𝓙𝓪𝓷𝓷𝓪𝓽

𝓙𝓪𝓷𝓷𝓪𝓽 𝔸𝕤𝕤𝕒𝕝𝕒𝕞𝕦 𝔸𝕝𝕒𝕚𝕜𝕦𝕞 𝕧𝕚𝕖𝕨𝕖𝕣𝕤 𝕋𝕙𝕚𝕤 𝕡𝕣𝕠𝕗𝕚𝕝𝕖 𝕚𝕤 𝕗𝕠𝕣 𝕞𝕦𝕤𝕚𝕔𝕒𝕝 𝕡𝕦𝕣𝕡𝕠𝕣𝕠𝕤𝕖 𝕒𝕟𝕕 𝕙𝕖𝕣𝕖 𝕪𝕠𝕦 𝕨𝕚𝕝𝕝 𝕘𝕖𝕥 𝕤𝕒𝕕 𝕝𝕠𝕧𝕖𝕝𝕪 𝕒𝕟𝕕 𝕙𝕖𝕣𝕖 𝕪𝕠𝕦 𝕨𝕚𝕝𝕝 𝕘𝕖𝕥 𝕒 𝕥𝕖𝕒𝕔𝕙 𝕨𝕙𝕒𝕥 𝕚𝕤 𝕝𝕠𝕧𝕖💞🥀

10/08/2025

কিছু ভাই বন্ধুর জন্য কথাগুলো ।।।

10/08/2025

সহ্য করতে করতে...
ধৈর্য হারিয়ে ফেলেছি..! তবুও মনকে বুঝাই, আজ না হয় কাল সব, কিছু ঠিক হয়ে যাবে..! ইনশাআল্লাহ ।।।।

09/08/2025

⭕ জীবনের পথে কিছু সত্য জেনে রাখলে অনেক অনাকাঙ্ক্ষিত ব্যথা এড়ানো যায়।..

মানুষ চাইলেই সবাইকে খুশি রাখতে পারে না। নিজেকে বারবার নিঃশেষ করে অন্যকে সন্তুষ্ট করার মানেই এই নয় যে আপনি মূল্যবান হচ্ছেন অনেক সময় আপনি কেবলই ব্যবহার হচ্ছেন।

যদি কখনো অনুভব করেন, কারো কাছে আপনি আর আগের মতো গুরুত্বপূর্ণ নন তবে চুপিচুপি সরে আসুন। সম্পর্ক টিকিয়ে রাখার নামে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে লাভ নেই। মনে রাখবেন, সব সম্পর্কই চিরস্থায়ী হওয়ার কথা নয়, কিছু সম্পর্ক সময় পেরোলেই বোঝায় পরিণত হয়।

হতাশ মানুষ উপদেশ চায় না, চায় মনোযোগ। একজোড়া মন দিয়ে শোনা কান তার জন্য ওষুধের মতো কাজ করে। কাউকে শোনার সুযোগ দিন, কারণ কোনো কোনো সময়ের চুপচাপ কান্না তাকে চিরতরে ভেঙে দিতে পারে।

ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়া কখনোই সাহস নয়, সেটা দুর্বলতা। আজ যে মানুষটা চুপচাপ সহ্য করছে, কাল তার সেই নীরবতা আপনার জীবনের সব শব্দ থামিয়ে দিতে পারে।

নিজের আনন্দ বিসর্জন দিয়ে যদি কাউকে খুশি করতে হয়, তবে সেটা ভালোবাসা নয়, আত্মপ্রবঞ্চনা। নিজের ভেতরের শিশুটিকে বাঁচিয়ে রাখুন। নিজেকে ভালোবাসুন কারণ আপনার নিজের কাছেই আপনার সবচেয়ে বড় দায়িত্ব।

কিছু হারিয়ে গেলে কাঁদার আগে একবার ভাবুন, সেটা আদৌ আপনার ছিল কি না। অনেক সময় যা হারায়, সেটার প্রয়োজনই ছিল না আমাদের জীবনে।

ছোট পদে থাকা মানুষকে তাচ্ছিল্য করবেন না। মনে রাখবেন, পদ নয়, মন বড় হয়। সময়ই ঠিক করে কে কতটা মূল্যবান।

সমালোচনার জবাব কথায় নয়, কাজে দিন। নিজেকে এতটাই উন্নত করে তুলুন যে সমালোচকও সম্মান দেখাতে বাধ্য হয়।

সব মানুষের সঙ্গ একরকম নয়। কেউ শেখায় বিনয়ের সঙ্গে, কেউ শেখানোর নাম করে নিজের অহং প্রকাশ করে। অহংকারী মানুষের সঙ্গে তর্ক নয়, নীরবতা আর দূরত্বই শ্রেয়।

ভুল মানুষের সঙ্গে বোঝাপড়া এবং ভুল জায়গায় আত্মত্যাগ এই দুই ভুল জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে যায়। ভুল থেকে শিখুন, কিন্তু সেখানে পড়ে থাকবেন না।

অনেকেই আপনার হাত ধরে সামনে এগিয়ে যাবে, শিখবে, জানবে কিন্তু পরে সেই হাত ছেড়ে দিতে তারা একটুও ভাববে না। প্রত্যাশা নয়, প্রস্তুত থাকুন।

মানুষ মুখে সিংহকে প্রশংসা করলেও বাস্তবে গাধাকেই পছন্দ করে কারণ সে কম প্রশ্ন তোলে, কম চ্যালেঞ্জ করে। সমাজ অনেক সময় নীরবতাকে ভদ্রতা ভেবে ভুল করে।

অন্যের ক্ষতি করে যে আনন্দ পায়, সে নিজেই ধ্বংসের বীজ বপন করে। ভালোবাসা, সহানুভূতি, ও ক্ষমা এই গুণগুলোকে দুর্বলতা ভাবা মানেই নিজেকে ছোট করে দেখা।

জীবন মানে শুধু চাকরি, গাড়ি আর বিলাসিতা নয়। জীবন মানে গভীর উপলব্ধি, সম্পর্কের মান, ও মনের শান্তি। অল্প শিক্ষিত হয়েও কেউ বিশাল জীবন গড়ে তোলে আবার ডিগ্রির পাহাড়ে দাঁড়িয়ে কেউ শূন্যতায় ডুবে যায়।

সন্তানের জন্য কেবল অর্থ রেখে যাওয়াই বড় কথা নয়, তাকে এমনভাবে গড়ে তুলুন যাতে সে নিজেই আপনাকে গর্বিত করতে পারে। চরিত্র, মূল্যবোধ ও আত্মবিশ্বাস এই তিনটি জিনিসই সবচেয়ে বড় উত্তরাধিকার।

সবচেয়ে কঠিন সত্য হলো মানুষ যতক্ষণ আপনার থেকে উপকার পায়, ততক্ষণই আপনাকে মনে রাখে। প্রিয়তা নয়, প্রয়োজনই সম্পর্কের স্থায়িত্ব ঠিক করে।

তাই নিজেকে ভালোবাসুন। সম্পর্ক টিকিয়ে রাখার নামে নিজেকে হারাবেন না। একা থাকাটা কষ্টের, কিন্তু তা বেঁচে থাকার প্রমাণ। একাকীত্ব অনেক সময় এমন পথ দেখায়, যেটা ভীড়ের মাঝেও কেউ খুঁজে পায় না।

07/08/2025

ভিতরটা এতটা ভেঙে গেছে- এখন কান্নারও কোনো শব্দ বের হয় না, শুধু নিঃশ্বাসগুলো ব্যথা হয়ে বেরিয়ে আসে..!😅💔

30/07/2025

সময় থাকতে স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরে আসুন।
কারণ এক সময় হয়তো হাতে টাকা থাকবে,
কিন্তু শরীর আর সাড়া দেবে না।
তখন থাকবে শুধু আক্ষেপ আর আফসোস।

30/07/2025

𝒢𝑜𝑜𝒹𝓂𝑜𝓇𝓃𝒾𝓃𝑔 🌞🌞

মানুষ থেকে দূরে যেতে শিখুন। যে অবহেলা করে, তার থেকে। যে কষ্ট দেয়, তার থেকে। যে মানসিক অশান্তির কারণ, তার থেকে। যে বন্ধু আপনার বিপদে কেটে পড়ে, তার থেকে। যে আপনার ভালোবাসার সুযোগ নেয়, 'না ধরি না ছাড়ি'তে আটকে রাখে, তার থেকে। যে বিশ্বাস ভাঙে, তার থেকে। যে আপনার গুরুত্ব চায় না, তার থেকে। জীবনে নেতিবাচক প্রভাব ফেলে, এমন প্রতিটা ব্যক্তি থেকে। একা হয়ে গেলেও, খারাপ লাগলেও, পরিস্থিতি সামলানো মুশকিল মনে হলেও। ব্যস, দূরে যেতে শিখুন। মানুষ থেকে দূরে যাওয়া জরুরি!🤍 #𝒻𝓎𝓅シ #𝒽𝒾𝑔𝒽𝓁𝒾𝑔𝒽𝓉 #𝒻𝑜𝓇𝓎𝑜𝓊𝓅𝒶𝑔𝑒シ #𝒻𝑜𝓇𝓎𝑜𝓊シ #𝐵𝒶𝓃𝑔𝓁𝒶𝒹𝑒𝓈𝒽 #𝓌𝑒𝓈𝓉𝒷𝒶𝓃𝑔𝒶𝓁 #𝒻𝑜𝓁𝓁𝑜𝓌𝑒𝓇𝓈𝑒𝓋𝑒𝓇𝓎𝑜𝓃𝑒 #𝓈𝒶𝒹 #𝓀𝑜𝒷𝒾𝑒𝓉𝒶

29/07/2025

-ভালোবাসার শহরে একমাত্র তারাই
-ভালো আছে,,যারা করছে Time pass....
-মন থেকে ভালোবেসেছে যারা খোঁজ নিয়ে
-দেখো তারা হয়ে গেছে এক একটা জীবন্ত লাশ!

29/07/2025

পৃথিবীর সব জিনিষই দামি 🙃
কিন্তু
সেটা পাওয়ার আগে😌আর হারানোর পরে 💔

19/07/2025

কথায় আছে না অল্প শো'কে কা'ত'র
আর অধিক শো'কে পাথর।

কোন কিছু পাওয়া না পাওয়ার ব্যথায় নিজেকে বদলে ফেলা মানে এই না নিজের কাছে নিজেকে অপরিচিত করে ফেলা।

জীবনে আসা মানুষগুলো ভু'ল হতেই পারে কারণ সৃষ্টিকর্তা আমাদের মানুষ চেনার ক্ষ'ম'তা দেয়নি , নিজের ভবিষ্যৎ দেখার ক্ষ'ম'তা দেয়নি,‌ তাই ভু'ল মানুষ গুলো জীবনে আসবে যাবে এটাই স্বাভাবিক।

ভুল মানুষ গুলোর জন্য নিজেকে বদলে ফেলা হচ্ছে সৃষ্টিকর্তার উপর ‌বিশ্বাস না রাখা।

প্রত্যেকটা মুহূর্তে আমাদের এইটা ভাবা উচিত আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তাই নিজেকে না বদলে নিজের ভু'ল'গু'লো শুধরানো উচিত।

মানুষ ছাড়া মানুষ কখনোই বাঁ'চে না, নিজের জীবনের সঠিক মানুষটার জন্য অপেক্ষা করতে হবে, হাজারো মানুষের ভিড়ে মানুষটাকে খুঁজতে হবে আর এটাই হলো সৃষ্টির ইশারা।😞🙁

17/07/2025

মন ভাঙার কষ্ট আর কিছুই না,
ভুল মানুষকে ভালোবাসার মূল্য।💔

17/07/2025

এত অল্প বয়সে জীবন থেকে সব মানসিক শান্তি হারিয়ে যাবে...কখনো কল্পনাও করি নাই 😅💔

15/02/2025

জীবনে টাকা সত্যিকারের সুখ না!
সত্যিকারের সুখের জন্য দরকার একজন ভালো জীবনসঙ্গী, যে সব মুহূর্তে পাশে থাকবে। টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে জীবনটা সত্যি সুন্দর হয়ে ওঠে।"
খারাপ সঙ্গীর থেকে একা থাকা ভালো🙂💔

Address

Berhampore

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝓙𝓪𝓷𝓷𝓪𝓽 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝓙𝓪𝓷𝓷𝓪𝓽:

Share

Category