The Bengal Time - দ্য বেঙ্গল টাইম

The Bengal Time - দ্য বেঙ্গল টাইম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Bengal Time - দ্য বেঙ্গল টাইম, Media/News Company, Alipurduar.
(9)

The Bengal Time - দ্য বেঙ্গল টাইম পশ্চিমবঙ্গের সমস্ত খবরাখবর এক নজরে ✅
প্রতিটি জেলার খুঁটিনাটি - The Bengal Time ✅
👇
📲Info Whatsapp - +918900115128 ✅

👉 ( খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে)

08/09/2025

বাঙালি হওয়ায় চাকরি থেকে ছাঁটাই!

চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে

শিলিগুড়িতে এক বেসরকারি চা-কারবারি সংস্থার বিরুদ্ধে বাঙালি হওয়ার কারণে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। আরও বিস্ময়কর, ওই এইচআর ম্যানেজারকে “বাংলাদেশি” আখ্যা দিয়ে চাকরি থেকে বের করে দেওয়ার পাশাপাশি সংস্থার অন্যান্য কর্মীদের দিয়ে তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগও উঠেছে।

অভিযোগকারী অভিষেক সেনগুপ্ত জানিয়েছেন, শুধুমাত্র বাঙালি হওয়ায় তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত ৩রা সেপ্টেম্বর ঘটে এই ঘটনা, এবং ৪ঠা সেপ্টেম্বর আনুষ্ঠানিক ছাঁটাইয়ের নোটিশ হাতে পান তিনি। পুলিশের দ্বারস্থ হলেও অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেছেন অভিষেকবাবু।

‘টক টু মেয়র’-এ ফোন
নিরাপত্তাহীনতায় ভুগে তিনি শনিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে ফোন করে বিষয়টি জানান। ঘটনার গুরুত্ব বুঝে সোমবার সরাসরি অভিষেক সেনগুপ্তর বাড়িতে গিয়ে দেখা করেন মেয়র। সঙ্গে ছিলেন শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরাও।

মেয়র গৌতম দেব বলেন, “গুরুতর অভিযোগ। এগুলো বরদাস্ত করা হবে না। পুলিশ কড়া ব্যবস্থা নেবে।”

মেয়রের আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছেন অভিষেক সেনগুপ্ত। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, মেয়রের সঙ্গে কথা বলার পর তিনি এখন অনেকটাই নিশ্চিন্ত, এবং পুলিশের তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন।

08/09/2025

👉ঘোকসাডাঙ্গা মন্দির থেকে চুরি হওয়া মূর্তি উদ্ধার, পুলিশের সতর্কবার্তা

গত ৬ তারিখ ঘোকসাডাঙ্গার একটি মন্দির থেকে কয়েকটি মূর্তি এবং অন্যান্য সামগ্রী চুরির অভিযোগ জমা পড়ে ঘোকসাডাঙ্গা থানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নেমে জানতে পারে, এক মানসিক ভারসাম্যহীন মহিলা ওই মূর্তিগুলি মন্দির থেকে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে মূর্তিগুলি উদ্ধার করে।

খোঁজ নিয়ে জানা যায়, সেই মানসিক ভারসাম্যহীন মহিলার চিকিৎসা বর্তমানে তুফানগঞ্জ মেডিকেল কলেজে চলছে।

এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান—
কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থে এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনাকে ঘিরে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করছে, যাতে সাম্প্রদায়িক হিংসার পরিবেশ সৃষ্টি হয়। তিনি স্পষ্টভাবে সতর্ক করেন, এই বিষয়ে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য বা উসকানিমূলক পোস্ট করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও তিনি জানান, উদ্ধার হওয়া বিগ্রহ ও অন্যান্য সামগ্রীকে শীঘ্রই যথাযথ নিয়মে পুনরায় মন্দিরে প্রতিস্থাপন করার ব্যবস্থা করা হবে।

আর কি বললেন তিনি শুনুন

08/09/2025

দুর্ঘটনার কবলে বাইক ও স্কুটি, ছেলের বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হল মায়ের।

সোমবার সকাল সাড়ে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে হলদিবাড়ির পশ্চিমপাড়া সংলগ্ন এলাকায়.
মৃত ওই মহিলার নাম শান্তি রায় বয়স ৪০. তার বাড়ি দক্ষিণ বেরূবাড়ী গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং সিপাই পাড়া এলাকায়.

জানা গিয়েছে এদিন শিলিগুড়িতে ডাক্তার দেখাবে বলে ওই মহিলা তার ছেলে জয়দেব রায়ের বাইকে করে হলদিবাড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়.
তার ছেলে জয়দেব রায় জানায় ভাউলাগঞ্জ মোড় পার করে পশ্চিমপাড়া ঢোকার মুখে তাদের এলাকারই দীনেশ সেন নাম বছর ৭০এর এক বৃদ্ধ স্কুটার নিয়ে হঠাৎ করে ডান দিকের রাস্তায় টানিং নেয়, এতে যুবকের বাইকের সঙ্গে স্কুটারের ধাক্কা লাগে এতে স্কুটার চালক বৃদ্ধ ও বাইকে থাকা যুবকের মা দুজনেই ছিটকে পড়ে।
যুবকের মায়ের ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরন হয়, এরপর বৃদ্ধ সহ তার মাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীন হাসপাতালের নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে. অন্যদিকে স্কুটি চালক বৃদ্ধেরও শরীরে বিভিন্ন অংশে আঘাত লাগে।

08/09/2025

👉দুর্ঘটনার কবলে বাইক ও স্কুটি, ছেলের বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হল মায়ের।

সোমবার সকাল সাড়ে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে হলদিবাড়ির পশ্চিমপাড়া সংলগ্ন এলাকায়.
মৃত ওই মহিলার নাম শান্তি রায় বয়স ৪০. তার বাড়ি দক্ষিণ বেরূবাড়ী গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং সিপাই পাড়া এলাকায়.

জানা গিয়েছে এদিন শিলিগুড়িতে ডাক্তার দেখাবে বলে ওই মহিলা তার ছেলে জয়দেব রায়ের বাইকে করে হলদিবাড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়.
তার ছেলে জয়দেব রায় জানায় ভাউলাগঞ্জ মোড় পার করে পশ্চিমপাড়া ঢোকার মুখে তাদের এলাকারই দীনেশ সেন নাম বছর ৭০এর এক বৃদ্ধ স্কুটার নিয়ে হঠাৎ করে ডান দিকের রাস্তায় টানিং নেয়, এতে যুবকের বাইকের সঙ্গে স্কুটারের ধাক্কা লাগে এতে স্কুটার চালক বৃদ্ধ ও বাইকে থাকা যুবকের মা দুজনেই ছিটকে পড়ে।
যুবকের মায়ের ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরন হয়, এরপর বৃদ্ধ সহ তার মাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীন হাসপাতালের নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে. অন্যদিকে স্কুটি চালক বৃদ্ধেরও শরীরে বিভিন্ন অংশে আঘাত লাগে।

08/09/2025

মনীষী পঞ্চানন বর্মার মূর্তি ভাঙার জায়গা পরিদর্শন করলেন নশ্যশেখ উন্নয়ন মঞ্চ।

06/09/2025

চাঁচল থানার সামনে ধর্না থেকে ধস্তাধস্তি, উত্তেজনায় থানা চত্বর

সফিকুল আলম, মালদা:
চাঁচল থানাকে কেন্দ্র করে উত্তেজনা থামছে না। শুক্রবার দুপুর থানার সামনে ধর্নায় বসেছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁর অভিযোগ, পুলিশ পক্ষপাতদুষ্ট ভূমিকা নিয়ে নিরপরাধ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে, অথচ প্রকৃত দোষীরা রয়ে যাচ্ছে অধরা।

প্রসঙ্গত, কয়েকদিন আগে আশ্রমপাড়ায় বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা ও বিজেপি সদস্যা প্রিয়াঙ্কা হালদারের স্বামী সুমিত সরকারের মধ্যে বিবাদ বাঁধে। সেই ঘটনায় নাম জড়ায় ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি জয়ন্ত দাসেরও। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই যুব তৃণমূল নেতা বেল্ট খুলে মারধর করছেন। ঘটনায় উভয় পক্ষের সাতজন আহত হন। গুরুতর জখম হন বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা।

ঘটনার পর একাধিক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগকারীদের দাবি, সুমিত সরকার ও যুব তৃণমূল নেতা জয়ন্ত দাস এখনও অধরা। বিজেপির অভিযোগ, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু ইচ্ছে করে বিজেপি কর্মীদের ফাঁসাচ্ছেন এবং প্রকৃত দোষীদের আড়াল করছেন। এই ইস্যুতেই শুক্রবার থেকে ধর্নায় বসেন সাংসদ খগেন মুর্মু।

শনিবার দুপুরে পরিস্থিতি আরও জটিল আকার নেয়। কোর্টে আসামি নিয়ে যাওয়ার সময় বিজেপি সাংসদ ও কর্মীরা পুলিশের গাড়ি আটকে দেন। দাবি ওঠে—আইসি সামনে এসে কথা না বলা পর্যন্ত প্রিজন ভ্যান ছাড়া হবে না। এর জেরেই পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। আক্রান্ত হন সাংসদ খগেন মুর্মু, আহত হন বেশ কয়েকজন মহিলা কর্মীও। বিজেপির অভিযোগ, পুরুষ পুলিশ কর্মীরাই মহিলা কর্মীদের মারধর করেছে।

ঘটনায় থানা চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশের তরফে অবশ্য দাবি, আইনশৃঙ্খলা রক্ষা করতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও সাংসদের সঙ্গে দেখা করতে আসেননি থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু।

চাঁচল থানাকে কেন্দ্র করে টানা দুইদিনের অস্থিরতায় কার্যত রাজনৈতিক রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা।

06/09/2025

👉আবারও নিয়োগ দুর্নীতির অভিযোগে উত্তাল কোচবিহারের মেখলিগঞ্জ। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া ঘিরে এবার সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা গড়িয়েছে। বাদ পড়া প্রার্থীদের অভিযোগ, স্বচ্ছতার নামে চালানো হয়েছে চরম কারচুপি!

২০২৩ সালের ৩ অক্টোবর প্রকাশিত ফলাফলে মোট ১৫০ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। পরদিনই তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। কিন্তু চার দিনের মাথায়, ৭ অক্টোবর বাদ পড়া প্রার্থীদের একাংশ আদালতের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ, মূল বিজ্ঞপ্তিতে ইডব্লিউএস ক্যাটাগরির কোনও উল্লেখ না থাকলেও চুপিসারে ওই ক্যাটাগরিতে ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মামলাকারীদের আইনজীবী শুভঙ্কর দত্তের বক্তব্য, “রাতের অন্ধকারে নিয়োগপত্র বিলি করে অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। এটা স্পষ্টত দুর্নীতি।”

এই আবহে বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি শম্পা সরকার ও প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ কড়া নির্দেশ দেন, পরীক্ষায় অংশ নেওয়া ৭৪৯ জন প্রার্থীর খাতা, মার্কশিট এবং পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে জমা দিতে হবে। পাশাপাশি, আগের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে মামলাটি ফের সিঙ্গল বেঞ্চে পাঠানো হয়েছে।

মামলাকারীদের পক্ষে চিত্রাণী রায় শুক্রবার সাংবাদিকদের জানান, “নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতি হয়েছে। আদালতের নির্দেশে আমরা সন্তুষ্ট। তদন্ত হলে আসল চিত্র সামনে আসবেই।”

তবে অন্যপক্ষের দাবি, এই নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছভাবেই সম্পন্ন হয়েছে। তাঁদের বক্তব্য, দুর্নীতির অভিযোগ রাজনৈতিক প্রভাবিত এবং ভিত্তিহীন।

সরকার পক্ষের তরফে আইনজীবীরা অবশ্য জানান, “এখনও মামলার শুনানি চলছে। চূড়ান্ত রায় আসতে সময় লাগবে। তাই আগে থেকেই সিদ্ধান্ত টেনে নেওয়া উচিত নয়।

তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে—যদি সব কিছুই সুষ্ঠু হয়, তবে কেন রাতের আঁধারে নিয়োগপত্র বিলি হল ? কেন বিজ্ঞপ্তিতে না থাকা ক্যাটাগরির প্রার্থীদের সুযোগ দেওয়া হল? আদালতের তদন্তে মিলবে তার উত্তর। তবে মেখলিগঞ্জে এখন একটাই গুঞ্জন, অঙ্গনওয়াড়ি নিয়োগে দুর্নীতির কেলেঙ্কারি প্রকাশ্যে আসতে আর কত দেরি?

06/09/2025

👉সুটকা বাড়ী চৌপথী এলাকায় রায়সাহেব পঞ্চানন বার্মার মূর্তির উপর আঘাত বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সেক্রেটারি পার্থ বর্মন এর প্রতিক্রিয়া।

06/09/2025

👉 বিয়ের দাবিতে বন্ধন ব্যাংকের সামনে ধরনায় যুবতী।

🔺 সংবাদদাতা : আবির সিং

বিয়ের দাবিতে ধর্নায় এক ডিভোর্সী যুবতি । জানা যায়, সুদূর কোচবিহার শীতলকুচি থেকে এক ডিভোর্সী যুবতি ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি তে আমগুড়ি বন্ধন ব্যাংক অফিসের সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসলেন । যুবতীর কথায় - বন্ধন ব্যাংকে কর্মরত এক কর্মীর সাথে কয়েক বছরের প্রেমের সম্পর্ক রয়েছে তার, ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের সম্পর্কে জড়ালেও বর্তমানে তিনি বিয়ে করতে অস্বীকার করছেন। এই কারনে ওই যুবতী বিয়ের দাবিতে আজ শুক্রবার দুপুর নাগাদ বন্ধন ব্যাংক অফিসের সামনে ধর্নায় বসেন।এই ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পানবাড়ি বাজার এলাকায় ।
আসুন শুনে নেওয়া যাক ওই ধর্নারত যুবতী কি বলছেন

05/09/2025

👉 আলিপুরদুয়ারের বাউল সংগীত শিল্পী ভ্রমর কন্ঠে জনপ্রিয় গান।

05/09/2025

মুখ্যমন্ত্রীর ভাষণকে ঘিরে পশ্চিমবঙ্গ বিধানসভায় ধুন্ধুমার! বিজেপির ৫ বিধায়ককে সাসপেন্ড। অধ্যক্ষের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ শুভেন্দুর। শুরু রাজনৈতিক তরজা।

২)বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকেই পাখির চোখ। একাধিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

৩) মোদী চোর, বিজেপি চোর বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা

৪) সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন।

৫) আজ বেঙ্গল ফাইল রিলিজ হচ্ছে।

৬) আগামি দিন বিগ জিরো করে দেবো। আপনাদের এখানে কেউ পাঠাবে না। আপনারা চোর। চুরি-ডাকাতি করে বেচে আছেন।বিজেপি বিধায়কেরা বেরিয়ে গেলে খালি আসন গুলি দেখিয়ে মুখ্যমন্ত্রী তাঁদের আসনগুলি দেখিয়ে বললেন এরপর ওই আসনগুলো আমাদের লোকে ভরে যাবে- বিরোধী শূণ্য বিধানসভার ইঙ্গিত মমতার।তবে কি গণতন্ত্র চাইছেন না মমতা?(সঙ্গে-আপনারা শূন্য থেকে মহাশূন্যে এসে পৌঁছবেন (বামেদের পর এবার বিজেপিকেও)

৭) এবার মমতার মুখে মুসলিম লীগ তথ্য

04/09/2025

⭕ করম পূজা পরিক্রম মাদারিহাট - ২০২৫

১)মধ্য মাদারীহাট শালহা মন্ডল করম পূজা কমিটি
২)হলং করম পূজা কমিটি
৩)মধ্য খয়েরবাড়ি আদিবাসী সমাজ।
৪)মধ্য ছেকামারী

Address

Alipurduar

Alerts

Be the first to know and let us send you an email when The Bengal Time - দ্য বেঙ্গল টাইম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Bengal Time - দ্য বেঙ্গল টাইম:

Share