28/09/2025
👉মিসেস এ্যালফ্রেক--জগৎস্রষ্টা প্রেমসরূপ,সৎসরূপ।তিনি এমন হওয়া সত্ত্বেও তাঁর সৃষ্ট জগতে অসৎ-প্রবণতা আসলো কোথা থেকে? এটা কি সহজাত না অর্জ্জিত?
শ্রীশ্রীঠাকুর--ঈশ্বর এর বিপরীত প্রান্ত হ'লো শাতন যা বিশ্লিষ্ট করে।ভগবানের প্রতি বিমুখ হ'য়ে,তাঁকে অস্বীকার ক'রে তাঁর বিরুদ্ধ যা' তার প্রতি আকৃষ্ট হ'য়ে,তাকে প্রাধান্য দিয়ে চলার স্বাধীনতাটুকু মানুষের আছে।এই সাধ্বীনতার উপর তিনি হস্তক্ষেপ করেন না।তিনি যেমন ইচ্ছাময়,প্রত্যেকটি মানুষকে তেমনি ইচ্ছাময় ক'রে ছেড়ে দিয়েছেন।যে ইচ্ছাময় যেমন ইচ্ছা করে,সে ইচ্ছাময় তেমন হয়,তেমন পায়--বিধির অনুবর্ত্তনে।পরমপিতা বিশ্ববিধাতা আর আমরা হলাম আমাদের স্ব-স্ব ভাগ্য-বিধাতা।স্রষ্টার বেটা সেও এক স্বতন্ত্র স্রষ্টা।যার প্রাণে যেমন চায়,সে তেমন সৃষ্টির মালিক হয়।
👉মিসেস এ্যালফ্রেক---শয়তান কি জগতে বেশী শক্তিশালী?
শ্রীশ্রীঠাকুর--আমরা যার কাছে নতি স্বীকার করি,সেই-ই আমাদের কাছে শক্তিমান হয়।অসৎ যখন আমাদের নিরাশ করে এবং প্রবৃত্তির পথে চলতে-চলতে অস্তিত্ব যখন সাবাড় হ'তে বসে,তখন আমাদের আকাক্ষা উদগ্র হ'য়ে ওঠে বাঁচা-বাড়ার জন্য।তখন আমরা আর্ত্ত হয়ে উঠি।তারপর আসে ভগবানের প্রতি আনুগত্য বা অনুরাগ।তখন থেকে চাকা ঘুরে যায়।অবশ্য তার জীবন হ'তে থাকে সুন্দর ও সমৃদ্ধ।একটা ভরসার কথা এই যে,আমরা যতই হারানো মেষ হই না কেন এবং ভগবানের দয়াকে যতই আমরা উপেক্ষা করি না কেন,ভগবানের দয়া আমাদের অনুসরণ করেই যতক্ষণ সম্ভব।যখন আর পারে না,তখন আসে বিনাশ।তারপরও ভগবানের দয়া যা' করতে পারে,তা' করতে ছাড়ে না।কিন্তু পরমপিতার ইচ্ছা থাকা সত্ত্বেও পরমপিতা আমাদের সাহায্য করতে পারেন না,যদি আমরা তাঁকে সে সুযোগ না দিই।জ্ঞানী বাপ কি ছেলের কিছু করতে পারে যদি ছেলে বাপের কথা না শোনে? বাপ যদি জ্ঞানী হয়,বহুদর্শী হয়,অভিজ্ঞ হয়,বিচক্ষণ হয় আর ছেলে যদি তার বাধ্য হয়,তার উপদেশ-নির্দ্দেশ মতো চলে,তাহ'লে কিন্তু সে অনেক লাভবান হ'তে পারে।
(আঃপ্রঃ--১০/৪২)