Tripura current news.

  • Home
  • Tripura current news.

Tripura current news. This is a Social News Channel.

23/06/2025

After Mizoram and Goa, Tripura becomes third fully literate state in India.

21/06/2025

ফের মাঝ আকাশে MAYDAY, MAYDAY বলে চিৎকার, জরুরি অবতরণ IndiGo বিমানের, ফিরল আমদাবাদের স্মৃতি
সংবাদ সূত্র: Headlines Tripura National.

16/06/2025

২৫০ জন হজযাত্রীদের নিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা বিমানে। ঘটনা লখনউ বিমান বন্দরে অবতরণের সময়ই চাকায় আচমকা আগুন ধরে যায়। যদিও যাত্রীদের নিরাপদে অবতর করানো সম্ভব হয়েছে।

আহমেদাবাদের রেশ কাটতে না কাটতে ফের মাঝ আকাশে দুর্ঘটনা ।রবিবার কেদারনাথ থেকে গুপ্তকাশি যাওয়ার পথে আরিয়ান এভিয়েশনের একট...
15/06/2025

আহমেদাবাদের রেশ কাটতে না কাটতে ফের মাঝ আকাশে দুর্ঘটনা ।রবিবার কেদারনাথ থেকে গুপ্তকাশি যাওয়ার পথে আরিয়ান এভিয়েশনের একটি হেলিকপ্টার গৌরি কুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ে। সূত্রের খবর হেলিকপ্টারটিতে ছয় জন যাত্রী ছিলেন ।এর মধ্যে পাঁচজনের নাকি মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে এখনো এই নিয়ে কিছুই জানানো হয়নি। দুর্ঘটনার পর উদ্ধারকারীরা উদ্ধার কাজ শুরু করেছ।

12/06/2025

এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় নিহত পরিবারকে TATA কোম্পানি এক কোটি করে টাকা দেবে যে ছাত্রাবাসটি ক্ষতি হয়েছিল সেই ছাত্রবাসকেও মেরামত করে দেবে TATA কোম্পানি।

12/06/2025

রাজধানীর উমাকান্ত একাডেমি স্কুলের মূল গেটের সামনে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ একটি রিকশা গর্তে পড়ে যায় এবং তাতে রিক্সাচালক গুরুতরভাবে আহত হয়। এই ঘটনার পর আহত রিস্কা চালককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে রাস্তায় পুর্ত দপ্তরের একটি কাজ চলছে এবং সেখানে গর্ত তৈরি করা হয়েছিল।

এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও আইএএস অফিসার। রবিবার ওই তাকে গ্রেফতার করেছেন ওড়িশা ভি...
09/06/2025

এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও আইএএস অফিসার। রবিবার ওই তাকে গ্রেফতার করেছেন ওড়িশা ভিজিল্যান্সের অফিসার। ধৃতের নাম ধীমান চাকমা। ২০২১ সালের ব্যাচের ওই অফিসার কালাহান্ডি জেলার ধর্মগড়ে সাব-কালেক্টর ছিলেন। তার বাড়ি উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে।গড়ে সাব-কালেক্টর ছিলেন। তার বাড়ি উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে।

09/06/2025

ফের উত্তপ্ত মনিপুর।

07/06/2025

6 জুন, 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা উদ্বোধন করা হয়, চেনাব রেল সেতু, বিশ্বের উচ্চতম রেল খিলান, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত এবং এটি উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা ভারতের গর্ব।

03/06/2025

IAS, IPS, IFS এর মতো অফিসাররা কোন রাজ্য সরকার দ্বারা নিয়োগ হন না সরাসরি কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়োগ হন। উনারা ট্রেনিং এর সময় জনগনের সেবক হয়ে কাজ করবেন বেলেই শপথবাক্য পাঠ করেন তবে তারঅর্থ এই নয় যে উনারা কোন রাজনৈতিক দলের নেতার কথায় কাজ করবেন। Respected IAS officer TK Chakma ও সৎ ভাবে ঠিক এমনই করেছেন। উনি নিজেকে সাধারণ জনগনের একজন সেবক হিসাবে কাজ করে যাচ্ছেন। কোন এক রাজনৈতিক দলের নেতার সেবক হিসাবে নয়। তাই তিনি যেটা ঠিক উনি উঠাই করেছেন। সেই মোতাবেক উনি কোন ভুল করেন নি। আর অফিসের কাজ অফিসেই করা উচিত। সরকারী বাসভাবনে কেন?তাও ছুটির দিনে?

27/05/2025

আপনি কি জানেন RBI গাইডলাইন অনুসারে ব্যাংক লাঞ্চ সমযেও লেনদেন করতে বাধ্য।তবে সেই লাঞ্চ সময়টাতে ব্যাংক কর্মীরা রোটেশনে লাঞ্চ করে নিবেন। অর্থাৎ লাঞ্চ সময়েও যেকোন ব্যাংক লেন দেন করতে বাধ্য।

26/05/2025

শান্তির বাজারের দুই ঠিকাদারের কাছ থেকে 70 লক্ষ টাকা দাবী স্থানীয় দুষ্কৃতীদের। দুই ঠিকাদার দুষ্কৃতীদের নাম উল্লেখ করে জীবনের সুরক্ষ দাবী করেন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripura current news. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share