
08/07/2024
নৈহাটিতে বড়মার দর্শন করে ফেরার সময় ব্রিজের ওপর দেখা মিলল এক ঠাকুমার। বয়স প্রায় ৮০। বয়স যখন ৫ বছর ছিল তখন মার সাথে বাংলাদেশ থেকে এসেছিল। অনেক বসন্ত পেড়িয়ে আজ ঠাকুমা ৮০ বছর বয়স্ক। এক ছেলে আছে সে ভ্যান চালায়। এতে কোন দিন হয় কোন দিন হয় না। তাতে কি সংসার চলে। তাই এই বয়সে পাপড় নিয়ে ঠাকুমা সকাল ৯ টা থেকে রাত ১০ টা অবধি বসে থাকে দুমুঠো অন্নের আশায়।
ঠাকুমার জায়গায় কলকাতার স্মার্ট দিদি বা ভাটবাজ কাকা থাকলে আমরা ভাইরাল এতই করতাম যে পরবর্তী সময় এরা ভাইরাস হয়ে যেতো। কিন্তু এই ৮০ বছরের ঠাকুমাকে আমরা কেনই বা সাপোর্ট করবো ❓❓ কেনই বা পাশে থাকবো ❓❓
fans Hanglar Hanglami