
16/08/2025
কাল ছিল ১৫ ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস আজ থেকে ঠিক ৭৯ বছর আগে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং এই সময়ে দাঁড়িয়ে আমরা মধ্যবিত্ত সমাজের মানুষেরা পরাধীন এর মত বসবাস করছি এই দেশে। কারণ আমাদের বাড়ির পুরুষেরা নিজের দেশ ছেড়ে বিদেশে গিয়ে টাকা রোজগার করে তারপর আমাদের মুখে অন্য তুলে দেয়।এক কথায় তাদেরকে বলা হয় পরিযায়ী শ্রমিক আমার জানা মতে এই স্বাধীন দেশে থাকার জন্যেও তাদেরকে যথেষ্ট পরিমাণে ট্যাক্স দিতে হয় আমাদের দেশের সরকার কে। আমাদের দেশের নাকি সব জাতির মানুষের সমান অধিকার তবে আমি এখানে কোন ধর্ম নিয়ে কথা বলছি না আমি শুধুই বলতে চাইছি ওই শ্রমিক গুলির কথা তাদের কি আমাদের দেশে কোন সুরক্ষা ব্যবস্থা নেই কেন তাদেরকে ভিন রাজ্যে গিয়ে অপঘাতে মৃত্যু বরণ করতে হচ্ছে আমাদের সমাজের উচ্চ পদস্থ এবং উচ্চ স্থান অধিকারী মানুষগুলির কাছে একটাই প্রশ্ন কেন তাদের দিকে কোন নজর দেওয়া হচ্ছে না। তবে কি তাদের জীবনের আলো গুলো এভাবেই অবহেলায় নিভে যাবে! ........
কাল আবারো এক মায়ের কোল খালি হয়ে গেছে। নিভে গেছে এক নিরপরাধ জীবনের আলো। 😟😟
লেখা- নিজস্ব মতামত
ছবি- হরিহরপাড়া খবর