Bengal News Net

Bengal News Net News Media Portal I Viral News I Political News I Bengal News

দিঘা থেকে ফিরেই বৃহস্পতিবার বড়বাজারের মেছুয়ায় গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ওই হোটেল চত্বর পরিদর্শনের পর তিনি ...
01/05/2025

দিঘা থেকে ফিরেই বৃহস্পতিবার বড়বাজারের মেছুয়ায় গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ওই হোটেল চত্বর পরিদর্শনের পর তিনি বলেন, ‘ধোঁয়ায় দমবন্ধ হয়েই এতগুলো মানুষের প্রা /ণ চলে গেল। আমি রাত জেগে যা সব তদারকি করেছি। ৯০ জনের প্রা /ণ বাঁচানো গিয়েছে।’ ক্ষো /ভের সুরেই তিনি জানিয়েছেন, ১৯৮৯ সালের বাড়ি। বিল্ডিংয়ের অবস্থা খুব খারাপ ছিল। অগ্নি নির্বাপণ ব্যবস্থাও ছিল না। এই ধরনের বি /পজ্জনক বাড়ি বা হোটেল চিহ্নিত করতে বলব। স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘এ ভাবে চলতে পারে না।’

দোকান মধ্যে প্লাস্টিক মজুতের বিষয়টি নিয়েও এ দিন তুমুল ক্ষো /ভ প্রকাশ করেন। এই ধরনের বিষয়গুলিই যে আ /গুনের ভ /য়াবহতা বাড়ায়, সে কথা জানিয়েছেন তিনি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলেও জানিয়েছেন তিনি।

দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী মন্দিরে এতদিন বছরে মাত্র চারদিন মায়ের রূপ দর্শনের সুযোগ পেতেন ভক্তরা। ...
29/04/2025

দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী মন্দিরে এতদিন বছরে মাত্র চারদিন মায়ের রূপ দর্শনের সুযোগ পেতেন ভক্তরা। বাকি সময়টায় মূর্তি ছাড়াই চলত পুজার্চনা। দীর্ঘদিনের এই আক্ষেপের অবসান ঘটিয়ে, এবার সারা বছর মা রক্ষাকালীর রূপ দর্শনের সুযোগ করে দিল মন্দির কমিটি। আনুষ্ঠানিকভাবে মা রক্ষাকালীর তিন কেজি ওজনের রুপার মুখাবয়ব স্থাপন করা হলো মন্দিরে। দিনভর পুজো, মিষ্টান্ন ভোগ, যজ্ঞ এবং ভক্তিমূলক গানের অনুষ্ঠান ঘিরে উপচে পড়ে ভক্তদের ভিড়।

মন্দিরের প্রধান পুরোহিত অরূপ চক্রবর্তী জানান, "এতদিন ভক্তরা বছরে মাত্র চারদিন মায়ের রূপ দর্শন করতেন। ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছাকে সম্মান জানিয়ে মায়ের রুপার মুখাবয়ব তৈরি করা হয়েছিল। আজ তা প্রতিস্থাপন করা হল। এখন থেকে সারা বছর এই অবয়বের মাধ্যমে মায়ের দর্শন মিলবে।" তিনি আরও জানান, এদিন মন্দির চত্বরে মিষ্টান্ন ভোগ এবং যজ্ঞ অনুষ্ঠিত হয়, সন্ধ্যায় হয় ভক্তিমূলক সঙ্গীতের আয়োজন।

মন্দির কমিটির ম্যানেজার মানস রঞ্জন চৌধুরী জানান, "অনেকদিন ধরেই পরিকল্পনা চলছিল। প্রায় এক বছর আগে তিন কেজি রুপায় তৈরি এই মুখাবয়ব প্রস্তুত করা হয়েছিল। অবশেষে ভক্তদের ইচ্ছা পূরণ হল। এখন আর কাউকে হতাশ হতে হবে না।"

মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, রুপার মুখাবয়বে সোনার টিকলি, নাকের নথ এবং কানের দুল পরানো হয়েছে। এছাড়া বেনারসি শাড়ি পরিয়ে সাজানো হয়েছে মায়ের নতুন রূপ। নতুন মুখাবয়বে পুষ্পার্ঘ্য নিবেদন করতে সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে মন্দির প্রাঙ্গণে।

প্রতিবছর রাস পূর্ণিমার পরের শুক্রবার বোল্লা রক্ষাকালীর পুজো হয়। এই সময় বিশাল মেলা বসে, যা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই মেলায় উপস্থিত হন, এমনকি বাংলাদেশ থেকেও ভক্তদের আগমন ঘটে। মেলার সময় ছাড়া সারা বছর বহু ভক্ত পুজো দিতে আসেন, কিন্তু এতদিন মায়ের রূপ দর্শন করতে পারতেন না। এবার তাঁদের সেই ইচ্ছা সারাবছর পূর্ণ হবে।

🙏🌺🌺 🌺

পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে! জ /ঙ্গি  হা /মলার দায় ভারত সরাসরি পাকিস্তানের দিক...
29/04/2025

পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে! জ /ঙ্গি হা /মলার দায় ভারত সরাসরি পাকিস্তানের দিকে ঠেলেছে। যদিও ইসলামাবাদ দায় অস্বীকার করে জানিয়েছে, পহেলগাঁও কাণ্ডের সঙ্গে তাদের কোনও যোগ নেই। তবে জ /ঙ্গি হা /মলার পরই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ভারত। বিশেষ কিছু ভিসা ছাড়া পাক নাগরিকদের ভারত থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার পরই একে একে পাকিস্তানিরা ভারত ছাড়তে শুরু করেছেন। তবে তাঁদের আক্ষেপ, অন্য কারও দোষে ব /লি হচ্ছেন তাঁরা!
"We Are Being Punished for Someone Else's Mistake" — Helpless Pakistanis Leaving India Speak Out
Since the Pahalgam incident, relations between India and Pakistan have hit rock bottom. India has directly blamed Pakistan for the terrorist attack, although Islamabad has denied any involvement, stating it has no connection to the Pahalgam episode.
Following the attack, India has taken strict measures against Pakistan. Pakistani nationals have been instructed to leave India, except for those with special visas. As a result, Pakistanis have started leaving the country one by one.
However, they express regret, saying they are being sacrificed for the wrongdoing of others.

পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদ করায়  খু / নের   হু / মকি  দেওয়া হয়েছিল গৌতম গম্ভীরকে। সেই ঘটনায় গুজরাতের এক ইঞ্জিনিয়ারিং পড়ু...
28/04/2025

পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদ করায় খু / নের হু / মকি দেওয়া হয়েছিল গৌতম গম্ভীরকে। সেই ঘটনায় গুজরাতের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে আ /টক করেছে পুলিশ। নেপথ্যে জ /ঙ্গি যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

হু /মকি দিয়েছিল আইসিস কাশ্মীর। তদন্ত করতে গিয়ে উঠে এল গুজরাতের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার নাম। পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদ করায় খু /নের হু / মকি দেওয়া হয়েছিল গৌতম গম্ভীরকে। সেই ঘটনায় ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে আটক করেছে পুলিশ। নেপথ্যে জ / ঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Bengal Weather Update: দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা। ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিব...
28/04/2025

Bengal Weather Update: দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা। ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সাত জেলায় কালবৈশাখির সতর্কতা। উত্তরবঙ্গে সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা কম। কমবে ঝড়ের গতিবেগ। আগামী তিন-চার দিনে রাজ্য জুড়ে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমবে।

Bengal Weather Update:
There is a forecast of thunderstorms and rain across all districts of South Bengal. Gusty winds with speeds between 40 to 60 kilometers per hour are expected, accompanied by lightning and rain. A Kalbaisakhi (Nor'wester) alert has been issued for seven districts. In North Bengal too, there is a possibility of thunderstorms and rain, though the chances of heavy rainfall are low. Wind speeds are also expected to decrease. Over the next three to four days, temperatures across the state are likely to drop by three to five degrees Celsius.

ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগ। পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রের নরেন্দ্র...
28/04/2025

ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগ। পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই তালিকায় রয়েছে পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলও। কো /প পড়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলের উপরও।

28/03/2024

World's Biggest Tree: পৃথিবীর সবচেয়ে বড় গাছ!🌳 বয়স 3000 বছর! 😱

Address

Berhampore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bengal News Net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengal News Net:

Share