03/11/2025
ভরতপুরে বাড়ির তালা ভে*ঙে সোনা-রূপো লু*ট!
গ্রে*ফতার ৪ বাঞ্জারা মহিলা!
মুর্শিদাবাদের ভরতপুরে ফের চাঞ্চল্যকর চুরির ঘটনা!
দুপুরে কিছুক্ষণের জন্য প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন আমলাই কলিতলাপাড়ার গৃহবধূ হাসি দে।
কিন্তু ফিরে এসে দেখেন — আলমারির লকার ভাঙা, উধাও নগদ টাকা ও সোনার গয়না!
চুরির ঘটনায় হতভম্ব হয়ে পড়েন হাসি দেবী।
তার অভিযোগের ভিত্তিতে ভরতপুর থানায় মামলা রুজু করে দ্রুত তদন্তে নামে পুলিশ।
তদন্তে নামার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ আটক করে চারজন বাঞ্জারা মহিলা চোরকে।
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪০ গ্রাম সোনার গয়না, ১৯৭ গ্রাম রুপোর অলঙ্কার এবং ৪টি মোবাইল ফোন —
যেগুলি বিভিন্ন এলাকায় চুরি করা হয়েছে বলে সন্দেহ।
ধৃত চার মহিলা হলেন —
চন্দ্রবতী দেবী (৪০), তরনী বেদ (১৮), চাঁদনি বেদ (২২) এবং পার্বা বেদ (২১)।
সকলেই ঝাড়খণ্ডের জামতলা জেলার হলুদকালানি গ্রামের বাসিন্দা।
ধৃতদের আদালতে পেশ করা হয়েছে কান্দির মাননীয় এসি.জে.এম.-এর সামনে।সঙ্গে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে ভরতপুর থানা।
পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি রাজ্যের একাধিক এলাকায় একই কায়দায় চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।
তদন্তে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।