29/09/2025
সমাজপতি ক্ষত্রিয় সমাজ পক্ষ থেকে মৃত্যু শ্রী রমনী দেববর্মা, বাড়ির পূর্ব তাকমা তার শ্রাদ্ধ্যতে গিয়ে সমাজপতি ক্ষত্রিয় সমাজ পক্ষ থেকে তার পরিবারের কিছু সাহায্য করা হয়, ২৭,৬৬০/= টাকা এবং ৩৪১ কেজি চাউল রমনী তার শ্রাদ্ধ্য সময় দক্ষিণ জেলা ক্ষত্রিয় সমাজ পক্ষ থেকে অনুদান করেন সমাজ পতি। উপস্থিত ছিলেন, বিদ্যুৎ দেববর্মা, অপু দেববর্মা, শ্যামল দেববর্মা, কৃষ্ণ মুড়াশিং সহ আরও সমাজপতি ক্ষত্রিয় সমাজের কার্যকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।