Devi Book Stall / Mehanati Prakashani

Devi Book Stall / Mehanati Prakashani This prakashani has already published a varieties of books on the subject of Agriculture,Horticulture,Animal Resource Development,Fishery,Tourism, etc.

শুভ রথযাত্রা 🙏🏻
27/06/2025

শুভ রথযাত্রা 🙏🏻

দেবী তীর্থ কামরূপ কামাখ্যার মাহাত্ম্য অপরিসীম। দেশ থেকে দেশান্তরে সনাতনী ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরের গুরুত্ব অসীম। ব...
22/06/2025

দেবী তীর্থ কামরূপ কামাখ্যার মাহাত্ম্য অপরিসীম। দেশ থেকে দেশান্তরে সনাতনী ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরের গুরুত্ব অসীম। বর্তমান অসমের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পাহাড়ে দেবী মহামায়ার মহাপীঠ কামাখ্যা ধামে প্রধান দেবী মা কামাখ্যা সহ দশমহাবিদ্যা দেবী- মহাকালী, তারাদেবী, ষোড়শী, ভূবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতংগী ও মাতা কমলা দেবী দেবালয়ে অধিষ্ঠিত আছেন। এই পীঠস্থানে ভৈরব কামেশ্বর, কোটি লিঙ্গেশ্বর, কেদারেশ্বর, টোক্রেশ্বর ও সিদ্ধেশ্বরের দেবালয় বিরাজমান আছেন। কামাখ্যা ধামে বার্ষিক উৎসব অম্বুবাচী মেলা বিশ্ববন্দিত । এছাড়াও মনসা পূজা ও দেওধনী নৃত্য, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালীপূজা, নবান্ন, পুষ্যাভিষেক, দুর্গা দোল, বাসন্তীপূজা, মদন চতুরালি, শিব রাত্রি, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, শ্রী কৃষ্ণের দোল যাত্রা, সরস্বতী পূজা, মাননি পূজা ইত্যাদি মহা ধুমধামে পালিত হয় এবং দেশ-বিদেশ থেকে বহু দর্শনার্থী ও সাধু-সন্ন্যাসীর সমাগম হয়।

“কামরূপ কামাখ্যা ও গৌহাটির তীর্থ দর্শন” বইটিতে সহজ সরল প্রাঞ্জল ভাষায় দেবীপীঠ সহ গৌহাটির অন্যান্য দর্শনীয় তীর্থস্থানগুলির বর্ণনা করা হয়েছে, যা পাঠকদের ভালো লাগবে আশা করি।

“কামরূপ কামাখ্যা ও গৌহাটির তীর্থ দর্শন”
লেখক - শ্রীলা দত্তগুপ্তা • ড. বিভূতি ভূষণ সরকার
প্রচ্ছদ - মৃণালকান্তি দাস

আজ গা-হাত-পায়ে ব্যথা, কাল হজমের সমস্যা, পরশু রাতে ঘুম আসছে না। কিছু না কিছু লেগেই রয়েছে। ক্রমেই লম্বা হচ্ছে ডাক্তারের প্...
21/06/2025

আজ গা-হাত-পায়ে ব্যথা, কাল হজমের সমস্যা, পরশু রাতে ঘুম আসছে না। কিছু না কিছু লেগেই রয়েছে। ক্রমেই লম্বা হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন। মুঠো মুঠো ওষুধ। তাহলে কি এর থেকে বেরিয়ে আসা সম্ভব নয়? আলবাত সম্ভব। বদলে যাওয়া জীবনঅভ্যাসে আপনাকে একমাত্র সুস্থ রাখতে পারে যোগ ও ব্যায়াম। নিয়মিত যোগাভ্যাস আমাদের শরীরে বাড়িয়ে দেয় কোষের আয়ু। জীবনীশক্তি বাড়ায় প্রাণায়াম। ধারেকাছে ঘেঁষতে পারে না ঘাতক অসুখ। বৃদ্ধি পায় মানসিক শক্তি ও একাগ্রতা।
আর যোগের সঙ্গে নিবিড় সম্পর্ক নেচারোপ্যাথির। একেবারে ওষুধবিহীন চিকিৎসা এটি। এই চিকিৎসার মূল লক্ষ্য, প্রকৃতির উপাদানকে কাজে লাগিয়েই শরীরে বাসা বাঁধা রোগের কারণগুলিকে সমূলে উপড়ে ফেলা। তাই নেচারোপ্যাথি শুধুমাত্র অসুখ সারিয়ে তোলার পদ্ধতি নয়, বরং বলা যেতে পারে সুস্থ জীবনযাপনের মাধ্যম।
ক্ষুদ্র পরিসরে হলেও এই বইয়ে তুলে ধরা হয়েছে যোগ-ব্যায়াম এবং প্রাকৃতিক চিকিৎসার খুঁটিনাটি। রইল অনেক অজানার হদিশ। বাকিটা পাঠকই বলবেন।

20/06/2025
মালদা সৃষ্টিশ্রী আম মেলা ২০২৫
19/06/2025

মালদা সৃষ্টিশ্রী আম মেলা ২০২৫

05/06/2025
সাপ্তাহিক বর্তমান (২৪ মে ২০২৫) পৃষ্ঠা ৪ ও ৫ এ।
23/05/2025

সাপ্তাহিক বর্তমান (২৪ মে ২০২৫) পৃষ্ঠা ৪ ও ৫ এ।

সম্প্রতি আমাদের রাজ্যে কৃষকদের মধ্যে ভুট্টা চাষের প্রবনতা যথেষ্ট বেড়েছে l ভুট্টার বহুবিধ ব্যবহার ও বিভিন্ন পরিবেশে মানি...
14/05/2025

সম্প্রতি আমাদের রাজ্যে কৃষকদের মধ্যে ভুট্টা চাষের প্রবনতা যথেষ্ট বেড়েছে l ভুট্টার বহুবিধ ব্যবহার ও বিভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতাই হয়তো আজকে ভুট্টাকে এত প্রাসঙ্গিক করে তুলেছে l শস্য পর্যায়ের নিবিড়তা বাড়াতে ও শস্য বৈচিত্র আনতে ভুট্টা চাষের বিকল্প নেই - এ কথা ঠিক l কিন্তু চটজলদি চাষের উন্নত প্রযুক্তি জেনে নেওয়ার উপায় কি? তাই একবার এই বইয়ের পাতা উল্টেই দেখুন না, আপনার সব প্রশ্নের উত্তর খুঁজে পান কিনা ? বইটিতে আমরা ভুট্টা চাষের আধুনিক সব রকমের পদ্ধতি সহজ ভাষায় উপস্থাপন করেছি l সূচিপত্র শেয়ার করলাম l

বই - ভুট্টা চাষের আধুনিক প্রযুক্তি
লেখক- ড. কৃষ্ণেন্দু রায় ও ড. হীরক ব্যানার্জ্জী
প্রকাশক - মেহনতি প্রকাশনী
মুদ্রিত মূল্য- ১০০/-

"হে নূতন,দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ,তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটনসূর্যের মতন" কবিগুরুর জন্মবার্ষিকীতে আ...
09/05/2025

"হে নূতন,
দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ,
তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন
সূর্যের মতন"

কবিগুরুর জন্মবার্ষিকীতে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি...🙏🏻
শুভ রবীন্দ্র জয়ন্তী

শুভ অক্ষয় তৃতীয়া 🙏🏻🙏🏻
30/04/2025

শুভ অক্ষয় তৃতীয়া 🙏🏻🙏🏻

‘মাছে-ভাতে বাঙালি’র পাতে নিত্যদিন মৎস্যসুখ অপরিহার্য৷ তাই নদী-নালা, খাল-বিল, পুকুর জলাসমৃদ্ধ আমাদের রাজ্যে মাছের উৎপাদন ...
24/04/2025

‘মাছে-ভাতে বাঙালি’র পাতে নিত্যদিন মৎস্যসুখ অপরিহার্য৷ তাই নদী-নালা, খাল-বিল, পুকুর জলাসমৃদ্ধ আমাদের রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি একান্ত আবশ্যক৷ তাই খাদ্যপোযোগী মাছের নানান প্রজাতিকে চাষযোগ্য করে তোলার প্রচেষ্টা মৎস্য বিজ্ঞানী থেকে মৎস্য চাষীদের মধ্যে প্রবল৷
পাকু আমাদের রাজ্য তথা দেশে মিঠে জলের ‘রূপচাঁদা’ নামেও সাধারণভাবে পরিচিত৷ ভারতে ২০০৩-২০০৪ সাল নাগাদ পাকু বা রূপচাঁদার আগমন ঘটে৷ আমাদের দেশের জলজ পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়া এই মাছ দ্রুত বর্ধনশীল৷ সময়ের সাথে সাথে পাকু এখন দেশের অন্যান্য রাজ্য বিশেষত ওড়িশা, বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা এবং অসমে বিস্তার লাভ করেছে৷ মাছচাষী থেকে মৎস্য ভোজনরসিক ক্রেতাকুলে রূপচাঁদা এখন যথেষ্ট জনপ্রিয়৷
বিদেশি এই মাছ দীর্ঘদিন ধরে আমাদের দেশের জলাশয়ে চাষ হলেও এতদিন এর সরকারি স্বীকৃতি অধরা ছিল৷ সম্প্রতি জাতীয় স্তরের সংশ্লিষ্ট কমিটি একদিকে যেমন এই মাছ চাষে অনুমোদন দিয়েছে তেমনি দায়িত্বশীল ভাবে চাষের নির্দেশিকাও জারি করেছ৷ পাকু বা রূপচাঁদা মাছ চাষের নানান দিক নিয়ে আলোচিত এই পুস্তক আগামী দিনে পাঠক পড়ুয়া থেকে মাছচাষী সকলেই উপকৃত হবেন এই আশা করা যেতেই পারে৷

উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাকু মাছের চাষ
লেখক, ড. কিশোর ধাড়া

Address

Begampur, Hooghly-
Begampur
712306

Opening Hours

Monday 11:30am - 5pm
Tuesday 11:30am - 5pm
Wednesday 11:30am - 5pm
Thursday 11:30am - 5pm
Friday 11:30am - 5pm
Saturday 11:30am - 5pm

Telephone

+917685022911

Website

Alerts

Be the first to know and let us send you an email when Devi Book Stall / Mehanati Prakashani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Devi Book Stall / Mehanati Prakashani:

Share

Category