MLA Dr. Saptarshi Banerjee

  • Home
  • MLA Dr. Saptarshi Banerjee

MLA Dr. Saptarshi Banerjee Dr. Saptarshi Banarjee
MLA 124 Basirhat Dakshin

অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সূচনা করতেই ভক্তরা ব্রতী হন মাতৃ আরাধনায়। আজ বদরতলা অ্যাম্বুলেন্স ইউনিয়ন আয়োজন করেছিল র...
14/09/2025

অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সূচনা করতেই ভক্তরা ব্রতী হন মাতৃ আরাধনায়। আজ বদরতলা অ্যাম্বুলেন্স ইউনিয়ন আয়োজন করেছিল রক্ষাকালী পুজোর৷ মা সকলকে ভালো রাখুন৷

বাল্য বিবাহ রুখতে ইতিমধ্যেই নানারকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি এই বিষয়ে এগিয়ে এসেছে বহু এনজি...
13/09/2025

বাল্য বিবাহ রুখতে ইতিমধ্যেই নানারকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি এই বিষয়ে এগিয়ে এসেছে বহু এনজিও। আজ বসিরহাট খলিসাদি অনুভব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি ক্যাম্প আয়োজিত হল বাল্য বিবাহ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে। উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

13/09/2025

বসিরহাট পৌরসভার ১০নং ওয়ার্ডের পূর্ণ চন্দ্র মজুমদার গার্লস হাই এবং প্রাইমারী স্কুলে চলছে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচি।

সরাসরি ফেসবুক লাইভে!

পুজোর আগে বসিরহাটের মানুষের জন্য বসিরহাট পুরাতন বাজারে খুলে গেল এক্সপ্রেস বাজার৷ আজ তার শুভ উদ্বোধন হল৷ এক্সপ্রেস বাজারে...
12/09/2025

পুজোর আগে বসিরহাটের মানুষের জন্য বসিরহাট পুরাতন বাজারে খুলে গেল এক্সপ্রেস বাজার৷ আজ তার শুভ উদ্বোধন হল৷ এক্সপ্রেস বাজারের এই নতুন আউটলেটের সকল কর্মীকে জানাই আন্তরিক অভিনন্দন!।

তাঁর লেখনীতে বারবার উঠে এসেছে প্রকৃতির প্রতি প্রেম ভালোবাসা। তিনি মানুষের সুখে সুখী হতেন, আবার মানুষের দুঃখে দুঃখী হতেন।...
12/09/2025

তাঁর লেখনীতে বারবার উঠে এসেছে প্রকৃতির প্রতি প্রেম ভালোবাসা। তিনি মানুষের সুখে সুখী হতেন, আবার মানুষের দুঃখে দুঃখী হতেন। কিংবদন্তি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা।

বসিরহাটবাসীকে তাদের কাঙ্খিত পরিষেবা দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ব...
11/09/2025

বসিরহাটবাসীকে তাদের কাঙ্খিত পরিষেবা দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচি সাফল্যের সঙ্গে চলছে বসিরহাট দক্ষিণ বিধানসভা জুড়ে। নিয়মিত আয়োজিত হয়ে চলা এই কর্মসূচিতে নিজের সমস্যার সমাধানে ভিড় জমান অগণিত মানুষ। তাদের সকলের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য৷

সমগ্র বসিরহাটের বুকে শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে টাকি সরকারি মহাবিদ্যালয়৷ তাদের ৭৫তম বর্ষপূর্তি এবছ...
10/09/2025

সমগ্র বসিরহাটের বুকে শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে টাকি সরকারি মহাবিদ্যালয়৷ তাদের ৭৫তম বর্ষপূর্তি এবছর৷ কয়েকদিন আগেই এই উপলক্ষে হল তাদের স্মরণিকা প্রকাশ৷ আজ প্রীতি সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল। মহাবিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভকামনা। ওদের আগামী আরও উজ্জ্বল হোক।

10/09/2025

বসিরহাট পৌরসভার ২২নং ওয়ার্ডে চলছে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচি।

সরাসরি ফেসবুক লাইভে!

একমাসেরও বেশি সময় ধরে গোটা বাংলা জুড়ে চলছে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্প। উপকৃত হয়েছেন ১ কোটিরও বেশি মানুষ। ধারাব...
10/09/2025

একমাসেরও বেশি সময় ধরে গোটা বাংলা জুড়ে চলছে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্প। উপকৃত হয়েছেন ১ কোটিরও বেশি মানুষ। ধারাবাহিক ভাবে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিভিন্ন এলাকায় সাফল্যের সঙ্গে চলছে এই প্রকল্পের কাজ। টাকি পৌরসভার ১৩নং ওয়ার্ডে আয়োজিত হল আজকের ক্যাম্প।
এভাবেই আপনাদের সহযোগিতায় এগিয়ে চলুক এই কর্মসূচি৷

“......আয়ুরোগয় বিজয়ং দেহি দেবী নমস্তুতে।”
09/09/2025

“......আয়ুরোগয় বিজয়ং দেহি দেবী নমস্তুতে।”

08/09/2025

🌸✨ টাকির রাজবাড়ি ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জন ✨🌸

টাকির নদীঘাট আজও বহন করে ইতিহাসের স্পন্দন, যেখানে গঙ্গার বুকে মিলেমিশে যায় দুই বাংলার আবেগ। শতাব্দীর পর শতাব্দী ধরে “ইচ্ছা মতি নদী কার্নিভাল” শুধু এক নদী উৎসব নয়, এটি দুই বাংলার হৃদয়ের সেতু, সংস্কৃতির মেলবন্ধন।

এবার সেই ঐতিহ্যকে নতুন যান্ত্রিক রূপে দেখা যাবে—
🌊 প্রতিমা বিসর্জনের বিশেষ ট্রলি ব্যবস্থা রাজবাড়ি ঘাটে,
যা আধুনিকতার ছোঁয়া নিয়ে আবারও জাগিয়ে তুলবে টাকির চিরন্তন ঐতিহ্য।

এ শুধু বিসর্জন নয়, এ হলো দুই দেশের সীমান্ত ছাপিয়ে বাংলার মিলনমেলার পুনর্জন্ম।
টাকির মাটিতে, ইচ্ছা মতির জলে, বাঙালির উৎসব-আত্মা আবারও দেবে সাক্ষ্য—
“পুজো শেষ নয়, নতুন সূচনার পথচলা।”

💙🌸
#টাকি #ইচ্ছামতি_কার্নিভাল #দুইবাংলার_মিলন

ওঁ লোকনাথায় নমো নমঃ 🙏🙏শ্রী শ্রী বাবা লোকনাথের আশীর্বাদে সব বিপদ কেটে যাক, আলো আসুক সবার জীবনে।
08/09/2025

ওঁ লোকনাথায় নমো নমঃ 🙏🙏

শ্রী শ্রী বাবা লোকনাথের আশীর্বাদে সব বিপদ কেটে যাক, আলো আসুক সবার জীবনে।

Address

Bb Bose Road

743411

Alerts

Be the first to know and let us send you an email when MLA Dr. Saptarshi Banerjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MLA Dr. Saptarshi Banerjee:

  • Want your business to be the top-listed Media Company?

Share