
21/01/2024
।। শিবাপ্রাসাদ ও নন্দিতার পরিচালিত সিনেমায় রাখী গুলজারের সাথে আভেরী সিংহ রায় ।।
দুই দশক পর আবার বড় পর্দায় প্রত্তাবর্তন রাখী গুলজারের (মজুমদার) আর তার সহ-অভিনেত্রী হিসেবে দেখা যাবে সুপরিচিত নাট্যকার আভেরী সিংহ রায় কে । শিবপ্রাসাদ মুখার্জী ও নন্দিতা রায়য়ের নতুন পরিচালনা, "আমার বস" এ আভেরীকে দেখা যাবে এক ভিন্ন চরিত্রে। কোলকাতার বিভিন্ন স্থানে বিশেষ করে সেক্টর ফাইভ ও ভিক্টরিয়া মেমোরিয়ালে ছবির সদ্য সমাপ্ত শুটিং হতে দেখা গেলো । উপস্থিত ছিল ছবির বাকি কলাকুশলীরাও । ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী, শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র ও ঐস্বর্য চট্টোপাধ্যায়। ছোট পর্দায় পরিচিত মুখ, আভারীকে এর আগে ভিন্ন ভিন্ন চরিত্রে সিনেমাতে, যেমন "বৌদি ক্যান্টিন", "ঘরে ফেরার গান" এবং ওয়েব সিরিজ যেমন, "অলক্ষীs in Goa", "ভিঞ্চি ভারতী একাডেমি" এ দেখা গেছে। প্রখ্যাত অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় ও অনুসূয়া মজুমদারের সঙ্গে আভেরী কে "দাদুর কীর্তি" তে অভিনয় করতে দেখা যাবে শীগ্রই। রমাপ্রসাদ বানিকের ছাত্রী হিসেবে প্রথমবার রূপালী পর্দায় আভেরী কে দেখা যায় তরুণ মজুমদারের পরিচালিত "দুর্গেস্বনন্দিনী" তে আয়েশার ভূমিকায় ও বিভিন্ন সময়ে সৌমিত্র চ্যাটার্জীর সঙ্গে মঞ্চস্ত "ঘটক বিদায়" এ।
কবি রজনীকান্ত সেনের উত্তরসূরী, আভেরীর শৈশব কেটেছে বর্ধমান শহরে। বর্ধমান মিউনিসিপাল গার্লস এ schooling শেষ করে গোখেল মেমোরিয়াল ও পরে calcutta ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স এ মাস্টার্স, আভেরী অনেক অসুবিধার সম্মুখীন হয়েও নিজ প্রতিভাবলে এই অভিনয় জগৎ বেছে নিয়েছেন।