Bangalir ghorkonna - বাঙালির ঘরকন্না

  • Home
  • India
  • Bolpur
  • Bangalir ghorkonna - বাঙালির ঘরকন্না

Bangalir ghorkonna - বাঙালির ঘরকন্না Photo📸 ।। Vlog 🎥।। Mini Vlogs||📽️
Homely cooking 🥞, arts🎁, and full of creativity🎎..|| Gardening🪴|| fruits🍓 & vegetable 🥒 harvesting.. Keep on touch ✅
(1)

We ll love to mix our emotions with You 🎉.

৪ পিস ইলিশ মাছ৫ টি কাঁচা লঙ্কা২ টেবিল চামচ সরষে বাটা৮ টি কাজুবাদাম বাটা১ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো১/২ চামচ হলুদ গুঁড়ো১...
07/09/2025

৪ পিস ইলিশ মাছ
৫ টি কাঁচা লঙ্কা
২ টেবিল চামচ সরষে বাটা
৮ টি কাজুবাদাম বাটা
১ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
১/২ চামচ হলুদ গুঁড়ো
১/৮ চামচ চিনি
১ টি ছোট আনারস
পরিমাণ মতো সাদা তেল
পরিমাণ মতো নুন

কীভাবে রান্না করবেন??

ইলিশ মাছে ১/৪ চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন মাখিয়ে,১০ মিনিটের জন্য রেখে দিতে হবে।
এই রেসিপি টি বানাতে, ২ টেবিল চামচ সরষে, ১ টি কাঁচা লঙ্কা, ৮ টি কাজুবাদাম সামান্য জল দিয়ে মিক্সি বা শিলে পেস্ট বানিয়ে নিতে হবে। একটি ছোট আনারস ছাড়িয়ে, ছোট টুকরো করে, মিক্সার গ্ৰাইন্ডারে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে।

একটি কড়াই গরম করে, তাতে পরিমাণ মতো তেল গরম করে,নুন ও হলুদ মাখানো ইলিশ মাছ ২ পিট
দু মিনিট করে ভেজে, তুলে নিতে হবে।
প্রয়োজন হলে, কড়াই তে আরো একটু তেল দিয়ে, গরম হলে, এরমধ্যে সর্ষে ,কাজুবাদাম ও কাঁচা লঙ্কার মিশ্রণ ১/৪ কাপ জলে মিশিয়ে ঢেলে দিতে হবে।

ভালো করে নেড়েচেড়ে এরমধ্যে পরিমাণ মতো নুন, ১/৪ চামচ হলুদ গুঁড়ো ১/৮ চামচ চিনি ও ১ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে, ফুটতে দিতে হবে।

খুব ভালো করে ফুটে উঠলে, এরমধ্যে আনারসের পাল্প দিয়ে সামান্য উষ্ণ জল দিয়ে, নেড়েচেড়ে ফুটতে দিতে হবে।ফুটে উঠলে এরমধ্যে ভেজে রাখা ইলিশ মাছ ও ৪ টি কাঁচা লঙ্কা দিয়ে, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম এ দিয়ে ঢেকে দিতে হবে।ইলিশ মাছ ভীষণ নরম প্রকৃতির, রান্না করতে ভীষণ কম সময় লাগে, ৩ থেকে ৪ মিনিট পর ঢাকা খুলে, মাছ গুলো উল্টে দিয়ে আরো ৩ থেকে ৪ মিনিট ঢেকে রান্না করতে হবে।

এবার ঢাকা খুলে গা মাখা পর্যায়ে চলে এলে নামিয়ে নিয়ে, উপরে কাঁচা সর্ষের তেল দিতে হবে। তারপর আরো ৫ মিনিট ঢেকে রাখতে হবে। এবার গরম গরম ভাতের সাথে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

#ইলিশ

Good morning 🌄
07/09/2025

Good morning 🌄

আজ দুপুরের খাবার      #দুপুরেরখাবার
06/09/2025

আজ দুপুরের খাবার

#দুপুরেরখাবার

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রবিবার কখন, কোথায় দেখা যাবে? আবার কবে ভারত থেকে দেখা যাবে ‘রক্তচাঁদ’?রাতে অনেক কৃত্রিম উপগ্রহ পৃথ...
05/09/2025

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রবিবার কখন, কোথায় দেখা যাবে? আবার কবে ভারত থেকে দেখা যাবে ‘রক্তচাঁদ’?

রাতে অনেক কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘোরে। গ্রহণের সময় যখন পৃথিবী এবং চাঁদের মধ্যে দিয়ে সেই উপগ্রহগুলি যাবে, তখন তাদের উপরেও পৃথিবীর ছায়া পড়বে।
আকাশে থাকবে রক্তবর্ণ চাঁদ। কখনও হয়ে উঠবে ফ্যাকাশে। ভারত-সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখা যাবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রবিবার রাত ৯টা থেকে গভীর রাত (ভারতীয় সময়) পর্যন্ত চলবে প্রক্রিয়া। তার মধ্যে ৮২ মিনিট (এক ঘণ্টা ২২ মিনিট) ধরে হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিজ্ঞানীরা বলছেন, অনেক বছর পরে এত দীর্ঘ সময় ধরে হতে চলেছে চন্দ্রগ্রহণ। এ রকম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ খুব শীঘ্র আর ভারত থেকে দেখা যাবে না। তার জন্য অপেক্ষা করতে হবে আরও তিন বছর।
চাঁদের নিজস্ব আলো নেই। তার উপর সূর্যের আলো পড়ে। তার পরেই তাকে দেখা যায়। পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে। তখনই হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হয় লাল। সে কারণে তাকে ‘রক্ত চাঁদ’ (ব্লাড মুন)-ও বলা হয়ে থাকে।

কোথা থেকে দেখা যাবে এই গ্রহণ?

এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অবশ্যই অনুকূল থাকতে হবে।

#চন্দ্রগ্রহণ

Sunshine mixed with a little bit of good vibes
05/09/2025

Sunshine mixed with a little bit of good vibes

একবার এক ভক্ত মা সারদা দেবীর কাছে এলেন। তিনি মায়ের জন্য  দুধ নিয়ে এসেছিলেন। কিন্তু গ্রামের মানুষ দুধে জল মেশাতো। ভক্তও ত...
04/09/2025

একবার এক ভক্ত মা সারদা দেবীর কাছে এলেন। তিনি মায়ের জন্য দুধ নিয়ে এসেছিলেন। কিন্তু গ্রামের মানুষ দুধে জল মেশাতো। ভক্তও তাই করেছিলেন।
মা হাসিমুখে দুধ নিলেন, কিছু বললেন না।

পরে আশেপাশের কয়েকজন ভক্ত বললেন—
“মা, উনি তো দুধে জল মিশিয়ে এনেছেন, আপনি কেন কিছু বললেন না?”

মা শান্ত স্বরে বললেন—
“বাবা, উনি অন্তরের ভালোবাসা দিয়ে যা এনেছেন, সেটাই আমি নিয়েছি। এতে দোষ কোথায়? যদি কারও ভালোবাসা গ্রহণ করতে না পারি, তবে আমি মা হয়ে কী করলাম?”

এই গল্পে দেখা যায়, সারদা দেবী শুধু ধর্মের মহিমাই শেখাননি, মানুষের মনের ভালোবাসাকে তিনি সর্বাধিক গুরুত্ব দিতেন। তাঁর কাছে বস্তু নয়, ভক্তির আন্তরিকতাই ছিল প্রধান।

#সারদাদেবী

Serving smiles, one pav bhaji plate at a time 😊
04/09/2025

Serving smiles, one pav bhaji plate at a time 😊







One bite, and the world is sweeter.....
03/09/2025

One bite, and the world is sweeter.....

Address

Bolpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangalir ghorkonna - বাঙালির ঘরকন্না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share