বুলবুলের বৈঠকখানা

বুলবুলের বৈঠকখানা পাক্ষিক ই-পত্রিকা এবং ইউটিউব চ্যানেল

06/10/2025

উত্তরবঙ্গ দূর্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার গভীর রাতে এক্স হেণ্ডেলে লিখলেন :-

এটা খুবই দুর্ভাগ্যের এবং গভীর উদ্বেগের বিষয় যে, ভারতের প্রধানমন্ত্রী একটি প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন, কোনো উপযুক্ত অনুসন্ধানের জন্য অপেক্ষা না করেই – তা-ও আবার যখন উত্তরবঙ্গের মানুষ ভয়াবহ বন্যা ও ধসের সঙ্গে যুঝছেন।

যখন সমগ্র স্থানীয় প্রশাসন ও পুলিশ ত্রাণ ও উদ্ধারের কাজে ব্যস্ত হয়ে আছে, তখন বিজেপি নেতারা ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছিলেন বিপুল সংখ্যক গাড়ির কনভয় নিয়ে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে এবং স্থানীয় পুলিশ ও প্রশাসনকে কোনো খবর না দিয়ে। রাজ্য প্রশাসন, স্থানীয় পুলিশ বা তৃণমূল কংগ্রেসকে কীভাবে এই ঘটনার জন্য দায়ী করা যাবে?

প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারের ওপর দোষারোপ করেছেন কিছুমাত্র প্রমাণ ছাড়া, আইনানুগ কোনো তদন্ত ছাড়া এবং কোনো প্রশাসনিক রিপোর্ট ছাড়া। এটা শুধু রাজনৈতিক নিম্নতা স্পর্শ করল না, যে সাংবিধানিক নৈতিকতা তুলে ধরতে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, সেই নৈতিকতারও লঙ্ঘন হল। যে কোনো গণতন্ত্রে আইন তার নিজস্ব পথ নেয় এবং কোনো ঘটনার দায় নির্ধারিত হয় যথাযথ প্রক্রিয়ায় - কোনো রাজনৈতিক বেদীর উচ্চতা থেকে করা একটি ট্যুইটের মাধ্যমে নয়।

সংশ্লিষ্ট ঘটনা ঘটেছিল একটি কেন্দ্রে, যেখানে মানুষ নিজেরাই বিজেপির একজন বিধায়ককে নির্বাচন করেছেন। তথাপি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের তথাকথিত ‘শক্তিমত্তা' দেখায় প্রধানমন্ত্রী দ্বিচারিতা অনুভব করলেন না। এই ধরনের অসার এবং অতি- সরলীকৃত সাধারণীকরণ শুধু অপরিণতই নয়, তা দেশের সর্বোচ্চ পদের সঙ্গে মানানসইও নয়।

যে প্রধানমন্ত্রী মণিপুরে জাতি-হিংসা শুরু হবার ৯৬৪ দিন পরে সেখানে যাওয়ার অবকাশ পেয়েছিলেন, তাঁর কাছ থেকে বাংলার জন্য এই সহসা উদ্বেগ কোনো সমবেদনার পরিচয় নয়। বরঞ্চ, এটাকে সুবিধাবাদী রাজনৈতিক নাট্যের মতো মনে হচ্ছে।

হ্যাঁ, আমরা সবাই দ্বিধাহীনভাবে হিংসার নিন্দা করি। কিন্তু এটা রাজনৈতিক বুক-চাপড়ানোর সময় নয়। এটা সহায়তা ও নিরাময়ের সময়।

এটাও স্পষ্ট যে, বিজেপি সেই ক্লান্তিকর উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গের উপাখ্যানে ফিরতে চায়, ভোটের আগে মেরুকরণের আশায়।

স্পষ্ট হয়ে যাক: বাংলা এক – আবেগে, সংস্কৃতিতে, রাজনীতিতে।

প্রধানমন্ত্রীকে বলি: নির্বাচিত রাজ্য সরকারের কথা শুনুন, শুধু নিজের দলের লোকের কথা শুনবেন না। আপনি ভারতের প্রধানমন্ত্রী, কেবল বিজেপির নন। আপনার দায়িত্ব দেশ-নির্মাণ, কাহিনি নির্মাণ নয়।

সঙ্কটের এই মুহূর্তে,আমরা যেন বিভাজন না বাড়াই। আমাদের একত্রিত হতে হবে, দলীয় লাইনের ঊর্ধ্বে মানুষের সেবায় – যে মানুষ এখন আমাদের সেবা সবচেয়ে বেশি চাইছে। রাজনীতি আরেকদিন হোক।

16/09/2025

লালবাগের ভূমিপুত্র অভিনেতা বাদশা মৈত্র হাজারদুয়ারী সাহিত্য উৎসব এর মঞ্চে কী বললেন?

15/09/2025

শিক্ষকতা নবীপণের কাজ।

জ্ঞান অর্জন ফরজ, শেখানো ওয়াজিব।

শিক্ষক আলোর প্রদীপ, জ্ঞানের বাতিঘর।

শিক্ষককে সম্মান কর, তারা সমাজ গড়ে।

যিনি শেখান, তার মর্যাদা আকাশ ছোঁয়।

শিক্ষা আল্লাহর নৈকট্যের চাবি।

শিক্ষক সমাজের মানচিত্রের দিকনির্দেশক।

জ্ঞান ছড়িয়ে দাও, আল্লাহর রহমত বাড়াও।

শিক্ষকের উন্নতি আল্লাহর সন্তুষ্টি।

শিক্ষা হলো মানুষের শ্রেষ্ঠ দুর্বার শক্তি।

14/09/2025

অভিভাবকদের দায়িত্ব ছেলেপুলে মানুষ করা।

13/09/2025

শিক্ষক দিবসে ছাত্র-শিক্ষক সম্পর্ক প্রসঙ্গে বর্তমান পরিস্থিতির নিরিখে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অভিব্যক্তি।

12/09/2025

ন‌ওদা : মিলাদুন্নবী ও শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ওয়ায়েশ অ্যাকাডেমির

ন‌ওদা : মিলাদুন্নবী ও শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করল একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।
12/09/2025

ন‌ওদা : মিলাদুন্নবী ও শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করল একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।

ওয়ায়েশ অ্যাকাডেমির শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠান। সঙ্গে মিলাদুন্নবী উপলক্ষে কিছু শিশু শিক্ষার্থীকে কুরআন শর.....

শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ওয়ায়েশ অ্যাকাডেমির
12/09/2025

শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ওয়ায়েশ অ্যাকাডেমির

...

https://youtu.be/Ehhs9Vdlegwন‌ওদা : ওয়ায়েশ অ্যাকাডেমির শিক্ষক দিবস উদযাপন। দশজন অবসরপ্রাপ্ত শিক্ষককে ওয়ায়েশ স্মারক স...
12/09/2025

https://youtu.be/Ehhs9Vdlegw
ন‌ওদা : ওয়ায়েশ অ্যাকাডেমির শিক্ষক দিবস উদযাপন। দশজন অবসরপ্রাপ্ত শিক্ষককে ওয়ায়েশ স্মারক সম্মাননা প্রদান।

ওয়ায়েশ অ্যাকাডেমির শিক্ষক দিবস উপলক্ষে দশ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা প্রদান।

শেষ পাতা - ১৫ জুলাই ২০২৫Ankita Das
16/07/2025

শেষ পাতা - ১৫ জুলাই ২০২৫
Ankita Das

YouTube Channel এ বিজ্ঞাপন
08/07/2025

YouTube Channel এ বিজ্ঞাপন

Address

Jhowbona Road
Berhampore
742175

Alerts

Be the first to know and let us send you an email when বুলবুলের বৈঠকখানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বুলবুলের বৈঠকখানা:

Share

Category