
14/04/2024
আজ নববর্ষের সূচনা । স্কুলে পড়ার সময় বৈশাখের প্ৰথম দিনকে মজা করে বলতাম একলা বৈশাখ । এক অর্থে কথাটা সত্যি বৈশাখের সঙ্গে কেউ নেই। পিছন পিছন আসবে অন্য মাসগুলো। প্রথম দিনটির সঙ্গেও নেই কেউ।
গতকাল চৈত্রের অবসান ঘটেছে। সাড়ম্বরে পালিত হয়েছে, শিবের গাজন। পুরাণমতে শিব সংহারকর্তা। চৈত্রের শেষ দুটো দিন ৱাত গাজন ও দিন গাজন। এর অর্থ কী এই - বছরের অবসান ও সংহারও শিবের হাতে।
তবে শিব শুধু সংহারকর্তাই নন ।
সত্য, মঙ্গল ও সুন্দরের দেবতা। পরম জ্ঞানী- ও অনন্যসাধারণ শিল্পী। বৎসরের শেষে তার স্মরণ মনন হয়তো নতুন বছরের শুভ ও মঙ্গল কামনায় ।
আমার একটি ছোট্ট কবিতা-
পঠিত অধ্যায় শেষে দৃষ্টিপথে অপঠিত আরও এক । বেশ কিছু আকস্মিক , অসম্ভব -
ব্যথাদীৰ্ণ কিংবা আনন্দ বিহ্বল -
যাই থাক বাঁচতে হবে
তুচ্ছ কৱে মৃত্যুৱ আৱক্ত চক্ষু
অপমান ধূলোঝড়ে স্বচ্ছ দৃষ্টি ঢেকে যেতে পাৱে ।
সম্মানেৱ সুশীতল বাৱিবিন্দু ।
ধূয়ে দেবে ধূলোৱ প্ৰলেপ ।
বাঁচতে হবে নিৰ্বিকাৱ ।
জয় পৱাজয় দুই-ই নগণ্য ।
নতুন বছৱে সবাই ভালো থাকুন ।