The Bengal Time - দ্য বেঙ্গল টাইম

The Bengal Time - দ্য বেঙ্গল টাইম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Bengal Time - দ্য বেঙ্গল টাইম, Media/News Company, Alipurduar.
(9)

The Bengal Time - দ্য বেঙ্গল টাইম পশ্চিমবঙ্গের সমস্ত খবরাখবর এক নজরে ✅
প্রতিটি জেলার খুঁটিনাটি - The Bengal Time ✅
👇
📲Info Whatsapp - +918900115128 ✅

👉 ( খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে)

11/12/2025

বাংলায় হচ্ছেটা কি প্রশ্ন তুললেন ডঃ সুকান্ত মজুমদার।

11/12/2025

আজ কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে শিলিগুড়ির বিধায়ক ড. শঙ্কর ঘোষ।

11/12/2025

ুহুর্তে_বড়ো_খবর
রানিনগর বিধানসভায় শাসক দল তৃণমূলে ভাঙ্গন।শতাধিক কর্মীর তৃণমূল ছেড়ে এসডিপিআই এ যোগদান।

11/12/2025

নবদ্বীপ থেকে সংবাদ মাধ্যমকে নিশানা মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর।

সংবাদ মাধ্যমের কাজ নিয়ে সমালোচনা করেন মন্ত্রী।

11/12/2025

আলিপুরদুয়ারে বিজেপি প্রোগ্রাম চলাকালীন ভোলার ডাবরি তে তৃণমূল কংগ্রেসের মাতালের তাণ্ডব। মাতালকে লেলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

11/12/2025

চলন্ত ট্রেন থেকে পরে গুরুতর আহত এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের উঁচুলপুকুরি গ্রামপঞ্চায়েতের দেউতিরহাট সংলগ্ন নেহালের বাড়ি এলাকায়। আজ সকালে নেহালের বাড়িতে একটি যাত্রীবোঝাই ট্রেন থেকে ওই ব্যক্তি পরে যান। এবং গুরুতর আহত হন। আহত ব্যক্তির নাম জাকির হোসাইন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তার বাড়ি আসামের বড়পেটায়।
ঘটনাটি নজরে পড়তেই এলাকার বাসিন্দারা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠায়।

11/12/2025

স্কুলের ভেতর তৈরী হচ্ছে একের পর এক রীলস।
সেই রীলস আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যত ভাইরাল.........
কি ভাবছেন স্কুলের ছাত্র কিংবা ছাত্রীরা এই রীলস তৈরী করছেন। তাহলে আপনি নিঃসন্দেহে ভুল ভাবছেন।
স্কুলে পঠন পাঠন করতে আসা ছাত্র এবং ছাত্রীদের মায়েরা তৈরী করছেন হিন্দি সহ আরো নানান ধরণের নেতিবাচক গানের ভিডিও। সেই ভিডিও আবার ঘটা করে নিজেরাই ছেড়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিদ্যার অনুশীলন কেন্দ্রে নেতিবাচক গানের ভিডিওই প্রমাণ করে দেয়।
আধুনিকতার নামে সাধারণ মানুষের নৈতিক শিক্ষাও যে আজ তলানিতে গিয়ে ঠেকেছে তা কি আর আলাদা করে বলার অপেক্ষা রাখে। যেখানে বা যে বিদ্যালয়ে প্রকাশ্যে তৈরী হচ্ছে এমন রীলস সেখানে শিক্ষার মান নিয়ে প্রশ্ন ওঠাও তো স্বাভাবিক।
স্কুলের ভেতর রবীন্দ্রসংগীত হবে নজরুল সংগীত হবে।
সেই গানের শিক্ষামূলক নাচ হবে এগুলি তো কাম্য।
হিন্দির এমন নেতিবাচক গান সঙ্গে অশ্লীল নাচের ভঙ্গি শিক্ষার ক্ষেত্রে কতটা মানান সই তা নিয়ে উঠছে প্রশ্ন।.......
শুধু কি তাই এই ক্রিয়েটার রা বলছেন তাতে তো চক্ষু চরক গাছ হওয়ার জোগাড়। পারমিশন নিয়েই নাকি এমন ভিডিও তৈরী করেছেন তারা।
ভাবুন তো.... আগামী প্রজন্ম কে কেমন শিক্ষা দিয়ে মানুষ করবেন তারা।

10/12/2025

লরিটা সামনের দিকে যাচ্ছিল, আমরা মালঞ্চর দিকে আসছিলাম, একদম সজোরে এসে ধাক্কা মারে: সাক্ষী ভোলানাথ ঘোষ

#দ্যবেঙ্গলটাইম

10/12/2025

হুমায়ুন আসলে তৃণমূলেরই B টিম—

09/12/2025

🔴 "ভাতা" এবং "ভাওতা" দিয়ে দেশ চলে না মুখ্যমন্ত্রী সভা থেকে প্রশ্ন তৃণমূল যুব সমর্থকের যা রীতি মতন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

08/12/2025

🔴 কোচবিহারে এসে মদনমোহন মন্দিরে পূজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Address

Alipurduar

Alerts

Be the first to know and let us send you an email when The Bengal Time - দ্য বেঙ্গল টাইম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Bengal Time - দ্য বেঙ্গল টাইম:

Share