Murshidabad Vivek Mission

  • Home
  • Murshidabad Vivek Mission

Murshidabad Vivek Mission An organisation based on the thoughts of the great monk Swami Vivekananda. We're the soldiers of the great Sanyāsin. Jai Ramakrishna. Jai Maa. Jai Swamiji.

admin - Trishna Roy

13/08/2025

মা কালির রূপের বর্ণনা করলেন মহারাজ
_ স্বামী ঈশাত্মানন্দ মহারাজ

"স্বামীজী শেষটায় মানুষের সঙ্গে ব্যবহারে হতাশ হয়ে জীবজন্তু নিয়ে থাকতেন।... দস্তুরমতো একটা চিড়িয়াখানা তৈরি করেছিলেন। ...
12/08/2025

"স্বামীজী শেষটায় মানুষের সঙ্গে ব্যবহারে হতাশ হয়ে জীবজন্তু নিয়ে থাকতেন।... দস্তুরমতো একটা চিড়িয়াখানা তৈরি করেছিলেন। নিজের সেবার টাকা থেকে তাদের জন্য ১০০ টাকা খরচ করতেন।" *
স্বামী ব্রহ্মানন্দের উপর ছিল বাগানের ভার এবং পশুদের হাত থেকে বাগানের ফসল রক্ষার জন্য যে বেড়া দেওয়া হচ্ছে তাও বিদেশিনী ভক্তরা স্বামীজীর চিঠি থেকে নিয়মিত জানতে পারছেন। দুই গুরু-ভাই প্রায়ই বাগান ও গোচরণভূমির সীমা-বিভাগ নিয়ে মধুর কলহে প্রবৃত্ত হতেন এবং তাতে মঠবাসীরা খুব আমোদ উপভোগ করতেন।
স্বামীজীর অতি প্রিয় সারমেয় বাঘা নিতান্ত সাধারণ কুকুর নয়, সে মঠের জনসংযোগ অধিকর্তার দায়িত্ব পালন করত, বিশিষ্ট অতিথিদের মঠের গেট থেকে কর্তৃপক্ষের কাছে এনে দিত। এ বিষয়ে শংকরীপ্রসাদ বসু যে বিবরণ সংগ্রহ করে দিয়েছেন তা পাঠকদের আনন্দ দেবে।
স্বামীজীর শেষ দিনগুলিতে বুঝতে গেলে বাঘাকেও জানা দরকার। "একবার অত্যাধিক দুষ্টুমির জন্য তাহাকে গঙ্গার পরপারে নির্বাসনে যাইতে হয়। কিন্তু বাঘা এই ব্যবস্থা মানিয়া লইতে সম্মত ছিল না—সে মঠকে ভালোবাসিত, বিশেষত স্বামীজিকে ছাড়িয়া থাকিতে পারিত না। সারাদিন অতীব দুঃখে কাটাইয়া সে সন্ধ্যাকালে এক ফন্দি আঁটিল এবং খেয়া নৌকায় উঠিয়া বসিল। নৌকার মাঝি ও আরোহীরা তাহাকে তাড়াইতে চেষ্টা করিলেও সে নামিল না, বরং দন্ত বাহির করিয়া ও গর্জন করিয়া ভয় দেখাইতে লাগিল।... এপারে আসিয়া সে রাত্রিটা এদিক-ওদিক লুকাইয়া কাটাইল। ভোর চারিটায় স্বামীজি স্নানাগারে যাইতেছেন, এমন সময় পায়ে কী একটা ঠেকায় তিনি চমকিয়া উঠিলেন ও চাহিয়া দেখিলেন বাঘা! বাঘা তাহার পায়ে লুটাইয়া মিনতিপূর্ণ কন্ঠে ক্ষমাভিক্ষা ও পুনঃপ্রবেশাধিকার ভিক্ষা করিতে লাগিল।... স্বামীজি তাহার পিঠ চাপড়াইয়া আদর করিলেন ও আশ্বাস দিলেন, অধিকন্তু তো সকলকে বলিয়া দিলেন, বাঘা যাহাই করুক, আর তাহাকে তাড়ানো চলিবে না।" 🙏🙏🙏

* স্বামী অখন্ডানন্দজী মহারাজ

—(অচেনা অজানা বিবেকানন্দ, পৃ.২৭১)

#শ্রীরামকৃষ্ণ

10/08/2025
10/08/2025
মুর্শিদাবাদ বিবেক মিশনের অন্যতম সদস্যার বাড়ি ঝুলন ও রাখি পূর্ণিমা উপলক্ষে ভাগবৎ পাঠ ও সংগীতানুষ্ঠান।
10/08/2025

মুর্শিদাবাদ বিবেক মিশনের অন্যতম সদস্যার বাড়ি ঝুলন ও রাখি পূর্ণিমা উপলক্ষে ভাগবৎ পাঠ ও সংগীতানুষ্ঠান।

গত ৮/০৮/২৫ তারিখ শুক্রবার ২২ শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে মুর্শিদাবাদ বিবেক মিশনের অন্যতম সদস্যা শুভ্রা হালদা...
10/08/2025

গত ৮/০৮/২৫ তারিখ শুক্রবার ২২ শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে মুর্শিদাবাদ বিবেক মিশনের অন্যতম সদস্যা শুভ্রা হালদার ও কেদার হালদারের তত্ত্বাবধানে সারগাছি রামকৃষ্ণ মিশনের অডিটোরিয়ামে গদাধর অভ্যুদয় প্রকল্পের সকল শিশুদের নিয়ে একটা সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আপনা দের সাথে ভাগ করে নেওয়া হলো।

04/08/2025

আমাকে নীরবে ধীরভাবে কাজ করতে দাও—প্রভু আমার সঙ্গে সর্বদা রয়েছেন। যদি ইচ্ছা হয় তো সম্পূর্ণ অকপট, সম্পূর্ণ নিঃস্বার্থ, সর্বোপরি সম্পূর্ণ পবিত্র হয়ে আমার অনুসরণ কর। আমার আশীর্বাদ তোমাদের ওপর রয়েছে।
স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, সপ্তম খণ্ড, পৃষ্ঠা ৬৬

"আসনে বসে প্রথমে খুব প্রার্থনা করতে হয়-- ঠাকুর তুমিই তো আমায় এনেছ, তোমার পাদপদ্মে যেন আমার শুদ্ধাভক্তি হয়, যেন তোমাকেই আ...
04/08/2025

"আসনে বসে প্রথমে খুব প্রার্থনা করতে হয়-- ঠাকুর তুমিই তো আমায় এনেছ, তোমার পাদপদ্মে যেন আমার শুদ্ধাভক্তি হয়, যেন তোমাকেই আমি ভালোবাসতে পারি। তুমি ছাড়া আর কোনও জিনিসে যেন আমার মন না যায়। দেখো, প্রার্থনা তিনি বড়ো শোনেন, তাই ব‍্যাকুল হয়ে তাঁর কাছে প্রার্থনা করতে হয়। মহাপুরুষ মহারাজ প্রার্থনার কথা খুব বলতেন।"

"জপতপ করে নিয়ে আবার তাঁর চরণে প্রার্থনা জানিয়ে উঠতে হয়। রাজা মহারাজকে একজন জিগ্যেস করেছিল-- মহারাজ, ঠাকুরের প্রতি ভালোবাসা কী করে হয়? শুনে মহারাজ গম্ভীর হয়ে বললেন-- ঠাকুরের প্রতি ভালোবাসা! ঠাকুরের প্রতি ভালোবাসা! দীনহীন পথের কাঙালের মতো পড়ে থাকতে পারলে তবে যদি তাঁর ওপর এইটুকু ভালোবাসা হয়।"

মহাপুরুষ মহারাজ বলতেন-- "গুরুকা দুয়ারমে কুত্তেকা মাফিক পড়ে রহনা।" মহারাজ ও বলতেন-- "পাগলা কুকুর যেমন মাথার ঘা নিয়ে পাগলের মতো হন্যে হয়ে ঘুরে বেড়ায়, ভগবানের জন্য তেমন ব‍্যাকুল হতে পারলে তবে তাঁকে পাওয়া যায়।"


তথ্যসূত্র---** **ভারতীপ্রানা স্মৃতিকথা ** **
**পৃষ্ঠা---১৯৪**
সংগৃহিত

Address


Website

https://www.instagram.com/murshidabad_vivek_misson2011?igsh=ZTB0YXB6dT

Alerts

Be the first to know and let us send you an email when Murshidabad Vivek Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share