
26/02/2025
গরম পড়ার আগেই চিন্তা বাড়াচ্ছে বার্ড ফ্লু;
ঝাড়খণ্ড রাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে এইচ৫এন১ ভাইরাস বা বার্ড ফ্লু। এখন পর্যন্ত এতে কোনো মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া না গেলেও তার ভয়ে হাঁস-মুরগি খাওয়া ঠিকই কমিয়ে দিয়েছেন স্থানীয়রা। তবে এই ভয়কে খারাপ বলতে নারাজ ভারতীয় বিশেষজ্ঞরা। তাদের মতে, কিছু দিন মুরগির মাংস না খেলে তেমন কোনো ক্ষতি হবে না। বরং রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে।ঝাড়খণ্ডের বোকারো জেলায় বার্ড ফ্লু শনাক্তের জেরে প্রায় চার হাজার হাঁস-মুরগি মেরে ফেলা হয়। এরপর রাজ্যের রাজধানী রাচিতেও এর সংক্রমণ শনাক্ত হয়েছে।
মুরগি থেকে বার্ড ফ্লু ভাইরাস ছড়াতে পারে। মুরগি বার্ড ফ্লু ভাইরাসের একটি সাধারণ বাহক। যদি মুরগি সংক্রমিত হয়, তাহলে ভাইরাসটি তাদের:
- **মল-মূত্রের মাধ্যমে**
- **থুতুর মাধ্যমে**
- **খাবার ও পানির মাধ্যমে**
- **স্পর্শের মাধ্যমে**
মানুষের দেহে ছড়াতে পারে। তাই মুরগি পালন করা হলে সতর্কতা অবলম্বন করা উচিত।
**বার্ড ফ্লু ছড়ানোর আরো কিছু উপায়:**
- সংক্রমিত পাখির স্পর্শ বা হাতলে আসা
- সংক্রমিত পাখির খাবার বা পানির সাথে যোগাযোগ
- সংক্রমিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ
- সংক্রমিত পাখির মাংস বা ডিম খাওয়া
**বার্ড ফ্লুর লক্ষণ:**
- জ্বর
- কাশি
- গলা ব্যথা
- শ্বাসকষ্ট
- মাথা ব্যথা
- পেট ব্যথা
**যদি আপনি বার্ড ফ্লুর লক্ষণ দেখতে পান, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।**