Pratichhabi- a little magazine

Pratichhabi- a little magazine A small magazine in Facebook,that is your great concern with your heartly co-oparetion......... Than

02/09/2024

জনরোষ
-------

- দিবাকর

রাজ্যজুড়ে নানান দিকে,
চলছে মিছিল আন্দোলন ।
শাসক সেথা ঘাপটি মেরে,
ক্ষমতার সেই আস্ফালন ।।
কল্লোলিনী কলকাতা আজ,
কল্লোলিত দিবা - রাত ।
তবুও কেন সুরক্ষা হীন,
ধ্বংস পুরীর মৃত্যু ফাঁদ ।।
লক্ষ নারী কন্ঠে আজি,
উঠছে আওয়াজ খবরদার ।
'তিলোত্তমার' বিচার চেয়ে,
মানছে না যে কোন হার ।।
পথেই যখন নেমেছে আজ,
পথ-ই তাদের আস্তানা ।
ভয় পেয়ে আজ পালিয়ে যাবে,
এটা তেমন সস্তা না ।।
দমন - পীড়ন যতই চলুক,
ন্যায্য দাবী ছাড়ছে না ।
পুলিশ দিয়ে নেতা দিয়ে,
চোখ রাঙানি মানছে না ।।
প্রশাসনিক দোহাই দিয়ে,
করছো তুমি ব্যারিকেড ।
তবুও তারা এগিয়ে যাবে,
করবে নাকো মাথা হেঁট ।
অধিকারের লক্ষ্যে তারা,
জোট বেঁধেছে সক্কলে ।
'জাস্টিস ফর তিলোত্তমা',
থামবে না আজ ধমকালে ।।
নারীর লজ্জা মর্যাদা আজ,
ভূলুন্ঠিত স্ব-ভূমে ।
তবুও তোমার হুঁশ ফেরে না,
আছো তুমি শীত ঘুমে ।।
লজ্জা - ঘৃনা সব জলাঞ্জলি,
দিচ্ছো তুমি সব জেনে ।
চোখ উল্টে থাকছো তুমি,
ক্ষমতার ঐ রাস টেনে ।।
মিথ্যে দিয়ে সত্যকে আজ,
চাপা দেওয়া যাচ্ছে না ।
আন্দোলনের ফল্গুধারা,
থামছে না আজ থামবে না ।।
আইন আদালত কোর্ট কাছারী,
সব ই ঠুঁটো জগন্নাথ ।
আন্দোলনেই জাগবে দিশা,
আন্দোলন ই সঠিক পথ ।।
জনগনের প্রতিনিধি,
জনতাকেই মারছো আজ,
আন্দোলন ই দেখিয়ে দেবে,
জনরোষের আসল ঝাঁজ ।।

-----*-----

29/08/2024

নর পাশবিকতা
-------------

- দিবাকর

জীবন কখনো থেমে থাকে না,
বয়ে চলে অবিরত ।

ভালো-মন্দ য় গড়া পৃথিবীতে,
অঘটন ঘটে কত !

একদিন এই মানুষ ছিল,
পশুদের ভয়ে ভীত ।

থাকতো সকলে দলবেঁধে সব,
পশুকে জবাব দিত ।

আজ আর সেই ভয় নেই মনে,
বন্য পশুরা জব্দ ।

পাশবিক রূপে মানুষ এখন,
মনুষ্যত্ব লাজে স্তব্ধ ।

জঙ্গল কেঁটে শহর গড়েছি,
হয়েছি আমরা সভ্য ।

হায়নার দল মানুষে মিশেছে,
তাই এই ভবিতব্য ।

দিকে দিকে আজ অসভ্যতা,
মানবিকতা ধর্ষিত ।

শিক্ষার মূলে কুঠারাঘাত করে,
পাশবিকতা হরষিত ।

স্বার্থ দ্বন্দ্ব ছুঁড়ে ফেলে দিয়ে,
এসো লড়ি এক হয়ে ।

না হলে বিপদ শিয়রে তোমারও,
ভাবো সবে মন দিয়ে ।

নর পিশাচেরা ঘুরে ফিরে সদা,
মানুষের রূপ ধরে ।

খুলে দিতে হবে মুখোশ তাদের,
না হলে বিপদ বাড়ে ।

আজ না হলেও কালকে হবে,
খুলবে আসল রূপ ।

আমরা যদি লড়াই করি,
না থাকি সবাই চুপ ।

ধারাবাহিকতা রাখতে হবে যে,
লড়তে হবে যে রোজ ।

আন্দোলনের গতিময়তায়,
মিলবে তাদের খোঁজ ।

নির্যাতিতার নির্মম ক্ষনে,
কাঁধে কাঁধ রেখো সবে ।

অত্যাচারীরা ভয় পেয়েছে,
শাস্তি পাবেই পাবে ।

-----*----

17/08/2024

শারীরিক ও মানসিক সুস্থতা গড়ে তোলা ই যে প্রতিষ্ঠানের লক্ষ্য এবং প্রচেষ্টা, সে নিজেই আজ অসুস্থ - পঙ্গু....!!??
ফিরে আসুক আস্থা ...

14/08/2024

প্রতিবাদ
-------

- দিবাকর

রাতের আঁধার নেমেছে সবে,
রাত্রি হয়নি বেশি ।

দুষ্টু ছেলের হয়েছে নেশা,
খেয়েছে বিদেশী বা দেশী ।।

আঁধার তাহার মনেতে নেমেছে,
রাত্রি হয়েছে গাঢ় !

তৃপ্ত নয় সে সুরা পানে আজ,
চাই অন্য কিছু আরো !!

রাস্তার আলো ফুটেছে শহরে,
ঘুচে নি মনের কালো ।

তাই তো দুষ্টু বখাটে ছেলেটা,
শাসকের কাছে ভালো ।।

রাতের আঁধারে মত্ততা নিয়ে,
পিশাচের মুখে হাসি ।

নারীর মাংস খুবলে খাবে যে,
মা হোক কিংবা মাসী ।।

জন্ম তাহার নারীর গর্ভেই,
তবুও নেই যে হুঁশ ।

কন্যা কিংবা হোক না সে বোন,
তাকেই দলে খুশ ।।

শাসক থাকেন ক্ষমতা আগলে,
দায় তার কিছু নেই ।

ধর্ষণ কিবা হোক না যে খুন,
অজুহাত খোঁজে সেই ।।

রক্ষক সে তো থানায় বসেই,
জেনে যায় সবকিছু ।

অঘটন যত ঘটুক না কেন,
তিনি থাকে পিছু পিছু ।।

নিরাপদ আজ নেই যে কেহ,
হোক না সে নারী শিশু ।

প্রশাসন থাকে অতল গহ্বরে,
হেল- দোল নেই কিছু ।।

প্রতিবাদ আজ খুব ই প্রয়োজন,
না হলে রেহাই নেই ।

তাই সকলে একসাথে মিলে,
নামতে পথে হবেই ।।

---*---

12/08/2024

চলমান পাহাড়
------------
- দিবাকর

পাহাড়ের কোল ঘেঁষে ঝর্নার কিনারে,

ছোট ছোট ফোঁটা ফুল পাথরের মিনারে ।

নানা ফুল নানা রং নানা নাম গোত্র,

অপরূপ শোভা তার গুটি গুটি পত্র ।

দিকে দিকে বন বিথী পাখিদের কলরব,

ঝর্নার কোলাহলে যেন এক উৎসব ।

নির্ঝরের স্বপ্ন ভঙ্গে জলরাশি থৈ থৈ,

দুধ সাদা ফেনা রাশি ফেনিয়ে ওঠে ঐ ।

পাহাড়ের খাঁজে খাঁজে আদিবাসী কুঞ্জে,

মন আজ মাতোয়ারা মধুকর গুঞ্জে ।

সবুজের সমারোহে চোখ যায় যতদূর,

নীলিমার হাতছানি সাদা মেঘে ভরপুর ।

নির্জন বনে যেন মনোহরা আয়োজন,

ঘুরে দেখা উদ্বেল মন আজ প্রয়োজন ।

পাহাড়ের নিঃশ্চল জীবন আজ চলমান,

অন্তরের বারিধারা ছুটে চলে বেগবান ।

কল্পিত মায়াপুরী যেন আজ দৃষ্ট,

গায়ে লাগে শিহরন মনে খুশি স্পষ্ট ।

----*---

" প্রতিচ্ছবি" 'ছোট পত্রিকাবড় প্রতিক্রিয়া '...
11/08/2024

" প্রতিচ্ছবি"

'ছোট পত্রিকা
বড় প্রতিক্রিয়া '...

02/08/2024

খুড়োর কল
----------

- দিবাকর

তখন ছিলাম পাড়াগাঁয়ে,
এখন সেটা মফঃস্বল ।
চারদিকে সব পাকা বাড়ী,
' কেমন সে এক 'খুড়োর কল'।।
ফাঁকা ফাঁকা সব বাড়ী ছিল,
মধ্যে মধ্যে ব্যবধান।
এখন কেমন অতীত লাগে,
গায়ে গায়ে সব বাসস্থান ।।
গাছপালা আর নেইকো তেমন,
বাগান সে তো দূর অস্ত ।
পুকুর-ডোবা গায়েব সব-ই,
অট্টালিকা সব মস্ত মস্ত ।।
বিদ্যালয় আর মেলার মাঠে,
খেলাধূলার অবাধ চল ।
ছিল নাকে পাঁচিল আঁটা,
এখন সে সব কোথায় বল ?
পাড়ার সবাই ছিল আপন,
বাঁধন হারা মুক্ত বাস ।
এখন কেমন যে যার মতন,
চারদেয়ালে বদ্ধ বাস ।।
চিনতো সবাই একে অন্যে,
থাকতো পাশে দিবা-রাত ।
এখন কেমন অচিন পুরী,
দুঃখেও কেউ না বাড়ায় হাত ।।
আপন মনে মত্ত সবাই,
অন্যে সেথা মূল্যহীন ।
সবাই রাজার বেশে এখন,
এল যে এ কেমন দিন !
টাকা-কড়ি আর বাড়ী-গাড়ী,
এসব এখন আপনজন ।
প্রেম-প্রীতি আর ভালোবাসা,
মূল্যবোধের অনটন ।।
উচ্চ মেধা প্রযুক্তি আর,
বিজ্ঞানের ই দোলাচল ।
সমাজ যেন ছন্নছাড়া,
মানুষ মারার চলছে ছল ।।
আগেই মোরা ছিলাম ভালো,
মুক্ত মনে বিহ্বল ।
উন্নয়নের ফাঁদে পড়ে,
কেমন সে এক 'খুড়োর কল' ।।

------*------

29/07/2024

লম্পট
------
- দিবাকর

নীতিহীন লোকগুলো, আজকাল তৎপর ।
স্বার্থের বেড়াজালে, দূর্নীতি করে ভর ।।
শিক্ষা বলিতে শুধু, ধার করা ডিগ্রী ।
আসলে তা জ্ঞানহীন, পরিমাপে(0০) ডিগ্রি ।।
সততার ভেকধারী, বর্বর লম্পট ।
লোক-লাজ নেই কোন, ধরা খেলে চম্পট ।।
অর্থ সম্পদে ভরা, রাজনীতি বিজ্ঞ ।
সমাজের বোঝা সব, বিবেকহীন অজ্ঞ ।।
পাড়াতে দাপুটে নেতা, নেই কোন ধর্ম ।
তোলা আর কাট মানি, এই তার কর্ম ।।
দল-বল আছে যত, রাতে হয় দক্ষ।
পোড়ো বাড়ি আড্ডাতে, সুরা পানে মোক্ষ ।।
পর স্ত্রী পর ধনে, চোখ সদা জ্বল জ্বল ।
নেশা করে চূড় হয়ে, হাঁটে যেন টলমল ।।
মুখ ভরা সদা হাসি, গাল ভরা খিস্তি ।
অকারণে ঘোরাঘুরি, মাত করে কিস্তি ।।
দাদা দাদা নাম ডাকে, বুক হয় মস্ত ।
মুখেতে রোচে না বিড়ি, সিগারেটে চোস্ত ।।
দেশ যাক্ রসাতলে, নেই কোন ভাবনা ।
চোর বা জুয়ারী হোক, সেই- ই তার আপনা ।।

--*--

06/07/2024

তখন ও এখন
------------

- দিবাকর

দেশে যখন রাজা ছিল,
বহাল রাজতন্ত্র ।
একাই রাজা ক্ষমতা ভোগী,
রাজনীতি তার মন্ত্র ।।
প্রজার অর্থে লালন-পালন,
রাজা-রাজ আমত্য ।
গড়তো রাজা অট্টালিকা,
পুষতো শতেক ভৃত্য ।।
পাত্র-মিত্র আরো যতেক,
ছিল রাজ অনুচর ।
প্রজার অর্থ করতো শোষন,
রাজনীতি নির্ভর ।।
রাজা যখন চাইতো যেমন,
তেমনি হতো আদেশ ।
ধামাধরা রাজ পারিষদ,
বলতো তা-বেশ! তা-বেশ! ।।
খামখেয়ালী চলেন রাজা,
যদি হতেন রুষ্ট ।
অশেষ দূর্গতি দেশের,
বাড়তো প্রজার কষ্ট ।।
এখন দেশে নেইকো রাজা,
অতীত রাজতন্ত্র ।
নির্বাচনে জেতেন শাসক,
প্রতিষ্ঠা পায় গনতন্ত্র ।।
ভোটের নামাবলী পরে,
চলে হানাহানি ।
চালচুলোহীন প্রজার ঘরে,
অর্থে টানা-টানি ।।
নেতা-নেত্রী আমলা- মন্ত্রী,
নিত্য আঁটেন ছক ।
প্রজার ঘাড়েই বন্ধুক সব,
নেইকো তার-ই হক ।।
নিত্য নতুন নিয়ম জালে,
জনতা জেরবার ।
তার-ই ঘাড়ে পা রেখে সব,
বৈতরনী পাড়ি ।।
জনসেবা আর সমাজ কল্যান,
ধ্বজাধারী সব নেতা ।
দূর্নীতি আর দাঙ্গা করেই,
ভোটে সবার জেতা ।।
এমন গণতন্ত্রে মোদের,
নেইকো যে আর আস্থা ।
আসুক কোন মুক্তিকামী,
নতুন কোন রাস্তা ।।

---*---

Address

Rabindra Road, Noapara
Barasat

Opening Hours

12am - 4pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pratichhabi- a little magazine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share