06/07/2025
বেহাল রাস্তার ছবি তুলে ধরলেন রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক মহঃ মুরসালিন ফারহান ।তিনি জানান, বর্ধমান শহর লাগোয়া সরাইটিকর গ্রামের রাস্তা,যেটি জিটি রোড থেকে সরাইটিকর গ্রামের মধ্যে দিয়ে গিয়ে নতুনগ্রাম পালিতপুর হয়ে ডান দিকে কাটোয়া রোডে এবং বামদিকে সিউরি রোডে মিলিত হয়েছে । বহু মানুষ এই রাস্তায় চলাচল করেন তার পরেও বহু দিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে । কারো কোন গুরুত্ব নেই ।