Ekla Family

Ekla Family ঘুরে বেড়ানো আর কিছু রান্না বান্না-রোজকার একঘেয়ে জীবনে এইটুকুই আমার শখ।

নিজের জন্য যত্ন করে একটা থালা সাজাও। তারপর মন ভরে পেট ভরে সব দুশ্চিন্তা দূরে সরিয়ে সময় দিয়ে তাড়িয়ে তাড়িয়ে খাও। নিজের রান...
27/07/2025

নিজের জন্য যত্ন করে একটা থালা সাজাও। তারপর মন ভরে পেট ভরে সব দুশ্চিন্তা দূরে সরিয়ে সময় দিয়ে তাড়িয়ে তাড়িয়ে খাও। নিজের রান্নার প্রসংসা নিজেই করো। তাতে হয়তো কিছু ভুল ত্রুটি সামনেও আসতে পারে কিন্তু নিজের থেকে বড়ো সমালোচক তো আর কেউ হয় না। আসল কথা হলো নিজেকে সময় দাও। সবার মুখে খাবার তুলে দিতে গিয়ে নিজেদের যে খাবার সময় টুকুই হয়না সেই সময় বার করো। কাজের দিনে না হোক নিদেন পক্ষে একটা ছুটির দিনে। নিজেকে দেওয়া এই সামান্য সময় টুকুই তোমাকে ভালো রাখবে আরো অনেকটা সময় জুড়ে। আর নিজে ভালো থাকলেই ওপর কেও ভালো রাখা যায়।
Ekla Family

যেমন খাবার শেষ হয়ে গেলে থালাটাকে দেখতে বড্ড অপরিষ্কার লাগে কেউ তখন থালাটাকে ভালোভাবে দেখে না 😢ঠিক সেরকম  সামনের মানুষদে...
21/07/2025

যেমন খাবার শেষ হয়ে গেলে থালাটাকে দেখতে বড্ড অপরিষ্কার লাগে কেউ তখন থালাটাকে ভালোভাবে দেখে না 😢
ঠিক সেরকম সামনের মানুষদের কাছে তোমার প্রয়োজন যখন ফুরিয়ে যাবে তখন তুমিও তার কাছে বেকার হয়ে যাবে। তোমাকেও তারা অপ্রয়োজনীয় বলে মনে করবে।

এটা ভাবনা কি ঠিক যে সত্যিই থালাটা নোংরা হয়ে গেছে আসলে থালাটা তো কোন একজনের পেট সম্পূর্ণ ভরিয়ে দিয়েছে। 🥰

ঠিক সেরকম কেউ বা অনেকে তোমাকে অপ্রয়োজনীয় ভাবলো বলে তুমি ভেবনা যে তুমি অপ্রয়োজনীয় হয়ে গেছো তুমি তো তোমার সামনের মানুষদের অনেক উপকার করেছ অনেক কাজে এসেছ আজ তাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাই তারা তোমাকে ছেড়ে দিয়েছে । তার মানে এটা নয় যে তুমি অপ্রয়োজনীয় হচ্ছো ❤️

তাই নিজের গুরুত্ব আগে নিজের কাছে বুঝতে শেখো🙏
Ekla Family

লোকটা শেষ পর্যন্ত উদাস হয়ে গেলো 😲 কি ভাবছিলো কে জানে 🤔🤔
19/07/2025

লোকটা শেষ পর্যন্ত উদাস হয়ে গেলো 😲 কি ভাবছিলো কে জানে 🤔🤔

রেসিপি পোস্ট 👇:: কসৌরি পনির। একদম নিরামিষ আর সম্পূর্ণ অন্যরকম স্বাদের একটা পদ। যারা পনির ভালোবাসো আর নিরামিষের দিনে পনির...
19/07/2025

রেসিপি পোস্ট 👇:: কসৌরি পনির। একদম নিরামিষ আর সম্পূর্ণ অন্যরকম স্বাদের একটা পদ। যারা পনির ভালোবাসো আর নিরামিষের দিনে পনির ছাড়া থাকতে পারো না তাদের জন্য পারফেক্ট।
প্রথমেই পনির গুলোকে ইচ্ছে মতন কেটে নিয়ে নুন, হলুদ মাখিয়ে হালকা ভেজে নিতে হবে। এবার আলু দিলে আলু গুলোকেও ডুমো করে কেটে ভালো করে ভেজে নিতে হবে। কড়াই তে পরে থাকা তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ অনেকটা পোস্ত আর ৬/৭ টা আগে থেকে ভেজানো কাজু বাদাম সাথে একটা বা দুটো লঙ্কা বাটা দিয়ে খানিক নেড়েচেরে অল্প জল দিয়ে পনির আর আলু গুলো দিয়ে ফোটাতে হবে এই সময় নুন আর চিনি দিয়ে দেবেন নিজেদের স্বাদ মতন সাথে কাঁচা লঙ্কা কুচি।নামানোর আগে ২ চামচ কসৌরি মেথি শুকনো কড়াইতে টেলে নিয়ে গুঁড়ো করে মিশিয়ে দিতে হবে। মাখো মাখো করে নামিয়ে নিলেই রেডি কসৌরি পনির। রুটি, পরোটা, পোলাও আর গরম ভাতের সাথে দারুন লাগে। যারা কসৌরি মেথির সাথে পোস্তর কম্বিনেশন টা এখনো ট্রাই করোনি তারা করে দেখতে পারো। ভালো লাগবেই 😊😊
পুনশ্চ :: সম্পূর্ণ রান্না টা হলুদ আর আলু ছাড়াও করা যাবে। আর ট্রাই করে জানাতে ভুলো না কিন্তু 🥰 Ekla Family

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।যে কষ্টগুলো ...
10/07/2025

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?
খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!
তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।
যে কষ্টগুলো আপনি দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে!
গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরেফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন। আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না!

সবারই মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস — সামনে এগোতে গেলে শিকলের মত পা জড়িয়ে টেনে ধরে। কেউ অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, ইংরেজিতে যাকে "Revenge of Nature" বলে। মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র!!

কেউ নিজে দোষ করে উল্টা আপনাকে অপবাদ দিয়েছে, নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখাল, আপনার শ্রম-সফলতার স্বীকৃতি দিল না, ক্ষমতার দাপট দেখিয়ে ন্যায্য পাওনা থেকে আপনাকে বঞ্চিত করেছে, কথার বাণে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত! করুক না!! জরুরি না যে সবকিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দিন না! দেখুন ই না কি হয়?

সবসময় আমরা বুঝে উঠতে পারি না, ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাঁদিয়ে, কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না!

এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে। কারণ ভগবান কাউকে ঠকান না। তিনি কারোর একার না। তিনি সবার।
Collected Ekla Family

রেসিপি পোস্ট 👇: রেস্টুরেন্ট স্টাইল কড়াই চিকেন 😋 একদম চটজলদি একটা চিকেনের রেসিপি।এটা রাঁধতে সত্যি ই খুব কম সময় লাগে আর খে...
06/07/2025

রেসিপি পোস্ট 👇: রেস্টুরেন্ট স্টাইল কড়াই চিকেন 😋 একদম চটজলদি একটা চিকেনের রেসিপি।এটা রাঁধতে সত্যি ই খুব কম সময় লাগে আর খেতে এক্কেবারে অন্যরকম। প্রথমে ১ কিলো চিকেন কে ধুয়ে পরিষ্কার করে নুন,হলুদ, বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। সেই ফাঁকে ছোট ১ চামচ গোটা জিরে, ধোনে, মৌরি, ৭/৮ টা গোল মরিচ, ৩/৪ টে ছোট এলাচ, দারচিনি, ৪/৫ টা শুকনো লঙ্কা খালি কড়াই তে টেলে নিয়ে মিক্সি তে গুঁড়ো করে নিতে হবে। এলাচের খোসা টা ফেলে দেবেন। এরপর কড়াই তে সাদা তেল গরম করে তাতে দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ ফোড়ন দিয়ে তাতে ম্যারিনেটেড চিকেন টা দিয়ে কিছুটা ভাজা করে নিতে হবে।খানিক পরে ওতে ২/৩ তে টমেটো বড়ো করে কেটে দিয়ে দিতে হবে। একটু পরে টমেটো নরম হয়ে গেলে ওর খোসা টা চিমটে দিয়ে তুলে ফেলে দিতে হবে। যদিও এটা অপশনাল।এতে টমেটো ভালো করে গলে যাবে। তারপর এতে আদা, রসুন, কাঁচালঙ্কা র পেস্ট মিশিয়ে কষাতে হবে। কিছুপরে ২ বা ৩ টে কুচোনো পেঁয়াজ মিশিয়ে একদম তেল ছাড়া অবধি কষাতে থাকতে হবে। এবার যেই মসলা টা গুঁড়ো করে রাখা হয়েছিল তার থেকে ২ চামচ মাংসে মিশিয়ে একটু গরম জল দিয়ে সুষিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। লাস্টে নামানোর আগে,আগে থেকে ভেজে রাখা বড় বড় পেঁয়াজ আর ক্যাপসিকাম এর টুকরো গুলো মিশিয়ে আবারো ওই ভাজা মসলা টা আরো ১,২ চামচ ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি রেস্টুরেন্ট স্টাইল কড়াই চিকেন। যে কোনো রুটি, পরোটা, বাঙালি স্টাইল ফ্রাইড রাইস, পোলাও সবের সাথে দারুন লাগে খেতে। তাহলে আজ ই বাড়িতে ট্রাই করে দেখুন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে।
পুনশ্চ : এই রেসিপি তে অবশ্যই একটু চিনি দিতে হবে। নুন আর ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে এই কড়াই চিকেন একটু ঝাল ঝাল খেতে হয়। আর সার্ভ করবেন অবশ্যই কোনো সুন্দর দেখতে কড়াই তে 🥰😊
Ekla Family

রেসিপি পোস্ট 👇:: দই কাবাব। একদম নিরামিষ একটা কাবাব যার বাইরে টা ক্রাঞ্চি আর ভেতর টা নরম, স্মুথ এক কথায় দারুন খেতে।এইটা ব...
03/07/2025

রেসিপি পোস্ট 👇:: দই কাবাব। একদম নিরামিষ একটা কাবাব যার বাইরে টা ক্রাঞ্চি আর ভেতর টা নরম, স্মুথ এক কথায় দারুন খেতে।
এইটা বানানোর জন্য যতটা জল ঝড়ানো টক দই নেবেন ঠিক ততটাই গ্রেটেড পনির নিতে হবে। সাথে ২/৩ চামচ রোস্টেড ব্যসন। মানে ব্যসন টা খালি কড়াই তে একটু নেড়ে নেবো। এবার এ গুলোর সাথে একটু গোল মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধোনে গুঁড়ো, কুচোনো ধোনে পাতা, স্বাদ অনুযায়ী নুন, চিনি মিশিয়ে হালকা হাতে ভালো করে মেখে নিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা কাবাবের সেপ দিয়ে ব্রেড ক্র্যাম্প এ কোট করে নিতে হবে বা বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিতে হবে। আর ওপরে মাঝখানে একটা করে কাজু র টুকরো দিয়ে ডিপ ফ্রাই করে নিলেই রেডি মুখরোচক দই কাবাব। ধোনে পাতা, টক দই এর একটা ডিপের সাথে এটাকে পরিবেশন করে ফেলুন। এই বৃষ্টি তে সন্ধে টা পুরো জমে যাবে।
পুনশ্চ : কাবাবের বাইরের লেয়ার কিন্তু খুব বেশি মোটা হবে না। আর হ্যাঁ ছবি টা একান্ত আমার নিজস্ব কোনো AI জেনারেটেড নয় 😊
Ekla Family

ধুস একে বৃষ্টি পড়া বলে!! একটুও গরম কমছে না তাই কদিন আগে বানিয়ে রাখা ম্যাংগো আইসক্রিম  খাচ্ছি হিমসাগরের কুচি দিয়ে 😋 আহা ক...
25/06/2025

ধুস একে বৃষ্টি পড়া বলে!! একটুও গরম কমছে না তাই কদিন আগে বানিয়ে রাখা ম্যাংগো আইসক্রিম খাচ্ছি হিমসাগরের কুচি দিয়ে 😋 আহা কি স্বাদ। জীবনের সকল গ্লানির মুক্তি এই খাওয়া দাওয়া তেই না হয় সে তাৎখনিক ই হলো। তবুও তো কিছুটা সময় মনে হয় বেঁচে আছি।ম্যাংগো আইসক্রিম টা আমার ই বানানো AI বানিয়ে দেয়নি কিন্তু 😄

একদম খাঁটি কথা 🥰 ছোট থেকেই শুনেছি জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে...নিজের জীবনে উপলব্ধি ও করেছি সেকথা। কারা কারা সহমত...
21/06/2025

একদম খাঁটি কথা 🥰 ছোট থেকেই শুনেছি জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে...নিজের জীবনে উপলব্ধি ও করেছি সেকথা। কারা কারা সহমত?

আমার অলটাইম ফেভারিট হিরো।আবীর চ্যাটার্জি কে প্রথম বোধহয় কোয়েলের সাথে কোনো একটা সিনেমায় দেখেছিলাম।সেও বহু বছর আগে।আমার ভা...
20/06/2025

আমার অলটাইম ফেভারিট হিরো।আবীর চ্যাটার্জি কে প্রথম বোধহয় কোয়েলের সাথে কোনো একটা সিনেমায় দেখেছিলাম।সেও বহু বছর আগে।আমার ভালো লেগেছিল গালের কাটা দাগ টার জন্য 😄 আসলে রাফ এন্ড টাফ হিরো আমার বেশি পছন্দ যেমন ভালো লাগতো অক্ষয় কুমার কে ,আজও লাগে।তারপর ব্যোমকেশ এর চরিত্রে ওনাকে দেখে আমি তো পুরো ফিদা এমন কি ফেলুদা, সোনাদা সব ডিটেকটিভ চরিত্র গুলোতে আবীর একদম পারফেক্ট।অভিনয় তো বরাবর ই ভীষণ ই ভালো।সেই নিয়ে তাই বলার কিছু নেই।কিন্তু মানুষটার প্রেমে আরো বেশি পড়েছি ওনার ব্যক্তিগত জীবন দেখে।কি ভীষণ সাদামাটা ঠিক যেন আমাদের মতো।ওনার মেয়ের সাথে ওনার খুনসুটি দেখলে মনে হবে একদম আদর্শ বাবা।মেয়েদের বেলায় সব বাবারাই দুর্বল হয় কিন্ত স্ত্রী এর বেলায়?এখানেই আবীর চ্যাটার্জি সবার থেকে আলাদা।উনি রূপের পেছনে ছোটেন নি।বরং গুনের কদর করেছেন।উনি নিজের মুখে স্বীকার করেছেন যখন উনি শুন্য ছিলেন তখন ও ওনার পাশে ওনার এই স্ত্রী ই ছিল যিনি তাকে ভালোবাসা দিয়ে আগলে জীবন যুদ্ধে জয়ী হতে উদ্বুদ্ধ করেছিলেন।শুধু মাত্র কৃতজ্ঞতা দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না, আর সেই সম্পর্ক এতদিন টিকেও থাকে না যদি না সেখানে ভালোবাসা থাকে।ওনাদের এই ছবি টা দেখুন,আবীর আর ওনার স্ত্রীর মুখের এই হাসি ই বলে দিচ্ছে ওনারা কতটা খুশি ❤️ তাই যারা আজকাল ওনাদের এই একসাথে ছবিটা দেখে ওনাদের কে ট্রোল করছেন তারা ভালোবাসা জীবনে পাননি তাই জানেন ও না সেটা কিরকম অনুভূতি।আবীর চ্যাটার্জি অন্যরকম মানুষ উনি নিজের স্ত্রী কে লোকসমাজে পাশে নিয়ে হাটতে কোনো দ্বিধা বোধ করেন না।বরং হাত দিয়ে আগলে রাখেন।তাছাড়া কিসের দ্বিধা দন্দ? ওনার স্ত্রী রূপসী নন তাই? আসলে আবীর ই প্রকৃত মানুষ তাই উনি এইসব সমালোচনার উর্ধে।আর যারা ওনাদের নিয়ে নোংরা নোংরা কমেন্ট, সমালোচনা করছে তারা অবশ্যই মানুষ নন। এই রকম ভাবেই সারাজীবন আপনারা যেন ভালো থাকেন ভগবানের কাছে এই কামনাই করি।আর "আবীর চ্যাটার্জি" আপনি আমার বাকি জীবনটাও ফেভারিট হিরো ই থেকে যাবেন ❤️❤️
উনি আপনাদের কার কার ফেভারিট হিরো জানাবেন অবশ্যই 🥰
Ekla Family

ফাইনালি বর্ষা এসে গেছে আর বাড়িতে ইলিশ মহারানী ও হাজির হয়ে গেছেন। ফাইনাল ড্রেস আপ করে উনি রেডি মানে নুন, হলুদ, তেল মাখানো...
18/06/2025

ফাইনালি বর্ষা এসে গেছে আর বাড়িতে ইলিশ মহারানী ও হাজির হয়ে গেছেন। ফাইনাল ড্রেস আপ করে উনি রেডি মানে নুন, হলুদ, তেল মাখানো ও হয়ে গেছে কিন্তু একই ভাপা ইলিশ এর বদলে আজ অন্য রকম কিছু বানাতে ইচ্ছে করছে। কি পদ বানাই বলো তো? মানে তোমাদের কাছে সাজেশন চাইছি। তাহলে বলে ফেলো ঝটপট ইলিশ দিয়ে কে কি রান্না জানো 🥰🥰
আর হ্যাঁ আমার মতো কে কে ইলিশ মাছ খেতে খুব ই ভালো বাসো??? ❤️

রিয়া ভট্টাচার্য🙏 হালে উনি মহা ফেমাস হয়েছেন যদিও ওনার ফলোয়ারস সংখ্যা বলে যে উনি আগেও ভালোই ফেমাস ছিলেন। এখন কথাটা হলো উনি...
17/06/2025

রিয়া ভট্টাচার্য🙏 হালে উনি মহা ফেমাস হয়েছেন যদিও ওনার ফলোয়ারস সংখ্যা বলে যে উনি আগেও ভালোই ফেমাস ছিলেন। এখন কথাটা হলো উনি কি কারণে জনপ্রিয়? সত্যি বলতে ওনার ভিডিও, শর্টস বা রিল দেখে আমি ঠিক বুঝতে পারিনি জনপ্রিয়তার কারণ।যেমন আজকাল অনেকেই ব্রো, ডুড, ছাপড়ি, কথায় কথায় ভাই, ইয়ার এই সব শব্দ ব্যবহার করে। এই শব্দ গুলো আমার কাছে নতুন কারণ এইসব শব্দের ব্যবহার আমাদের সময় ছিলো না।জানি অনেকেই বলবেন, এই কথাটার মধ্যেই প্রকাশ পাচ্ছে আপনার সেকেলে মানসিকতা। হয়তো ঠিক ই। রিয়া কনটেন্ট ক্রিয়েটর, কনটেন্ট উনি তৈরী করছেন ঠিকই কিন্তু সেই কনটেন্ট কে ভাইরাল করার জন্য ভারী অদ্ভুত পথ অবলম্বন করছেন। প্রথম যখন ওনার এই ভাইরাল রিল টা সামনে এলো, ভাবলাম সত্যি ই কোনো অতি গ্রামের মেয়ের শখ পূরণ হচ্ছে। কিন্তু প্রোফাইল দেখতে গিয়ে দেখি আরে ফ্লাইটে ওঠা তো ওনার কাছে নতুন নয়। উনি যথেষ্ট স্মার্ট, দারুন দারুন ড্রেস ভালোই হ্যান্ডেল করতে পারেন, তাহলে?? শুধু মাত্র ভাইরাল হওয়ার জন্যই এই গল্প সেটা বুঝলাম। এবং উনি সাকসেসফুল। কিন্তু এই রীলসে এর মধ্যেমে মেসেজ কি!সবার উচিত ডেয়ার ডেভিল হওয়া, নিজের ইচ্ছে মতো যা খুশি করা যাতে সবার চমক লাগে সবাই অবাক হয় আবার বোকা ও হয়। ফ্লাইটে ছাপা শাড়ি পড়ে গিয়ে দারুন দামি দামি মেকাপ প্রফেশানাল দের মতন করা। বাকি পাবলিকের রিএকশন দেখানো। ব্যাস এ টুকুই। এখনকার জেনারেশন এর লক্ষ্য ইনকাম করা, কিভাবে করলাম সেটা বড় কথা নয়। তবে ফলোয়ারস দের রিকোয়েস্ট অনুযায়ী বিভিন্ন উদ্ভট কান্ডকারখানা করার ট্রেন্ড বেশ কয়েক বছর ধরেই চলছে। হয় কুখ্যাত হও নয় বিখ্যাত হও, মানে যে যেভাবে দেখবে 😄। রিয়াও সেই পথেই হেঁটেছেন আর নিঃসন্দেহে আগামী দিনেও হাঁটবেন। কেউ ভালো বলবেন, কেউ সমালোচনা করবেন, কেউ বাহবা দিয়ে আরো বেশি করে এইসব করতে বলবেন এটা চলতেই থাকবে তবে মনে রাখতে হবে ভাইরাল মানুষ সারা জীবন থাকে না। আর এই ট্রেন্ড ও একসময় একঘেয়ে হয়ে যাবে। তবে যুব সমাজের যা হাল দেখছি তাতে তারা ভাইরাল হওয়ার জন্য আরো ভয়ঙ্কর বা হাস্যকর পথ অবলম্বন করবে আর আমরা সেকেলে রা দেখবো আর ভাববো "একি অনাসৃষ্টি 🤔, একি অবস্থা 😲, সমাজ কোথায় নেমে যাচ্ছে 😥, আজকালকার ছেলেমেয়েগুলো কি যে করতে চায় বুঝি না বাপু 🤨, ভাইরাল হওয়ার জন্য আর কত নিচে নামবে এরা 😭" ইত্যাদি ইত্যাদি। হয়তো একেই বলে জেনারেশন গ্যাপ। আগের জেনারেশানের সাথে আমাদের যেই গ্যাপ এখনকার দের সাথে আমাদের ও ঠিক তাই। যতই আমরা মডার্ন হই না কেন এদের জেনারেশান আলট্রা মডার্ন 😄। এর পরের গুলোকে কি বলা হবে তাহলে... আমার বাপু জানা নেই পারলে আপনারা জানাবেন।
Ekla Family 🙏🙏

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ekla Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekla Family:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share