01/12/2025
কফিন
প্রকাশকাল - বইমেলা
কবিতা - (১৬ লাইনের মধ্যে)
অনুগল্প - (৩০০ শব্দের মধ্যে)
লেখা পাঠানোর নিয়ম-
১. হোয়াটসঅ্যাপ ছাড়া কোনওভাবে লেখা নেওয়া হবে না।
২. অপ্রকাশিত লেখা হোয়াটসঅ্যাপে টাইপ করে পাঠাতে হবে। লেখার শেষে লেখকের নাম ও ফোন নম্বর থাকা আবশ্যিক এবং পূর্বে প্রকাশিত লেখা গৃহীত হবে না।
৩. প্রত্যেক লেখক কেবল একটিমাত্র বিভাগে লেখা পাঠাতে পারবেন। লেখা পাঠানোর পর প্রাপ্তিস্বীকার রিপ্লাই পাবেন। পত্রিকাটি প্রিন্টেড ভার্সানে প্রকাশিত হবে।
৪. আমরা সৌজন্য সংখ্যা দিতে অপারগ। লেখা মনোনীত হলে বইটির এক কপি প্রি-বুক করতে হবে। বইটির মূল্য দুই শত কুড়ি টাকা। বইটি উচ্চমানের প্রোডাকশন ও হার্ডবোর্ড বাঁধাই হবে। বইটির সঙ্গে মানপত্র ও মেমেন্ট দেওয়া হবে লেখকদের।
৫. বইটি অনলাইন ও কলেজ স্ট্রিটে পাওয়া যাবে।
"লেখা পাঠানোর শেষ দিন 10 ডিসেম্বর"
সম্পাদনায় – সাহিনুর আলম
(কল/ হোয়াটস অ্যাপ)
7811073813