
11/06/2025
#মনে_হয়_জয়গুরুর_তাইক্কা_কমিশন_টমিশন_পায়।
আমার প্রতিবেশী এক কাকার প্রশ্ন।আর্ রে কাহা ! হ' হ' একটা ভাল কমিশন পাই তো জয়গুরু তাইক্কা।তুমিও আসো জয়গুরু দলে, তোমাকেও কিছু কমিশনের ব্যবস্থা করে দেবো। তুমি হয়তো জানো না, জয়গুরু থেকে আমার বছরে অনেক টাকা আয় হয়।
টাকার অংকটা জানার জন্য ইতস্ততঃ হয়ে এবার প্রশ্নকর্তা; পিঠে হাত বুলিয়ে,-এই কস্ না ভাতিজা কেমন পাস্ ? আরে বলছি বলছি কাহা! তুমি ক্যালকুলেটর মারো,,,,
তুমি ত জানো কাহা,আমি নেশাটেশা করি না।ধরো, একটা সিগারেটের দাম যদি ১০ টাকা হয় আর আমি যদি দিনে কমপক্ষে ৩টা সিগারেটও টান মারি,তাহলে মাসে ৯০০ টাকা,বছরে ১০ হাজার ৮শ টাকা আমার সঞ্চয়,মানে দশ হাজারের উপর আমার কমিশন।
সপ্তাহে অন্তত একদিন ব্র্যান্ডেড মদ খেলেও তো মাসে ২ হাজার টাকা খরচ হতো। তারমানে বছরে কমবেশি ২৪ হাজার টাকা সঞ্চয় হচ্ছে।এই বিশাল বড় অংকের খরচ থেকেও বেঁচে গেলাম, সেটা আমার কমিশন নয় কি ?
কাহা! তুমি ত রোজ মাছ-মাংস খাও,কেমন খরচ হয় ? আরে ভাতিজা ১ কেজি পাঁঠার মাংস খাইলেও তো দেড় হাজার টাকা। আমি তো নিরামিষাশী, তোমার একদিনের খরচের যে টাকা, আমার এক সপ্তাহ দিব্যি চলে।ঐদিক দিয়ে আমার বেশকিছু টাকা সেইভ।
ঠাকুর ধরে নিরামিষ আহার করি সারাবছর।রোগের জন্য তেমন মোটা মোটা টাকা গুনে ডাক্তারকে দিতে হয়না।সেই দিক দিয়েও ঠাকুরের আশির্বাদে অনেক টাকা খরচের হাত থেকে রক্ষা পাচ্ছি।এবার তুমি হিসেব লাগাও বছরে কত কমিশন পাচ্ছি জয়গুরু থেকে।
কোনো কমিশন টমিশনের ব্যাপার নেই কাহা , সৎসঙ্গে। উল্টো ঠাকুরকে ভালবেসে আমরা তাঁকে দেই প্রানভরে। তাঁকে যত দেই ততোই শান্তি পাই স্বস্তি পাই। কয়দিন পর পর ঠাকুরবাড়ি যাওয়া -আসা করি,তাও নিজের পকেটের টাকা ফুরিয়ে,তাতেও আনন্দের সীমা নেই।কাহা এবার মাথা চুলকাতে চুলকাতে,,, ঠিকআছে রে ভাতিজা আমি এবার উঠি।
K.M.DAS~~~