Wasim Speaks

Wasim Speaks ক্রিকেট সমন্ধে জানতে এবং ভিডিও দেখতে সঙ্গে থাকুন।

বিতর্ক ছিল 'পাঞ্জাব কিংস' আসলে একই নামের অন্য এক ক্রিকেটারকে কিনতে চেয়েছিলো। ইনি অনাহুত। সেই অপমান থেকে গত দু বছর ধরে 'প...
04/06/2025

বিতর্ক ছিল 'পাঞ্জাব কিংস' আসলে একই নামের অন্য এক ক্রিকেটারকে কিনতে চেয়েছিলো। ইনি অনাহুত।

সেই অপমান থেকে গত দু বছর ধরে 'পাঞ্জাব কিংস' দলের বহু রূপকথার নিঃশব্দ নায়ক হয়ে থেকেছেন।

আজও বিরাট কোহলির শাপমোচনের দিনে এই ভদ্রলোকের ৩০ বলে ৬১ রানের লড়াইটা হয়তো আড়ালেই থেকে যাবে। খেলা শেষের পর চোখ মুছতে মুছতে মাঠ ছাড়লেন সেই ছবিও খুব একটা দেখা যাবেনা আশেপাশে। আজ বিরাটের দিন। হওয়ারই কথা। তবু এই ভুল করে কিনে ফেলা মনখারাপের নায়কের কথাও একটু থাক।

শশাঙ্ক সিং, ইউ বিউটি ❤️

Congratulations 🎉🎉 team RCB
03/06/2025

Congratulations 🎉🎉 team RCB

শ্রেয়স আইয়ার! হোয়াট আ প্লেয়ার! হোয়াট আ ক্যাপ্টেন! ❤️আইপিএল ইতিহাসের একমাত্র ক্যাপ্টেন হিসেবে তিনটে আলাদা দলকে ফাইনালে তু...
01/06/2025

শ্রেয়স আইয়ার! হোয়াট আ প্লেয়ার! হোয়াট আ ক্যাপ্টেন! ❤️

আইপিএল ইতিহাসের একমাত্র ক্যাপ্টেন হিসেবে তিনটে আলাদা দলকে ফাইনালে তুললেন! এছাড়াও পরপর দু'টো আইপিএলে দু'টো আলাদা দলকে ফাইনালে তুললেন! ব্রিলিয়ান্ট! 🔥

অর্থাৎ, বেঙ্গালুরু বনাম পাঞ্জাব ফাইনাল! নতুন এক চ্যাম্পিয়ন পেতে চলেছি আমরা! 🏆

আইপিএল ফাইনালে আরসিবি! 🔥10 ওভার হাতে রেখেই পাঞ্জাবকে উড়িয়ে দিল আরসিবি! দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পর সল্টের ঝোড়ো ব্য...
29/05/2025

আইপিএল ফাইনালে আরসিবি! 🔥

10 ওভার হাতে রেখেই পাঞ্জাবকে উড়িয়ে দিল আরসিবি! দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পর সল্টের ঝোড়ো ব্যাটিং! এই নিয়ে চতুর্থ বারের মতো ফাইনালে বেঙ্গালুরু! ই সালা কাপ নামদে! ❤️🏆

ইতিহাস গড়ল সংযুক্ত আরব আমিরাত! ❤️🔥পরপর দুই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে T20I সিরিজ জিতে নিল তারা! কোনও টেস্ট প্লেয়িং টিমের ব...
22/05/2025

ইতিহাস গড়ল সংযুক্ত আরব আমিরাত! ❤️🔥

পরপর দুই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে T20I সিরিজ জিতে নিল তারা! কোনও টেস্ট প্লেয়িং টিমের বিপক্ষে এই সিরিজ জয় রূপকথার মতোই! সাব্বাশ আলিশান, সাব্বাশ আসিফ, সাব্বাশ হায়দার, সাব্বাশ UAE! 👏

বাংলাদেশ ক্রিকেট অ্যাট ইটস লোয়েস্ট! 🇧🇩

এরকম কান্ড এই প্রথমবার ঘটেছে ! পাঞ্জাবের প্রভসিমরন সিং এবং প্রিয়ানশ দিল্লির বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন, প্রভের ৫০* ...
22/05/2025

এরকম কান্ড এই প্রথমবার ঘটেছে ! পাঞ্জাবের প্রভসিমরন সিং এবং প্রিয়ানশ দিল্লির বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন, প্রভের ৫০* এবং প্রিয়ানশের ৭০ রানের ইনিংস ছিল। কিন্তু প্রতিবেশীদের উৎপাতে সেদিন ম্যাচটা কমপ্লিট হয় নি। মাত্র ১০ ওভার খেলা হয়, PBKS ১২২/১ ছিল।
তবে BCCI সিদ্ধান্ত নিয়েছে সেই ম্যাচটি আবারো নতুন করে করানো হবে, তাই আগের ম্যাচের স্কোর,যারা যা রান করেছিল, যে উইকেট নিয়েছিল আর কোনো কিছুই কাউন্ট হবে না। কাজেই দুটো হাফ সেঞ্চুরি এই দুই ব্যাটসম্যানের খাতা থেকে কাটা গেলো। এরকম ঘটনা শেষ বার কবে ঘটেছিল আমার জানা নেই, সম্ভবত আইপিএলে এই প্রথমবার ঘটলো এমন।

টানা ছয় বলে ছ'টা ছক্কা! রিয়ান পরাগ! 😳🔥প্রথমে মইনের ওভারে টানা পাঁচ বলে পাঁচটা ছক্কা, এবং তারপর বরুণের ওভারে আর একটা! টান...
05/05/2025

টানা ছয় বলে ছ'টা ছক্কা! রিয়ান পরাগ! 😳🔥

প্রথমে মইনের ওভারে টানা পাঁচ বলে পাঁচটা ছক্কা, এবং তারপর বরুণের ওভারে আর একটা! টানা ছ'টা লিগাল ডেলিভারিতে ছ'টা ছক্কা মারলেন রিয়ান পরাগ! আলাদাই খেলছেন তো আজ! 🫡

28/04/2025

RR vs GT। বৈভব সূর্য্যবংশী করলো একাধিক রেকর্ড । রাজস্থান 8 উইকেটে জয়লাভ করে 25 বল হাতে রেখে।
GT vs RR : Vaibhav Suryavanshi's record-breaking ton helps RR crush GT by 8 wickets.

দ্য গ্রেটেস্ট ইনিংস ইন দ্য হিস্ট্রি অফ আইপিএল! পিরিয়ড! ❤️বৈভব সূর্যবংশী, বুকে আয় ভাই! অসাধারণ, অসামান্য, বিধ্বংসী, ভয়ংকর...
28/04/2025

দ্য গ্রেটেস্ট ইনিংস ইন দ্য হিস্ট্রি অফ আইপিএল! পিরিয়ড! ❤️

বৈভব সূর্যবংশী, বুকে আয় ভাই! অসাধারণ, অসামান্য, বিধ্বংসী, ভয়ংকর, দুর্দান্ত! তার বয়সের উল্লেখ করারও আর প্রয়োজন নেই! এরকম ইনিংস 'ওয়ানস ইন আ লাইফটাইম' হয়েই থেকে যাবে! যেকোনও বয়সে, যেকোনও গ্রাউন্ডে, যেকোনও টুর্নামেন্ট! ব্রিলিয়ান্ট! 🫡

28/04/2025

RCB বদলা নিয়ে নিলো DC কাছে থেকে। RCB vs DC । RCB এখন পয়েন্ট টেবিলে 1 নম্বর ।

#বাংলাদেশ

ছবি যখন কথা বলে
27/04/2025

ছবি যখন কথা বলে

27/04/2025

মুম্বাই ইন্ডিয়ানস বনাম লখনউ সুপার জায়েন্টস্। মুম্বাই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে আসলো ।

Address

Beldanga
742134

Telephone

+918509611437

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wasim Speaks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wasim Speaks:

Share