
24/04/2025
❤️❤️ওরা সদ্য বিবাহিত। ওরা ধর্ম জানে না। ওরা জানে প্রেম। ওরা মরতে যায়নি। গিয়েছিল দুজন দুজনকে চিনতে, জানতে, বাঁচতে । ওদের সঙ্গে ছিল না কোনও অস্ত্র। বরং ছিল একরাশ অজানা ভালোলাগা। ওরা রঙহীন হতে যায়নি। বরং গিয়েছিল টিউলিপের বাগান থেকে মুঠোভর্তি ভালবাসার রঙ নিয়ে আসতে।
কিন্তু হায়! কাশ্মীর ওদের জীবন থেকে সব রঙ কেড়ে নিলো নিঃশব্দে । মেয়েটির মাথা ভর্তি সিঁদুর লাল টিউলিপেরা কখন যে শুষে নিলো, বুঝতেই পারলো না মেয়েটি।
হানিমুনের অবাধ্য, নির্ঘুম রাতের পরে ছেলেটি তার স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো অনন্তকালের জন্যে।
Tumpa Tumpa