Satsangee সৎসঙ্গী

Satsangee সৎসঙ্গী জয়গুরু। সকলকে জানাই আন্তরিক ভালোবাসা

You Tube :- https://www.youtube.com/

 #মনে_হয়_জয়গুরুর_তাইক্কা_কমিশন_টমিশন_পায়। আমার প্রতিবেশী এক কাকার প্রশ্ন।আর্ রে কাহা ! হ' হ' একটা ভাল কমিশন পাই তো জয...
11/06/2025

#মনে_হয়_জয়গুরুর_তাইক্কা_কমিশন_টমিশন_পায়।

আমার প্রতিবেশী এক কাকার প্রশ্ন।আর্ রে কাহা ! হ' হ' একটা ভাল কমিশন পাই তো জয়গুরু তাইক্কা।তুমিও আসো জয়গুরু দলে, তোমাকেও কিছু কমিশনের ব্যবস্থা করে দেবো। তুমি হয়তো জানো না, জয়গুরু থেকে আমার বছরে অনেক টাকা আয় হয়।

টাকার অংকটা জানার জন্য ইতস্ততঃ হয়ে এবার প্রশ্নকর্তা; পিঠে হাত বুলিয়ে,-এই কস্ না ভাতিজা কেমন পাস্ ? আরে বলছি বলছি কাহা! তুমি ক্যালকুলেটর মারো,,,,

তুমি ত জানো কাহা,আমি নেশাটেশা করি না।ধরো, একটা সিগারেটের দাম যদি ১০ টাকা হয় আর আমি যদি দিনে কমপক্ষে ৩টা সিগারেটও টান মারি,তাহলে মাসে ৯০০ টাকা,বছরে ১০ হাজার ৮শ টাকা আমার সঞ্চয়,মানে দশ হাজারের উপর আমার কমিশন।

সপ্তাহে অন্তত একদিন ব্র্যান্ডেড মদ খেলেও তো মাসে ২ হাজার টাকা খরচ হতো। তারমানে বছরে কমবেশি ২৪ হাজার টাকা সঞ্চয় হচ্ছে।এই বিশাল বড় অংকের খরচ থেকেও বেঁচে গেলাম, সেটা আমার কমিশন নয় কি ?

কাহা! তুমি ত রোজ মাছ-মাংস খাও,কেমন খরচ হয় ? আরে ভাতিজা ১ কেজি পাঁঠার মাংস খাইলেও তো দেড় হাজার টাকা। আমি তো নিরামিষাশী, তোমার একদিনের খরচের যে টাকা, আমার এক সপ্তাহ দিব্যি চলে।ঐদিক দিয়ে আমার বেশকিছু টাকা সেইভ।

ঠাকুর ধরে নিরামিষ আহার করি সারাবছর।রোগের জন্য তেমন মোটা মোটা টাকা গুনে ডাক্তারকে দিতে হয়না।সেই দিক দিয়েও ঠাকুরের আশির্বাদে অনেক টাকা খরচের হাত থেকে রক্ষা পাচ্ছি।এবার তুমি হিসেব লাগাও বছরে কত কমিশন পাচ্ছি জয়গুরু থেকে।

কোনো কমিশন টমিশনের ব্যাপার নেই কাহা , সৎসঙ্গে। উল্টো ঠাকুরকে ভালবেসে আমরা তাঁকে দেই প্রানভরে। তাঁকে যত দেই ততোই শান্তি পাই স্বস্তি পাই। কয়দিন পর পর ঠাকুরবাড়ি যাওয়া -আসা করি,তাও নিজের পকেটের টাকা ফুরিয়ে,তাতেও আনন্দের সীমা নেই।কাহা এবার মাথা চুলকাতে চুলকাতে,,, ঠিকআছে রে ভাতিজা আমি এবার উঠি।

K.M.DAS~~~

 #অহংকে_জব্দ_করার_কৌশল শ্রীশ্রী আচার্য্যদেব হাজারো ভক্তের ভীড়ের পাশ দিয়ে যখন কোথায় হেঁটে যান, ওনার চোখ দুটো সর্বদাই ম...
05/06/2025

#অহংকে_জব্দ_করার_কৌশল

শ্রীশ্রী আচার্য্যদেব হাজারো ভক্তের ভীড়ের পাশ দিয়ে যখন কোথায় হেঁটে যান, ওনার চোখ দুটো সর্বদাই মাথা নিচু করে মাটির দিকে দৃষ্টিপাত করে হাঁটতে লক্ষ্য করা যায়।

এ প্রসঙ্গে তিনি একবার বলছিলেন, " আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, ঠাকুরের বংশধর বলে মানুষ আমাকে দেখে হাতজোড় করে, প্রনাম করে,,ভীড় জমায় ।আমার যাতে অহংকার না আসে তার জন্য আমি মাথা নিচু করে হাঁটি এবং মনে মনে ঠাকুরকে বলি, ঠাকুর! দেখো তোমার কত ভক্ত ; আমার তো কোনো যোগ্যতা নাই ঠাকুর!

কথাটা শুনে চোখে জল ধরে রাখতে পারিন।কোটি কোটি সৎসঙ্গীর যিনি প্রানের উচ্ছ্বাস, যিনি এই বিশ্বসৎসঙ্গের বর্তমান কান্ডারী, যাঁর নির্দেশ ছাড়া কারো মনগড়া কাজ চলে না, যাঁর একবাক্যে এমনও গুরুভ্রাতা আছেন সারাজীবনের অর্জিত সম্পদ তাঁর পায়ে ঢেলে দিতে পারে, যাঁর একবাক্যে হাজার গুরুভ্রাতা আছেন অনিল আম্বানীর চেয়ে বিশাল বড় অট্টালিকা বানিয়ে দিতে , যিনি অনন্ত অসীম তাঁর মুখে এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম।

আর আমাদের একটু অর্থ,মান,যশ,খ্যাতি হয়ে গেলে নিজেকে বিশাল বড় মাপের মানুষ মনে করি। সৎসঙ্গে গিয়ে একটু ভাল গান,ভাল বক্তব্য দিতে পারলে সবাই বাহবা দেয়, আর আমাদের অঙ্গ সঞ্চালনে অহংকারের ছাপ ফুঁটে উঠে।(সবার হয়না)
আহা!!অহংকারকে জব্দ করার কৌশল যে এমনও হয় ? তা আমার ধারনার বাইরে, চিন্তাধারার বাহিরে।তাই তিনি আচার্য্যদেব,আচরন করে করিয়ে শিখিয়ে দেন।আসছে শুভ জন্মদিনে তোমার শ্রীচরনে আমার আভূমি লুন্ঠিত প্রনাম।

K.M.DAS~~~~

বিঃ দ্রঃ - আচার্য্যদেবের বলার মধ্যে আমার লেখা হুবহু নাও মিলতে পারে। অনেক বছর আগে প্রসঙ্গটি শুনেছিলাম।

 #জ্যান্ত_তিনি_নিরন্তর।" বর্তমান আচার্য্যদেব ভুমিষ্ঠ হওয়ার পর শ্রীশ্রী বড়দা বললেন...." ও তো 'বাবা -ই'। অর্থাৎ ঠাকুরের ...
29/05/2025

#জ্যান্ত_তিনি_নিরন্তর।"

বর্তমান আচার্য্যদেব ভুমিষ্ঠ হওয়ার পর শ্রীশ্রী বড়দা বললেন...." ও তো 'বাবা -ই'। অর্থাৎ ঠাকুরের মতোই তাঁকে দেখতে। শ্রীশ্রী ঠাকুরের শিষ্যরা তাঁকে 'বাবাই দাদা ' বলেই সম্বোধন করতেন।তিনি এখন আমাদের আচার্য্যদেব।পুরো বিশ্ব সৎসঙ্গের হাল তাঁর হাতে।তাঁর নির্দেশ এবং অনুমতি ছাড়া কারো মনগড়া কাজ চলে না সৎসঙ্গ জগতে।

শ্রীশ্রী ঠাকুর বলেছেন, আমি এবার তোমাদের যা দি'য়ে গেলাম দশ হাজার বৎসর আর কাউকে আসতে হ'বে না।পুরুষোত্তম, শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রেতশরীরে সুপ্ত অবস্থায় আচার্য্যের মধ্যেই যে লীলা করে যাবেন,এখনও করেই যাচ্ছেন।

'জ্যান্ত তিনি নিরন্তর, '-- তিনি সহজেই ধরা দেন না। আমাদের মতোই রক্ত মাংস দিয়ে গড়া একজন মানুষ।কিন্তু তিনি যে অনন্ত অসীম। শ্রীশ্রী ঠাকুর! তাঁর মধ্যে জীবন্ত লীলা করছেন।ভক্তই তাঁকে চিনতে পেরেছেন।

শ্রীশ্রী দাদা কথাপ্রসঙ্গে বললেন.... ঠাকুরের পর বাবা..বাবার পরে আমি.. আমার পরে বাবাই... বাবাই -র পর অবিন এভাবে যুগ যুগ চলতে থাকবে।

আমার ঠাকুরকে চর্মচক্ষে দেখিনি।তিনি কেমন ছিলেন কল্পনা করেছি মাত্র।কিন্তু তাঁকে এই দেহে এখনও আমার প্রভূকে দেখি।

একবার ভাবুন... সৎসঙ্গের লোকসমাগম দিন দিন বেড়েই চলছে। ঠাকুরের পঞ্চম পুরুষ যখন সৎসঙ্গের হাল ধরবেন,হয়তো জসিডি থেকেই প্রনাম করে চলে আসতে হবে...। এটা একদম অতিব সত্যকথা।

আচার্য্য পরম্পরায় সৎসঙ্গ কোথায় গিয়ে পৌঁছাবে আপনি কল্পনাও করতে পারবেন না।আমাদের গর্ব আমাদের জীবনে পেয়েছি আচার্য্য.... যাঁর দর্শন করে শ্রীশ্রী ঠাকুরকে আস্বাদন করতে পারি।
K.M.DAS~~~

26/05/2025

"পুরুষোত্তম আসেন যখন
ইষ্ট, আচার্য্য--তিনিই গুরু,
তিনিই সবার জীবন-দাঁড়া,
তিনিই সবার জীবন-মেরু।'
শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র~~~

দীক্ষাপত্র সমীক্ষার কার্যে সাউথ ত্রিপুরার ঋষ্যমুখ।
22/05/2025

দীক্ষাপত্র সমীক্ষার কার্যে সাউথ ত্রিপুরার ঋষ্যমুখ।

19/05/2025

ডিপি ওয়ার্কে বেরুবার আগ মুহূর্ত।
আসলে ঠাকুরের জগৎটাই আনন্দ আর আনন্দ।

পৃথিবীতে এমন সুন্দর মানুষ আর কোথাও আছে কিনা, তা' আমার জানা নেই।এমন একটা মৃদু হাসি,যে হাসিটা দেখে মূহুর্তেই সমস্ত দুঃখ-যন...
16/05/2025

পৃথিবীতে এমন সুন্দর মানুষ আর কোথাও আছে কিনা, তা' আমার জানা নেই।এমন একটা মৃদু হাসি,যে হাসিটা দেখে মূহুর্তেই সমস্ত দুঃখ-যন্ত্রনা ভূলিয়ে দেয়,,,এমন মানুষ পৃথিবীতে আর কোথাও আছে কিনা তা'ও আমার জানা নেই।

দু-চোখে প্রেমের চাহনি, যাদুর মতো মনপ্রাণ কেড়ে নেওয়ার মতো মানুষ এই পৃথিবীতে আর কোথাও আছে কিনা আমার জানা নেই। তাঁকে দেখে মনে হয়, আমার ঠাকুর জানি এক দিব্য দেহধারী পুরুষ, যাঁর সৌন্দর্য্যের জ্যোতির ছটায় মানুষ তাঁর পানে তাকিয়ে থাকতো, তাঁর প্রেমের আকর্ষণে মানুষ ছুটে যেতো।

06/05/2025

ভক্ত ভগবানও অপূর্ব মিলন।

প্রভু 🙏🙏🤍🤍  fans #তিনি কে?? ২৫বছর বয়সী সাদা ধুতি-পাঞ্জাবী পরা সুন্দর সুদর্শন যুবক। কোটি কোটি সৎসঙ্গীদের নয়নের মনি। আজ যু...
27/04/2025

প্রভু 🙏🙏🤍🤍

fans

#তিনি কে??
২৫বছর বয়সী সাদা ধুতি-পাঞ্জাবী পরা সুন্দর সুদর্শন যুবক। কোটি কোটি সৎসঙ্গীদের নয়নের মনি। আজ যুবসমাজ যেখানে সিনেমার নায়ক-নায়িকা সলমন খান, আমির খান, কারিনা কাপুরকে দেখতেই ব্যস্ত, তাদের নকল করতেই মত্ত।

সেখানে সৎসঙ্গী ছেলে-মেয়েদের আইকন হলেন তিনি। তার হাসি, কথাবলার স্টাইল, দাড়ি রাখার স্টাইলকে অনুসরণ করছে সৎসঙ্গী যুবসমাজ। ড্রাগ, মদ নেশাদ্রব্য গ্রহণ তো দূরের কথা তাকে ভালোবেসে আমিষ আহারও ত্যাগ করছে সৎসঙ্গী ছেলে-মেয়েরা।
৯ থেকে ৯০, শিশু থেকে বৃদ্ধ, যে'ই তাকে দেখেছে সে'ই তার প্রেমে আবদ্ধ হয়ে আদর্শ পেয়েছে।

হ্যাঁ তিনিই আমাদের সকলের আরাধ্য, প্রিয়তম, পূজ্যপাদ অবিন দাদা।🙏



কপি পোস্ট

11/04/2025

ত্রিপুরার জনজাতি কক্ বরক ভাষায় শ্রীশ্রী ঠাকুরের সঙ্গীত ।
অবসর সময়ে একটু টাইমস্।

"বানী ধরে ধরে চরিত্রগত করতে গেলে অনন্ত জীবন লেগে যাবে। তাই সহজ উপায় হল: তাঁকে মনপ্রাণ উজাড় করে ভালোবাস, তবেই তাঁর অনুশ...
01/04/2025

"বানী ধরে ধরে চরিত্রগত করতে গেলে অনন্ত জীবন লেগে যাবে। তাই সহজ উপায় হল: তাঁকে মনপ্রাণ উজাড় করে ভালোবাস, তবেই তাঁর অনুশাসন বাদ সহজেই মানতে পারবে।"
শ্রীশ্রী বড়দা~~~

 #হ্যাঁ_পৃথিবীতে_এমনও_একজন_রক্ত_মাংসে_গড়া_মানুষ_রূপি_ভগবান_আছেন।আমার সাধন-ভজনে এতো জোড় নেই যে  আকাশের অদৃশ্য ভগবানকে ড...
31/03/2025

#হ্যাঁ_পৃথিবীতে_এমনও_একজন_রক্ত_মাংসে_গড়া_মানুষ_রূপি_ভগবান_আছেন।

আমার সাধন-ভজনে এতো জোড় নেই যে আকাশের অদৃশ্য ভগবানকে ডাকলে তিনি ধরা দেবেন।তিনি আমায় হাত দিয়ে তথাস্তু দেবেন আর রঙ-বেরঙের জ্যোতি রশ্মির ছটায় মূহুর্তেই আমার সকল মনোকামনা পূর্ণ হবে।সেই রকম সাধন-ভজন তো আমার নেই। কিন্তু আমি এমন ভগবানকে দেখেছি যিনি পুরুষোত্তমের রেতঃবাহি, এবং সুপ্ত অবস্থায় জ্যান্ত হয়ে আছেন।গভীর বিশ্বাস,ভক্তি এবং ভালবাসা থাকলে উপলব্ধি করা যায়,অনুভব করা যায়।অবিশ্বাস-অধৈর্য্য এবং অহংকার নিয়ে তাঁকে বোঝা খুবই কঠিন।

আমি এমন ভগবানকে দেখেছি,যিনি আমাকে কর্ম শিখিয়ে দেন।জলে পড়লে কিভাবে সাঁতার কেটে উপরে উঠতে হয় শিখিয়ে দেন।আমি মানুষ রূপি জীবন্ত ভগবান দেখেছি। তাঁর সাথে কথা বলেছি। তাঁর কাছে নিজের সমস্যার কথা জানিয়ে সমাধানের পথ পেয়েছি। শুধু আমি না, আমরা সবাই যারা শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত প্রতি প্রত্যেকেই দেওঘরে গেলে জীবন্ত ভগবান দেখতে পাই।

দেওঘরে অনেকেই যায়।কেউ কেউ বলে,ধূর! এটা আবার কি রকম ভগবান?সাধারন ধূতি পাঞ্জাবি পড়ে বসে আছে।নাই কোনো তিলক চন্দন জটা মালা।নাই কোনো গেরুয়া বসন কাপড়।ভগবান এতো সিম্পল থাকেন নাকি?যারা এমন ভাবেন তাদের দর্শনও হয় না অনুভবও হয় না, ভগবানের দর্শনও পান না।কারন তাদের ভাবনাটাই ঐ ধরনের ছিলো।তখন তিনিও ধরা দেন না।

তিনি এবার পিতা - পুত্রের মধ্যে আচার্য্য পরম্পরা হয়ে নিত্য লীলা করে চলছেন,যুগ যুগ ধরে চলতে থাকবে এভাবে। তাঁর রথ চলতেই থাকবে, পৃথিবীর কোনো শক্তি এই রথ আটকাতে পারবে ই না। মানুষ যেদিন বুজবে তাঁর অমোঘ বাণী ই এযুগের বাঁচা বাড়ার একমাত্র পথ - সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে।

শ্রীশ্রী ঠাকুর বলেন - "জ্যান্ত ঠাকুর থাকতে ধরায় কয়জন তাঁরে ধরে, কয় ভগবান মহাপুরুষ চলে যাবার পরে।তখন পূজার কতো বাহার,ছাতি-লাঠি-জামা- জুতার"। দূর্ভাগ্য ,, অনেকেই যুগপোযোগী পুরুষোত্তমের সন্ধান পেয়েও তাঁকে আপন করে নিতে পারেনি।

K.M.DAS~~

Address

Santir Bazar
Belonia
799144

Alerts

Be the first to know and let us send you an email when Satsangee সৎসঙ্গী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Satsangee সৎসঙ্গী:

Share

Category