Khobar48ghanta

Khobar48ghanta Daily News Updates

  বাড়িতে জল খেতে এসে সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা  news #
18/09/2025

বাড়িতে জল খেতে এসে সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা news #

কোথায় এমন ঘটনা ঘটেছে? কত টাকার গহনা নিয়ে গেছে ?জানতে চাননিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার এবং আপনাদের মতামত লিখুনJMS

16/09/2025
15/09/2025

ওয়ান স্টপ সেন্টার উদ্বোধন হলো বারুইপুর হাসপাতালে।
বারুইপুর;ওয়ান স্টপ সেন্টার উদ্বোধনমূলক বারুইপুর হাসপাতালে।সেন্টারটি উদ্বোধন করেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিকাশ কল্যাণ দপ্তরে কমিশনার পর্না চন্দ্র ,দক্ষিণ 24 পরগনা জেলার প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র,ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট কালেক্টর ভাস্কর পাল,বারইপুর মহকুমা শাসক চিত্রদ্বীপ সেন,বারুইপুর মহকুমা হাসপাতালে সুপার ধীরাজ রায়,বারুইপুর পৌরসভার উপ পৌর পিতা গৌতম দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ!প্রদীপ প্রজ্জলন করেন বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ!ওয়ান স্টপ সেন্টার ভবনের ফিতে কাটেন বিমান বন্দ্যোপাধ্যায়।বিমান বন্দ্যোপাধ্যায় বলেন পরিবারের হিংসা বা যেকোনো ধরনের নির্যাতনের শিকার মহিলাদের সহায়তা কেন্দ্র গড়ে উঠলো জেলায় এই প্রথম! তিনি আরো বলেন যেভাবে আদালতের উপর চাপ বাড়ছে ও সমস্ত নারী নির্যাতন তারা কোথায় যাবে তাদের বাঁচাতে হবে।আবার অনেক সময় দেখা গেছে মহিলারা পরিবারের থেকে নির্যাতিতা হয়,গৃহবধূরা শ্বশুরবাড়িতে নির্যাতিত হয় সেইসব মহিলাদের পুলিশি সহায়তা ,চিকিৎসা সহায়তা, আইনি সহায়তা ,
আপদকালীন আশ্রয় ও কাউন্সিলিং এ ব্যবস্থা করা হবে।তবে এই সেন্টার দু-তিন দিনের জন্য মহিলাকে রাখা হবে । তারপর তার বাড়ির খোঁজ-খবর নিয়ে সেখানে পুলিশের মাধ্যমে নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে। তাতে যদি না হয় তাহলে পরে হোমের ব্যবস্থা করে দেবে বলে জানান।এই সেন্টারে একসঙ্গে পাঁচ জন মহিলা থাকতে পারবে ।

Address

Baruipur
700144

Telephone

+917980292567

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khobar48ghanta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khobar48ghanta:

Share