02/09/2024
জনরোষ
-------
- দিবাকর
রাজ্যজুড়ে নানান দিকে,
চলছে মিছিল আন্দোলন ।
শাসক সেথা ঘাপটি মেরে,
ক্ষমতার সেই আস্ফালন ।।
কল্লোলিনী কলকাতা আজ,
কল্লোলিত দিবা - রাত ।
তবুও কেন সুরক্ষা হীন,
ধ্বংস পুরীর মৃত্যু ফাঁদ ।।
লক্ষ নারী কন্ঠে আজি,
উঠছে আওয়াজ খবরদার ।
'তিলোত্তমার' বিচার চেয়ে,
মানছে না যে কোন হার ।।
পথেই যখন নেমেছে আজ,
পথ-ই তাদের আস্তানা ।
ভয় পেয়ে আজ পালিয়ে যাবে,
এটা তেমন সস্তা না ।।
দমন - পীড়ন যতই চলুক,
ন্যায্য দাবী ছাড়ছে না ।
পুলিশ দিয়ে নেতা দিয়ে,
চোখ রাঙানি মানছে না ।।
প্রশাসনিক দোহাই দিয়ে,
করছো তুমি ব্যারিকেড ।
তবুও তারা এগিয়ে যাবে,
করবে নাকো মাথা হেঁট ।
অধিকারের লক্ষ্যে তারা,
জোট বেঁধেছে সক্কলে ।
'জাস্টিস ফর তিলোত্তমা',
থামবে না আজ ধমকালে ।।
নারীর লজ্জা মর্যাদা আজ,
ভূলুন্ঠিত স্ব-ভূমে ।
তবুও তোমার হুঁশ ফেরে না,
আছো তুমি শীত ঘুমে ।।
লজ্জা - ঘৃনা সব জলাঞ্জলি,
দিচ্ছো তুমি সব জেনে ।
চোখ উল্টে থাকছো তুমি,
ক্ষমতার ঐ রাস টেনে ।।
মিথ্যে দিয়ে সত্যকে আজ,
চাপা দেওয়া যাচ্ছে না ।
আন্দোলনের ফল্গুধারা,
থামছে না আজ থামবে না ।।
আইন আদালত কোর্ট কাছারী,
সব ই ঠুঁটো জগন্নাথ ।
আন্দোলনেই জাগবে দিশা,
আন্দোলন ই সঠিক পথ ।।
জনগনের প্রতিনিধি,
জনতাকেই মারছো আজ,
আন্দোলন ই দেখিয়ে দেবে,
জনরোষের আসল ঝাঁজ ।।
-----*-----