Haste Ni Khorang

Haste Ni Khorang Kaubru, Kokborok, Bengali, Hindi over all together News Channel. "ত্রিপুরা রাজ‍্যের জনতার আওয়াজ সংবাদ চ‍্যানেল,,

16/08/2025


Thangnai Oh South Hangkhor Ni Wngoi bai twidol jak Karoi Chandra Para Oh Mwtai Chai Thangjanai LT. kartik Debbarma, S/O: Sudhanya Debbarma Nokhwng Oh South Hangkhor Ni Wngoi Kshatriya Samaj Ni Bising toi Rang Tei mai-Rong Chobacho Khwlai jak Kha. Mai-Rong Wngkha 349/= Kg. Tei Rang Chobacho Khwlai jak Kha 30470/= Rupess. Aro Panda Oh Chobacho Rwinai South Hangkhor Ni Wngoi Kshatriya Samaj Ni Samwng Tang Bedek Rok Wngkha, South Hangkhor Ni President BG, , South Hangkhor Ni General Secretary BG, , South Hangkhor Ni Cashier BG, , Tei 18 Para Eva kami Oh Tong nai Chowdhury karbari and Khandal nw Khobwi Kshatriya Samaj Ni Samwng tang phang Rok LT. kartik Debbarma Ni Nokhongo phai malai phai Kha.

 আজকের কিছু শিরোনাম দেখি-খুমুলুং’এ এম.ডি.সি হোস্টেলে মথার হাতে ঠিকেদার আক্রান্ত!!১৩ আগস্টঃ উত্তপ্ত এডিসি সদর খুমুলুং এলা...
14/08/2025


আজকের কিছু শিরোনাম দেখি-
খুমুলুং’এ এম.ডি.সি হোস্টেলে মথার হাতে ঠিকেদার আক্রান্ত!!
১৩ আগস্টঃ উত্তপ্ত এডিসি সদর খুমুলুং এলাকা। নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা এম.ডি.সি হোস্টেলে রক্তারক্তি ঘটনা সংঘটিত হয়েছে মঙ্গল বার রাতে। এই ঘটনায় পুলিশ একটি মামলা গ্রহণ করেছে। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার রাত দশটা নাগাদ এডিসির সদর দপ্তর এলাকা খুমুলুং এর এম.ডি.সি হোস্টেলে মথা দলের যুব সংগঠনের রাজ্য সভাপতি হিসাবে পরিচিত #সুরজিৎ_দেব্বর্মা নামে যুবক আক্রমণ চালায় #নেয়াইসেন_দেববর্মা নামে অপর এক যুবকের উপর। মদের বোতল ভেঙ্গে হত্যার জন্য চেষ্টা করে এই যুবককে এমটাই অভিযোগ আক্রান্তের। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় এই যুবককে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। প্রশ্ন দেখা দিয়েছে অতি নিরাপত্তা বেষ্টনীতে এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। পাহাড় জুড়ে মথা দলের দৌরাত্ম্যে একটি অংশের মানুষ দিশেহারা বলেও অভিযোগ উঠতে আরম্ভ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তিপ্পা মথা দলের যুব সংগঠনের রাজ্য সভাপতি সুরজিৎ দেববর্মার বিরুদ্ধে রাধাপুর থানায় মামলা রুজু হয়েছে। তবে কি কারণে এম.ডি.সি হোস্টেলে এই ধরনের রক্তারক্তি ঘটনা সংঘটিত হয়েছে তা নিয়ে ধন্দে পুলিশ । তবে আক্রান্ত ব্যক্তি একজন ঠিকাদার বলে খবর। ধারণা করা হচ্ছে এডিসির কাজকর্ম নিয়েই এই বিরোধ সংঘটিত হয়েছে এই ঘটনায় খুমুলুং এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

10/08/2025


এ.ডি.সি নির্বাচনে দাবিতে আন্দোলনে মথা !!
#কলসি_কৌয়াইফাং বাজারে মথা উদ্যোগে মশাল মিশিল করে আসন্ন ADC নির্বাচনকে কেন্দ্র করে শিঘ্রী নির্বাচন করতে হবে বলে আন্দোলনে রাস্তায় নেমেছে তিপ্রা মথা। একই দিনে বিশ্ব আদিবাসী বিবস পালন করে তিপ্রা মথা উদ্যোগে। এবং সন্ধ্যায় কলসি, #কৌয়াইফাং বাজারে এক মশাল মিশিল করেন। সেখানে উপস্থিত ছিলেন এ.ডি.সি জোনাল চেয়ারম্যান শ্রী #নারায়ন_রিয়াং শ্রী #জুয়েল_রিয়াং, #গৌরব_মগ চৌধুরী সহ- আরও তিপ্রা মথা নেতা প্রমুখরা। তিনি ঐ মশাল মিশিলে উচ্চ সুরে ধবনি করেন যে আগামী দিনের ADC নির্বাচন শিঘ্রী করার জন্য দাবি জানান তিনি।

 তদুপরি, আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে TRPCL এর চেয়ারম্যান শ্রীমতি পাতাল কন্যা জমাতিয়া মহোদয়া তিনি নিজেই ওয়াথুইলুং কামি...
09/08/2025


তদুপরি, আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে TRPCL এর চেয়ারম্যান শ্রীমতি পাতাল কন্যা জমাতিয়া মহোদয়া তিনি নিজেই ওয়াথুইলুং কামি তেলিয়ামুড়া প্রবীণ নাগরিকদের কিছু পোশাক বিতরণ করেন শ্রীমতি। এই উদ্যোগটি বিশেষভাবে আজকের দিন তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের বিভাগ ত্রিপুরায় আদিবাসীদের উত্থান ও জীবিকা নির্বাহের জন্য নিবেদিত।
এই অভিজ্ঞতাটি সত্যই সমৃদ্ধ করেছিল এবং সম্প্রদায়ের সাথে সংযোগ স্থাপন এবং তাদের মঙ্গলকে অবদান রাখার সুযোগের জন্য কৃতজ্ঞ।

 আশারাম বাড়িতে ১২৪ তম মন কি বাত অনুষ্ঠানের কিছু মথা কর্মীর বিজেপি উপরে হামলার দুষ্কৃতীদের পুলিশ তদন্ত করে একজনকে গ্রপ্ত...
28/07/2025


আশারাম বাড়িতে ১২৪ তম মন কি বাত অনুষ্ঠানের কিছু মথা কর্মীর বিজেপি উপরে হামলার দুষ্কৃতীদের পুলিশ তদন্ত করে একজনকে গ্রপ্তার করেছেন।

27/07/2025


তিপ্রা মথা এবং বিজেপি সঙ্গে সংঘর্ষ হয়েছে !! আজ রবিবার ১১.২০ মিনিটে সময় আশারাম বাড়ী মন্ডলের এবং ৩০ নং পূর্ব তকচায়া বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি এর ১২৪ তম অনুষ্ঠান "মন।কি বাত,, কার্যক্রম চলাকালীন সময়ে হঠাৎ করে তিপ্রা মথা পার্টির কিছু গুন্ডা বাহিনীরা বিজেপি কার্যকর্তাদের ওপর হামলায় চালায় বলে ত্রিপুরা বিজেপি প্রদেশ এর সম্পাদক #বিপীন_দেববর্মা তিনি বলেন। আরও বলেন তাদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র, দা, কোদাল এবং বন্দুক সহ নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এর মধ্যে ১৫ টি মোটরবাইক এবং দুটি মারুতি অলটোকে ভাঙচুর করেছে বলে প্রকাশ‍্য ভাবে জানিয়েছেন।

25/07/2025


Oh Tei Ni Bisingo Kok Bangmwng Mangphili Public Rokni Bwskango Kasa Jak.
তিপ্রা মথা দলীয় মধ্যেই এক বিভাদ সৃষ্টি তৈরি হয়। এক দিকে রামচন্দ্রঘাট বিধান সভায় MLA বাবু রঞ্জিত দেববর্মা দল আর অন‍্য দিকে একই পার্টির দলীয় MDC এর দলের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তাদের দলীয় নেতা কর্মীদের উত্তেজিত হওয়ার কিছু জনতা ভিডিও ফুটেজ এর রেকর্ড হয়। দেখতে থাকুন বিস্তারিত জানতে।

24/07/2025


আজ ৩৩ কাকড়াবন মণ্ডলে ত্রিপুরা রাজ‍্যের বিজেপি নির্দেশ দেওয়া সেই অনুসরণ করে মন্ডল কমিটি, এবং জনজাতি মন্ডল কমিটি, বুথ প্রেসিডেন্ট, শক্তি ইঞ্চার্স, বিভিন্ন পদাধিকারে মোর্চা প্রেসিডেন্টকে নিয়ে আগামী আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ মিটিং করা হয়। উপস্থিত ত্রিপুরা রাজ‍্যের বিজেপি IT Incharge এবং অফজারভিশন দায়িত্ব হিসাবে রয়েছেন #রবীন্দ্র_রিয়াং মহাশয়, উপস্থিত আছেন মন্ডল প্রেসিডেন্ট #বিশ্বজিৎ_সরকার মহাশয়, এবং জেলা সম্পাদিকা #মানসী_চক্রবর্তী মহোদয়া, জেলা IT ইঞ্চার্স, মন্ডল দুই জি.এস এবং এস.টি মোর্চা প্রেসিডেন্ট েববর্মা মহাশয়, এবং এস.সি মোর্চা প্রেসিডেন্ট #পরেশ_দাস মহাশয় সহ আরও পার্টির পদাধিকারে কার্যকর্তাগণ আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

21/07/2025


ত্রিপুরা রাজ‍্যের পালিয়ে এসে আবারও ধরা পড়েছে বাংলাদেশি !! সিলেট উপজেলা নিবাস বাংলাদেশের নাগরিক মধ্য রাতে #লক্ষীছড়া এলাকায় অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করে লক্ষীছড়া এলাকায় লোকজন। তিনি খবর সূত্রে জানা ঐ ব‍্যাক্তিকে জিজ্ঞাসা করার পর জানতে পারে উনি একজন বাংলাদেশ থেকে পালিয়ে আসা ব‍্যাক্তি। সঙ্গে সঙ্গে লক্ষীছড়া এলাকায় লোকজন #বাইখোড়া থানার পুলিশের খবর দিয়ে পুলিশের হাতে হস্তান্তর করে বলে তিনি এলাকায় লোকজন বলেন। তিনি লক্ষীছড়া এলাকায় লোকজন আরও বার্তা দিয়ে বলেন যে আগামীদিনে এই অভিযান গুলি অব‍্যাহত থাকবে বলে গ্রামবাসিরা জানিয়েছেন।

16/07/2025

Live Broadcast
সরাসরি সম্প্রচার করা। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত খাদ্য উত্সবের উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্য, এস.ডি. বার্মান অডিটোরিয়াম বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।

16/07/2025

যে সমস্ত প্রশিক্ষণার্থী প্রার্থীরা যারা আর.কে. -তে সফলভাবে তাদের 2 মাসের প্রশিক্ষণ শেষ করেছেন। MSME, DFO আগরতলা, ত্রিপুরার অধীনে নগর টুল রুম এবং প্রশিক্ষণ কেন্দ্রকে গুজরাটে (আহমেদাবাদ) মেশিন অপারেটর এবং কোয়ালিটি ইন্সপেক্টর (আহমেদাবাদ) এর মতো বিভিন্ন ভূমিকায় স্থান দেওয়া হয়েছে
তাদের কৃতিত্ব আমাদের প্রচুর আনন্দ এবং সন্তুষ্টি নিয়ে আসে, জেনে যে অন্য কোনও সমর্থন এবং ফোকাস ব্যতীত আমাদের কঠোর পরিশ্রম আমাদের বেকার যুবকদের সুযোগ দিতে সক্ষম হয়েছে বলে MSME পক্ষ থেকে তিনি জানান, তাদের আরও ভাল ভবিষ্যত গড়ার ক্ষমতা প্রদান করে। MSME মন্ত্রকের প্রতি কৃতজ্ঞতা জানাই, DFO আগরতালাকে বিশেষত B.P Meena মীনা জি, তাঁর গাইডেন্স প্রেরণা এবং R..K এই উদ্যোগকে সফল করতে তাদের অনুসরণ এবং অক্লান্ত পরিশ্রমের জন্য নগর সরঞ্জাম কক্ষ এবং প্রশিক্ষণ কেন্দ্র।

10/07/2025


Phater Hani phainai rok Hinkhai Tripura Ni Joto Tiprasa Rok, Bangladesh, Mayanmar Rok Ni phainai rok Tripura Ni Joto Tiprasa Rok Si Hinwi Sakha Kaisa Press Conference Ni Bising Twi Khwlai Amra Bangali Committee Ni Toi phang . Khwnai Nai Di, Tamo Aro Kok Sil Chamong Rijak Kha Tiprasa Rok Nw.
ত্রিপুরা রাজ‍্যের সর্বপ্রথম অবৈধ অনুপ্রবেশকারী হচ্ছে ত্রিপুরা উপজাতিরা বলে আখ্যায়িত করেছেন আমরা বাঙ্গালী সংগঠনের নেতা #গৌরাঙ্গ_রুদ্র_পাল তিনি প্রকাশ‍্য ভাবে বলেন। ইতিহাস গাটলে দেখা যাবে স্পষ্ট অনুপ্রবেশকারি হচ্ছে উপজাতিরা। তিনি কি বলেছেন জানতে বিস্তারিত ভাবে দেখুন।

Address

South Santir Bazar
Belonia
799125

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haste Ni Khorang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haste Ni Khorang:

Share