Rihu 2 Pihu

Rihu 2 Pihu সব ধরনের পোষ্ট পড়ার জন্য আমাদের সাথে থাকেন।

সুনীলের কেউ কথা রাখেনির ভীরে কেউ কেউ সত্যিই কথা রাখে। যেমন কথা রেখেছেন সাব্যসাচী। ক্যান্সারের লাস্ট স্টেজে এসেও সর্বক্ষণ...
20/11/2022

সুনীলের কেউ কথা রাখেনির ভীরে কেউ কেউ সত্যিই কথা রাখে। যেমন কথা রেখেছেন সাব্যসাচী। ক্যান্সারের লাস্ট স্টেজে এসেও সর্বক্ষণ প্রিয় মানুষটার পাশে থেকেছেন। নিজের সর্বোচ্চটা দিয়ে আগলে রাখতে চেষ্টা করেছেন। অবশেষে ক্যান্সারের কাছে হার মানতেই হলো ঐন্দ্রিলা শর্মাকে। চলে গেলেন না ফেরার দেশে। হয়ত আরও কিছুদিন একসাথে থাকার আক্ষেপ আছে। কে জানে হয়ত কোন আক্ষেপই নেই। আছে সত্যিকারের ভালোবাসা পাওয়ার আনন্দ। হোক না সেটা অল্প সময়ের।
অল্প সময়ে তিনি যে ভালোবাসা পেয়েছেন কোন কোন নারী সারাজীবনেও সেই ভালোবাসা পায় না। সেই দিক থেকে তো ভাগ্যবতী বলাই চলে ঐন্দ্রিলা শর্মাকে।

উপারে ভালো থাকবেন ঐন্দ্রিলা শর্মা। আর এপারে আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন সাব্যসাচী। কাউকে ভালোবাসলে জীবনের যেকোন পরিস্থিতিতে সেই মানুষের হাতটি শক্ত করে ধরে রাখতে হয়। এখানেই ভালোবাসার সার্থকতা। সঠিক মানুষের সত্যিকারের ভালোবাসা অল্প কিছুদিন পেলেও জীবন সার্থক।🤍

লেখক- মেহেদী হাসান
📸: Sabyasachi & Oindrila

বিচ্ছেদ ঘটার কালে তুমি কথা দিয়েছিলে কোনো প্রতিশোধ নেবে না।তোমায় আজ হঠাৎ তোমার নতুন প্রেমিকের সাথে দেখলাম।আমার নজর পরতেই ...
28/09/2022

বিচ্ছেদ ঘটার কালে তুমি কথা দিয়েছিলে কোনো প্রতিশোধ নেবে না।
তোমায় আজ হঠাৎ তোমার নতুন প্রেমিকের সাথে দেখলাম।আমার নজর পরতেই তুমি তার হাত টা শক্ত করে ধরলে।মনে হচ্ছিলো কেউ আমায় ছুরি দিয়ে আঘাত করে নিজেই আবার নিজের বুকে জড়িয়ে নিলো।এ তোমার প্রতিশোধ ছিলো না?আমার কাছে তা প্রতিশোধের থেকেও বেশি।তখন তোমার চোখে আমি ক্ষোভ আর ভয় দেখেছিলাম।বিশ্বাস করো আমি তোমায় আবারও কেড়ে নিতে চাচ্ছি না।কিন্তু আমারও যে হিংসে হয়নি তা তো নয়।আমার ভীষণ হিংসে হচ্ছিলো।তবে এও সত্য যে আমি এখন নিরুপায়।তোমাকে ফেরানোর কোনো পথ নেই আমার।
এখন আমি তোমাকে ভেবে ভেবে সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছি,কিন্তু আমার মস্তিষ্ক তোমায় উড়িয়ে দিতে পারছে না,,,!

(তোমার প্রতিশোধ ভয়ংকর রকমের সুন্দর)

কবিতার অন্তমিল 🌼☘️

Art: kafi

28/09/2022

🥰🥰🥰

🖤🖤💜💜
14/09/2022

🖤🖤💜💜

10/09/2022

রাত,তুমি নিশ্চুপে চলে যাও,,!

তোমার তো কোনো বিরতি নেই।
তুমি আসলেই কিছু মানুষের হৃদয়ে রক্তক্ষরন হয়,মস্তিষ্ক বিকৃত হয়ে যায় কিছু কুৎসিত অতীতে,,!
সবার একাকীত্ববোধ জাগ্রত হয়।
মানসিক অশান্তি,দুশ্চিন্তা,এর পরে শুরু হয় মাথা ব্যাথার অপ্রত্যাশিত ভালোবাসা।
ক্ষুধার্ত পেট নিয়ে ঘুমানোর চেষ্টা করাটা যে কতো কষ্টের তা তুমি এলেই টের পায় রাস্তার সেই ছোট্ট ফুল গুলো,,,!
রাত,তুমি এলেই সবার অভ্যন্তরীণ দুঃখ গুলো মাথা চারা দিয়ে ওঠে।তুমি তাদের কাছে কতোই না ভয়ংকর রকমের সুন্দর,,,,।
সবাইকে এতো কিছু দিয়ে,তুমি তোমার নিয়মে ঠিকই চলে যাও।
""আর আমাকে দিয়ে যাও ঘুম না আসার মর্মান্তিম
যন্ত্রণা"",,⁉️

- কবিতার অন্তমিল 🌼☘️

হিসাব পরিষ্কার🙂🙂
06/09/2022

হিসাব পরিষ্কার🙂🙂

01/09/2022

যারা সুন্দর না তারা ফিল্টার দিয়ে ছবি ওঠে😊😊

-আমিও😑

31/08/2022

সে আমার কোনো কথাই বিশ্বাস করে না😑
যখন বললাম আমি তোমাকে ভালোবাসি না,তখনও সে এই কথাটা বিশ্বাস করল না,,,🙂🙂

জান্নাতি gf🙂🙂
29/08/2022

জান্নাতি gf🙂🙂

25/08/2022

যখন আমি সিঙ্গেল ছিলাম,তখন শুধু ফেইসবুকে আসা Notification গুলা ডিলিট করতাম🙂🙂

(তখন অনেক সময় থাকতো তাই)

24/08/2022

আমার bf এর মতো কাউকে পেতে হলে,অবশ্যই আপনাকে প্রচুর পরিমানে দুর্ভাগ্য বতী হতে হবে🙂

🌼☘️
22/08/2022

🌼☘️

Address

Vill PO Bheraldi District Barpeta Pin Code
Barpeta
781309

Alerts

Be the first to know and let us send you an email when Rihu 2 Pihu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rihu 2 Pihu:

Share

Category