Rima.Somen036

Rima.Somen036 আমি গর্বিত একজন সৈনিকের স্ত্রী হয়ে ���

Hello ❤️💐
পেজে এসেই যখন পড়েছ
থেকে যেও ...😊🌹

মেয়ে চালাক হওয়া গর্বের। শ্বশুরবাড়ি মানিয়ে নিতে পারবে। কিন্তু বাড়ির বউ চালাক হওয়াটা বিপজ্জনক।সংসার ভাঙবে।মেয়ে কথায় পটু হও...
06/12/2024

মেয়ে চালাক হওয়া গর্বের। শ্বশুরবাড়ি মানিয়ে নিতে পারবে। কিন্তু বাড়ির বউ চালাক হওয়াটা বিপজ্জনক।সংসার ভাঙবে।

মেয়ে কথায় পটু হওয়াটা নিঃসন্দেহে প্রশংসনীয়। বউ কথায় পটু হওয়া মানেই খারাপ । মেয়ে কথা কম বললে চুপচাপ। বউ কথা কম বললে মুডি।

মেয়ে কাঁদলে কষ্ট। আর বউ কাঁদলে ন্যাকামো। মেয়ের ভুলে মাফ আর বউয়ের ভুল হলো অপরাধ।

আধুনিক যুগে পা রেখেও হাজার যুগের পুরোনো সেই তুচ্ছ ধারণায় আটকে পরা মূর্খমির বহিঃপ্রকাশ।







আমি একটা মেয়ে,জন্ম নেবার পর সবাই আফশোস করে বলে, এত প্রার্থনা করেও কেন হলনা একটা ছেলে?আমি একটা মেয়ে, পড়াশোনার সাথে সাথে আ...
06/12/2024

আমি একটা মেয়ে,
জন্ম নেবার পর সবাই আফশোস করে বলে, এত প্রার্থনা করেও কেন হলনা একটা ছেলে?
আমি একটা মেয়ে, পড়াশোনার সাথে সাথে আমায় শিখতে হয় ঘরের
কাজ,
শশুর বাড়ি গিয়ে যাতে রাখতে পারি সবার লাজ।
আমি একটা মেয়ে, ছোটো থেকে আমার পা যেন শেকল দিয়ে জড়ানো, সব কিছুতেই আমার বাঁধা একলা যায়না বাইরে বেড়ানো।

আমি একটা মেয়ে, রাতের অন্ধকারে আমার পথ চলতে লাগে ভয়, মানুষরূপী হায়না সুযোগ পেলেই ছিঁড়ে খায়।
আমি একটা মেয়ে, আমার ক্ষেত্রে বড়ো কোনো স্বপ্ন দেখা বারণ, বিয়েটাই নাকি আমার বেঁচে থাকার একমাত্র কারণ।
আমি একটা মেয়ে, মাঝে মাঝে সবার কাছে মনে হয় নিজেকে বোঝা, পন না দিয়ে এখনও বিয়ে হওয়াটা নয় যে সোজা।
আমি একটা মেয়ে,
কখনও বোন, কখনও প্রেমিকা, কখনও আবার মা, দুর্গা রূপে পূজিত হয়েও সমাজে যোগ্য সম্মান পাইনা।
#সংগৃহীত

সংসার জীবনে পা রাখার আগে কয়েকটা বিষয় নিজের দিক থেকে কনফর্ম হয়ে নিও...কোনো মানুষ পারফেক্ট না ভালো মন্দ মিশিয়ে সবাই, এ...
04/12/2024

সংসার জীবনে পা রাখার আগে কয়েকটা বিষয় নিজের দিক থেকে কনফর্ম হয়ে নিও...
কোনো মানুষ পারফেক্ট না ভালো মন্দ মিশিয়ে সবাই, একে অপরের সাথে সেই মানিয়ে নেওয়ার মানসিকতা টা আছে তো?? যদি না থাকে তবে সংসার তোমার জন্য নয়।

তোমার স্ত্রী তোমার পরিবারের প্রতি কর্তব্য পালন করবে আর তুমি তোমার স্ত্রী এর পরিবার কে পর প্রতি পন্ন করবে তবে সংসার তোমার জন্য নয়। একে অপরের প্রতি ও একে অপরের পরিবারের প্রতি দ্বায়িত্ব পালনের মানসিকতা রাখতে হবে, না হলে একজনের থেকে সব টুকু পাওয়ার আশা করে নিজে দ্বায়িত্ব হীন হবে, তবে সংসার তোমার জন্য নয়......

সফল দাম্পত্য জীবনের মুল মন্ত্র হলো একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস আর ভরসা রাখা।
মনে রেখো তৃতীয় কারো সাথে শারীরিক সম্পর্ক থাকা টাই শুধু প্র*তারণা নয়, প্র*তারণার আর এক নাম অতীতকে মনে রেখে সংসার করা।
সাইকোলজিষ্টদের মতে, মনে একজন আর পাশে একজন মানে তুমি প্র*তারক, কারণ যাকে মনে রেখেছো, তুমি তাকেই খুঁজবে তোমার পাশের জনের মধ্যে , যখন তা পেতে ব্যর্থ হবে তখন অন্য কোথাও আসক্তি আসবে, মনের মধ্যে অস্থিরতা চলতেই থাকবে, মনের মধ্যে আঁকা ছবির বিকল্প না পেলে দাম্পত্য জীবনে অশান্তি আসবেই, জেনে রেখো এটাও একধরণের প্র*তারণা....
যদি সব ভুলে এগিয়ে যেতে না পারো তবে সংসার তোমার জন্য নয়...

দাম্পত্য জীবন আবেগে চলে না, দ্বায়িত্ব নিতে গেলে অর্থনৈতিক সক্ষমতাও প্রয়োজন হয়, তাই সেই দিক টাও গুরুত্ব দিয়ে তবেই সংসার জীবনে পা রাখতে হয়, আর্থিক সামর্থ্য ছাড়া দাম্পত্য জীবন বোকামো ছাড়া কিছুই না, বাবা'র থাকুক বা শশুরের একটা সংসার কখনোই নিজের আর্থিক সক্ষমতা ছাড়া চলবে না... দুজনের কোনো একজনকে অন্তত সক্ষম হতেই হবে। দুজন হলে তো খুবই ভালো সে আর বলার অপেক্ষা রাখে না....

দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির কথা শোনা থেকে বিরত থাকতে হবে, সে হোক পরিবার,আত্মীয় বা বন্ধু বান্ধব, পরামর্শ নাও তবে সিদ্ধান্ত টুকু নিজে নাও, তৃতীয় কারোর প্রভাবে প্রভাবিত হলে হবে না, বন্ধু, বান্ধব বা পরিবারের জন্য নিজের স্ত্রীকে এড়িয়ে চলা কখনোই দাম্পত্য জীবনে সুখ আনতে পারবে না......

মি*থ্যাচার থেকে বিরত থাকো, 24 ঘন্টার প্রতিটা কাজ নিজের সঙ্গীর সাথে শেয়ার করো, যেখানে অজানার কোনো স্থান ই থাকবে না।
শুধু সঙ্গীর শরীরের তিল কোথায় কটা সেটা জানা মানেই সফল দাম্পত্য জীবন নয়, একে অপরের কাজ নির্দ্বিধায় শেয়ার করতে পারা সফল দাম্পত্য জীবনের আর এক দিক.... ভুল হোক ঠিক হোক সবটা জানাও।

এই যে যারা বলে প্রাইভেসি, ভুল কথা দাম্পত্য জীবনে প্রাইভেসি থাকতে নেই open হতে হয় সব কিছুতেই...
যদি তা না পারো তবে সংসার তোমার জন্য নয়....

বর্তমানে ডিভোর্সের সংখ্যা বাড়ার অন্যতম কারণ একে অপরের থেকে প্রাইভেসির নামে মিথ্যাচার, দ্বিচারিতা মনোভাব, তৃতীয় ব্যক্তির প্রভাব, পরোশ্রীকাতরতা,উৎশৃঙ্খল জীবন....

যদি নিজেকে এসব থেকে দূরে রাখতে না পারো তবে সংসার তোমার জন্য না, শুধু শুধু একটা মানুষের জীবন নষ্ট করো না, অবিবাহিত থেকে নিজের দ্বিচারিতা মানসিকতার মানুষ খুঁজে ফুর্তি করো।
কারণ সামনের মানুষ টার বিশ্বাস ভা/ঙতে ভা/ঙতে একসময় সে ও বদলে যায়,তোমার প্র*তারণা মানসিকতা সেই মানুষটার জীবনের সুন্দর মুহূর্ত গুলো কেড়ে নেয়,আর যখন তোমার তাকে দরকার পরবে তখন চাইলেও আর তাকে পাবেনা, তোমার ভুলেই তুমি তাকে বদলাতে বাধ্য করেছো... তুমি তাকে হারিয়ে ফেলেছো....

পাশের মানুষটার মানসিক শান্তির কারণ না হতে পারলে, ভালো থাকার কারণ না হতে পারলে সংসার তোমার জন্য নয়.......
মুখে কারোকে বলা যে "তুমি আমার জীবনে গুরুত্বপূর্ণ মানুষ" আর ব্যবহারে তাকে অনুভব করানো তার গুরুত্ব, দুটো অনেক আলাদা....😊
©️ #সংগৃহীত
ack

viral




পুরুষের জীবনে এমন একটা সময় আসে, তখন আর শরীরের শক্তি থাকেনা, পকেটের জোর থাকে না, এতোদিন যাদেরকে খাইয়েছিলো , যাদের কথায় নে...
25/11/2024

পুরুষের জীবনে এমন একটা সময় আসে, তখন আর শরীরের শক্তি থাকেনা, পকেটের জোর থাকে না, এতোদিন যাদেরকে খাইয়েছিলো , যাদের কথায় নেচেছিলো তারা কেও পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ঐ অবলা নারী তার স্ত্রী। যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিলো, মানুষের কথায় তার উপর মানসিক, শারীরিক নির্যাতন করেছিলো।

পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী।

একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততোদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না। যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুশ ফিরে কে তার আপন আর কে তার পর। আসলে তখন আর কিছুই করার থাকে না।

আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে, হেলায় অবহেলায়, ভালোবাসায়, যত্নে কোনোকিছুতে সে খুশি অখুশি হতে পারে না।

সংসার এক মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আকঁড়ে ধরে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়।কত-শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। সেই সন্তানও এক সময় পর হয়ে যায়।

শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে গিয়েও হিসেব মিলেনা। সেই অবহেলিত, অযাচিত নারীই আপনার শেষ বয়সে আপনাকে বাহুড়োরে বেঁধে রাখে বিপদে-আপদে, সুখে দুঃখে।

আজ থেকেই সতর্ক হোন, নিজের সহধর্মিণীকে মূল্য দিন, শেষ বয়সে অন্ততঃ লজ্জিত হতে হবে না তার কাছে।

©️সংগৃহীত। ।
#সংগৃহীত
ost ゚

তোমাকে আমার লাগবেই, তোমাকে আমার সবচেয়ে বেশি লাগবে বৃদ্ধ বয়সে ! - যৌবনে আমরা প্রচুর ঝগড়া করবো, ঝগড়া করে প্রায় রাতেই না খে...
24/11/2024

তোমাকে আমার লাগবেই, তোমাকে আমার সবচেয়ে বেশি লাগবে বৃদ্ধ বয়সে !
- যৌবনে আমরা প্রচুর ঝগড়া করবো, ঝগড়া করে প্রায় রাতেই না খেয়ে ঘুমাবো, বিছানার দুই দিকে দুজনে মুখ করে শুয়ে থাকবো, কেউ কারও দিকে তাকাবো না, কথাও বলবো না !

- তুমি অভিমানে মুখ ফিরিয়ে কাঁদবে, বাইরে বৃষ্টি পড়তে শুরু করবে, ঠান্ডাতে আমি কাঁপতে থাকবো, আমি ঘুমিয়েছি ভেবে তুমি চুপি চুপি আমার গায়ের উপর কাঁথা দিতে আসলেই ধরে ফেলবে তোমার হাত !

- একদিন বাজার থেকে পাঁচটা হলুদ গোলাপ কিনে বাসায় ফিরবো, হলুদ গোলাপ দেখে তুমি ভীষণ রেগে যাবে, রেগে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলবে তুমি, আমি তখন বুক পকেটের কোণা থেকে লাল টকটকে একটি গোলাপ বের করে তোমার হাতে দিবো, তুমি আচমকাই হেসে ফেলবে সেদিন !

- একদিন এক্সিডেন্ট করে বাসায় ফিরবো, আমার কপালে রক্ত দেখে তুমি কেঁদে ফেলবে খুউব, রাত জেগে জেগে আমার বিছানার পাশে বসে থাকবে তুমি, তোমাকে টেনে বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়বো সেদিন !- একদিন আমার মোবাইলে রং নাম্বারে ফোন আসবে, তুমি ফোনটা রিসিভ করে একটি মেয়ের কন্ঠ শুনে মন খারাপ করে বসে থাকবে, অভিমানে সারাদিন আমার সাথে কথা বলবে না,

আমি ছাদে গিয়ে সিগারেট খাবো, তুমি যখন বুঝবে নাম্বারটা সত্যিই রং ছিল তখন দৌড়ে এসে আমার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দিবে, তোমাকে জড়িয়ে ভালবাসি বলবো সেদিন !

- যৌবনে তোমাকে ভালবাসার চাইতে ঝগড়া ই বেশি করবো, ঝগড়া করতে করতেই একদিন যৌবন থেকে বৃদ্ধাতে গিয়ে ঠেকবো, তোমার রক্ত জবার মতো মুখে বয়সের ছাপ পড়ে যাবে, আমার মাথার কালো চুলগুলো সাদা হয়ে যাবে, চোখে ছানি পড়ে যাবে, চশমার আড়াল থেকে সেদিনও ঝাপসা চোখে তোমার দিকে তাকিয়ে থাকবো !

- "বিশ্বাস করো" রক্তের জোরে কোনো না কোনো ভাবে আমার যৌবন ঠিকই কেটে যাবে, কিন্তু বৃদ্ধ বয়সে সন্তানদের কাছে যখন বোঝা হয়ে যাবো, বৃদ্ধ বয়সে সন্তানরা যখন বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইবে, সেদিন তোমাকে আমার লাগবেই, সেদিন এক হাতে লাঠিতে ভর করে, আরেক হাতে তোমাকে ধরে কাঁপতে কাঁপতে বৃদ্ধাশ্রমে যাবো !
- একদিন রাতে বৃদ্ধাশ্রমের উঠোনে বসে দুজনে আকাশের চাঁদ দেখবো, পান খেতে খেতে দুজনে ফেলে আসা দিনগুলোর কথা মনে করে খুব হাসবো, "বিশ্বাস করো" বৃদ্ধ বয়সে মায়া করার জন্য তোমার মতো একজন বুড়ির খুব দরকার আমার, তোমার মতো একজন সাদা চুলের বুড়ির দিকে তাকিয়ে আমার জীবনের শেষ দিনগুলি কাটিয়ে দিবো, তুমি কি সেই দিনটাতেও আমার পাশে রবে?❤️

লেখা সংগৃহীত


゚viralfbreelsfypシ゚viral

#সংগৃহীত



.somen036

বিয়ে নিয়ে মেয়েদের কত স্বপ্ন থাকে, কত ইচ্ছে, কত আ'কাঙ্ক্ষা বছরের পর বছর তারা মনে পুষে রাখে! বিয়ের পর চুরি, শাড়ি, গহনা, খা...
24/11/2024

বিয়ে নিয়ে মেয়েদের কত স্বপ্ন থাকে, কত ইচ্ছে, কত আ'কাঙ্ক্ষা বছরের পর বছর তারা মনে পুষে রাখে! বিয়ের পর চুরি, শাড়ি, গহনা, খাট, আলমারি, নিজের সংসার, সবকিছু পেয়ে বিনিময় তাদের হা'রিয়ে ফেলতে হয় অনেক কিছু!

সবার আগে মেয়েরা যেতে হা'রায় সেটা যত্ন!

সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হলে, কেউ জিজ্ঞাসা ও করে না, কি ব্যাপার ঘুম থেকে উঠতে দেরি হলো: শরীর খা'রাপ নাকি? বরং বাড়ির বউ দেরি করে ওঠায় সবার মুখ ভা'র হয়ে যায়!

মা'ইগ্রে'নের য'ন্ত্রণা'য় ছ'টফট করা মেয়েটাও শশুর বাড়িতে গিয়ে, দুপুরের রোদে ভেজা কাপড় মেলে; শুকনো কাপড় তোলো, সে জানে এই বাড়িতে মা'ইগ্রে'নের বাংলা অর্থ আদিখ্যেতা"!

ঘনঘন Mood swing করা মেয়েটাও এখন অন্যের অন্যের মে'জাজ বুঝে কথা বলে! আসলে মেয়েদের বিয়ের পরে অনেক পরিবর্তন হতে হয়! তারা মেনে নিতে আর মানিয়ে নিতে শিখে যায়!🙂

#সংগৃহীত ゚viralfbreelsfypシ゚viral

Address

Berhampore
Berhampore

Alerts

Be the first to know and let us send you an email when Rima.Somen036 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share