04/12/2024
সংসার জীবনে পা রাখার আগে কয়েকটা বিষয় নিজের দিক থেকে কনফর্ম হয়ে নিও...
কোনো মানুষ পারফেক্ট না ভালো মন্দ মিশিয়ে সবাই, একে অপরের সাথে সেই মানিয়ে নেওয়ার মানসিকতা টা আছে তো?? যদি না থাকে তবে সংসার তোমার জন্য নয়।
তোমার স্ত্রী তোমার পরিবারের প্রতি কর্তব্য পালন করবে আর তুমি তোমার স্ত্রী এর পরিবার কে পর প্রতি পন্ন করবে তবে সংসার তোমার জন্য নয়। একে অপরের প্রতি ও একে অপরের পরিবারের প্রতি দ্বায়িত্ব পালনের মানসিকতা রাখতে হবে, না হলে একজনের থেকে সব টুকু পাওয়ার আশা করে নিজে দ্বায়িত্ব হীন হবে, তবে সংসার তোমার জন্য নয়......
সফল দাম্পত্য জীবনের মুল মন্ত্র হলো একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস আর ভরসা রাখা।
মনে রেখো তৃতীয় কারো সাথে শারীরিক সম্পর্ক থাকা টাই শুধু প্র*তারণা নয়, প্র*তারণার আর এক নাম অতীতকে মনে রেখে সংসার করা।
সাইকোলজিষ্টদের মতে, মনে একজন আর পাশে একজন মানে তুমি প্র*তারক, কারণ যাকে মনে রেখেছো, তুমি তাকেই খুঁজবে তোমার পাশের জনের মধ্যে , যখন তা পেতে ব্যর্থ হবে তখন অন্য কোথাও আসক্তি আসবে, মনের মধ্যে অস্থিরতা চলতেই থাকবে, মনের মধ্যে আঁকা ছবির বিকল্প না পেলে দাম্পত্য জীবনে অশান্তি আসবেই, জেনে রেখো এটাও একধরণের প্র*তারণা....
যদি সব ভুলে এগিয়ে যেতে না পারো তবে সংসার তোমার জন্য নয়...
দাম্পত্য জীবন আবেগে চলে না, দ্বায়িত্ব নিতে গেলে অর্থনৈতিক সক্ষমতাও প্রয়োজন হয়, তাই সেই দিক টাও গুরুত্ব দিয়ে তবেই সংসার জীবনে পা রাখতে হয়, আর্থিক সামর্থ্য ছাড়া দাম্পত্য জীবন বোকামো ছাড়া কিছুই না, বাবা'র থাকুক বা শশুরের একটা সংসার কখনোই নিজের আর্থিক সক্ষমতা ছাড়া চলবে না... দুজনের কোনো একজনকে অন্তত সক্ষম হতেই হবে। দুজন হলে তো খুবই ভালো সে আর বলার অপেক্ষা রাখে না....
দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির কথা শোনা থেকে বিরত থাকতে হবে, সে হোক পরিবার,আত্মীয় বা বন্ধু বান্ধব, পরামর্শ নাও তবে সিদ্ধান্ত টুকু নিজে নাও, তৃতীয় কারোর প্রভাবে প্রভাবিত হলে হবে না, বন্ধু, বান্ধব বা পরিবারের জন্য নিজের স্ত্রীকে এড়িয়ে চলা কখনোই দাম্পত্য জীবনে সুখ আনতে পারবে না......
মি*থ্যাচার থেকে বিরত থাকো, 24 ঘন্টার প্রতিটা কাজ নিজের সঙ্গীর সাথে শেয়ার করো, যেখানে অজানার কোনো স্থান ই থাকবে না।
শুধু সঙ্গীর শরীরের তিল কোথায় কটা সেটা জানা মানেই সফল দাম্পত্য জীবন নয়, একে অপরের কাজ নির্দ্বিধায় শেয়ার করতে পারা সফল দাম্পত্য জীবনের আর এক দিক.... ভুল হোক ঠিক হোক সবটা জানাও।
এই যে যারা বলে প্রাইভেসি, ভুল কথা দাম্পত্য জীবনে প্রাইভেসি থাকতে নেই open হতে হয় সব কিছুতেই...
যদি তা না পারো তবে সংসার তোমার জন্য নয়....
বর্তমানে ডিভোর্সের সংখ্যা বাড়ার অন্যতম কারণ একে অপরের থেকে প্রাইভেসির নামে মিথ্যাচার, দ্বিচারিতা মনোভাব, তৃতীয় ব্যক্তির প্রভাব, পরোশ্রীকাতরতা,উৎশৃঙ্খল জীবন....
যদি নিজেকে এসব থেকে দূরে রাখতে না পারো তবে সংসার তোমার জন্য না, শুধু শুধু একটা মানুষের জীবন নষ্ট করো না, অবিবাহিত থেকে নিজের দ্বিচারিতা মানসিকতার মানুষ খুঁজে ফুর্তি করো।
কারণ সামনের মানুষ টার বিশ্বাস ভা/ঙতে ভা/ঙতে একসময় সে ও বদলে যায়,তোমার প্র*তারণা মানসিকতা সেই মানুষটার জীবনের সুন্দর মুহূর্ত গুলো কেড়ে নেয়,আর যখন তোমার তাকে দরকার পরবে তখন চাইলেও আর তাকে পাবেনা, তোমার ভুলেই তুমি তাকে বদলাতে বাধ্য করেছো... তুমি তাকে হারিয়ে ফেলেছো....
পাশের মানুষটার মানসিক শান্তির কারণ না হতে পারলে, ভালো থাকার কারণ না হতে পারলে সংসার তোমার জন্য নয়.......
মুখে কারোকে বলা যে "তুমি আমার জীবনে গুরুত্বপূর্ণ মানুষ" আর ব্যবহারে তাকে অনুভব করানো তার গুরুত্ব, দুটো অনেক আলাদা....😊
©️ #সংগৃহীত
ack
viral