৩৭/৩২ নং বুথ বিজেপি

৩৭/৩২ নং বুথ বিজেপি Hii Friend

আজ ৩৭ ঋষ্যামুখ মন্ডলের ৩২ নং বুথের মন কি বাদ
30/03/2025

আজ ৩৭ ঋষ্যামুখ মন্ডলের ৩২ নং বুথের মন কি বাদ

22/03/2025

১৩ তম বিধানসভার ২০২৫-২৬ অর্থবছরের জনকল্যাণ মুখী বাজেটকে কেন্দ্র স্বাগত জানিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা সাংসদ শ্রী *Biplab Kumar Deb* মহোদয়ের অভিনন্দন বার্তা!

বিকশিত ত্রিপুরার বিকশিত বাজেট!ত্রিপুরার উন্নয়ন ও জনস্বার্থে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বরাদ্দ অর্থরাশি।   -26
21/03/2025

বিকশিত ত্রিপুরার বিকশিত বাজেট!

ত্রিপুরার উন্নয়ন ও জনস্বার্থে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বরাদ্দ অর্থরাশি।

-26

14/03/2025

দোল পূর্ণিমার এই নির্মল আকাশের মতোই সকলের হৃদয়ে আবিরের ছোঁয়া লাগুক, সকলের জীবনও রঙিন হয়ে উঠুক!
দোল পূর্ণিমার পূণ্য মুহূর্তে প্রদেশ সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শ্রী Rajib Bhattacharjee মহোদয়ের শুভেচ্ছা বার্তা।

প্রাচীনকাল থেকেই  #নারীশক্তি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই চেতনায়, আমাদের সরকার নারীদের অর্থনৈতিক ও সামা...
13/03/2025

প্রাচীনকাল থেকেই #নারীশক্তি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই চেতনায়, আমাদের সরকার নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষমতায়নের জন্য কাজ করছে।
আন্তর্জাতিক নারী দিবসে পাক্ষিক কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে, আজ আগরতলার রবীন্দ্র শতবর্ষীকি ভবনে আমাদের রাজ্যের মা ও বোনদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করা নারীদের সম্মানিত করা হয়েছে।

রাশিয়ার সঙ্গে ২১,১৬১ কোটির প্রতিরক্ষা চুক্তি ভারতের!যুদ্ধ সরঞ্জামের স্বনির্ভরতার ক্ষেত্রে এগিয়ে ভারত।
13/03/2025

রাশিয়ার সঙ্গে ২১,১৬১ কোটির প্রতিরক্ষা চুক্তি ভারতের!
যুদ্ধ সরঞ্জামের স্বনির্ভরতার ক্ষেত্রে এগিয়ে ভারত।

12/03/2025

প্রধানমন্ত্রী মোদীজি শুধু একজন নেতা নন, অনেকের কাছে তিনি আবেগের প্রতীক।

11/03/2025

নতুন aspiration নিয়ে এগিয়ে চলেছে নতুন ভারত

11/03/2025

বিজেপিতে যোগদান অব্যাহত!
সিপাহীজলা (উত্তর) জেলার অন্তর্গত টাকারজলা মন্ডলে এক সভায় ৩২ পরিবারের ১০৮ জন জনজাতি ভোটার সিপিআইএম এবং কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন প্রদেশ প্রাভারী শ্রী Dr. Rajdeep Roy মহোদয়, প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী Bipin Debbarma মহোদয় সহ অন্যান্যরা।

17/03/2024

আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে দুটি পদ্মফুল উপহার দেওয়ার লক্ষ্যে আগামী ১৯ এপ্রিল (পশ্চিম ত্রিপুরা) ও ২৬ এপ্রিল (পূর্ব ত্রিপুরা) বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন।

24/01/2024

হরে কৃষ্ণ হরে হরে

04/01/2024

GOOD NIGHT

Address

Matai
Belonia
799155

Telephone

+917483684661

Website

Alerts

Be the first to know and let us send you an email when ৩৭/৩২ নং বুথ বিজেপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ৩৭/৩২ নং বুথ বিজেপি:

Share