03/10/2025
নিজের স্ত্রীকে পুড়িয়ে হত্যা: যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর..
৯ বছরের বৈবাহিক জীবন। তবু প্রায় প্রতিদিনই তুচ্ছ কারণে ঝগড়া লেগে থাকত পিঙ্কি দাস এবং তাঁর স্বামী রিপন ওরফে লিপন দাসের মধ্যে। বারাসাত পুলিশ জেলার মধ্যমগ্রাম এলাকার ঘটনা। এমনই এক ঝগড়ার দিন, তারিখটা ২০১৭ সালের ১১ এপ্রিল, মদ্যপ স্বামীর অত্যাচার থেকে বাঁচতে তুমুল হতাশায় নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে দেন পিঙ্কি। বাড়িতে তখন ৭ বছরের ছোট্ট কন্যাসন্তানও ছিল। সেই অবস্থায় মদ্যপ রিপন ওরফে লিপন দাস স্ত্রীকে কটাক্ষ করে "তোর মরার খুব শখ হয়েছে না?"– এই বলে দেশলাই কাঠি জ্বালিয়ে স্ত্রীর গায়ে ফেলে দেয়। মুহূর্তে ঝলসে যেতে শুরু করে দেহটা, প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান পিঙ্কি দাস।
মধ্যমগ্রাম থানায় মামলা রুজু হলে তদন্তে নেমে সাব-ইন্সপেক্টর তরুণ দাস অভিযুক্তকে গ্রেফতার করেন। পূর্ণাঙ্গ তদন্তের শেষে জমা করেন উপযুক্ত চার্জশীট।
মামলার রায় বেরিয়েছে সম্প্রতি। মহামান্য আদালত অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
দেরিতে হলেও বিচার পেয়েছেন পিঙ্কি- এটুকুই স্বস্তি।