
25/04/2025
*আজ পরমপূজ্যপাদ শ্রীশ্রীআচার্য্যদেব কাশ্মীর ঘটনা নিয়ে কথা তুলে বললেন,এক গুরুভাই গেছেন ফ্যামিলি নিয়ে,তাদের নাকি ঘটনার দিন ঐ জায়গায় যাওয়ার কথা ছিল,তা তারা হঠাৎ কি মনে করে ভেবে নিল যে একদিন রেষ্ট করে পর দিন যাওয়া হবে। ঠিক সেই দিন ই কাশ্মীরে ঘটনা ঘটে*।
*আচার্য্যদেব বললেন ``যে তারা যাওয়ার আগে ঠাকুর বাড়ি ঘুরে গিয়েছিল এবং আচার্য্যদেব এর কাছে নিবেদন ও করে গিয়েছিল।এই যে তারা গুরুর সাথে যুক্ত এই খানেই তাদের সব থেকে বড় শক্তি এবং তারা হঠাৎ ই যাওয়ার প্ল্যান ক্যান্সিল করে দিল,আর ঠিক করল একদিন রেষ্ট নিয়ে পর দিন যাবে*।"
*প্রত্যেকের জীবনে এই জন্যই গুরু কে ধরা উচিত এবং তার কথা মত চলাই আমাদের জীবনের লক্ষ হওয়া উচিত।*
*সৎ-চিন্তায় নিমজ্জিত থাক,সৎ-কর্ম্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দ্দিক সৎ হ'য়ে সকল সময় তোমাকে রক্ষা ক'রবেই ক'রবে।*
*তিনি আমাদের ধরেই আছেন,শুধু আমারা আমাদের এই অহং এর চোখে দেখতে পাইনা, তাই তিনি এই সব ঘটনার মাধ্যমে আমাদের বুঝিয়ে দেন তাঁর উপস্থিতি*।
*শ্রীশ্রীঠাকুরের প্রতিটা কথা যে মানুষের বাঁচা ও বাড়ার উপাদান তা সবাই বুঝেও বোঝে না,তাই তিনি আমাদের প্রতিটা পদক্ষেপে সেটা বুঝিয়ে দেন*।।
জয় গুরু
২৩.০৪.২০২৫
নাটমন্ডপ সকাল ১০.৩৫ মি।