25/09/2024
জীবনের প্রথম পুজোর শপিং 🛍️ রাধা দিদির,
বাঙালির শ্রেষ্ঠ দুর্গা পূজা, এই উৎসবে সবাই আনন্দে মেতে উঠি, এই ৪ দিন আমরা ৪ টে ড্রেস পড়ি, ৪ দিনে রকমারি খাবার খায়, কিন্তূ এটা সবাই পায়না, কারোর কারোর নতুন জামা কাপড় পড়া স্বপ্নের মত, আমরা যদি আমাদের আশে পাশে মানুষ গুলোকে সাধ্যমত ওদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি এর থেকে বড় কিছু হয় না, আপনি লক্ষ করেছেন আপনার বাড়িতে যে কাজ করে তার ছেলে মেয়ের পুজোতে নতুন জামা কাপড় হয়েছে কি না, যারা সারা বছর আপনার বাড়ি পরিষ্কার রাখে, যারা আপনার বাড়িতে রান্না করে, তাদের জন্য একটু কিছু করা যেতেই পারে, সবাই কে শারদীয়ার শুভেচ্ছা রইলো সবাই ভালো থাকবেন,
জলের অপর নাম জীবন পার্ট-5, এদের কাছে পুজোতে নতুন জামা কাপড় পড়া স্বপ্নের মত,
Do something for humans as much as possible, 🙏
manush manusher janno encourages everyone to do humaritain work by standing for helpless people,
দুই বোন প্র'তি'ব'ন্ধী, ঘর নেই।জরাজীর্ণ ঘরে বসবাস ,বৃদ্ধ মায়ের কাঁধে সংসারের বোঝা।
আসুন সবাই মিলে অসহায় প্রতিবন্ধী মানুষ গুলোকে কস্ট থেকে মুক্তি দিই। একটি নতুন ঘরের ব্যবস্থা করি।
৬৫ বছরের শারীরিকভাবে বৃদ্ধ । কিন্তু তাতে কী? নিজের কাঁধে তুলে নিয়েছেন অসহায় দুই প্রতিবন্ধী মেয়ের দায়িত্ব। তাদের মুখে দু’বেলা দুমুঠো খাবার তুলে দিতে করেন মানুষের বাড়িতে কাজ ও ভিক্ষা,
পূর্ব বর্ধমান জেলার, রায়না থানার, শিবরাম পুর গ্রামে তাদের বাড়ি, প্রতিবন্ধী মানুষ গুলো খুব কষ্টে দিন কাটাচ্ছেন, অপুষ্টি তে ভুগছেন,
অসহায় মায়ের সকালটা শুরু হয় মাথায় একরাশ চিন্তা নিয়ে। কীভাবে খাবার তুলে দেবেন সবার মুখে।
সরজমিনে দেখা গেছে, একটি মাত্র জরাজীর্ণ ঘর সেটাও ভেঙে পড়ে যাচ্ছে, ঘরের মধ্যে জল পড়ে সোজা ভাবে দাঁড়ানো যায় না। যে কোন সময় পড়ে যেতে পারে ঘরটি।
তাদের কষ্টের শেষ নেই। প্রতিবন্ধী দুই মেয়ে নিয়ে,খেয়ে না খেয়ে দিন চলে যায়, কষ্টের মাঝে। আমি মানুষের বাড়িতে কাজ করি। আর দুইজনের প্রতিবন্ধী ভাতা কাড আছে তা দিয়ে কোন মত চলছে। আপনারা সবাই মিলে যদি একটা ঘরের ব্যবস্থা করেন তাইলে দিন শেষে সবাইকে নিয়ে একটু শান্তিতে ঘুমাতে পারবো। সবার জন্য আশীর্বাদ,দোয়া করবো।
আসুন সবাই মিলে প্রতিবন্ধী পরিবার টির জন্য ৯০/৯৫ হাজার টা'কার ব্যবস্থা করে একটি ঘর সহ সব কিছু দিয়ে দিই,
স্বইচ্ছায় যারা সাহায্য পাঠাতে চান আমার সাথে হতে হাত মিলিয়ে এই মানবিক কাজে যুক্ত হতে চান তারা, gpay/phonepay/Paytm 9735841024 নাম্বারে সাহায্য পাঠাতে পারেন,
#মানুষমানুষেরজন্য
#মানুষমানুষেরজন্য