The Bengal Time - দ্য বেঙ্গল টাইম

  • Home
  • India
  • Birpara
  • The Bengal Time - দ্য বেঙ্গল টাইম

The Bengal Time - দ্য বেঙ্গল টাইম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Bengal Time - দ্য বেঙ্গল টাইম, Media/News Company, Birpara.
(9)

The Bengal Time - দ্য বেঙ্গল টাইম পশ্চিমবঙ্গের সমস্ত খবরাখবর এক নজরে ✅
প্রতিটি জেলার খুঁটিনাটি - The Bengal Time ✅
👇
📲Info Whatsapp - +918900115128 ✅

👉 ( খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে)

17/08/2025

👉 রাষ্ট্রীয় স্বয়ংসেবক (RSS) নিয়ে কি বললেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।

17/08/2025

👉সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা অর্জুন সিং

17/08/2025

#ডোডেয়াহাট শুড আউট কান্ডে অবশেষে আসাম বাংলা সীমান্ত থেকে গ্রেপ্তার বিনয় রায় নামে এক সাফ শুটার ।

তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তার বাড়ি বানেশ্বর সিদ্ধেশ্বরী তে দীর্ঘদিন থেকে সেই যুবক শিলিগুড়িতে থাকতেন তার নামে একাধিক মামলা রয়েছে

16/08/2025

#বউয়ের কথা রাখতে গিয়ে বিপাকে যুবক, মদ্যপান করে গাড়ি চালাচ্ছিল ট্রাফিক পুলিশ গাড়ি আটকানোর পর আজব যুক্তিযুবকের যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

16/08/2025

👉খাবারে বিষ মিশিয়ে স্বামীকে খুনের অভিযোগ, গ্রেফতার গৃহবধূ।

🔺 সংবাদদাতা : আবির সিংহ

মাথাভাঙ্গা শহরে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, খাবারে বিষ মিশিয়ে স্বামীকে খুন করেছে এক গৃহবধূ। মৃত ব্যক্তির নাম পিন্টু ওরাও, বয়স ৪০ তিনি পূর্ত দপ্তরের কর্মী ছিলেন।
ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন পিন্টু ওরাও। অভিযোগ, স্ত্রী তার প্রেমিকের সঙ্গে মিলে পরিকল্পনা করে খাবারে বিষ মিশিয়ে পিন্টুকে হত্যা করে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
খবর পেয়ে দ্রুত অভিযানে নামে মাথাভাঙ্গা থানার পুলিশ। অভিযুক্ত গৃহবধূকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আজ তাকে মাথাভাঙ্গা আদালতে তোলা হয়েছে।

16/08/2025

👉দিনহাটা থানার বড় সাফল্য: রাজা খোঁড়া এলাকা থেকে উদ্ধার ২৬৫ কেজি গাঁজা।

দিনহাটা থানার পুলিশের হাতে বড় সাফল্য। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে রাজা খোঁড়া এলাকার গৌতম মণ্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। ওই অভিযানে উদ্ধার হয় প্রায় ২৬৫ কেজি গাঁজা, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে।
তবে পুলিশের সূত্রে খবর, যে বাড়ি থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে, সেই বাড়ির মালিক পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে নির্দিষ্ট NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
পুলিশের এই সাফল্যে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি স্বস্তিও দেখা দিয়েছে।

15/08/2025

👉স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ চাহিদা অসক্ষম শিশুদের স্বাধীনভাবে চলাফেরার ব্যবস্থা করল

Jagadish and Jannhabi Welfare society
ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন সোসাইটি সকল সদস্যরা
তার সাথে স্বাধীনভাবে হাঁটা চলাফেরা করার জন্য
বিশেষ অক্ষম চাহিদা সম্পন্ন দুটো শিশুকে দুজনকে দুটো হুইল চেয়ার তুলে দিলেন তার সাথে আর কিছুদিনের পরেই। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা
এই পূজা উপলক্ষে বিশেষ চাহিদা সক্ষম শিশুদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয়
তার সাথে শিশুদের চকলেট কেক মিষ্টি না হয়েছে
এই অনুষ্ঠানে আজকে সোসাইটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন
চাহিদা সম্পূর্ণ শিশুর পরিবার চেয়ারে ভীষণ খুশি হয়েছে
তারা জানায় আমাদের ছেলেদের নিয়ে যেতে খুবই কষ্ট হতো এখন এটা হওয়াতে বিভিন্ন জায়গায় চলাফেরা করা সুবিধা হবে।

15/08/2025

#আলিপুরদুয়ার শিশাগড়ে ১৭ ই আগস্ট বিরাট হিন্দু সম্মেলন হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে।

15/08/2025

👉৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে ৩/৩ নং মন্ডলের খোল্টা চেকপোস্ট থেকে বানেশ্বর পর্যন্ত বাইক রেলি অনুষ্ঠিত হলো ।

উপস্থিত ছিলেন উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় এবং ৩/৩ মন্ডলের সভাপতি রুম্পা কাজী এবং বিশিষ্ট সমাজসেবী পুলেন কাজী এবং কোচবিহার জেলা নেতৃত্ব দীপক সরকার,
স্বাধীনতা দিবস উপলক্ষে ঘর ঘর তেরঙ্গা যাত্রা এবং ভারত মাতা কে শ্রদ্ধা জানাতে বাইক রেলি অনুষ্ঠিত হল

14/08/2025

👉ফালাকাটা-ধুপগুড়ি জাতীয় সড়কে আবারোও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

ফালাকাটা শহরের ধুপগুড়ি মোড় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন একটি আলটো আরেকটি বেসরকারি মিনিবাস। ছোট গাড়িতে থাকা ড্রাইভার ও যাত্রী ভীষণভাবে আঘাত পেয়েছে । তাদেরকে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য ফালাকাটা হসপিটালে নিয়ে যাওয়া হয়।

14/08/2025

👉ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা যাত্রা কোচবিহারে বিজেপির পক্ষ থেকে।

আগামীকাল ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস। আর সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা যাত্রা । এই তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে কোচবিহার জেলা বিজেপির কার্যালয়ের সামনে থেকে। বাইক মিছিলের আকারে এই তিরাঙ্গা যাত্রা কোচবিহারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করবে এমনটাই জানালেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন। এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক মালতি রাভা নিখিল রঞ্জন দে সহ বিজেপির একাধিক নেতৃত্ব গন।

14/08/2025

👉মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই গোটা রাজ্য জুড়ে চলছে পাড়ায় পাড়ায় সমাধান। নিশিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতে এখনো কোনো এই ক্যাম্প বা পরিষেবার শিবির অনুষ্ঠিত হয় নি তাই সাধারণ মানুষের মনে ক্ষোভ জমতে শুরু করেছে।

🔺 সংবাদদাতা: আবির সিংহ

Address

Birpara

Alerts

Be the first to know and let us send you an email when The Bengal Time - দ্য বেঙ্গল টাইম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Bengal Time - দ্য বেঙ্গল টাইম:

Share