Bhandariar all time top news

  • Home
  • Bhandariar all time top news

Bhandariar all time top news আমরা শসময় সঠিক তথ্য দিতে প্রতিজ্ঞাবদ?

24/07/2025

আমাদের শিশু পার্ক, আমাদের সুন্দর্য
💓
পেইজ: মাহরানী

 #ব্রেকিংনিউজ📰 ভাণ্ডারিয়ার লাইফ কেয়ার হাসপাতালে অপারেশনের পর প্রবাসীর স্ত্রীর মৃত্যু, চিকিৎসা ব্যবস্থায় গাফিলতির অভিয...
24/07/2025

#ব্রেকিংনিউজ
📰 ভাণ্ডারিয়ার লাইফ কেয়ার হাসপাতালে অপারেশনের পর প্রবাসীর স্ত্রীর মৃত্যু, চিকিৎসা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ

ভাণ্ডারিয়া উপজেলার “লাইফ কেয়ার হাসপাতাল”-এ এপেন্ডিসাইটিস অপারেশনের পর এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবার দাবি করছে, চিকিৎসার গাফিলতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

জানা যায়, গতকাল সন্ধ্যায় ওই নারীকে জরুরি ভিত্তিতে লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতেই তার এপেন্ডিসাইটিস অপারেশন করা হয়। কিন্তু অপারেশনের কিছুক্ষণ পরই রোগীর অবস্থার অবনতি হতে থাকে। রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত নারীর স্বামী বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। পরিবার সূত্রে জানা গেছে, অপারেশনের আগে পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অস্ত্রোপচার করা হয়েছে বলে তাদের সন্দেহ।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যথাযথ নিয়ম মেনেই চিকিৎসা ও অপারেশন করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠন করা হতে পারে বলেও জানানো হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন এবং সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

🔍 ঘটনাটি তদন্তে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয়রা।

#ভাণ্ডারিয়া #লাইফ_কেয়ার_হাসপাতাল #চিকিৎসায়_গাফিলতি #অপারেশন_এর_পর_মৃত্যু #স্বাস্থ্য_বিভাগ #বাংলাদেশ_স্বাস্থ্য #নায্য_বিচার_চাই #স্থানীয়_সংবাদ
সংগৃহীত #ভাণ্ডারীয়ার_সময়

সাতক্ষীরায় রাতের আঁধারে ‘আওয়ামী লীগ’ সেজে মিছিল করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজকে স্থায়ী বহি...
24/07/2025

সাতক্ষীরায় রাতের আঁধারে ‘আওয়ামী লীগ’ সেজে মিছিল করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
একুশে

ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া আদর্শ  মাধ্যমিক বিদ্যালয়ে  বাল্যবিবাহ ও মাদক বিরোধী  সভা এবং শিক্ষা  বৃত্তি ও শিক্ষা  উপক...
24/07/2025

ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও মাদক বিরোধী সভা এবং শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন প্রধান অতিথি রেহেনা আক্তার উপজেলা নির্বাহী অফিসার ভান্ডারিয়া পিরোজপুর।
ছবি collected.

একটি শোক সংবাদ...মোহাম্মদ আয়ান হোসেন,বয়স১১ বছর। আজ বিকাল আনুমানিক চার ঘটিকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে...
23/07/2025

একটি শোক সংবাদ...
মোহাম্মদ আয়ান হোসেন,
বয়স১১ বছর। আজ বিকাল আনুমানিক চার ঘটিকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
পিতাঃ মোহাম্মদ জহিরুল ইসলাম সোহাগ (শফিকুল ইসলাম মিলন সাংবাদিক এর ভাই)।
আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।
মহান আল্লাহ তার পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুন।

হাওলাদার বাড়ি হাজী ফারুক নুরানী হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে সকল শহীদ ও আহত ভাই-বোনদের...
22/07/2025

হাওলাদার বাড়ি হাজী ফারুক নুরানী হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসায়
মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে সকল শহীদ ও আহত ভাই-বোনদের জন্য কচি কচি সোনা মনিদের নিয়ে দোয়া করানো হয়েছে
আল্লাহ যেন সকল আহত ভাই বোনদের দ্রুত সুস্থ করে দেন
আমিন

আশরাফুল ইসলাম নীর ভাইয়ের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুজনই মাইলষ্টোনে পড়তো। নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%।  ঘন্ট...
22/07/2025

আশরাফুল ইসলাম নীর ভাইয়ের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুজনই মাইলষ্টোনে পড়তো।

নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%। ঘন্টা খানেক আগে নাজিয়া বেহেশতে চলে গেছে। (মারা গেছে লিখতে ইচ্ছা হচ্ছে না, অতটুকুন বাচ্চা আর যাবে কোথায়!) ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।

নাফি এখনো তার বাবা মার সাথেই আছে ৯৫% পোড়া নিয়ে। জানি না আল্লাহ তায়ালা ওকে ওর বোনের কাছে পাঠাবে না বাবা মা র কাছে রাখবে।

আর নাফি নাজিয়ার বাবা মা! তারা কোথায় যাবে! এতো বেচে মরে যাওয়া।💔🇧🇩
আল্লাহ এইসব দেখে চোখের পানি আটকাতে পারছি নাহ্ 🤲

এটার নামি বাংলাদেশ 🥲
22/07/2025

এটার নামি বাংলাদেশ 🥲

22/07/2025

ঐক্যবদ্ধ বাংলাদেশ। 🇧🇩😍🇧🇩

ইজেক্ট করলে বাঁচতে পারতেন।একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না।তিনি...
22/07/2025

ইজেক্ট করলে বাঁচতে পারতেন।
একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না।তিনি থেকে গেলেন, শেষ মুহূর্ত অবধি ...জীবনের চেয়েও বড় কিছু রক্ষা করতে।
একটা পুরনো F-7,যেটা আকাশে থাকার কথা না ২০২৫ সালে। দুর্নীতির প্রতীক হিসাবে উড়ছে, কারণ দুর্নীতি আকাশ ছুঁয়েছে ।
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আকাশে মারা যাননি।
তিনি মরে গিয়েছিলেন আরও আগে, যখন বাজেট চুরি হয়েছিল।যখন ১৯৭৬ সালের বিমান দিয়ে আজও ট্রেনিং করানো হচ্ছিল।
তাঁকে বাঁচার সুযোগ দেওয়া হয়নি।
সিস্টেম তাঁর জন্য কিছু রাখেনি শুধু ঝুঁকি আর পুরনো লোহা ছাড়া

এই দুর্ঘটনা না।
এটা অন্যায়।
এটা খুন।

আজ শুধু একজন পাইলট না,
নিচে থাকা নিষ্পাপ শিক্ষার্থীরাও জীবন হারিয়েছে।এই মৃত্যু দুর্ঘটনা নয়। এটা ব্যর্থতা। এটা দুর্নীতি। এটা বিশ্বাসঘাতকতা!!!

21/07/2025
উত্তরা মাইলস্টোন স্কুলের মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে😓, উদ্ধার অভিযান চলছে,জানা গেছে মাইলস্টোন কলেজ এর ক্যাম্পাস...
21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুলের মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে😓,
উদ্ধার অভিযান চলছে,

জানা গেছে মাইলস্টোন কলেজ এর ক্যাম্পাসে স্কুল ছুটির মুহুর্তে একটি ভবনের উপর বিমান বিধস্ত হয়েছে, ওই ভবনে মূলত প্লে গ্রুপ থেকে নিয়ে বাচ্চাদের ক্লাস হতো,
ক্লাস শেষে ঠিক ছুটির মুহুর্তে বিমান বিধস্ত হয়েছে 😓
অনেক স্টুডেন্ট এবং টিচার পুড়ে ঝলসে গেছে,
আগুন এখন নিয়ন্ত্রণে, লা/শ বের করা শুরু করেছে,
হতাহতদের উত্তরা আধুনিক হাসপাতালে নেয়া হচ্ছে..

Address


Alerts

Be the first to know and let us send you an email when Bhandariar all time top news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share