Jay's funny videos

Jay's funny videos Laughing is best medicine for us

10/03/2023
❤️❤️❤️❤️CR7তখনো ছেলেটা cr7 হয়নিসালটা ২০০২ম্যানচেস্টারের হয়ে সাত নম্বর জার্সি পরে প্রথম মাঠে নামে তখন রোনাল্ডো বললে ব্রাজ...
14/02/2023

❤️❤️❤️❤️CR7
তখনো ছেলেটা cr7 হয়নি
সালটা ২০০২
ম্যানচেস্টারের হয়ে সাত নম্বর জার্সি পরে প্রথম মাঠে নামে
তখন রোনাল্ডো বললে ব্রাজিলের নয় নম্বর জার্সির কথাই সবাই বলবে
সদ্য সেই বছর ব্রাজিল বিশ্বকাপ জিতেছে
জেতার নায়ক সেই রোনাল্ডো।
তবে এই রোনাল্ডো কে?
একই নামের অনেক ছেলেই ফুটবলে আসে আর যায়, কিন্তু এই ছেলেটি গেলো না।

ফুটবল মানচিত্রে থেকেও যে দেশটি ক্রমশ হারিয়ে যাচ্ছিলো যে দেশটি ফিগো ডেকোদের পরে যোগ্যতা অর্জন করতে পারবে কিনা সেটা নিয়ে ভাবছিলো। এই ছেলেটি ভাবছিলো প্রতিপক্ষের ডিফেন্সকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার কথা।
ক্ষিপ্রগতিতে মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে গিয়ে বা একটা ফ্রিকিকে ম্যাচের রঙ বদলে দিতে পারে এই ছেলেটি।

বংশ পরম্পরায় ব্রাজিল ও আর্জেন্টিনা বা গুটি কয়েক ইতালি বা জার্মানির সমর্থক এটাই চিরাচরিত ফুটবলের ধারাবাহিকতা হয়ে উঠেছিল।
কিন্তু হঠাৎ করে পর্তুগালের জন্য রাত জাগতে থাকলো কিছু "আমরা"
এই আমরা তোমার জন্য রাত জাগি
এই আমরা তোমার জন্য কাঁদি তোমার জন্য হাসি
একটা দেশ নয় একটা ছেলে ফুটবল মানচিত্রে একটা দেশকে অন্যরকম ভাবে চেনালো
স্বপ্ন দেখালো।
কিছু স্বপ্ন পূরণ হলো কিছু স্বপ্ন পূরণ হলো না।
কিন্তু তুমি আমাদের স্বপ্নের জার্সি নম্বর সাত হয়ে থেকে যাবে।
ঠিক যেমন বাবার মুখে দশনম্বর জার্সি মানেই মারাদোনা ঠিক তেমন, জীবনের শেষ দিন পর্যন্ত দুটি সাত নম্বর জার্সিকে মনে থাকবে এই প্রজন্মের একজন মাহি ও অন্য জন cr7.

তুমি কাঁদছো এটা ঠিক মানাচ্ছে না। তোমার ক্ষিপ্রতাই তোমাকে বেশি মানায় আমাদের মেরুদন্ডকে অক্সিজেন দেয়। বয়েসকে সংখ্যা মনে হয় তখন।
তুমি উদাহরণ। তাই যখনই কোনো ছেলে মাঝ মাঠ থেকে একা বল টেনে নিয়ে গিয়ে বিপক্ষের ডিফেন্সকে তছনছ করবে বা খেলা শেষ হবার শেষ মুহূর্তে একটা বাঁক খাওয়ানো ফ্রিকিক হঠাৎ গোলবক্সের কোনে জড়িয়ে খেলার হিসেব পাল্টে দেবে
সবাই তখন সেই ছেলেটিকে কুর্নিশ করবে
আর আমরা, আমরা যারা তোমাকে দেখেছি আমরা মনে মনে বলবো cr7।

আর যে দেশ আজকে হেরে গেলো সেই দেশ ২০ বছর ধরে জিতেছে তোমাকে
সেই ট্রফির নাম cr7❤
You r the trophy
And my generation won you.

❤❤❤❤❤❤❤❤❤❤

Address

Payla Danga , Ward No. 14
Baruipur
700144

Telephone

+918296196410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jay's funny videos posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jay's funny videos:

Share