
04/06/2025
বিতর্ক ছিল 'পাঞ্জাব কিংস' আসলে একই নামের অন্য এক ক্রিকেটারকে কিনতে চেয়েছিলো। ইনি অনাহুত।
সেই অপমান থেকে গত দু বছর ধরে 'পাঞ্জাব কিংস' দলের বহু রূপকথার নিঃশব্দ নায়ক হয়ে থেকেছেন।
আজও বিরাট কোহলির শাপমোচনের দিনে এই ভদ্রলোকের ৩০ বলে ৬১ রানের লড়াইটা হয়তো আড়ালেই থেকে যাবে। খেলা শেষের পর চোখ মুছতে মুছতে মাঠ ছাড়লেন সেই ছবিও খুব একটা দেখা যাবেনা আশেপাশে। আজ বিরাটের দিন। হওয়ারই কথা। তবু এই ভুল করে কিনে ফেলা মনখারাপের নায়কের কথাও একটু থাক।
শশাঙ্ক সিং, ইউ বিউটি ❤️