02/08/2025
🍂আমাদের জীবনে একটা বন্ধুত্ব খুব প্রয়োজন। স্কুল কলেজের বন্ধু না, পরিণত বয়সের একটা বন্ধু।
যার সাথে সব কিছু শেয়ার করা যাবে, যার সাথে সব পাগলামী করা যাবে। যার সাথে পছন্দ অ-পছন্দ না মিললেও চলবে কিন্তু যে তোমার চুপ থাকাটা বুঝবে। তোমার মন খারাপের দিনগুলোতে মন ভালো করতে না পারুক, অন্তত হাত ধরে চুপচাপ বসে থাকতে পারবে। যার সাথে হুটহাট মেঘলা দিনে ঘুরতে বেরিয়ে যাওয়া যাবে, সর্দি কাশিতেও যে তোমাকে আইসক্রিম ট্রিট দেবে, এক, দুশো টাকা ব্যাগে নিয়ে, যে তোমার সাথে শপিং এ যাওয়ার সাহস দেখাবে। তোমার অগোছালো থাকা নিয়ে যে শাসন করতে পারবে, তোমার মুখ লুকিয়ে চুল গুলোকে যে উস্কে দিতে পারবে। তোমার ভয়ের রাতে যে অনেক দূরে থেকেও তোমাকে সাহস যোগাবে। তোমার বোকা বোকা আবদার গুলো যে খুব গুরুত্ব দিয়ে মেটানোর চেষ্টা করবে। যে তোমাকে পাহাড় দেখার কথা বললে একশোটা বাহানা দেখাবে না। বৃষ্টিতে ভিজতে চাইলে বড় বড় চোখ করে, ছাতা দেখাবে না। যাকে তুমি নির্দ্বিধায় বলতে পারবে " ওই মেয়েটা বা ছেলেটা কি সুন্দর "।
ভালো বই, সিনেমা বা গান যার সাথে শেয়ার করা যায়, যে তোমার একটা ফোন কলে গুরুত্বপূর্ণ কাজ বা অফিস ফেলে তোমার সামনে হাজির হবে, কারণ না জানতে চেয়েই। কে কি বললো, ভাবলো... এগুলোর চিন্তা না করেই যে শুধু একটা ভাল বন্ধু হবে।
স্কুল কলেজের বন্ধুরা সময়ের সাথে সাথে একেক দিকে ছিটকে যায়, এক এক ধরনের মানসিকতা গড়ে ওঠে। সংসার কেরিয়ার নিয়ে যে যার মতো ব্যস্ত থাকে। তাই চাইলেও এদের পাশে পাওয়া যায় না।
জীবনসঙ্গী , সঙ্গীনী, প্রেমিক বা প্রেমিকারা হয়তো বা খুব কমই ভালো বন্ধু হয়... খুবই কম। সাংসারিক বাস্তবতা অথবা সম্পর্কের টানাপোড়নে এই সম্পর্কগুলোতে মায়া, ভালোবাসা থাকলেও খাঁটি বন্ধুত্ব থাকে না। রাত জেগে সিনেমা দেখার কথা বললে এরা নাক ডেকে ঘুমোবে, বৃষ্টিতে ভিজতে চাইলে এরা ব্যস্ততা দেখাবে, মন খুলে কথা বলতে চাইলে এরা সেই কথার একশো একরকম মানে বের করবে।"ওই মেয়েটা বা ছেলেটা খুব সুন্দর" এই কথাটা বিনা দ্বিধায় বলা যায় না। ঝগড়া, ভালোবাসা, মান অভিমান সব হয়...বন্ধুত্ব হয় না এই সম্পর্কে খুবই কম মানুষের হয়।
একদম নিখাদ একটা বন্ধুত্ব, লোভ লালসা ছাড়া। হয়তো অনেকেই তোমার সাথে বন্ধুত্ব করতে চায় কিন্তু তাদের সাথে মন মানসিকতার হিসেবে তোমার মেলে না। কারো সাথে হয়তো মেলে কিন্তু বয়স, সামাজিকতার কারণে যার সাথে সব শেয়ার করা যায় না। আবার তুমি হয়তো কাউকে এই বন্ধুত্বের জায়গায় বসাতে চাও কিন্তু সেই মানুষ আবার তোমার মতো করে বন্ধুত্বের সংজ্ঞাই বোঝে না। কি অদ্ভুত সমতাকরণের নিয়ম প্রকৃতির!
অনলাইনের হাজারখানেক বন্ধু, অফলাইনে আরো শ-দেড়েক বন্ধু থাকার পরেও কত মানুষ যে বন্ধুহীন, একা! কত রাত যে কত বন্ধুহীনের কারণে বোবা কান্নায় ভাসিয়ে কাটায়, বন্দি পাখির মতো ছটফট করে... ভাগ্যিস, ঘুমন্ত মানুষগুলো টের পায় না! 🍂
আমাদের না দিন শেষে একটা নিখাদ বন্ধুত্ব খুবই প্রয়োজন। কি তাই না !🍂♥️
লেখা :~ সন্দীপ আচার্য্য