ডেটার দরকার আছে ? "
ডেটা রেট কমে যাওয়ায় যতটা লাভ হয়েছে তার থেকেও অনেক বেশি ক্ষতি হয়েছে। বৃক্তিগতভাবে চাইনা যে ডেটা আটার মতোই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পড়ে যাক । অতিরিক্ত মোবাইল ডেটা একদিকে মানুষকে যেমন অনুভূতিহীন প্রাণীতে পরিণত করছে তেমনি যুব সমাজকে PUBG, FREE FIRE এর মতো অনলাইন গেইমের দিকে আকৃষ্ট করছে যার ফলাফল অবশ্যই খারাপ হবে। সামাজিক পরিবেশ এতটাই দুষিত হয়েছে যে এখন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে আক্রান্ত মানুষকে সেবার পরিবর্তে কিছু মানুষ ভিডিও করছে লাইক পাওয়ার আশায়। প্রয়োজনের জন্য কেউ যদি ডেটা ব্যবহার করেন তাহলে তাঁর মাসে ৯-১০ জিবির বেশি দরকার পড়বে না ( অনলাইন ক্লাস নামক সার্কাসের কথা এখানে মাথায় রাখছি না কারণ খুব শীঘ্রই তার প্রয়োজন থাকবে না ) ।
তবে নূন্যতম রিচার্জ অবশ্যই কমানো দরকার এবং এজন্য কেন্দ্র সরকারের হস্তক্ষেপ অবশ্যই দরকার আছে । নূন্যতম রিচার্জ ১০ টাকা থেকে শুরু হওয়া চাই এবং টকটাইম ব্যালান্সের ভ্যালিডিটি চাই আনলিমিটেড।
© সংগৃহিত