25/05/2024
॥ নীরব আলো শারদ সংখ্যা (সেপ্টেম্বর ২০২৪) লেখা আহ্বান ॥
পঞ্চম মুদ্রিত সংস্করণ
* অনুগ্রহ করে সম্পূর্ণ নোটিশ পড়ে লেখা পাঠাবেন। *
🛑 পত্রিকা হবে ISBN রেজিস্টার্ড, পাওয়া যাবে Amazon, Flipkart এবং নীরব আলো ওয়েবসাইটেও।
👉 পত্রিকা আনুমানিক ৮-১০ ফর্মার হবে (স্ট্যান্ডার্ড সাইজ) । মূল্য ২৮০ টাকা ধার্য করা হয়েছে। নির্বাচিত লেখক/লেখিকাদের জন্য ২০% ছাড়, অর্থাৎ ২২০ টাকা এবং ডেলিভারি চার্জ ৪০ টাকা ধার্য করা হয়েছে।
🛑 সৃষ্টিকর্ম জমা দেওয়ার সময়সীমা ৩০শে জুন ২০২৪ (রাত ১২টা পর্যন্ত)।
❌ শব্দসীমা অতিক্রান্ত হলে লেখা বাতিল বলে গণ্য হবে।
বিভাগসমূহ
🔘 কলমের কারিকুরি :-
১. কবিতা *(অনধিক ৩০ পঙক্তি, লাইন গ্যাপ সহ)*
২. অণুকবিতা *(অনধিক ১০ পঙক্তি, লাইন গ্যাপ সহ)*
৩. কবিতাগুচ্ছ *(৮-১০ পঙক্তি, সর্বাধিক ৩টি)*
৪. পরমাণু গল্প *(২০০-৩০০ শব্দ)*
৫. অণুগল্প *(৫০০-৬০০ শব্দ)*
৬. ছোটগল্প *(১০০০-১২০০)*
৭. গল্প *(১৬০০-১৮০০ শব্দ)*
৮. উপন্যাসিকা *(৩৫০০-৪০০০ শব্দ)*
৯. প্রবন্ধ *(৮০০-১০০০ শব্দ)*
১০. নাটিকা *(১৬০০-১৮০০ শব্দ)*
১১. ভ্রমণ *(৮০০-১০০০ শব্দ; কমপক্ষে ২টি ছবিসহ)*
১২. রম্যরচনা *(৮০০-১০০০ শব্দ)*
🔘 রকমারি :-
১৩. ব্যক্তিগত অভিজ্ঞতা *(৫০০-৬০০)*
১৪. বই/সিনেমা রিভিউ *(অনধিক ৫০০, অন্তত ১টি ছবিসহ)*
১৫. রেসিপি *(অনধিক ৫০০, অন্তত ১টি ছবিসহ)*
১৬. শব্দছক *(৭/৭ বর্গছক - উত্তর সহ)*
🔘 সৃজনী (সম্পূর্ণ সাদাকালো প্রকাশিত হবে) :-
১৭. অঙ্কন ১৮. ডিজিটাল পেইন্টিং
১৯. কমিক্স *(২-৪টি A4 সাইজ পেজ)*
২০. পেনোগ্রাফি ২১. ক্যালিগ্রাফি
২২. ফটোগ্রাফি
🔘 কিশলয় (শিশু-কিশোর উপযোগী) :-
২৩. কবিতা, গল্প, অঙ্কন (সাদাকালো)
(শিশুদের ক্ষেত্রে শ্রেণি উল্লেখ করা আবশ্যক)
🔘 English (word limit same as Bengali section) :-
Prose | Poem | Short Story | Story
Novel | Essay
Calligraphy | Penography
Travalogue | Comics | And others
**ইংরেজি বিভাগের ক্ষেত্রে শব্দসংখ্যা বাংলা বিভাগের মতোই
🛑 শিল্পকর্ম গৃহীত হলে সমস্ত লেখক/লেখিকাদের সম্মাননা দেওয়া হবে।
👉 *লেখা/আঁকা পাঠানোর ঠিকানা* :-
📧 ইমেল - [email protected]
যোগাযোগ - 8276808358 / 6291948197
লেখা পাঠানোর নিয়মাবলি :
১. লেখা মেইল বডিতে বাংলায় টাইপ করে অথবা ডক ফাইলে পাঠাবেন।
২. একজন ১টি বিভাগে লেখা পাঠাতে পারবেন। (অণুকবিতা, পরমাণু গল্প ও অণুগল্প এবং সৃজনী বিভাগের ক্ষেত্রে ২টি করে সৃষ্টিকর্ম পাঠাতে পারেন।)
৩. #শারদ_সংখ্যা এবং নির্দিষ্ট #বিভাগ অবশ্যই অবশ্যই উল্লেখ করবেন।
৪. আপনার সক্রিয় মোবাইল নম্বর, মেম্বারশিপ আইডি থাকলে আইডি নম্বর অবশ্যই দেবেন, না থাকলে সম্পূর্ণ ঠিকানা (ল্যান্ডমার্ক সহ) এবং একটি পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই দেবেন।(বাধ্যতামূলক) তবে আইডি নম্বরটি সংগ্রহ করে নেবেন বিনামূল্যে।
৫. পূর্বে অপ্রকাশিত লেখা বা আঁকাই কেবল পাঠাবেন। ফেসবুক, অন্য কোনো পত্রিকা, ব্লগ অথবা ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গিয়েছে এমন লেখা/আঁকা পাঠাবেন না।
৬. সৃষ্টিকর্ম মনোনীত হলে আপনাকে মেল করে যথাসময়ে জানানো হবে।
৭. আপনার দেয় সৃষ্টিকর্ম মনোনীত হবার পর অন্তত ১টি বই অগ্রিম বুকিং করতে হবে। অন্যথায় ১০০ টাকা শুভেচ্ছা মূল্য দিয়ে অগ্রিম বুক করতে পারেন মনোনয়নের ৫ দিনের মধ্যে। অবশিষ্ট মূল্য পত্রিকা সংগ্রহের সময় দিতে পারেন।
৮. অগ্রিম বুকিং করলেই সৃষ্টিকর্ম মনোনীত হবে এই ধারণা নিয়ে লেখা/আঁকা পাঠাবেন না। আপনার সৃষ্টিকর্ম মনোনীত হলে তবেই বুকিং-এর জন্য যোগাযোগ করা হবে।
৯. অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে পাঠকদের জন্য থাকছে ২০% ছাড়।
১০. যাঁরা প্রিবুকিং করে প্রকাশনের পাশে থাকবেন তাদেরই কেবল অনুষ্ঠানে মেডেল ও সার্টিফিকেট এর মাধ্যমে সম্মান জানানো হবে।
বিঃ দ্রঃ -
১. পত্রিকাটি ৮-১০ ফর্মা হবে (পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী) যা যথেষ্ট খরচ সাপেক্ষ, তাই আমরা *সৌজন্য কপি দিতে অপারগ* জেনেই লেখা পাঠাবেন।
২. রাজনৈতিক বা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এ জাতীয় লেখা পাঠাবেন না।
৩. লেখা/আঁকা নির্বাচনের ক্ষেত্রে গুণগত মানই বিচার্য। এক্ষেত্রে সম্পাদকমন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
ধন্যবাদান্তে
সম্পাদকমণ্ডলী
নীরব আলো পত্রিকা