20/04/2025
হামলা চালায় রাঘব বোয়ালে
দায় কাঁধে যে মুসলমানের
ইমাম যে আজ বিকিয়ে গেছে
প্রভাবশালীর তরে
সমাজ টা আজ দ্বিখণ্ডিত
রাজনীতি চলে ছন্দে
ঐক্য ভুলে মেতেছি সুখের
হে৺দু-মুসলিম দ্বন্দে
ভুলে গেছি কবি নজরুল
কবে বলেছিলেন
"মোরা এক বৃন্তে দুই টি কুসুম
হিন্দু মুসলমান
মুসলিম তার নয়ন মনি
হিন্দু তাহার প্রান"
বুঝিনু আজ আমি নয় গো মানুষ
আমি হিন্দু শুধুই
তুমি বেটা তবে মুসলিম বটে
কৃতদাস মোরা সবেই
রাজা রানী কহে মূচকি হেসে
আমি যে তোদের জন্যই
তোরা সুখী না থাকিলে যে মোর
মুখে ওঠেনা অন্ন।