নাগরিক কণ্ঠ Nagarik Kantho

  • Home
  • নাগরিক কণ্ঠ Nagarik Kantho

নাগরিক কণ্ঠ Nagarik Kantho News Paper and Journal

।। শিবাপ্রাসাদ ও নন্দিতার পরিচালিত সিনেমায় রাখী গুলজারের সাথে আভেরী সিংহ রায় ।।দুই দশক পর আবার বড় পর্দায় প্রত্তাবর্তন রা...
21/01/2024

।। শিবাপ্রাসাদ ও নন্দিতার পরিচালিত সিনেমায় রাখী গুলজারের সাথে আভেরী সিংহ রায় ।।
দুই দশক পর আবার বড় পর্দায় প্রত্তাবর্তন রাখী গুলজারের (মজুমদার) আর তার সহ-অভিনেত্রী হিসেবে দেখা যাবে সুপরিচিত নাট্যকার আভেরী সিংহ রায় কে । শিবপ্রাসাদ মুখার্জী ও নন্দিতা রায়য়ের নতুন পরিচালনা, "আমার বস" এ আভেরীকে দেখা যাবে এক ভিন্ন চরিত্রে। কোলকাতার বিভিন্ন স্থানে বিশেষ করে সেক্টর ফাইভ ও ভিক্টরিয়া মেমোরিয়ালে ছবির সদ্য সমাপ্ত শুটিং হতে দেখা গেলো । উপস্থিত ছিল ছবির বাকি কলাকুশলীরাও । ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী, শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র ও ঐস্বর্য চট্টোপাধ্যায়। ছোট পর্দায় পরিচিত মুখ, আভারীকে এর আগে ভিন্ন ভিন্ন চরিত্রে সিনেমাতে, যেমন "বৌদি ক্যান্টিন", "ঘরে ফেরার গান" এবং ওয়েব সিরিজ যেমন, "অলক্ষীs in Goa", "ভিঞ্চি ভারতী একাডেমি" এ দেখা গেছে। প্রখ্যাত অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় ও অনুসূয়া মজুমদারের সঙ্গে আভেরী কে "দাদুর কীর্তি" তে অভিনয় করতে দেখা যাবে শীগ্রই। রমাপ্রসাদ বানিকের ছাত্রী হিসেবে প্রথমবার রূপালী পর্দায় আভেরী কে দেখা যায় তরুণ মজুমদারের পরিচালিত "দুর্গেস্বনন্দিনী" তে আয়েশার ভূমিকায় ও বিভিন্ন সময়ে সৌমিত্র চ্যাটার্জীর সঙ্গে মঞ্চস্ত "ঘটক বিদায়" এ।
কবি রজনীকান্ত সেনের উত্তরসূরী, আভেরীর শৈশব কেটেছে বর্ধমান শহরে। বর্ধমান মিউনিসিপাল গার্লস এ schooling শেষ করে গোখেল মেমোরিয়াল ও পরে calcutta ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স এ মাস্টার্স, আভেরী অনেক অসুবিধার সম্মুখীন হয়েও নিজ প্রতিভাবলে এই অভিনয় জগৎ বেছে নিয়েছেন।

রাজ্যজুড়ে যেন আরো একবার শীতল মরশুমের আগমন। জাঁকিয়ে না হলেও কিছুটা শীতের আমেজ ফিরল সারা বাংলায় । প্রায় ১৭ এর কাছাকাছি ...
20/01/2024

রাজ্যজুড়ে যেন আরো একবার শীতল মরশুমের আগমন। জাঁকিয়ে না হলেও কিছুটা শীতের আমেজ ফিরল সারা বাংলায় । প্রায় ১৭ এর কাছাকাছি পৌঁছে যাওয়া রাতের তাপমাত্রা ফের নামল ১৪ এর ঘরে। কুয়াশাই ঢাকা সকাল প্রায় সর্বত্রই দেখা গিয়েছে , বহরমপুর থেকে বর্ধমান এবং কোলকাতা।

Sub Junior National Football Championship 🇮🇳
12/09/2023

Sub Junior National Football Championship 🇮🇳

বহরমপুর ভেটেরেন্স ক্লাব
29/07/2023

বহরমপুর ভেটেরেন্স ক্লাব

বহরমপুর ভেটেরেন্স ক্লাব এ নাগরিক কণ্ঠর sponsorship
02/07/2023

বহরমপুর ভেটেরেন্স ক্লাব এ নাগরিক কণ্ঠর sponsorship

26/03/2023
08/03/2023

আজ নারীদিবস. একটা কথা বার বার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সত্যি ই কি এই রকম একটি দিবস এর প্রয়োজন আছে ?স্বাধীনতার এতো বছর পর ও নারী কি শুধু ই মানুষ হতে পারে পারে না ?কাজী নজরুল এর সেই বাণী
"বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী. অর্ধেক তার নর. "
এই সত্যিটা যদি মেনে নেয়া যায় তবে আলাদা করে নারীদিবস পালন কেন. প্রতিটা দিনের প্রতিটা মুহূর্ত ই তো নারীদিবস হতে পারে. কন্যাসন্তানকুঁড়ি টি পৃথিবীর আলোতে প্রস্ফুটিত হওয়ার মুহূর্ততে মঙ্গলশঙ্খ বেজে উঠলো, মা পুত্রসন্তানকে যে অসীম মমতায় আঁকড়ে নেন তেমনি কন্যাটিকেও জড়িয়ে ধরলেন, কর্মক্ষেত্রে দিদি বোন বা বন্ধুটিকে সহকর্মী সহযোগিতার হাত টি বাড়িয়ে দিলেন, সন্তান এর দায়িত্ব টা বাবাও মা এর মতো কাঁধে কাঁধ মিলিয়ে পালন করলেন, কোনোদিন
দেরিতে ঘুম ভাঙার জন্য নারীকে কোনো অজুহাত খুঁজতে হলো না ঘুম ভাঙলো পুরুষের হাতের এক পেয়ালা চা হাতে নিয়ে,একলা মা এর সন্তান পালনের আনন্দ টা মা এর দুর্বলতা না খুঁজে সমালোচনা না করে একটু উৎযাপন ই করলেন বা, সংসার এর যাবতীয় দায়িত্ব পালন করা মেয়েটির একটু প্রশংসা করলেন ই বা. সুস্থ জীবনের স্রোত থেকে হারিয়ে যাওয়া মেয়ে টি মূল স্রোতে ফেরার পর তার সমালোচনা নয় সুযোগ নেয়া নয় তাকে একটু শক্ত মাটির সন্ধান দেয়া আমাদের নৈতিক কর্তব্য হোক. আজ নয়, কাল নয়, কোনো তিথি নক্ষত্র নয় প্রতিটা দিন প্রতিটা ক্ষণ ই হোক নারীদিবসের উৎযাপন.নারী হিসেবে অহংকার নয়,ক্রন্দন নয় আজকের দিন হোক মানুষ হিসেবে বাঁচার শুরু.

২০২৩ বর্ষের  প্রথম পাক্ষিক পত্রিকা সংখ্যা
04/03/2023

২০২৩ বর্ষের প্রথম পাক্ষিক পত্রিকা সংখ্যা

২০২২ বর্ষ শেষের পাক্ষিক পত্রিকা সংখ্যা
30/12/2022

২০২২ বর্ষ শেষের পাক্ষিক পত্রিকা সংখ্যা

আজ সকলে (১৮ই ডিসেম্বর'২২) কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরের TATA Steel Kolkata Marathon  দৌড় প্রতিযোগিতায় নাগরিক কণ্ঠ'...
18/12/2022

আজ সকলে (১৮ই ডিসেম্বর'২২) কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরের TATA Steel Kolkata Marathon দৌড় প্রতিযোগিতায় নাগরিক কণ্ঠ'র প্রধান সম্পাদক, ছবিরঞ্জন মজুমদার ও সম্পাদকমন্ডলী সদস্যরা অংশ গ্রহণ করেছিলেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এই দৌড় প্রতিযোগিতা শেষ করায় সংস্থার পক্ষ থেকে বিজয়ী পদক অর্জন করেন।

নেতাজি  সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন উপলক্ষে বহরমপুরের  বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে  পতাকা উত্তোলন, মাল্যদ...
24/01/2021

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন উপলক্ষে বহরমপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন, মাল্যদান, রক্তদান শিবির ও আলোচনা সভার আয়োজন করা হয়। নাগরিক কণ্ঠের প্রধান সম্পাদক শ্রী ছবিরঞ্জন মজুমদার ডিস্ট্রিক্ট ভেটেরান্স ক্লাব, ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব ও স্টুডেন্ট হেলথ হোমের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সুভাষ চন্দ্র বসুর মাতাদর্শ আলোচনা করেন ।

পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী দেবরাজানন্দজী মহারাজ, জাতীয় যুব দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন ।Speech of Swami Devarajanandaji ...
12/01/2021

পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী দেবরাজানন্দজী মহারাজ, জাতীয় যুব দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন ।
Speech of Swami Devarajanandaji Maharaj for National Youth Day 2021.

Courtesy: Swami Vivekananda's Ancestral House Ramakrishna Mission

https://m.youtube.com/watch?v=cuibTxIc3Ec&feature=youtu.be

Speech of Swami Devarajanandaji Maharaj for National Youth Day 2021 at Ramakrishna Mission Swami Vivekananda's Ancestral House & Cultural Centre, Kolkata - 7...

Address


Telephone

+919082793451

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাগরিক কণ্ঠ Nagarik Kantho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাগরিক কণ্ঠ Nagarik Kantho:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share