Haste Ni Khorang

Haste Ni Khorang Kaubru, Kokborok, Bengali, Hindi over all together News Channel. "ত্রিপুরা রাজ‍্যের জনতার আওয়াজ সংবাদ চ‍্যানেল,,

29/09/2025


সমাজপতি ক্ষত্রিয় সমাজ পক্ষ থেকে মৃত্যু শ্রী রমনী দেববর্মা, বাড়ির পূর্ব তাকমা তার শ্রাদ্ধ‍্যতে গিয়ে সমাজপতি ক্ষত্রিয় সমাজ পক্ষ থেকে তার পরিবারের কিছু সাহায্য করা হয়, ২৭,৬৬০/= টাকা এবং ৩৪১ কেজি চাউল রমনী তার শ্রাদ্ধ‍্য সময় দক্ষিণ জেলা ক্ষত্রিয় সমাজ পক্ষ থেকে অনুদান করেন সমাজ পতি। উপস্থিত ছিলেন, বিদ্যুৎ দেববর্মা, অপু দেববর্মা, শ‍্যামল দেববর্মা, কৃষ্ণ মুড়াশিং সহ আরও সমাজপতি ক্ষত্রিয় সমাজের কার্যকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

11/09/2025


জীতেন্দ্র চৌধুরীর পা ছোয়ার কথা ঘোষণা করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন সাথে পাতাল কন্যা জমাতিয়াকেও বুঝিয়ে দলে আনবে বলে ঘোষণা মথার নেতা বুবাগ্রা প্রদ্যুৎ কিশোর দেববর্মন।

10/09/2025


Kshatriya Samaj Ni Bwkhaktoi Kaisa Homchang Rally Phonok Lai Kha, Birchandra Manu, South Takma Hati Oh. Oh Panda Thangoi Swgoi Kha, BG , BG , BG Nw Khoboi Adong Swng phai Manjak phai Kha, Aro Kok Narok Thani 9 Sept. 1949 Agreement Nw Toi Tamo Sakha Khwnai Nai Di.

The Tripura Antiration Agreement is a signed agreement signed by the Queen Regent of the state of Tripura and the Governor-General of India on September 9, 1949, which leads to integration with the Union of India of India, 1949 in Tripura. This agreement effectively ended the state of Tripura as an independent entity.

31/08/2025


জন্ম থেকে কুমারী বাসন্তী দেববর্মা বিকলাঙ্গ ছিলেন তিনি। ঠিকানা চন্দ্রমোহন দেববর্মা পাড়া, বীরচন্দ্র নগর পঞ্চায়েত সংলগ্ন এলাকায়। তিনি আরও জানা যায় বাসন্তী দেববর্মা চতুর্থ শ্রেণীর ছাত্রী পড়োয়া ছিলেন বলে তিনি স্পষ্ট ভাবে বলেন।
, Chandra Mohan Bebbarma Para Ni, 11 (Elevent) Omor Ni Khoroksa Class 4(Four) Oh Birchandra Manu H.S School Oh Rwng Swrong nai , Pori na Mwchongoi tong phano Mapori Jaya, Bw Chwrai phang Sini Nw, Basanti Debbarma , Bwi Porima Hai Kheno Basanti Debbarma bw pori na Mwchong Jago, Tei Bwi haikhe Kaham Khe Pori na Rok Mwchong jakgo, Hinwi Saikhona rikha Basanti Debbarma, Wheelchair Tong khe, Achokgoi Nwkhola rok Berai Naina Mwchongo Hinwi Sakha, Basanti Debbarma Mokol Ni Moktoi Kwlai Jak, Nwkhong Chokjaya Basanti Debbarma Ni Nogo Tei rang Pwisa Rok Kwroi Hinwi Sakha Basanti.

20/08/2025


'আধুনিক ত্রিপুরার রূপকার' মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ ৩৪ রাজনগর মন্ডলের তথা #ডিমাতলি গ্রাম পঞ্চায়েত, রাজনগর আর.ডি.ব্লক মহারাজার মর্মর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রাজ‍্যের বিজেপি প্রদেশ এর আইটি ইনর্চাজ #রবীন্দ্র_রিয়াং, এবং মন্ডল সভাপতি #জয়দেব_সরকার, উপস্থিত সভার সভাপতি #ইন্দ্রজিৎ_ত্রিপুরা, উপস্থিত #বিকাশ_দাস, SC মোর্চা প্রদেশ কমিটি, উপস্থিত েবনাথ (GS), উপস্থিত #মৃণাল_কান্তি_দক্ত, উপস্থিত #বিশু_কুমার_ত্রিপুরা সহ- আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

20/08/2025

.
Tini Ni Saal Wngkha Maharaja Bir Bikram Kishore Manikya Ni 117th Achaima Saal, Oh Saal nw Nythokhe Panda Nw Mwchang Riyoi Swngsa Kha, Patichari, Drop Gate Bazar Oh, South Hangkhor Ni Kshatriya Samaj Ni Samwng Tang Bedek rok,
Aro panda Mwchang Rina Bagoi Manjak phai Kha South Hangkhor Ni Chowdhury BG, , Aboni Logi South Hangkhor Ni President BG, , Aboni Logi South Hangkhor Ni GS BG, Nw Khobwi Kshatriya Samaj Ni Samwng Tang phang Rok Bo phai Manjak phai Kha.

16/08/2025


Thangnai Oh South Hangkhor Ni Wngoi bai twidol jak Karoi Chandra Para Oh Mwtai Chai Thangjanai Lt. , S/O: Sudhanya Debbarma Nokhwng Oh South Hangkhor Ni Wngoi Kshatriya Samaj Ni Bising toi Rang Tei mai-Rong Chobacho Khwlai jak Kha. Mai-Rong Wngkha 349/= Kg. Tei Rang Chobacho Khwlai jak Kha 30470/= Rupess. Aro Panda Oh Chobacho Rwinai South Hangkhor Ni Wngoi Kshatriya Samaj Ni Samwng Tang Bedek Rok Wngkha, South Hangkhor Ni President BG, , South Hangkhor Ni General Secretary BG, , South Hangkhor Ni Cashier BG, , Tei 18 Para Eva kami Oh Tong nai Chowdhury karbari and Khandal nw Khobwi Kshatriya Samaj Ni Samwng tang phang Rok Lt. Ni Nokhongo phai malai phai Kha.

 আজকের কিছু শিরোনাম দেখি-খুমুলুং’এ এম.ডি.সি হোস্টেলে মথার হাতে ঠিকেদার আক্রান্ত!!১৩ আগস্টঃ উত্তপ্ত এডিসি সদর খুমুলুং এলা...
14/08/2025


আজকের কিছু শিরোনাম দেখি-
খুমুলুং’এ এম.ডি.সি হোস্টেলে মথার হাতে ঠিকেদার আক্রান্ত!!
১৩ আগস্টঃ উত্তপ্ত এডিসি সদর খুমুলুং এলাকা। নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা এম.ডি.সি হোস্টেলে রক্তারক্তি ঘটনা সংঘটিত হয়েছে মঙ্গল বার রাতে। এই ঘটনায় পুলিশ একটি মামলা গ্রহণ করেছে। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার রাত দশটা নাগাদ এডিসির সদর দপ্তর এলাকা খুমুলুং এর এম.ডি.সি হোস্টেলে মথা দলের যুব সংগঠনের রাজ্য সভাপতি হিসাবে পরিচিত #সুরজিৎ_দেব্বর্মা নামে যুবক আক্রমণ চালায় #নেয়াইসেন_দেববর্মা নামে অপর এক যুবকের উপর। মদের বোতল ভেঙ্গে হত্যার জন্য চেষ্টা করে এই যুবককে এমটাই অভিযোগ আক্রান্তের। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় এই যুবককে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। প্রশ্ন দেখা দিয়েছে অতি নিরাপত্তা বেষ্টনীতে এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। পাহাড় জুড়ে মথা দলের দৌরাত্ম্যে একটি অংশের মানুষ দিশেহারা বলেও অভিযোগ উঠতে আরম্ভ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তিপ্পা মথা দলের যুব সংগঠনের রাজ্য সভাপতি সুরজিৎ দেববর্মার বিরুদ্ধে রাধাপুর থানায় মামলা রুজু হয়েছে। তবে কি কারণে এম.ডি.সি হোস্টেলে এই ধরনের রক্তারক্তি ঘটনা সংঘটিত হয়েছে তা নিয়ে ধন্দে পুলিশ । তবে আক্রান্ত ব্যক্তি একজন ঠিকাদার বলে খবর। ধারণা করা হচ্ছে এডিসির কাজকর্ম নিয়েই এই বিরোধ সংঘটিত হয়েছে এই ঘটনায় খুমুলুং এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

10/08/2025


এ.ডি.সি নির্বাচনে দাবিতে আন্দোলনে মথা !!
#কলসি_কৌয়াইফাং বাজারে মথা উদ্যোগে মশাল মিশিল করে আসন্ন ADC নির্বাচনকে কেন্দ্র করে শিঘ্রী নির্বাচন করতে হবে বলে আন্দোলনে রাস্তায় নেমেছে তিপ্রা মথা। একই দিনে বিশ্ব আদিবাসী বিবস পালন করে তিপ্রা মথা উদ্যোগে। এবং সন্ধ্যায় কলসি, #কৌয়াইফাং বাজারে এক মশাল মিশিল করেন। সেখানে উপস্থিত ছিলেন এ.ডি.সি জোনাল চেয়ারম্যান শ্রী #নারায়ন_রিয়াং শ্রী #জুয়েল_রিয়াং, #গৌরব_মগ চৌধুরী সহ- আরও তিপ্রা মথা নেতা প্রমুখরা। তিনি ঐ মশাল মিশিলে উচ্চ সুরে ধবনি করেন যে আগামী দিনের ADC নির্বাচন শিঘ্রী করার জন্য দাবি জানান তিনি।

 তদুপরি, আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে TRPCL এর চেয়ারম্যান শ্রীমতি পাতাল কন্যা জমাতিয়া মহোদয়া তিনি নিজেই ওয়াথুইলুং কামি...
09/08/2025


তদুপরি, আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে TRPCL এর চেয়ারম্যান শ্রীমতি পাতাল কন্যা জমাতিয়া মহোদয়া তিনি নিজেই ওয়াথুইলুং কামি তেলিয়ামুড়া প্রবীণ নাগরিকদের কিছু পোশাক বিতরণ করেন শ্রীমতি। এই উদ্যোগটি বিশেষভাবে আজকের দিন তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের বিভাগ ত্রিপুরায় আদিবাসীদের উত্থান ও জীবিকা নির্বাহের জন্য নিবেদিত।
এই অভিজ্ঞতাটি সত্যই সমৃদ্ধ করেছিল এবং সম্প্রদায়ের সাথে সংযোগ স্থাপন এবং তাদের মঙ্গলকে অবদান রাখার সুযোগের জন্য কৃতজ্ঞ।

 আশারাম বাড়িতে ১২৪ তম মন কি বাত অনুষ্ঠানের কিছু মথা কর্মীর বিজেপি উপরে হামলার দুষ্কৃতীদের পুলিশ তদন্ত করে একজনকে গ্রপ্ত...
28/07/2025


আশারাম বাড়িতে ১২৪ তম মন কি বাত অনুষ্ঠানের কিছু মথা কর্মীর বিজেপি উপরে হামলার দুষ্কৃতীদের পুলিশ তদন্ত করে একজনকে গ্রপ্তার করেছেন।

Address

South Santir Bazar
Belonia
799125

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haste Ni Khorang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haste Ni Khorang:

Share