08/09/2025
বাঙালি হওয়ায় চাকরি থেকে ছাঁটাই!
চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে
শিলিগুড়িতে এক বেসরকারি চা-কারবারি সংস্থার বিরুদ্ধে বাঙালি হওয়ার কারণে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। আরও বিস্ময়কর, ওই এইচআর ম্যানেজারকে “বাংলাদেশি” আখ্যা দিয়ে চাকরি থেকে বের করে দেওয়ার পাশাপাশি সংস্থার অন্যান্য কর্মীদের দিয়ে তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগও উঠেছে।
অভিযোগকারী অভিষেক সেনগুপ্ত জানিয়েছেন, শুধুমাত্র বাঙালি হওয়ায় তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত ৩রা সেপ্টেম্বর ঘটে এই ঘটনা, এবং ৪ঠা সেপ্টেম্বর আনুষ্ঠানিক ছাঁটাইয়ের নোটিশ হাতে পান তিনি। পুলিশের দ্বারস্থ হলেও অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেছেন অভিষেকবাবু।
‘টক টু মেয়র’-এ ফোন
নিরাপত্তাহীনতায় ভুগে তিনি শনিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে ফোন করে বিষয়টি জানান। ঘটনার গুরুত্ব বুঝে সোমবার সরাসরি অভিষেক সেনগুপ্তর বাড়িতে গিয়ে দেখা করেন মেয়র। সঙ্গে ছিলেন শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরাও।
মেয়র গৌতম দেব বলেন, “গুরুতর অভিযোগ। এগুলো বরদাস্ত করা হবে না। পুলিশ কড়া ব্যবস্থা নেবে।”
মেয়রের আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছেন অভিষেক সেনগুপ্ত। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, মেয়রের সঙ্গে কথা বলার পর তিনি এখন অনেকটাই নিশ্চিন্ত, এবং পুলিশের তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন।