Voice with sudeb

  • Home
  • Voice with sudeb

Voice with sudeb Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Voice with sudeb, Digital creator, .

মনের কথা.... মানুষের কথা ❤️
আপনারা আমাদের পেজে নানারকম মোটিভেশোনাল ভিডিও, ইনফরমেশন ভিডিও পাবেন। অনেক অজানা তথ্য জানতে পারবেন, পেজটা ঘুরে যান আশা করছি ভালো লাগবে 🙏

14/07/2025

MINI VLOG||
মারাত্মক বৃষ্টিতে পুরো মাঠ ডুবে গেছে। সেই ছোটবেলায় এরকম বৃষ্টি দেখেছি। অগত্যা দুজনে গেছিলাম মাঠে এক দিকে জোক আর এক দিকে সাপ, পুরো ভিডিওটা দেখলে মজা আসবে 😁

14/07/2025

এইবার থেকে প্রতি সোমবার একটা করে ব্লগ ভিডিও আসছে পেজে 😁

🥰💔জায়গা: বিধান নগর স্টেশন,সিঁড়ি তে উঠতেই এই বৃদ্ধটি এগিয়ে আসে আমার দিকে, তারপরের কথোপকথন:- দিদিভাই একটা ধুপ নাও না, দিদি...
13/07/2025

🥰💔জায়গা: বিধান নগর স্টেশন,
সিঁড়ি তে উঠতেই এই বৃদ্ধটি এগিয়ে আসে আমার দিকে, তারপরের কথোপকথন:
- দিদিভাই একটা ধুপ নাও না, দিদি আমার... আজ একটাও বিক্রি হয় নি!
( বলা বাহুল্য, আমি কিছুক্ষন ওনার দিকে হাঁ করে তাকিয়ে ছিলাম, এই বয়সে একজন লোক এই কাঠ ফাটা রোদ্রে কি ভাবে দাঁড়িয়ে আছে, সম্বিৎ ফিরে পেলাম আবার ওনার ডাকেই )

- ও দিদি ভাই, নেবে??

- হ্যাঁ , হ্যাঁ দাও একটা, কতো?

- মাত্র 12 টাকা দিদি

- আচ্ছা, বলছি, তুমি এই রোদে দাঁড়িয়ে কষ্ট হয় না??

- হয় তো, খুব কষ্ট হয়, গলা তুলে হাক ও দিতে পারি না দিদি ভাই!

- রোজ এখানেই বসো?

- হ্যাঁ দিদি, এখানেই,

- বাড়ি কোথায়? আসো কখন?

- বাড়ি তো বারাসাত, ওই 9 টা 44 এর দত্তপুকুর টায় নামি, 10 টার ভেতর এখানে,

- ছেলে মেয়ে নেই?

- ছেলে নেই দিদি, মেয়ে দের বিয়ে হয়ে গেছে,

- মেয়েরা দেখেনা আপনাকে ?

- ওদের থেকে কি চাওয়া যায়, ( বলেই মুখ নিচু করলেন, অর্থাৎ মেয়েরা বৃদ্ধ মা বাবা কে দেখেন না)

- বাড়িতে আর কে আছেন?

- গিন্নি আছেন, অসুস্থ,

- চলে এতে তোমার?

- ওই চলে, পুঁজি তো কম, এই যে তুমি নিলে একটা, 2 টো টাকা লাভ হলো, আমার লক্ষী দিদি, কাজ না করলে কি চলবে বলো!

শেষ কথা টা সুন্দর, বয়সের ভারে নুইয়েও লোক টা ভিক্ষা করে না, কেউ যদি ওনাকে দেখেন, একটু সাহায্য করবেন, জিনিস কিনেই, দয়া করে ভিক্ষা দিয়ে নয়।
ধন্যবাদ।
সংগৃহীত

নিঃশব্দ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যুবক, হাতে প্রেমিকার ছবি...যে আজ আর নেই, অথচ তার ভালোবাসা এখনো জীবনের প্রতিটি নিঃশ্বাসে।সে...
13/07/2025

নিঃশব্দ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যুবক, হাতে প্রেমিকার ছবি...
যে আজ আর নেই, অথচ তার ভালোবাসা এখনো জীবনের প্রতিটি নিঃশ্বাসে।
সে বলেছিল, “পাহাড় দেখতে চাই…”
আজ সেই পাহাড়ে সে একা,
কিন্তু মনে হয়—হাওয়ার প্রতিটি ছোঁয়ায়, সূর্যের প্রতিটি আলোয়
প্রেমিকা যেন ঠিক পাশেই আছে...

ভালোবাসা ম/রে না, মানুষ চলে গেলেও প্রেম থেকে যায় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে...
❤️‍🩹 Men In Love...
কপি - SOCIAL FACE

12/07/2025

ভক্তিকবি মালাধর বসুর নাম শুনেছেন? আসুন দেখা যাক তাঁর পুরো গ্রাম টা। কথিত আছে এই গ্রামে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। আবার বলা হয় মিঠুন চক্রবর্তীর মামার বাড়িও নাকী এই গ্রামে? দেখে নিন গ্রামের ইতিহাস।

আপনি ​​​​​​​সুপ্রতিষ্ঠিত। ​​​​​​​সারাজীবন ​​​​​​​অনেক ​​​​​​​রোজগার ​​​​​​​করেছেন। ​​​​​​​রোজগারের ​​​​​​​টাকায় ​​​​​​​এ...
11/07/2025

আপনি ​​​​​​​সুপ্রতিষ্ঠিত। ​​​​​​​সারাজীবন ​​​​​​​অনেক ​​​​​​​রোজগার ​​​​​​​করেছেন। ​​​​​​​রোজগারের ​​​​​​​টাকায় ​​​​​​​একগুচ্ছ ​​​​​​​প্রপার্টি ​​​​​​​কিনেছেন। ​​​​​​​সেই ​​​​​​​সমস্ত ​​​​​​​প্রপার্টি ​​​​​​​থেকে ​​​​​​​এখন ​​​​​​​আপনার ​​​​​​​মাস ​​​​​​​গেলে ​​​​​​​সতেরো ​​​​​​​লাখ ​​​​​​​টাকা ​​​​​​​ইনকাম ​​​​​​​হয়। ​​​​​​​ঘরে ​​​​​​​বসে।

আপনার মেয়েকে টেনিস খেলতে প্রথম উৎসাহ দিয়েছিলেন আপনিই। সেই মেয়ের প্রশিক্ষণ থেকে শুরু করে সমস্ত প্রতিযোগিতায় নিয়ে যাওয়া, সবকিছুতে আপনিই ছিলেন তার প্রথম অনুপ্রেরণা। নিজের চাকরি ছেড়ে দেন মেয়ের ট্রেনিংয়ের জন্য সময় বের করতে। দু লাখ টাকা দিয়ে দামি র‌্যাকেট কিনে আনেন মেয়ের জন্য।

আপনার প্রশ্রয়ে আর ​​​​​​​নিজের ​​​​​​​পরিশ্রমে মেয়ে ধীরে ধীরে স্টেট লেভেল চ্যাম্পিয়ন হয়। মাত্র চব্বিশ বছর বয়েসের মধ্যেই সাতান্নটি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের টেনিস টুর্নামেন্টে খেলে আঠেরোটি সোনার মেডেল নিয়ে আসে সে।

মেয়েটি একটি টেনিস অ্যাকাডেমি খোলে। যে উৎসাহ, অনুপ্রেরণা সে আপনার কাছ থেকে পেয়ে এতদূর অবধি এসেছে, সে চায় সেই অনুপ্রেরণা ছড়িয়ে পড়ুক নতুন প্রজন্মের মাধ্যেও।

আপনি দুধ আনতে যান পাড়ার দোকানে। সেখানে আপনার পাড়াপ্রতিবেশিরা আপনাকে টন্ট করে, কী তাউজি, লউন্ডির কামানো পয়সায় খাচ্ছো পরছো?

আপনি জানেন, ওরা সত্যি বলছে না। আপনার জীবনধারণের জন্য আপনার মেয়ের টেনিস অ্যাকাডেমি থেকে রোজগার করা টাকার ওপর নির্ভর করতে হয় না। আপনিও জানেন, তারাও জানে। সম্ভবত ওরা আপনার পেছনে লাগে। এমনিই।
আপনার খারাপ লাগে। রাগ হয়। হরিয়ানভি রক্ত টগবগিয়ে ফোটে। একটা জুৎসই জবাব দিতে মন চায়।

আপনি কী করবেন? প্রতিবেশিদের সাথে তুমুল ঝগড়া করবেন? তাদের মুখ দেখা বন্ধ করে দেবেন?

তা কী করে হয়? টাকায় কারুর নাম লেখা থাকে না। আপনার মাসিক আয় সতেরো লাখ টাকার সাথে ঐ মেয়ের রোজগার করা এক দেড় লাখ টাকাও তো মিশছে। যে রুটি আপনি খাচ্ছেন, সেই রুটির আটার দু এক দানায় যে ঐ মেয়ের কামানো টাকার ভাগ নেই, তা কি আপনি বলতে পারেন?

মেয়ের পয়সায় খাওয়া? লজ্জায় মরে যাওয়া উচিত!

কিন্তু নিজের মরে যাওয়া তো অতটা সহজ নয়। হরিয়ানাতে খুব সহজ নিজের মেয়েকে মেরে ফেলা।

মেয়ে সফল টেনিস খেলোয়াড়, টেনিস অ্যাকাডেমি নিয়ে মেতে থাকলেও ঘরের কাজ সে উপেক্ষা করে নি। সে যে মেয়ে, মেয়েদের ঘরের কাজ তো করতেই হয়।

আপনার চব্বিশ বছরের মেয়ে তখন রান্নাঘরে আপনারই জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল, যখন আপনি রান্নাঘরে ঢোকেন আপনার লাইসেন্সড পিস্তল নিয়ে।

[ ✍️ Samik Mukherjee ]

জিলিংসেরেং🌿পাহাড়-অরণ্যে ঘেরা একটি গ্রামের নাম।পাঁচ বছর আগে এই গ্রামেই বিয়ে হয়ে এসেছিল মালতী মুর্মু।তস্য গরীব সাঁওতাল অধ্...
10/07/2025

জিলিংসেরেং🌿
পাহাড়-অরণ্যে ঘেরা একটি গ্রামের নাম।পাঁচ বছর আগে এই গ্রামেই বিয়ে হয়ে এসেছিল মালতী মুর্মু।তস্য গরীব সাঁওতাল অধ্যুষিত গ্রাম।মালতী দেখলেন, গ্রামের অধিকাংশ ছেলে মেয়ে পড়াশোনা করেনা।নিকটবর্তী স্কুল ১০-১২কিমি দূরে ঘন অরণ্যের ভেতর দিয়ে যেতে হয়, তাই পঞ্চম শ্রেণীর পর অনেকেই স্কুলে যায় না। স্বামীর সহযোগিতায় মাটির দেওয়াল, মাথার উপর টিন দিয়ে বানানো হলো একটা ঝুপড়ি।মাটির দেওয়ালে একটা ব্ল্যাকবোর্ড,সোঁদা মাটির মেঝেতে চট পেতে তৈরি হলো পাঠশালা।কোলে বাচ্চা নিয়ে সেখানেই পাঠদান শুরু করলেন উচ্চ মাধ্যমিক পাশ দিদিমণি মালতী মুর্মু।অলচিকি-র পাশাপাশি বাংলা ও ইংরেজিও শেখানো হয়।পুরোটাই অবৈতনিক।স্বামীর সাথে গিয়ে শহর থেকে পড়ুয়াদের জন্য বই-খাতা-পেন কিনে নিয়ে আসে মালতী।এখন পড়ুয়ার সংখ্যা ৪৫।ভবিষ্যতে কম্পিউটার শিক্ষা চালু করার ইচ্ছে থাকলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থাভাব।
পুরুলিয়ার দুর্গম অযোধ্যা পাহাড়ের কোলে ,ঘন অরণ্যের অন্ধকারে ঢাকা এই অজ পাড়াগাঁয়ে শিক্ষার আলো ছড়াচ্ছে এই প্রজ্বলিত দীপশিখা।

✊9382396722(মালতী মুর্মু)

(পার্থপ্রতিম গুহ)

মানুষের চাহিদা কতো থাকে, অথচ আমরা যদি আমাদের প্রয়োজনীয় জিনিস টুকু পাই তাহলে আমরা কী সুন্দর ভাবে বাঁচতে পারি। এই ফুলগাছ গ...
10/07/2025

মানুষের চাহিদা কতো থাকে, অথচ আমরা যদি আমাদের প্রয়োজনীয় জিনিস টুকু পাই তাহলে আমরা কী সুন্দর ভাবে বাঁচতে পারি। এই ফুলগাছ গুলো তার প্রমান।
ছবিটি একটা পেজ থেকে পেলাম

This day 82 years ago in Singapore!COPIED FROM ANUJ DHAR PROFILE
09/07/2025

This day 82 years ago in Singapore!
COPIED FROM ANUJ DHAR PROFILE

সময় বদলালেও এটার ডিমান্ড চিরকাল থাকবে ।
07/07/2025

সময় বদলালেও এটার ডিমান্ড চিরকাল থাকবে ।

সাল ২০০০ কি ২০০২। স্থান সুটিয়া। একটি মেয়ে বিয়েবাড়িতে ফুচকা খেতে গিয়ে বলে বসলো: ‘ ইসস । কি বাজে খেতে..।’কি এতো বড় আস্পদা।...
05/07/2025

সাল ২০০০ কি ২০০২। স্থান সুটিয়া।
একটি মেয়ে বিয়েবাড়িতে ফুচকা খেতে গিয়ে বলে বসলো: ‘ ইসস । কি বাজে খেতে..।’
কি এতো বড় আস্পদা। ব্যাস, বাইক বাহিনী ঝাঁপিয়ে পড়লো বাচাল মেয়েটিকে সবক শেখাতে। টেনে নিয়ে গেলো কিশোরীটিকে পাশের ধান জমিতে..🔴

আরেকটি ঘটনা, স্বামী-স্ত্রী রিকশা করে যাচ্ছেন । রিক্শাওয়ালার সাথে ভাড়া নিয়ে সামান্য মতান্তর হচ্ছে। ব্যস, বাইক বাহিনী হাজির । প্রথমেই, দম্পতিকে প্রশ্ন, তারা কি বিবাহিত? হলে প্রমাণ কি? প্রমাণ নেই, অতঃএব ধর্ষণ । ভদ্রমহিলার যোনিতে ঢুকিয়ে দেয়া হলো বরফ টুকরো । তাঁর নগ্ন দেহের ছবি তোলা হলো । পরে এছবি দেদার বিকোবে।

কারুর টু শব্দটি করার সাহস ছিল না..!💥

পুলিশ অভিযোগ নিতো না। হইহই করে বাড়ছিল হায়নার দল । দাদার অভয় বাণী, যে মেয়েকে ইচ্ছে, তাকে তুলে নিয়ে আয় । নিয়ে চল সুখ সাধুর ভিটেতে। সেখানে মজুত অফুরন্ত মদ ও ক্যামেরা । গ্রামে যেকোন বিবাদ- সম্পর্ক জনিত, জমি বা অর্থকরী সংক্রান্ত- নিদান একটাই, ধর্ষণ । অনেক সময় লাঞ্ছিতা মেয়েটিকে তারা বাড়ি ফিরিয়ে দিয়ে যেত । মেয়েটির মা'কে বলে যেত, মেয়েটিকে তাদের মনে ধরেছে । যেন সাজিয়ে গুছিয়ে রাখে ।পরের দিন আবার নিয়ে যাবে ।

এই নরক গুলজারের নাম সুটিয়া। উত্তর চব্বিশ পরগনার একদম প্রান্তিক গ্রাম । একঘণ্টা হাঁটলেই বাংলাদেশ সীমান্ত । সুটিয়ার উপর দিয়ে বয়ে গেছে ইচ্ছামতী, যমুনা । একাত্তরের পর থেকে ওপার বাংলা থেকে এসেছে মানুষের ঢল । প্রতি বছর বর্ষাতে সুটিয়া ভেসে যায় । সরকারি , বেসরকারি রিলিফ ফান্ড আসে । এই রিলিফ ফান্ডের দখলদারি নিয়েই উত্থান সুশান্ত চৌধুরী, বীরেশ্বর ঢালি 'দের ।

রাজনৈতিক নেতৃত্ব এবং লোকাল লুম্পেনকে পাশে নিয়ে এরা দখল করলেন সুটিয়ার ত্রাণ তহবিল । হুমকি, মারধোর, বাইক বাহিনী । নতুন সহস্রাব্দের শুরু থেকে সুটিয়ার নতুন পরিচয় -ধর্ষণ নগরী। দুহাজার থেকে দুহাজার তিন অবধি শুধু পুলিশের রিপোর্ট অনুযায়ী ধর্ষণের সংখ্যাটি ছিল তেত্রিশ । স্থানীয়দের মতে, আসল সংখ্যাটি ঢের বেশি ।

ডেনমার্ক নামক কারাগারটি ভেঙে ফেলতে উদ্যোগী হয়েছিলেন হ্যামলেট । বরুণ বিশ্বাস সুটিয়ার হ্যামলেট । বা আরো বড়ো কিছু । ফরিদপুর থেকে এসছিল তাঁর পরিবার । শরীরে দুর্মর বাঙাল রক্ত । নইলে ডব্লিউ বি সি এস পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়েও কেউ সে চাকরি ছেড়ে দেয়?
দিব্যি তো ছিলেন মিত্র ইনষ্টিটিউশনে, বাংলার শিক্ষক হয়ে। পারতেন কলকাতায় শিফট করতে, এই পাপ নগরী থেকে দূরে থাকতে । আমি-আপনি তাই-ই করতাম । কিন্ত তিনি যে মাস্টারদা..♥️🌻

নিজের উদ্যোগে তৈরি করলেন ধর্ষণ বিরোধী মঞ্চ । পাশে পেলেন কতগুলো উত্সাহী ছেলেমেয়েকে। সরকারের উপর মহলে লিখলেন একটার পর একটা চিঠি । ধর্ষিতা মেয়েদের বিয়ে দিলেন । নেকড়ের পাল'রা কামড়াতে এলে গড়ে তুললেন পাল্টা প্রতিরোধ।রাতের পর রাত বাইকে টহল দিতেন গোটা গ্রাম । তাঁর বাইকের আওয়াজে গোটা গাঁ নিশ্চিন্তে ঘুমোত। লালকমলের আগে নীলকমল জাগে ।

যে ঘরে মাস্টারদা থাকতেন, তাতে একটা খাট আছে। গদি নেই, প্ল্যস্টিক পাতা । এলাকার ছাত্রছাত্রীদের বই, খাতা, পেন, পেন্সিল কিনে দিতেন । যথেষ্ট রোজগার করলেও টাকাপয়সা কিস্যু জমতো না ।রোজ ঘন্টা দুয়েকের জার্নি করতেন রাতটা গ্রামে কাটাবেন বলে । জবা ফুল বড্ড প্রিয় ছিল মানুষটার ।

ওঁর একটার পর একটা চিঠি শেষমেষ সরকারের টনক নড়িয়ে দেয়। সিআইডি তদন্ত হলে গ্রেপ্তার হয় সুশান্ত, বীরেশ্বর সহ আরো অনেকে । মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় এদের । গোটা গাঁ নিশ্চিন্তে হাফ ফেলে । কিন্ত তিনি বরুণ বিশ্বাস, তাঁর লড়াই এতেই শেষ নয় ।

মাস্টারদা লক্ষ্য করছিলেন, প্রতি বছর গ্রামে বন্যা হয় । কারণ কি? জানা গেল, ভাটার সময় কেটে নেয়া হয় মাটি । মাটি-মাফিয়ারা সেই মাটি পাঠিয়ে দিচ্ছে চড়া দামে । ফলে বর্ষাকালে অবশ্যম্ভাবী বন্যা । নতুন বাঁধ, নতুন রিলিফ ফান্ড , নতুন ঠিকাদার-একটা বিরাট, সংঘটিত অপরাধ চক্র । এর বিরুদ্ধে বরুণ শুরু করলেন তাঁর ক্রুসেড ।

দুহাজার বারো,পাঁচ জুলাই । ঠিক আট বছরের আগের ঘটনা । বৃহস্পতি বার। সন্ধ্যের মুখে বনগাঁ লোকাল থামলো গোবরডাঙা স্টেশনে । নামলেন মাস্টারদা । তিন নম্বর থেকে এক নম্বর প্লাটফর্মের দিকে হাঁটা দিলেন । স্টেশনের বাইরে বাইক রাখা । বাকিটা আমরা সবাই সিনেমার পর্দায় দেখেছি । একটি গুলি তাঁর পাঁজর ভেদ করে চলে গ্যাছে । রক্তাক্ত শরীরে মাটিতে পড়ে আছেন বরুণ বিশ্বাস । একটু পরে তিনি মারা যাবেন । অস্তে যাবে সুটিয়ার মুক্তি সূর্য...💔

পরের দিন মানে ছয় জুলাই । ভারী বর্ষা । সব ভুলে স্থানীয় মাঠে জমায়েত হয়েছিল হাজার, হাজার মানুষের । সবাই মাস্টারদাকে চোখের জলে শেষ বিদায় জানাতে চায় । তীব্র ক্রোধে ফুঁসতে থাকা স্থানীয় মহিলারা হাতে তুলে নিয়েছিলেন হাতা, খুন্তি, ঝাঁটা । ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন স্থানীয় পুলিশ ফাঁড়ি ।

কেন মারা গেলেন বরুণ? জেলে বসে সুশান্তই কি মারল? নাকি মাটি-মাফিয়া? নাকি আরো কোন বড়ো রাজনৈতিক ষড়যন্ত্র? আমাদের দেশে এসব প্রশ্নের উত্তর হয়না, আমরা জানি । বরুণ-হত্যার পরে কয়েকজন গ্রেপ্তার হয়েছে, ঠিকই । কিন্ত আজ ঘটনার আট বছর বাদেও দোষীরা সাজা পান নি । বনগাঁ মহকুমা আদালতে আজও সে মামলা চলছে ।

তবে ট্রাজেডির এটাই শেষ অঙ্ক নয় । গতবছর শিক্ষক দিবসের দিনে, সুটিয়াতে মাস্টারদার আবক্ষ মূর্তিতে মালা দেননি কেউ। শেষ যেবার কলেজ স্ট্রিটে গেছিলাম, দেখেছিলাম মিত্র ইনস্টিটিউশণের সামনে তাঁর ছবিটি নেই । যদিও ভরসার কথা, স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা তাদের প্রিয় স্যারকে ভোলেননি । সারাবছরই বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে মাস্টারদাকে স্মরণ করেন তাঁরা।

জানি, আমরা খুব নগণ্য, সাধারন মানুষ । জীবনযুদ্ধে ধ্বসত । সর্বক্ষণ ভয়-ভয় করে আমাদের । হেরে যাওয়ার ভয়, পিছিয়ে যাওয়ার ভয় । তবু এতোটাও স্মৃতিভ্রষ্ট হবো কি আমরা? মহাকালের কাছে কি উত্তর দেব ? বরং এই অন্ধকার সময়ে বরুণ'কে স্মরণ করাই হয়ে উঠুক আমাদের একমাত্র প্রতিরোধের রাজনীতি ।

কারণ, ❝ বরুণ বিশ্বাস মানে প্রতিবাদের সুর,
বরুণ বিশ্বাস মানে মফস্বলের পায়ে পায়ে
নেপোলিয়ন বোনাপার্টের অপরাজিত ঘোড়ার ক্ষুর....।❞🔥

আজকের সমাজে এমন বরুণ বিশ্বাস দেরই যে আরো বেশি করে দরকার.. প্রয়াণ দিবসে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি..🌷🙏

কলমে ✒️©Hindol Palit

© এক যে ছিলো নেতা

03/07/2025

এই ভিডিওটি না দেখলে অনেক কিছুই অজানা থেকে যাবে।মানব দেহে যতগুলো হাড় আছে রথ তৈরীতেও ঠিক ততগুলোই কাঠ ব্যবহার করা হয়? রথের দড়ি নাকী স্বয়ং বাসুকি নাগ? কার রথ আগে চলে জানেন আপনি? কিংবা কার রথের উচ্চতা কতো অথবা কার রথে কোন কোন ঘোড়া থাকে? সব প্রশ্নের উত্তর আছে এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন

Address


Alerts

Be the first to know and let us send you an email when Voice with sudeb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice with sudeb:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share