রুখে দাও ষড়যন্ত্র

রুখে দাও ষড়যন্ত্র অতিক্রমি নয় , ব্যাতিক্রমী হতে চাই ।
নি?

15/08/2025

োক_এই_সন্ত্রাসীর_নামে!
#এরাই_সন্ত্রাসী!
অবিলম্বে এই সব সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে!..
ব্যক্তি স্বাধীনতার নামে মুখে যা আসবে তাই বলে যাবে,সংবিধানকে অবমাননা করবে,আর সেটা সরকার সহ্য করবে,এটা সহ্য করা যাবে না!..
সময় এসেছে বাংলা নয়,ভারত থেকে এসব সন্ত্রাসীদের মুক্ত করার!...
যাবতজীবন কারাগারে থাকলে বুঝতে পারবে ব্যক্তি স্বাধীনতা কাকে বলে!...
#এরা_সন্ত্রাসী!....

14/08/2025

T20 Match..গেরুয়া vs গেরুয়া....

মত বদল টা ভালো
13/08/2025

মত বদল টা ভালো

13/08/2025

আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা বিহারের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার এক করুন দৃশ্য।
হাসপাতালে মৃতদেহ ধরার মতো চার জন লোকও নেই? ছিঃ ছিঃ! এরকম স্বাস্থ্য ব্যবস্থাকে ধিক্কার জানাই। দৃশ্যটি বেত্তিয়ায় ময়নাতদন্তের পর মৃতদেহটি টেনে নিয়ে যাওয়া হচ্ছে।
👇👇👇🤔

নির্বাচন কমিশন এর ভয় এখানে 👇
13/08/2025

নির্বাচন কমিশন এর ভয় এখানে 👇

11/08/2025

#ইউপি : ফতেহপুর জেলায়, পুলিশ ব্যারিকেডিং ভেঙে BJP সহ কিছু হিন্দু সংগঠনের হাজারো লোকের ভিড় নবাব আব্দুস সামাদ খান বাহাদুর সাহেবের কবরে তৈরি মকবরায় ঢুকে ভাঙচুর করে। গেরুয়া ঝান্ডা তুলে মাজারটিকে মন্দির বলে দাবি করে।

10 আগস্ট কিছু লোক মন্দির বলে আওয়াজ তুলে 11 আগস্ট সৌন্দর্যায়ন করার পারমিশন চায় DM এর কাছে। BJP সহ কিছু হিন্দু সংগঠন আজ ওখানে পূজো করতে যায়।

জাতীয় উলেমা কাউন্সিল এটি নবাব আব্দুল সামাদ সাহেবের মকবরা বলে উল্লেখ করেছে এবং এই নামেই রেজিস্ট্রেশন ও করা আছে।

নাগপুরের দালাল ইলেকশন কমিশন কীভাবে ভোট চুড়ি করে শেষ ১০ টি রাজ্যের বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে বিজেপি এবং মো...
07/08/2025

নাগপুরের দালাল ইলেকশন কমিশন কীভাবে ভোট চুড়ি করে শেষ ১০ টি রাজ্যের বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে বিজেপি এবং মোদিকে জিতিয়েছে তাঁর সমস্ত কিছু আজ রাহুল গান্ধী প্রমাণ সমেত হাজির করেছেন গোটা দেশের সামনে :

১) নকল ভোটার

২) ভুয়ো ও অবৈধ ঠিকানা

৩) এক ঠিকানায় একসঙ্গে বিপুল ভোটার

৪) ভুল বা অবৈধ ছবি

৫) ফর্ম ৬ (নতুন ভোটার নিবন্ধনের জন্য) এর অপব্যবহার

এই সব অভিযোগই হাতেনাতে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে করা হয়েছে। শুধুমাত্র কর্ণাটকের বেঙ্গালুরুর মহাদেবপুরা লোকসভা কেন্দ্রের একটি বিধানসভাতেই ১,০০,২৫০টি ভোটচুরির ঘটনা ধরা পড়েছে। একবার ভাবুন, গত ১০টি বিধানসভা নির্বাচন ও দেশজুড়ে লোকসভা নির্বাচনে এই ধরনের জালিয়াতির পরিমাণ কত বিশাল হতে পারে।

⭕ নির্বাচন কমিশন জানিয়েছে:
একটি ঘরে ৮০ জন মানুষ থাকেন, এবং প্রত্যেকেই ভোট দিয়েছেন —
উদাহরণস্বরূপ-

বাড়ি নং ৩৫ - ৮০ জন ভোটার

বাড়ি নং ৭৯১ - ৪৬ জন ভোটার

কিন্তু বাস্তবে সেই ভোটারদের কেউই ওই ঠিকানায় থাকেন না।

শুধুমাত্র একটি লোকসভা কেন্দ্রে ১০,৪৫৮ এই ধরনের ভুয়ো ভোটার ভোট দিয়েছেন।

⭕ আদিত্য শ্রীবাস্তব —
উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটকে দু’বার — মোট তিন রাজ্যে ভোট দিয়েছেন।
একই ব্যক্তি বুথ ১৬৬, ১২৪, ১২৫, ১২৬-এ ভোট দিচ্ছেন —
নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন, এটা কীভাবে সম্ভব?

শুধুমাত্র কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্র থেকেই ১১,৯০০ জন ভোটার অন্য বিধানসভা কেন্দ্রেও ভোট দিয়েছেন।

⭕ একটি বিধানসভা কেন্দ্রেই ৪,৩০০ জন ভোটারের ছবি অবৈধ বা ভুল।এবং তারা সবাই বিজেপিকে ভোট দিয়েছেন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী।

⭕ ৭০, ৮৯, ৯৩ বছর বয়সীদের ‘প্রথমবারের ভোটার’ বা ‘নতুন ভোটার’ হিসেবে নাম তোলা হয়েছে।
এই ধরনের ৩৩,৬০০ নতুন ভোটারকে শুধুমাত্র একটিই কেন্দ্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ৩৩ হাজারের থেকে কম ভোটে বিজেপি শেষ লোকসভা নির্বাচনে ২৫ টির বেশি বিধানসভা জিতেছে।

এখন গোটা দেশের পরিসংখ্যান ভাবুন।

⭕ রাহুল গান্ধীর সংগ্রহ করা তথ্য অনুসারে, মোদী গত নির্বাচনে অন্তত ২৫টির বেশি লোকসভা আসন চুরি করেছেন।

এটি শুধু একটি প্রেস কনফারেন্স নয় —
এটি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ও ভোট চুরির বিরুদ্ধে একটি চার্জশিট।

সবশেষে আজ আমার নেতাকে সবচেয়ে বেশি "গরম পুরুষ" লেগেছে। উনি কথা দিয়েছিলেন RSS এর সমস্ত দালালদের ধরে ধরে মুখোশ খুলবেন এবং উনি খুলছেন।

✏️ মানসারুল হক

06/08/2025

কি আজব একটা সময় এসেছে কথায় কথায় হিন্দু, মুসলিম,

03/08/2025

দুর্গাপুর কান্ডে পাল্টা হুশিয়ারি পারিজাত গাঙ্গুলির

02/08/2025

কি ভাবছেন ইউপি বিহার হরিয়ানা গুজরাটের ঘটনা একদম না।
এই ঘটনা পশ্চিম বর্ধমানের দূর্গাপুরের ঘটনা।
শুধুমাত্র গরু ব্যবসায়ী বলে? নাকি মুসলমান বলে? দুর্গাপুরে বিজেপির গুন্ডারাজ।

01/08/2025

#শুধু_গ্রেপ্তার_নয়
দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি চাই। যে ধরনের ঘটনা এই বাংলায় দ্বিতীয়বার ঘটবে না।

এই ঘটনা কোনো BJP শাসিত রাজ্যের নয়, এই ঘটনা পশ্চিম বাংলার দুর্গাপুরের.... সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের উপর এই অ ত্যা চা র.....
01/08/2025

এই ঘটনা কোনো BJP শাসিত রাজ্যের নয়, এই ঘটনা পশ্চিম বাংলার দুর্গাপুরের.... সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের উপর এই অ ত্যা চা র.... Mamata Banerjee যেটা করে দেখাচ্ছেন সেটা বিজেপি রাও করার সাহস পেত না.... কই উনার পুলিশ?? উনি তো পুলিশ মন্ত্রী...
West Bengal Police কবে গ্রেপ্তার করবেন???

Address

Basanti
743312

Alerts

Be the first to know and let us send you an email when রুখে দাও ষড়যন্ত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রুখে দাও ষড়যন্ত্র:

Share