07/08/2025
নাগপুরের দালাল ইলেকশন কমিশন কীভাবে ভোট চুড়ি করে শেষ ১০ টি রাজ্যের বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে বিজেপি এবং মোদিকে জিতিয়েছে তাঁর সমস্ত কিছু আজ রাহুল গান্ধী প্রমাণ সমেত হাজির করেছেন গোটা দেশের সামনে :
১) নকল ভোটার
২) ভুয়ো ও অবৈধ ঠিকানা
৩) এক ঠিকানায় একসঙ্গে বিপুল ভোটার
৪) ভুল বা অবৈধ ছবি
৫) ফর্ম ৬ (নতুন ভোটার নিবন্ধনের জন্য) এর অপব্যবহার
এই সব অভিযোগই হাতেনাতে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে করা হয়েছে। শুধুমাত্র কর্ণাটকের বেঙ্গালুরুর মহাদেবপুরা লোকসভা কেন্দ্রের একটি বিধানসভাতেই ১,০০,২৫০টি ভোটচুরির ঘটনা ধরা পড়েছে। একবার ভাবুন, গত ১০টি বিধানসভা নির্বাচন ও দেশজুড়ে লোকসভা নির্বাচনে এই ধরনের জালিয়াতির পরিমাণ কত বিশাল হতে পারে।
⭕ নির্বাচন কমিশন জানিয়েছে:
একটি ঘরে ৮০ জন মানুষ থাকেন, এবং প্রত্যেকেই ভোট দিয়েছেন —
উদাহরণস্বরূপ-
বাড়ি নং ৩৫ - ৮০ জন ভোটার
বাড়ি নং ৭৯১ - ৪৬ জন ভোটার
কিন্তু বাস্তবে সেই ভোটারদের কেউই ওই ঠিকানায় থাকেন না।
শুধুমাত্র একটি লোকসভা কেন্দ্রে ১০,৪৫৮ এই ধরনের ভুয়ো ভোটার ভোট দিয়েছেন।
⭕ আদিত্য শ্রীবাস্তব —
উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটকে দু’বার — মোট তিন রাজ্যে ভোট দিয়েছেন।
একই ব্যক্তি বুথ ১৬৬, ১২৪, ১২৫, ১২৬-এ ভোট দিচ্ছেন —
নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন, এটা কীভাবে সম্ভব?
শুধুমাত্র কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্র থেকেই ১১,৯০০ জন ভোটার অন্য বিধানসভা কেন্দ্রেও ভোট দিয়েছেন।
⭕ একটি বিধানসভা কেন্দ্রেই ৪,৩০০ জন ভোটারের ছবি অবৈধ বা ভুল।এবং তারা সবাই বিজেপিকে ভোট দিয়েছেন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী।
⭕ ৭০, ৮৯, ৯৩ বছর বয়সীদের ‘প্রথমবারের ভোটার’ বা ‘নতুন ভোটার’ হিসেবে নাম তোলা হয়েছে।
এই ধরনের ৩৩,৬০০ নতুন ভোটারকে শুধুমাত্র একটিই কেন্দ্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ৩৩ হাজারের থেকে কম ভোটে বিজেপি শেষ লোকসভা নির্বাচনে ২৫ টির বেশি বিধানসভা জিতেছে।
এখন গোটা দেশের পরিসংখ্যান ভাবুন।
⭕ রাহুল গান্ধীর সংগ্রহ করা তথ্য অনুসারে, মোদী গত নির্বাচনে অন্তত ২৫টির বেশি লোকসভা আসন চুরি করেছেন।
এটি শুধু একটি প্রেস কনফারেন্স নয় —
এটি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ও ভোট চুরির বিরুদ্ধে একটি চার্জশিট।
সবশেষে আজ আমার নেতাকে সবচেয়ে বেশি "গরম পুরুষ" লেগেছে। উনি কথা দিয়েছিলেন RSS এর সমস্ত দালালদের ধরে ধরে মুখোশ খুলবেন এবং উনি খুলছেন।
✏️ মানসারুল হক