03/08/2025
গত শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টির ফলে জনজীবন প্রায় বিপর্যস্ত। আর এই বৃষ্টির ফলে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত 'এসপি বাঙ্গালোর, সন্নিকটে অবস্থিত একটি প্রাচীন গাছ ভেঙে পড়ল। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কিছু পরিবার। আমরা সকলেই জানি কিছু বাঞ্ছারা পরিবার শক্তি মন্দির লাগোয়া এ গাছটির নিচে আশ্রয় নিয়ে থাকতো। তাদের শারীরিক দিক দিয়ে কোন ক্ষয়ক্ষতি না হলেও তাদের একটি আশ্রয়স্থল ভেঙে গিয়েছে। প্রায় কয়েকশো বছরের পুরনো এই নিম গাছটি ভেঙে পড়ায় রাস্তা দিয়ে যাতায়াত বন্ধের মুখে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাটি দুর্বল হওয়ার ফলেই এই গাছটি মাটি থেকে উপরে যায়। 'ফায়ার ব্রিগেড, ও 'প্রশাসনের আধিকারিকেরা, সেখানে উপস্থিত আছেন সঙ্গে বনদপ্তরকে খবর দেয়া হয়েছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপের ফলে গাছটিকে টুকরো টুকরো করে সেখান থেকে সরানোর প্রক্রিয়া চলছে। তবে এত বড় গাছ ভেঙে পড়ায় যাতায়াত স্বাভাবিক হতে একদিনের বেশি সময় লাগবে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।