
24/07/2025
কবিতা —
📒 #যুদ্ধু-কথা
✍ #স্বপন মুখোপাধ্যায়
অকুতোভয় বিরেশকাকু-র স্বপ্ন-কথা শোনাই শোনো
হোক ভুতুড়ে, কিন্তু বাপু এর তুলনা নেই যে কোনো।
রাংতাগড়ের বিরেশকাকু ঘুমের মধ্যে দুপুর বেলা
দেখলো ক'টা ভূতের ছানা বাবলা তলায় করছে খেলা।
কাকু কিন্তু অকুতোভয়, দৌড়ে গেল ভূত তাড়াতে
বল্লে হেঁকে — আজকে তোদের ধরবো এবার হাতেনাতে।
রাখবো বেঁধে বাবলা ডালে করবি যতই চিঁহি-চিঁহি
ততই আমি মনের সুখে হাসবো হাহা হি-হি-হি-হি।
কাছে যেতেই এক নিমেষে হাপিস ওরা সদলবলে
ভাবলো কাকু, আচ্ছা দাঁড়া ধরবো তোদের ছলেবলে।
সাহস নিয়ে এবার তোরা আরেকটিবার বেরো দেখি
যেই না ভাবা চোখের সামনে অদ্ভুতুড়ে কাণ্ড এ কী !
বাবলা গাছের ঝোঁপের থেকে ভূতের গলা, এইতো কাকু
কেমন আছো? তোমার জন্যে মন আমাদের আঁকুপাঁকু।
খেলবো চলো জল-ডিঙা-ডিঙ তোমায় নিয়ে নদীর চরে
ভয় করো না, আমরা চেনা বাড়িও এই রাংতাগড়ে।
খেলার শেষে খুব খাওয়াবো গরমাগরম চপ সিঙ্গারা
ঠিক করেছি আজকে থেকে থাকবো না আর তোমায় ছাড়া।
ভিরমি খেয়ে কাকু এবার করছে মুখে গোঁ-গোঁ আওয়াজ
এই সময়ে কী করবে সে মাথাও তখন করছে না কাজ।
কিন্তু কাকু অকুতোভয় মানবে না হার ওদের কাছে
সামলে নিয়ে যত্ন করে ধীরে ধীরে উঠল গাছে।
দুপুর তখন বিকেল হয়ে সন্ধে হয়ে গহীন সে রাত —
দেখল কাকু ওই ভূতেরাই ফের বেরিয়ে বাড়াচ্ছে হাত।
বলছে — ব্যাটা আজকে তোকে দ্যাখ এখনি খাবই গিলে
এসব শুনে কাকু-র এবার চমকে উঠলো আস্ত পিলে।
বুকে তবু সাহস বেঁধে যেই না ওদের ধরতে যাবে
ঘুমটা গেল ভেঙে, ভাবলো এমন স্বপ্ন কোথায় পাবে !
বীর সাহসী বিরেশকাকু-র এসব স্বপ্ন প্রায়ই আসে
ভূতের সাথে করতে লড়াই কাকু ভীষণ ভালোবাসে।
এক একদিন তো ডাণ্ডা মেরে ঠাণ্ডা করে দেয় ভূতেদের
কিন্তু এসব 'যুদ্ধু-কথা' কইবে কারে, আছে তো ঢের।
______________________________________
*পেজটি #ফলো এবং #লাইক করার জন্য পাঠকবন্ধুদের সনির্বন্ধ অনুরোধ জানাই।