The Bengal Time - দ্য বেঙ্গল টাইম

  • Home
  • The Bengal Time - দ্য বেঙ্গল টাইম

The Bengal Time - দ্য বেঙ্গল টাইম উত্তরবঙ্গের জনপ্রিয় চ্যানেল ✅
সত্যের সন্ধানে (দ্য বেঙ্গল টাইম নেটওয়ার্ক)
(9)

22/07/2025

👉 সাংবাদিকদের মুখোমুখি অগ্নিমিত্র পাল

22/07/2025

👉কোচবিহার শহরের আরআরএন রোডের একটি হোটেলে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার সকালে হোটেলের একটি ঘর থেকে উদ্ধার হয় বাপ্পা আলি নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ। তিনি কোচবিহারের সিতাই থানার বড় নাটাবাড়ী এলাকার বাসিন্দা ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। হোটেলের অন্যান্য আবাসিকরা দেহটি প্রথম দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেন কোতোয়ালি থানার পুলিশকে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

হোটেল ঘরে বাপ্পা আলির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য আরও ঘনীভূত। পরিবারের দাবি, কিছুদিন আগে লটারিতে ১ কোটি টাকা জেতেন বাপ্পা। এরপর থেকেই স্থানীয় এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ঘিরে শুরু হয় পারিবারিক অশান্তি।

পরিবারের অভিযোগ, “দু’দিন ধরে সে বাড়ি ফিরছিল না। আজ পুলিশ ফোন করে মৃত্যুর খবর দেয়। ছুটে এসে দেখি, বাপ্পা চেয়ারে বসে,গলায় ফাঁস ফ্যানের সঙ্গে। তা দেখে সন্দেহ জাগে। আমরা জানতে চাই, সে একা হোটেলে এসেছিল, না কারও সঙ্গে? সিসিটিভি ফুটেজ দেখতে চাই। হোটেল মালিক দেখাতে রাজি নন। কেন?”

তাঁদের আরও আশঙ্কা, ওই মহিলা টাকার লোভে বাপ্পাকে খুন করে ঝুলিয়ে দিয়ে পালিয়েছে। হোটেল কর্তৃপক্ষ হয়তো ঘুষ নিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। পরিবারের স্পষ্ট দাবি—“সিসিটিভি না দেখালে, দেহ নেওয়া হবে না।” ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হোটেল চত্বরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হলেও, অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। হোটেলের রেজিস্টার,সিসিটিভি ফুটেজ এবং অন্যান্যদের সাথে কথা বলে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

22/07/2025

👉 উত্তরবঙ্গ থেকে কাজের টোপ দিয়ে ৫৬ জন যুবতীকে পাচার করার চেষ্টা ব্যর্থ করলো আরপিএফ আইফোন কোম্পানির কাজের টোপ দিয়ে বিহারে পাচার করার চেষ্টা আটক দুই ব্যক্তি।

22/07/2025

👉দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

22/07/2025

👉অনুমতি ছাড়া অবৈধভাবে রেলের টিকিট কাটার অভিযোগে বামনহাট থেকে আটক এক ব্যবসায়ী।

🔺 সংবাদদাতা : আবির সিংহ

22/07/2025

মালদা:- বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে গুলি বিদ্ধ এক ব্যবসায়ী। গুরুতর অবস্থায় ভর্তি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার বুনিয়াদপুর এলাকায়। জানা যায়, কাঁচা সবজি ব্যবসায়ী মনোজিৎ মন্ডল প্রতিদিনের মতো সোমবারো ব্যবসার টাকা কালেকশন করে ছোট চার চাকা গাড়ি একাই ড্রাইভ করে হরিরামপুর থানার অন্তর্গত দৌলতপুরের মেহেদী পাড়া থেকে বাড়ি ফিরছিলেন রাত্রি সাড়ে ৯ টা নাগাদ, দুটো বাইকে চারজন দুষ্কৃতী পেছনে ফলো করতে করতে কর্তিপাড়া মোড় ব্যবসায়ীকে লক্ষ্য করে গাড়িতে গুলি ছোড়ে। ডানকানের নিচে গলায় এবং ডান কাধের নিচে পিঠে দুটো গুলি লাগে ব্যবসায়ীকে। ঘটনাস্থলে ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়লে তার কাছে থাকা ব্যবসা কালেকশনের ব্যাগসহ টাকা নিয়ে পালাই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে গাজোল স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হয়, অবস্থার অবনতি দেখে ডাক্তার মালদা মেডিকেল কলেজ ও হসপিটালে রেফার করে। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

22/07/2025

👉 বানজেটিয়া এলাকায় নিজের বাড়িতে জুয়ার আসর বসিয়েছিলেন মণীন্দ্রনগর অঞ্চল তৃণমূলের সভাপতি বলাই দত্ত।

👉আচমকা উপরাষ্ট্রপতির পদে ইস্তফা জগদীপ ধনখড়ের। স্বাস্থ্যের কারণ বললেও সন্দেহ অন্য জায়গায়! Vice President and ex-offici...
21/07/2025

👉আচমকা উপরাষ্ট্রপতির পদে ইস্তফা জগদীপ ধনখড়ের। স্বাস্থ্যের কারণ বললেও সন্দেহ অন্য জায়গায়!

Vice President and ex-officio Chairman of Rajya Sabha, Jagdeep Dhankhar resigns as the Vice President of India

21/07/2025

LIVE : ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে উত্তরকন্যা চলো | শিলিগুড়ি

21/07/2025

👉কোচবিহারের বানেশ্বর এর রাজ আমলের শিব মন্দির

এই মন্দিরের সারা বছরই পর্যটক এবং ভক্তদের ভিড় হয়ে থাকে সারা বছর

যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ প্রচন্ড ভিড় ছিল সারারাত সারাদিনব্যাপী লোকের সমাবেশ
কোচবিহার এবং কোচবিহারের বাইরে থেকেও প্রচুর ভক্তরা আজকে মন্দিরে পুজো দিতে এসেছে।
কোচবিহারের শিব মন্দির খুবই জাগ্রত এবং খুবই বিখ্যাত
শিব মন্দিরে ঠাকুরের কাছে নিজেদের পরিবারের জন্য প্রার্থনা এবং মানত করে থাকে
ভোলেবাবা সকলের মনস্কামনা পূর্ণ করে
তার সাথে এই মন্দিরে পাশেই রয়েছে বিখ্যাত পার্টি রয়েছে বিখ্যাত শিব দিঘী এই দিঘিতে প্রচুর মোহনের দর্শন করার জন্য সকলের ছুটে আসে

আজকেও কুচবিহার থেকে সমাজকর্মী শংকর রায় তার পরিবার সকলে গিয়েছিলেন
তারা জানান সন্ধ্যা পর্যন্ত ভক্তদের আসা-যাওয়া দেখা গিয়েছিল
এ মন্দিরের চতুর্পাশে প্রচুর দোকানপাট বসেছে নতুন করে।
দোকানের বিভিন্ন রকমের বাবা ভোলেনাথের মূর্তি এবং লকেট বিক্রি হচ্ছে।

21/07/2025

ধর্মতলায় শহীদ সমাবেশে যোগ দিতে গিয়ে কোচবিহার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী কি বললেন শুনুন

21/07/2025

👉২১ জুলাইয়ে মুড়ি ঘুগনি পেতে ব্যস্ত তৃণমূল কর্মী সমর্থকরা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when The Bengal Time - দ্য বেঙ্গল টাইম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Bengal Time - দ্য বেঙ্গল টাইম:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share