01/09/2024
🔱🌺 জয় মা তারা 🌺 জয় মা কালী 🌺 জয় গুরু 🌺🙏🏻
রাত পোহালে কৌশিকী অমাবস্যা।😌
আজ সন্ধ্যা আরতির সাজে মা তারা দর্শন 🌺🔶কৌশিকী অমাবস্যা কি, কেনো ই বা গুরুত্ব ,ও কখন লাগছে মুহূর্ত ?🌺
🔶" এবছর কৌশিকী অমাবস্যা পড়েছে 2 রা সেপ্টেম্বর সোমবার । শেষ হবে 3 সেপ্টেম্বর মঙ্গলবার । পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে সোমবার সকাল৫ টা ৭ মিনিট থেকে পরের দিন মঙ্গলবার সকাল ৬ টা ৩১ নাগাদ ছেড়ে যাচ্ছে এই বিশেষ অমাবস্যা তিথি ।
🌿🌿
🔶পৌরাণিক কাহিনি:-
দেবী তারা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কৌশিকী তারই আরেক রূপ। মার্কণ্ডেয় পুরাণ মতে, এক সময় মহিষাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ট ছিলেন। তখনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন। কিন্তু এই শান্তি বেশিদিন থাকে না। শুম্ভ- নিশুম্ভের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে পড়ে। এরপর সকলে পার্বতীর স্মরণাপন্ন হলে, দেবতাদের রক্ষা করতে মা মহামায়া তাঁর ইচ্ছাশক্তি জাগ্রত করে, এক দেবীমূর্তির জন্ম দেন।
🔶🌿মাহাত্ম্য:-
দেবী কৌশিকীর চার হাত, দুই দক্ষিণ হাতে খট্বাঙ্গ ও চন্দ্রহাস আর দুই বাম হাতে চর্ম ও পাশ। গলায় নরমুন্ডু, দেহ ব্যাঘ্রচর্মে আবৃত। দীর্ঘদম্ভী, রক্তচক্ষু, বিস্তৃত মুখ ও স্থুল কর্ণ। কালীর বাহন মস্তক বিহীন শব (কবন্ধ)।
দেবী কৌশিকী অযোনিসম্ভবা ছিলেন, সেই কারণে কৌশিকী দেবীই শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজারও যোদ্ধৃ মাতৃকাকুল সৃষ্ট হয় এবং তারাই সমগ্র অসুরকুলকে বিনাশ করে। এই ঘটনাটি ভাদ্র অমাবস্যায় ঘটে। তাই পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত হয়।
কথিত আছে ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। ধ্যানমগ্ন বামাক্ষ্য়াপা এদিন তারা মায়ের আবির্ভাব পেয়েছিলেন বলে জানা যায়। শোনা যায়, এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে, শুম্ভ- নিশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন। সেই নাম থেকেই ‘কৌশিকী অমাবস্যা’ নামটি এসেছে।
ᴊᴏy ᴊᴏy ᴍᴀ ᴛᴀʀᴀ🌺🌺