02/03/2025
আসানসোলে ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজারের সাথে একটি মিটিংয়ে জনগণের বিভিন্ন পরিষেবা মূলক কাজ নিয়ে আলোচনা করেন সাংসদ কীর্তি আজাদ। যেখানে বর্ধমান জেলায় বর্ধমান রেলস্টেশনের নবনির্মিত ওভারব্রিজের ঠিক পাশেই পুরনো ফুট ওভার ব্রিজটির পুনরায় সংস্কারের ব্যাপারে আলোচনা হয়। পাশাপাশি তালিতে রেলওভার ব্রিজ , ভেদিয়ার রেল ওভারব্রিজ বিষয় নিয়েও আলোচনা করা হয়। ।
পরবর্তী সময়ে বর্ধমান রেলস্টেশনে হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডি আর এম) সহ আরো অন্যান্য আধিকারিকের সাথে পুনরায় এই বিষয়ে আলোচনায় বসা হয়েছিল। সেখান থেকে জানানো হয়েছিল যে খুব শীঘ্রই এই কাজ শুরু হয়ে যাবে। কিন্তু
আবারো কাজে বিলম্ব হওয়ায় পরবর্তীকালে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কে কাজের বিলম্বতার কারণ জানতে একটি চিঠি করেন সাংসদ কীর্তি আজাদ। এবং তার সাথে আলোচনা হয় এই ওভার ব্রিজটির সংস্কারের ব্যাপারে, কবে থেকে কাজ শুরু হবে? কেন কাজ শুরু হতে দেরি হচ্ছে ইত্যাদি বিষয়ে।
তিনি ধন্যবাদ জানিয়েছেন পি ডব্লিউ ডি (পশ্চিমবঙ্গ সরকার) র সমস্ত আধিকারিকদের, অতি দ্রুত সমস্তরকম দরকারি
কাজ সম্পন্ন করার জন্য।
অত্যন্ত আনন্দের সঙ্গে তিনি জানাচ্ছেন যে এই ব্রিজের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তিনি আগামী কয়েকদিনের মধ্যে সেখানে গিয়ে সমস্ত কাজ পরিদর্শন করে দেখবেন। আশা রাখি এই কাজটি অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে।