Funny animals

Funny animals funny animal, animal, monkey,dogs, Cat

ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না।  জোর করে নিয়ে আসতে হয় শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খ...
18/11/2022

ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না। জোর করে নিয়ে আসতে হয়

শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি। কিন্তু দিন শেষে আজ শচীনকে ক্রিকেট নক্ষত্র হিসাবেই জানে.

মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ড এর টপ ফাইভ রিচম্যানদের একজন। আর আপনি হলে কি করতেন? শেভ করা ছেড়ে দিয়ে সিগারেট টানতেন আর বলতেন- বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া আর...

টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথিবীর ইতিহাসে কেউ তত বছর বাঁচেওনি। ৯৯৯ বার ব্যর্থ হয়েছেন তিনি। আর আপনি? সফল হওয়ার আগে প্রশ্ন করুন নিজেকে কতবার চেষ্টাটা করতে পারবেন?

সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় প্ল্যান করে যতবার চেষ্টা করে করে বিমান উড়াতে ব্যর্থ হয়েছেন, আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি। তবু তিনি বিমান টা আবিষ্কার করেই ছাড়লেন।

সৃষ্টিকর্তাকে একবার জানান দেন সাকসেস আসার আগ পর্যন্ত আপনি থামবেন না, হেরে গেলেও না, বারবার ব্যর্থ হলেও না...
ছোট বেলায় যেভাবে হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন, পড়ে গিয়ে বেথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন, এখন সময় এসেছে আবার দাতে দাত চেপে নাছোড়বান্দার মতো লেগে থাকার।

যে যাই বলুক, যে যা করুক আপনি শুধু লেগে থাকুন, বাকিটা সিস্টেম্যাটিক্যালি স্রষ্টা আপনাকে দিয়ে দিবেন।

সংগৃহীত

কেমিস্ট্রির অনার্স ব্যবহারিক পরীক্ষা। একজন ছাত্রী প্রেগন্যান্ট। শিক্ষক লক্ষ করলেন, মেয়েটির কাজ করতে বেশ অসুবিধে হচ্ছে। ম...
15/11/2022

কেমিস্ট্রির অনার্স ব্যবহারিক পরীক্ষা। একজন ছাত্রী প্রেগন্যান্ট। শিক্ষক লক্ষ করলেন, মেয়েটির কাজ করতে বেশ অসুবিধে হচ্ছে। মায়া হলো তাঁর খুব। একটা নিচু টুলের ব্যবস্থা করলেন। যন্ত্রপাতিগুলো টেবিলে রেখে চেয়ারে বসে কাজ করার অনুমতি দেয়া হলো তাকে। মৌখিক পরীক্ষার দিন মেয়েটি একটি ফুটফুটে বাচ্চার জন্ম দিলো। পরীক্ষা দেয়া হলো না আর। শিক্ষক মন খারাপ করলেন খুব। মৌখিক না দিলে, ব্যবহারিক ফেইল। ব্যবহারিক ফেইল মানে অনার্স পরীক্ষায়ই ফেইল।
রেজাল্ট শীট তৈরি করা হলো। রাত তখন দশটা। খামে ঢুকিয়ে সিলগালা করার আগমুহূর্তে জনৈক শিক্ষক সহযোগী বাকি তিনজনকে জানালেন, মেয়েটির ভাইবা আজই নেয়া হবে, এই এখনই। সহযোগী তিনজন তাজ্জব হয়ে তাকালেন শিক্ষকের দিকে। মেয়ের বাড়ি শহর থেকে নয়-দশ মাইল দূরে। তার কিছুক্ষণ পর। একটা রিকশা অজানা পথে ঝাঁকুনি খেতে খেতে এগুলো। পথঘাট অপরিচিত। রাত বারোটায় সদ্য সদ্য মা হওয়া মেয়েটি বিস্মিত চোখে দেখল, চারজন শিক্ষক বাসায় উপস্থিত তার। চোখভর্তি জল জমলো। চারপাশে হৈ চৈ পড়ে গেল। উৎসব উৎসব ভাব। হাসবেন্ড সাইকেল নিয়ে মাঝরাত্তিরেই ছুটলো মিষ্টি কিনতে। ভাইবা শুরুর আগে মেয়েটি ঐ শিক্ষককে বলল, 'স্যার, আমার বাচ্চাটাকে একটু দেখুন।' শিক্ষক কঠিন গলায় ধমকালেন, বাচ্চাকে দেখতে নয়, ভাইবা নিতে আসছি। আচ্ছা দেখাও। বাচ্চা তখন ঘুমোচ্ছে। মাথাভর্তি চুল। পাতলা ঠোঁট। ছোট্ট একটা মুখ।
ভাইবা প্রচণ্ড খারাপ হলো। কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারলো না মেয়েটি। বরং হাসতে হাসতে বলল, ‘থিওরি খুব খারাপ হয়েছে। পড়াশুনা করি নাই। আমি পাশ করব না। কিন্তু আমার এতটুকুন আফসোস নাই। আমার মতোন ভাগ্যবতী মেয়ে এই পৃথিবীতে নাই।’
মেয়েটির চোখে জল। এক জীবনে প্রচণ্ড সুখে চোখে অশ্রু জমার মুহূর্ত খুব কমই জোটে মানুষের। মেয়েটি দারুণ সৌভাগ্যবতী তো বটেই। ঐ শিক্ষকের নাম হুমায়ূন আহমেদ।
আমাদের আকাশের উজ্জ্বল নক্ষত্র। যিনি প্রেমে পড়েছিলেন চাঁদের, টলটলে জোছনার, বৃষ্টি কিংবা রহস্যের, নিছক আনন্দের।

তুমি সফল না হলে ” কেউই তোমার ব্যর্থতার গল্প শুনবে না..!
09/11/2022

তুমি সফল না হলে ” কেউই তোমার ব্যর্থতার গল্প শুনবে না..!

08/11/2022

হারু আর পুতুল দুজনেই পকেটমার। একদিন হারু পুতুলকে বললো - অনেকদিনতো হলো, আমরা একসাথে পকেটমারার কাজ করছি, এখন চল আমরা বিয়ে করি।
পুতুলও রাজি।বিয়ে হয়ে গেলো। বাচ্চা হওয়ার সময় ওরা পরিকল্পনা করলো, তাদের সন্তানকে তারা বিখ্যাত পকেটমার বানাবে। যথারীতি সময় মত পুত্র সন্তান জন্ম নিল। কিন্তু দেখা গেলো বাচ্চার ডানহাত মুষ্টিবদ্ধ। অনেক চেষ্টা করেও মুষ্টি খোলা গেলো না। হারু আর পুতুলের মন খারাপ।পকেট মারতে যে হাতের বেশি দরকার সেই হাত যদি ওকেজো থাকে তবে তাদের আশা পূরণ হবে না।

দুজন মিলে বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে গেলো। ডাক্তার অনেক চেষ্টা করেও হাতের মুষ্টি খুলতে না পেরে বাচ্চার মা বাবাকে জিজ্ঞাসা করলেন,
-----আপনারা কি কাজ করেন।
-----আমরা দুজনেই পকেটমার।

কিছুক্ষণ চিন্তা করে ডাক্তার বাবু নিজের পকেট থেকে একটা পাঁচটাকার নোট বের করে বাচ্চার মুষ্টিবদ্ধ হাতের কাছে নাড়াতে লাগলেন, সাথেসাথে বাচ্চাটা হাত দিয়ে নোটটা ধরার চেষ্টা করলো এবং তার মুষ্টিও খুলে গেলো। মুষ্টি খোলার পর ওর হাত থেকে একটা সোনার আংটি টুক করে মাটিতে পড়ে গেলো। ডাক্তারবাবু তার এসিস্টেন্টকে বললেন,

-----বাচ্ছার প্রসবের সময় যে নার্স ডিউটিতে ছিলেন, তাকে ডেকে নিয়ে এসো।
নার্স আসতেই ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন,
-----দু'তিনদিনের মধ্যে তোমার কিছু হারিয়েছে কি?
----- হাঁ ডাক্তারবাবু, আমার হাতের সোনার আংটিটা পাচ্ছি না।

✍️রিপন চৌধুরী

08/11/2022

“বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজকের মতো পুরাতন বছরের সাথে, পুরাতন অপরাধ যতো৷”

Address

Burdwan
713513

Alerts

Be the first to know and let us send you an email when Funny animals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Funny animals:

Share